বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়ছে

করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ আরেক দফা বাড়বে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে বিধিনিষেধে শিথিলতা থাকবে কিনা তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হতে পারেও বলে জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে, যা চলবে ১৪ জুলাই পর্যন্ত।এদিকে, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। তিনি বলেন, যদি সরকারের করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি পরামর্শ দেয়, তাহলে চলমান বিধিনিষেধ আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সফল হব। জীবনে অনেক ঈদ আসবে। বেঁচে থাকলে অনেক ঈদ করতে পারব।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ফলে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩০ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। একই সময় করোনায় সংক্রমিত ১১ হাজার ৮৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়ানোর জন্য।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে সাংবাদিক ইউনিয়ন বরিশালের নিন্দা উদ্বেগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের হয়রানী না করার আহ্বান জানিয়েছে।

সাংবাদিক ইউনিয়ন মনে করে, দুর্নীতির সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন সংবাদপত্র জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, অনলাইন সংবাদপত্র নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের হয়রানী করার জন্যই করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ্য তানুকে হাতকড়া পরিয়ে হাসপাতালের বেডের সঙ্গে আটকে রেখে চিকিৎসা দেওয়া অত্যন্ত দুঃখজনক।

অবিলম্বে গ্রেপ্তারকৃত ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন সংবাদপত্র জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তান, অনলাইন সংবাদপত্র নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের আহবান জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।

সংক্রমণ রুখতে ‘বরিশাল মডেল’ নামে আঞ্চলিক ব্যবস্থা

শামীম আহমেদ ॥ করোনা ভাইরাসের বিস্তাররোধে বরিশাল বিভাগে বিশেষ আঞ্চলিক পদ্ধতি গ্রহণ করা হবে। লকডাউন কার্যকর, আক্রান্ত ব্যক্তি বা পরিবারকে আইসোলেশনে রাখা, সকলকে মাস্ক ব্যবহারে বাধ্য করা এবং করোনা চিকিৎসাকেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন করে এ পদ্ধতি কার্যকর করবে বিভাগীয় প্রশাসন। আর নতুন এ পদ্ধতির নাম হবে ‘বরিশাল মডেল’।
রবিবার দুপুরে নতুন এ আঞ্চলিক পদ্ধতি সম্পর্কে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল বলেন, দেশব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে স্থানীয় প্রশাসনের এক অনলাইন সভায় এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে। সেখানে সংক্রমণ রুখতে ‘বরিশাল মডেল’ নামে আঞ্চলিক ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত আলোচনা হয়। এ ব্যবস্থা বরিশাল বিভাগের সকল ইউনিয়ন পর্যায়ে গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বরিশাল মডেল অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে স্থানীয় ধর্মীয় নেতা, সামাজিক গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং সরকারি ১০টি বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি দল গঠন করা হবে। এ দলের সদস্যরা নির্দিষ্ট এলাকার মানুষদের মাস্ক পরায় উৎসাহিত করবেন। লকডাউনে বাড়ির বাইরে না যেতে নির্দেশনা দেবেন, কোন বাড়িতে কারো করোনা রোগের লক্ষণ থাকলে প্রশাসনকে জানাবেন। এ দলের সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী করোনা উপসর্গে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আক্রান্ত ব্যক্তির পরিবারকে আইসোলেশনে নেয়া হবে।
এছাড়া কেউ যদি করোনা আক্রান্ত হন তবে তাকে যথাযথ চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে স্থানীয় হাসপাতাল। এ ব্যাপারে বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে করোনা রোগীর প্রাথমিক চিকিৎসা প্রদানে সক্ষম করা হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার পর স্থানীয় মানুষদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের কার্যক্রম শুরু করে সেখানকার প্রশাসন। এতে তারা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি পেয়েছেন।

প্রধানমন্ত্রীর স্বপ্নের উপহার আশ্রয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্রের স্বপ্নের উপহার আমতলীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। লেন্টিন ছাড়া ঘর নির্মাণে ধসে পড়ে আশঙ্কায় বসবাস বন্ধ করে দিয়েছেন হতদরিদ্ররা। হস্তান্তরের দুই মাসের মাথায় দরজা জানালা ভেঙ্গে যাচ্ছে। উঠে যাচ্ছে মেঝের পলেস্তারা। ফাটল ধরেছে মুল ভবনে।
জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের অধীনে আমতলী উপজেলায় দুই ধাপে হতদরিদ্রদের ৪’শ ৫০ টি ঘর দেয়। ওই প্রকল্পে ঘর প্রতি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ভ্যাট ট্যাক্স বাদে এক লক্ষ ৭১ হাজার টাকা। প্রকল্পের পরিপত্রে উল্লেখ আছে উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান মিলে হতদরিদ্রের ঘর বরাদ্দ তালিকা প্রস্তুত করবে। ওই তালিকা অনুসারে তারা ঘরের নির্মাণ কাজের তদারকি করবেন। কিন্তু আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ঘরের তালিকা প্রস্তুত করতেই কমিটির অন্য সদস্যদের এড়িয়ে অনিয়মের আশ্রায় নেন। তার কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক বাদশাকে দিয়ে ঘরের তালিকা প্রস্তুত করেন। উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে এড়িয়ে ঘরের নির্মাণ সামগ্রী ক্রয় করেন তিনি। ঘরের ডিজাইন মোতাবেক ঘর নির্মাণ না করে নিজের ইচ্ছামত নির্মাণ কাজ করেন ইউএনও।
ডিজাইনে উল্লেখ আছে, ১৯ ফুট ৬ ইঞ্চি দৈঘ্য ও ২২ ফুট ৬ ইঞ্চি প্রস্থ ঘরের ভিতরের দুই কক্ষ ৯ ফুট ৩ ইঞ্চি দৈঘ্য এবং ৯ ফুট ৮ ইঞ্চি প্রস্থ। রান্না ঘর, টয়লেটসহ ১৩ ফুট ৬ ইঞ্চি। ভীত মজবুত করতে ধরা হয়েছে মুল ভবনের চারিদিকে ৫৮ ফুট লেন্টিন। ডিজাইন মোতাবেক ঘর নির্মাণে ৬ হাজার ইট, ৫০ বস্তা সিমেন্ট, লোকাল বালু ২০০ ফুট এবং ভিটি বালু ৫০ ফুট প্রয়োজন। কিন্তু ঘর নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি। মুল ঘরে লেন্টিন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এতে অল্প চাপেই ঘর ধসে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজমিস্ত্রি। নিম্নমানের লোহার পাত দিয়ে দরজা ও জানালা নির্মাণ করা হয়েছে। ১০ ইঞ্চি ফাউন্ডেশন দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে প্রকার ভেদে ৫-৬ ইঞ্চি। এতে ঘর হস্তান্তরের দুই মাসের মাথায়ই ঘরের দরজা জানালা ভেঙ্গে পরেছে। প্রয়োজনীয় ইট, সিমেন্ট ও বালু না দেয়ায় ঘরের পলেস্তারা উঠে যাচ্ছে। টয়লেটে প্লাষ্টিকের প্যান বসালেও রিং বসায়নি। ওই ঘরগুলোর টয়লেট এখন পরিবারের লোকজন মালামাল রাখার কাজে ব্যবহার করছেন। তদারকি এবং ক্রয় কমিটিকে ছাড়াই ইউএনও আসাদুজ্জামান তার আস্থাভাজন লোক এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী ও হাবিব গাজীকে দিয়ে মালামাল ক্রয় করেছেন এমন অভিযোগ সংশ্লিষ্টদের। এছাড়াও অভিযোগ রয়েছে ওই প্রকল্পের তালিকা তৈরিতে এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী, হাবিব গাজী আঠারোগাছিয়া ইউনিয়নের কাওসার হাওলাদার, আনোয়ার মাষ্টার, মাহতাব প্যাদা, সবুজ খাঁন ও হলদিয়া ইউনিয়নে জুয়েল রাঢ়ী, জহিরুল ইসলাম ও খলিল মুন্সি ঘর প্রতি ৩০-৪০ হাজার টাকা আদায় করেছেন। তার কার্যালয়ের কর্মচারী মোঃ এনামুল হক বাদশার নিজ গ্রাম হরিদ্রাবাড়িয়ায় টাকার বিনিময়ে ৩০টি ঘর ধনাট্য ব্যাক্তিদের বরাদ্দ দেন ইউএনও। ইউএনও’র চাহিদামত যারা টাকা দিয়েছেন তারাই পেয়েছেন ঘর নির্মাণের নিম্নমানের সামগ্রী। ওই সময়ে হরিদ্রাবাড়িয়া গ্রামের যুবলীগ নেতা কামাল রাঢ়ী ঘর নির্মাণের অভিযোগ এনে বরগুনা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামানের নির্দেশে তার সহযোগী এনামুল হক বাদশা, সুজন মুসুল্লী ও হাবীব গাজী যুবলীগ নেতা কামাল রাঢ়ীকে অপহরণ কওে ইউএনও’র বাসায় নিয়ে আসে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নিচে চাপ দেন। এ ঘটনায় আমতলী থানায় অপহরণ মামলা হয়। ঘরের তালিকা তৈরি এবং নির্মাণে অনিয়মের অভিযোগে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে ওএসডিসহ বিভাগীয় মামলা দেন উর্ধ্বতন কর্তপক্ষ। তার কার্যালয়ের কর্মচারী এনামুল হক বাদশাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।
রোববার উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে ঘর নির্মাণের অনিয়মের চিত্র। গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের হামিদা বেগম পেয়েছেন আশ্রায়নের ঘর। ওই ঘর নির্মাণের পাঁচ দিনের মাথায় বারান্দার পিলার ভেঙ্গে পরেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ইউএনও আসাদুজ্জামানের প্রতিনিধি সুজন মুসুল্লী পিলার নির্মাণ করে দেন। হামিদা বেগম বলেন, ঘরের কাম হরার পাঁচ দিনের মধ্যেই পিলার ভাইঙ্গা গ্যাছে। সিমেন্ট ও বালু কোম দেয়। মুই মাল কোম দেওয়ার কথা কইছিলাম রাজমিস্ত্রি মোতালেব মোরে গালি দেছে।
একই গ্রামের রোজিনা আক্তার বলেন, ঘরের কাম না হইর‌্যা হালাইয়্যা রাখছে। মোর স্বামীর কাছ থেকে এনামুল টাকা নেছে। রুপা আক্তার বলেন, ঘরের বারান্দার পিলার এ্যাকছেন লড়ে। ঘরে কোন সিমেন্টের আড়া দেওয়া অয়নি। কাটা আড়া দিয়ে দেছে।
নাইয়্যাপাড়া গ্রামের বারেক মাদবর বলেন, মোরা কি কমু পঁচা ইট দিয়ে ঘর বানাইছে। সিমেন্ট ও বালু বেশী দেয় না। কইতে গেলেই মিস্তি মোতালেব কয় তোরা এইয়্যা পাও। তোগো সরহার খয়রাত দেছে। যে হরি হেইয়্যারই বেশী। তিনি আরো বলেন, এই ঘরে মোরা থাকতে পারমু? ডয় অয় কহোর যেন ভাইঙ্গা পড়ে।
নাইয়্যাপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, মোর ঘরে ৩০ বস্তা সিমেন্ট আর ৫ হাজার ২০০ ইট দিয়া ঘর তুলেছে। মিস্ত্রি মোতালেব সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে যে ভাবে ইউএনও করতে বলছে আমি তেমন করেছি।
একই চিত্র আঠারোগাছিয়া ইউনিয়নে। ওই ইউনিয়নের আমতলা গ্রামের আনোয়ার হাওলাদারের ঘর নির্মাণে কাটা লেন্টিন দেয়া হয়েছে। লেন্টিন না দেয়ায় বারান্দার পিলার ঠকঠক করে নড়ছে। আনোয়ারের স্ত্রী শিরিনা বলেন, মোর স্বামীর কাছ থেকে চেয়ারম্যান ৩০ হাজার টাকা নিয়ে ঘর দেছে। তিনি আরো বলেন, ঘর নির্মাণে কাওসার হাওলাদার ৫ হাজার ৩০০ ইট এবং ৩০ বস্তা সিমেন্ট দিয়েছে। ওই ইট ও সিমেন্ট দিয়ে কাজ করছে।
এছাড়া হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে ঘর নির্মাণে রয়েছে ভিন্ন চিত্র। গত এপ্রিল মাসে চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার আস্থাভাজন মোঃ জুয়েল রাঢ়ী ঘরের নির্মাণ কাজ শেষ করেছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন ঘর নির্মাণ কাজ চলমান অবস্থায় জুয়েল রাঢ়ী শ্রমিকদের খোরাকি বাবদ ৫-৭ হাজার টাকা নিয়েছেন। যারা টাকা দেয়নি তারা ৫ জন শ্রমিককে ঘর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত দুই বেলা খাবার খাইয়েছেন। ওই ইউনিয়নের হলদিয়া গ্রামের ১০ টি ঘর গত এপ্রিল মাসের শেষের দিকে উপকারভোগীদের কাছে হস্তান্তর করেছেন ইউএনও আসাদুজ্জামান। কিন্তু ঘর হস্তান্তরের দুই মাসের মাথায় ঘরের দরজা ও জানালা ভেঙ্গে গেছে। মেঝের পলেস্তারা উঠে যাচ্ছে। কোন ঘরেই লেন্টিন দেয়া হয়নি। লেন্টিন না দেয়ায় ঘর নড়বনে। প্রাণ নাশের ভয়ে অধিকাংশ ঘরে উপকারভোগীরা বসবাস করছেন না। টয়লেটে প্লাস্টিকের প্যান বসানো হলেও রিং বসানো হয়নি। বসবাসরত পরিবারগুলো ওই টয়লেটে মালামাল বোঝাই করে রেখেছেন।
ওই গ্রামের রিপন খলিফার স্ত্রী তানিয়া বলেন, ঘরে ফাটল ধরেছে। টয়লেটে রিং বসায়নি। ফ্লোরে প্রয়োজনীয় বালু না দেয়ায় পলেস্তারা জুতার ঘষায় উঠে যাচ্ছে। ঘরে বসবাস করতে ভয় লাগে। একই গ্রামের চাঁন মিয়া বলেন, ঘরের মধ্যে পায়খানা বসাইলেও রিং বসায়নি।
কহিনুর বেগমের ঘরের দরজা ও জানালা ভাঙ্গা। ঘর ও বারান্দার ফ্লোরের (মেঝ) পলেস্তারা উঠে মাটি বের হয়ে গেছে। ভয়ে তিনি ঘরে বসবাস করছেন না। তারও ঘরের মধ্যে টয়লেট রিং বসানো হয়নি। কহিনুর বেগম বলেন, প্রধানমন্ত্রী মোগো ঘর দিয়ে ভালোই হরছিল কিন্তু চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সহযোগী জুয়েল রাঢ়ী ঘরের খারাপ কাম হরছে। ঘরের দরজা ও জানালা ভাইঙ্গা গ্যাছে। টয়লেটের কাম হরে নাই। হারা ঘরের সিমেন্ট উইঠ্যা গ্যাছে। মুই ওই ঘরে থাহি না। মোর এ্যাকছেন ডর হবে। তিনি আরো বলেন, হারা ঘরে কোনহানে সিমেন্ডের আড়া দেয়নি। একটু বাতাস আইলে ঘর এ্যাকছেন লোলে। তবে জুয়েল রাঢ়ী সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকমত কাজ করেছি।
হলদিয়া বাজার সংলগ্ন প্রতিবন্ধি দুলাল শরীফের ঘরের দরজা জানালা ইতিমধ্যে ভেঙ্গে গেছে। টয়লেট নির্মাণ করেনি। তিনি বলেন, ঘরের লইগ্যা স্বপন মেম্বর মোডডে গোনে কুড়ি আজার টাহা নেছে। ঘরের কাম হরার কালে জুয়েল রাঢ়ী টাহা নেছে। ১৫ দিন ৫ জন মানেরে খাওয়াইছি। জুয়েইল্লা কইছে না খাওয়াইলে ৭ আজার টাকা দেতে অইবে। মুই গরিব মানু টাহা পামু কই। পরে ৫ জন মানেরে খাওয়াইছি। হ্যারপর ঘরের ৫ হাজার ২’শ ইট মোর টাইন্ন্যা আনা লাগছে।
অপর দিকে ঘর নির্মাণের তিন মাসের মাথায় তালতলী উপজেলার অংকুজান পাড়া গ্রামের আবুল কালাম মালের ঘরে ১২ স্থানে ফাটল ধরেছে। ঘরের সামনের পিলার ভেঙ্গে গেছে। ঘর হেলে পরেছে। ঘরের মেঝের পলেস্তারা উঠে গেছে। আবুল কালাম মাল বলেন, ঘর নির্মাণের তিন মাসের মাথায় ঘরের সামনের পিলার ভেঙ্গে গেছে। ঘরে ১২ স্থানে ফাটল ধরেছে। ঘরে বসবাস করা বন্ধ করে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজমিস্ত্রি বলেন, ঘর নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেয়া হয়নি। লেন্টিন ছাড়াই ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘর বেশী দিন টিকবে কিনা সন্দেহ আছে। তারা আরো বলেন, ঘর নির্মাণে এমন অনিয়মের কথা ইউএনওকে জানিয়েছি কিন্তু তিনি আমাদের ধকম দিয়ে বলেন, যেভাবে করতে বলছি সেই ভাবে কর। তোমাদের প্রয়োজন কি?
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, ঘর নির্মাণের বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে ইউএনও হস্তক্ষেপ করতে দেয়নি। তার কার্যালয়ের এনামুল হক বাদশাকে দিয়ে মালামাল ক্রয় ও ঘর নির্মাণসহ সকল কাজ করেছেন। তিনি আরো বলেন, নির্মাণের শুরুতেই আমি ঘর নির্মাণে অনিয়মের প্রতিবাদ করেছিলাম কিন্তু এতে ইউএনও আমাকে লাঞ্চিত করেছেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বাস্তবায়ন কমিটির সদস্য হওয়া সত্বেও আমি এ বিষয়ে কিছুর জানিনা। সব করেছে ইউএনও ও তার লোকজন। আমাকে কাগজে স্বাক্ষর দিতে বলেছে আমি স্বাক্ষর দিয়েছি। তিনি আরো বলেন আমাকে ইউএনও এ কাজের জন্য একদিনও ডাকেননি।
ইউএনও মোঃ আসাদুজ্জামান তালিকা তৈরি ও ঘর নির্মাণে অনিয়মের কথা অস্বীকার করে বলেন, জনপ্রতিনিধিদের দেয়া তালিকা অনুসারে যথা নিয়মে কাজ করা হয়েছে।

বরিশালে নির্মাণকালে ধসে পড়া প্রধানমন্ত্রীর দেয়া ঘরের নির্মাণ কাজ শেষ হয়নি একবছরেও

শামীম আহমেদ ॥

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে নেওয়া সারা দেশে আশ্রয়ণ প্রকল্প-২-এ অনিয়ম, অবহেলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক এই প্রকল্পে সারা দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়ার লক্ষ্য নিয়ে গত বছর কাজ শুরু হয়। এরই মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৃহহীন-ভূমিহীন উপকারভোগীদের মাঝে নির্মাণাধীন ঘর বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অসহায়, গৃহহীন ও ভূমিহীন মানুষের মুখে হাসি ফোটাতে এই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠ পর্যায়ে কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বাধীন একটি কমিটিকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী কমিনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগন।
“জায়গা আছে, ঘর নেই” এমন অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব প্রকল্প থেকে মাথা গোজার আশ্রয় হিসেবে সারা দেশে গৃহহীন, অসহায়দের জন্য বসত ঘর নির্মান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বাস্তবায়নাধীন ওই প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহহীন অসহায়ের বসত ঘর নির্মাণকালে ধসে পড়া ঘরের নির্মাণ কাজ শেষ হয়নি প্রায় একবছরেও।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনী দিয়ে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর ও বাথরুমসহ প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ২০ হাজার টাকা। ঠিকাদার ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ঘরের দায়িত্ব বুঝিয়ে দেবে উপজেলা প্রশাসন এমনটি নির্দেশনা থাকলেও দীর্ঘ একবছরেও গৃহহীন অসহায় অনন্ত বাড়ৈকে তার ঘরটি বুঝিয়ে দিতে পারেনি উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানায়, এক বছর আগে আশ্রয়ন প্রকল্পের তৈরি করা ঘর নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহারের কারনে তখন নির্মাণের তিন দিনের ব্যবধানে ঘরের দেয়াল ভেঙ্গে পরে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় (রামদেবেরপাড়) গ্রামের অসহায় অনন্ত বাড়ৈ গৃহহীন থাকায় প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির মাধ্যমে একটি ঘর প্রাপ্ত হন। কিন্তু উপজেলার বিভিন্ন স্থানে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় অসহায় গৃহহীন ব্যক্তিদের মাঝে তাদের নির্মাণকৃত ঘর হস্তান্তর করা হলেও প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঘরের নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখন পর্যন্ত অসহায় অনন্ত বাড়ৈ ঘরে বসবাস করতে পারেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোশররফ হোসাইনের কাজে গাফলতি ও তদারকি না করার কারনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর এক বছরেও নির্মাণ কাজ সমাপ্ত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

ওই বাড়ির সরজিত বাড়ৈর স্ত্রী বিনা বাড়ৈ ও একই বাড়ির জগদীশ বাড়ৈর স্ত্রী শিখা বাড়ৈ, বাসনা রানীসহ একাধিক ব্যক্তিরা বলেন, আমরা ভাবছিলাম ঘর এই রহম ভাঙ্গাচুরাই থাকবে। এয়া আর ঠিক হইবে না। কিন্তু ৩/৪ দিন আগে ইউএনও স্যার আসার পরই মেম্বররে দিয়া ঘরের কাজ শুরু করাইছে।

অনন্ত বাড়ৈ অভিযোগ করেন, ঘরের নির্মাণ করা দেয়াল ভেঙ্গে পড়ার পর ঠিকাদার দেয়াল নির্মাণে অনীহা প্রকাশ করে। তখন আমাদের বাড়ির লোকজন আমাকে আর্থিক সহযোগিতা করে। আমি ঠিকাদারকে ইট, বালু, সিমেন্ট ও ঘরের জন্য কাঠ কিনে দেই। আমার মতো অসহায় ব্যক্তির তখন ৪০ হাজার টাকা জোগাড় করতে মানুষের কাছে হাত পেতে সহযোগিতা নিতে হয়েছে। কিন্তু দুঃখ একটাই প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরিতে অনিয়মের কারনে প্রায় একবছরেও ঘরে উঠতে পারিনি। ঠিকাদার এখন পর্যন্ত ঘরের ফ্লোর প্লাস্টার, বারান্দা ও বাথরুমের কাজ সমাপ্ত করেনি।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের বাকি কাজ স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায়কে বাস্তবায়নের নির্দেশ দেন।

জানা গেছে, গৃহহীনদের গৃহ নির্মানের প্রধানমন্ত্রীর এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন প্রকল্প বাস্তবায়ন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
আগৈলঝাড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলায় অসহায়দের ঘর নির্মানের দায়িত্ব প্রদান করেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, গৈলা ইউপি সদস্য স্থানীয় ঠিকাদার তরিকুল ইসলাম চাঁনকে।

অনন্ত অভিযোগ করেন, ঠিকাদার চাঁন তার ঘর নির্মাণের কাজ নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় নির্মানাধীন তার ঘরের পশ্চিম ও দক্ষিন পাশের দেয়াল বিধস্ত হয়ে পরে।
স্থানীয় ইউপি সদস্য প্রদীপ রায় তখন কাজের গুনগত মান নিয়ে কথা বলায় তখন ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন ইউপি সদস্য প্রদীপকে গালমন্দ করেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন বলেন, কাজের মান নিম্নমানের হয়নি। তখন বৃষ্টির কারনে পানি জমে ওই দেয়াল ভেঙ্গে পরেছিল।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইনের কাছে অসহায় অনন্ত বাড়ৈর ঘরটি প্রায় একবছরেও নির্মাণ কাজ শেষ না হওয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, অনন্ত বাড়ৈ তার ঘরের ফ্লোর রড দিয়ে নিজ খরচে ঢালাই দেয়ার কথা বললে আমরা ওই ঘরের কাজ সমাপ্ত করতে পারিনি।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, “জায়গা আছে, ঘর নেই” এমন অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনন্ত বাড়ৈকে যে ঘর দেয়া হয়েছে সেই ঘরটি তৈরির কাজ অসমাপ্ত রয়েছে বিষয়টি আমি জানতে পেরে তার বাড়িতে সরেজমিন গিয়ে ঘরের বাকি অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি।

বরিশালে একদিনে সর্বোচ্চ ৭১০ জন শনাক্ত, মৃত্যু ১৩

শামীম আহমেদ, ॥

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তে সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড।করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৮৪। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২হাজার ১০৯ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেলো ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে ১ জন, পিরোজপুরে ২ জন, বরগুনায় ১ জন ও ঝালকাঠিতে ১ জনসহ মোট ৫ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২২ হাজার ১০৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৬৪ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ২১১ জন নিয়ে মোট ৯ হাজার ৩৯৬ জন,পটুয়াখালী জেলায় নতুন ৫৭ জন নিয়ে মোট ২৮৪৩ জন, ভোলা জেলায় নতুন ৩৫ জন সহ মোট ২২৫৬ জন,পিরোজপুর জেলায় নতুন সর্বোচ্চ ১৬০ জন নিয়ে মোট ৩১০৩ জন, বরগুনা জেলায় নতুন ৫৭ জন নিয়ে মোট আক্রান্ত ১৮৩৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন সর্বোচ্চ ১৯০ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭৪ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৯৬ জনের মধ্যে ৩০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৯৮ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৬৮ জনের করোনা পজিটিভ এবং ২৩০ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৬২.২৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

চাঁদ দেখা গেছে, ২১ জুলাই ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রবিবার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সব রেকর্ড ছাড়িয়ে দেশে আজ সর্বোচ্চ মৃত্যু

সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জনের। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার করোনায় ১৮৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ৮ হাজার ৭৭২ জন।

পুলিশ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বরিশালে খাদ্য সহায়তা

বরিশালে কঠোর লকডাউনে আয় রোজগার হারানো বিপদগ্রস্ত আড়াই শতাধিক ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় সংস্থার বরিশাল মেট্রোপলিটন শাখার উদ্যোগে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করেন তারা। বিপদের সময় পুলিশের খাদ্য সহায়তা পেয়ে খুশী তারা।

এ সময় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সহধর্মিনী পুনাক মেট্রো শাখার সভানেত্রী আফরোজা পারভীন, সহ-সভানেত্রী স্বাতীরেমা, সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার, তাহামিনা এনি, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) নাসরিন জাহান এবং বিমানবন্দর থানার ওসি কমলেস চন্দ্র হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বিএমপি’র মিডিয়া সেলের সদস্য ওবায়দুর রহমান জানান, করোনায় কর্মহীন, অসহায়-দুস্থ, ভাসমান ও সুবিধা বঞ্চিত আড়াই শতাধিক মানুষকে পুনাকের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। লকডাউন চলাকালীন পুনাকের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে নানামুখী সংকট

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। সেই সাথে বাড়ছে নানামুখী সংকট। রোগীর তুলনায় ডাক্তার-নার্স এবং অন্যান্য কর্মচারীর সংখ্যা একেবারে অপ্রতুল। এ কারণে রোগীদের অভাব অভিযোগের শেষ নেই।

গত বছরের ১৭ মার্চ শের-ই বাংলা মেডিকেলের একটি নতুন বর্ধিত ভবনে করোনা ওয়ার্ড চালু করা হয়। শুরুতে শয্যা ছিল ৫০টি। গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংখ্যা ২০০-তে উন্নীত করে কর্তৃপক্ষ। গত ডিসেম্বর এবং জানুয়ারির দিকে রোগীর সংখ্যা ১০০-এর নিচে নেমে যায়।

কিন্তু চলতি বছরের মার্চের পর আবার করোনা ওয়ার্ডে বাড়তে থাকে রোগীর চাপ। এ কারণে শয্যা সংখ্যা আড়াইশ করা হয়। এতেও রোগীর সংকুলান না হওয়ায় গত সপ্তাহে আরও ৫০টি বাড়িয়ে ৩০০ শয্যায় উন্নীত করা হয়। রবিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল করোনা ওয়ার্ডের ইতিহাসে সর্বাধিক ২৯৮ জন রোগী। তবে রোগী বাড়লেও সেই তুলনায় রোগীদের কোনো সুযোগ-সুবিধা নেই এখানে।

 

মুমূর্ষু রোগীর জন্য অনেক সময় ডাক্তার ডেকেও পাওয়া যায় না। সময় মতো মেলে না সেন্ট্রাল অক্সিজেন কিংবা অক্সিজেন সিলিন্ডার। আইসিইউ’র অভাবে ছটফট করে মারা যাচ্ছে মুমূর্ষু রোগীরা। রয়েছে পানি সংকট। বাথরুম-টয়লেটও নোংরা-অপরিচ্ছন্ন এবং অন্ধকার, যা ব্যবহার অনুপযোগী। রোগী ও তাদের স্বজনরা করোনা ওয়ার্ডের এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

করোনা ওয়ার্ডের নানামুখী সংকটের কথা স্বীকার করে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, শয্যা বাড়ানো হলেও সেন্ট্রাল অক্সিজেন সেবা রয়েছে ১০৩ জন রোগীর। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে ৬৯টি। আইসিইউ শয্যা রয়েছে ২২টি। ৪৭০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে পর্যায়ক্রমে সেবা দেওয়া হচ্ছে জরুরি রোগীর। করোনা ওয়ার্ডে ডাক্তার রয়েছে ৯ জন। নার্স রয়েছে ৫৯ জন। চতুর্থ শ্রেণির কর্মচারী ছয়জন এবং আনসার সদস্য রয়েছে চারজন। এছাড়া পেটে ভাতে পদ্ধতিতে করোনা ওয়ার্ডে ফুটফরমায়েশের কাজ করছেন ২১ জন নারী।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন