বরিশালে হস্তান্তরের আগেই ভেঙে পরল আশ্রয়ণ প্রকল্পের ঘর

শামীম আহমেদ ॥

মুজিববর্ষ উপলক্ষে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর বেশ কিছু ঘর হস্তান্তরের আগেই ভেঙ্গে পড়েছে। তলিয়ে যাচ্ছে জোয়ারের পানিতে।

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি এসব ঘর ভেঙে পড়া নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ১৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের। সেখানে ১১টি ঘর ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে এসব ঘর জোয়ারের পানি উঠলেই তলিয়ে যাচ্ছে। ফলে হস্তান্তরের আগেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে ভেঙে যাওয়া ঘরগুলো মেরামত শুরু হয়েছে।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে ৪০টি ঘর নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে এ ঘটনা ঘটেছে। আর ঘরগুলো নির্মাণের কথা উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধায়নে। কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানকে ঘরগুলো নির্মাণ করতে দেখা যায়। যদিও স্থানীয়দের এ অভিযোগ চেয়ারম্যান হারুন অর রশিদ পুরোপুরি অস্বীকার করেছেন। আর ঘর ভেঙে পড়ার পিছনে ঘূর্ণিঝড় ইয়াসকে দায়ী করেছেন স্থানীয় প্রশাসন গঠিত টেকনিক্যাল কমিটি। জানান ইউএনও।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন মাসুদ সাংবাদিকদের বলেন, ঘর বরাদ্দ ও জায়গা নির্বাচন সর্ম্পকে কিছু বলার এখতিয়ার আমার নেই। কারণ আমি এসেছি দুই মাস হলো। প্রথম দফার ঘর নির্মাণ সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সময়ে হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের দিনে বাহেরচরের ৪০টি ঘরে পানি উঠে তলিয়ে যায়। ওইদিনই চেয়ারম্যান আমাকে জানিয়েছেন ঘর ভেঙে পড়েছে। ওখানকার দু’টি ঘর পুরোপুরি ভেঙে গেছে আর ৯টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘর ভেঙে পড়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নির্মাণ ত্রুটিতে নয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঘর ভেঙে পড়েছে।

এরপর ঘর মেরামতে বরাদ্দের আবেদন করা হয়। বরাদ্দ পেতে বিলম্ব হওয়ায় সংস্কারকাজ শুর করতেও সময় নিতে হয়েছে। গত তিনদিন হলো মেরামত কাজ শুরু হয়েছে উল্লেখ করে ইউএনও বলেন, মিস্ত্রিদের বলা হয়েছে উপকারভোগীরা যেমন চাইবে সেভাবেই ঘরগুলো মেরামত করে দেবে।

একদিনে করোনায় এত মৃত্যু দেখেনি বাংলাদেশ

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত একদিনের হিসাবে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার চারজনে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। ফলে দেশে করোনায় শনাক্তের সংখ্যা হলো ১০ লাখ ৫৪৩ জন।

আজ শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

লকডাউনে  ঝুঁকি নিয়েও জনকল্যানমূলক কার্যক্রমে সক্রিয় বরিশালের রোভার স্কাউট

এম, আর শুভঃ চলমান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রতিনিয়ত বেড়েই চলেছে।দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে যেন চোখ রাঙিয়ে যাচ্ছে এ মহামারিটি। তবে মহামারীর প্রতিকূল অবস্থা থেকে উত্তোরনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন । পাশাপাশি জনসাধারনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন। সারাদেশের এ প্রতিকুল অবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারের প্রতিনিধিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ সকল সংগঠনের বিভিন্ন জনোন্নয়ণমুলক কর্মসূচী বাস্তবায়নে সর্ব মহলে বেশ প্রসংশিতও হয়েছে।

এরই ধারাবাহিকতায় চলমান লকডাউন বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনিকে সর্বাত্নক সহযোগীতা করে আসছে রোভার স্কাউট গ্রুপ।সারাদেশের ন্যায় বরিশালেও রোভার স্কাউট গ্রুপের লকডাউন বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করায় ভিবিন্ন মহল থেকে গ্রুপটিকে সাধুবাদ জানাচ্ছে। করোনার অপ্রতুল অবস্থায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারনের স্বার্থে রোভার স্কাউট বরিশাল দলের এমন কার্যক্রম মানবিকতার  ইতিবাচক দিক বলে মনে করছেন সচেতন মহল ।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে যাওয়ায় চলতি মাসে (১ জুলাই) থেকে আবারও সর্বাত্নক লকডাউন ঘোষণা করে সরকার। সেই লক্ষ্যে লকডাউন বাস্তবায়নে বিভিন্ন কঠোর নির্দেশনাবলিও সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়।

জনসাধারনের স্বার্থে করোনা মোকাবেলায় এমন কঠোর দিক-নির্দেশনা মানতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়। সেই লক্ষ্যে সারাদেশের ন্যায় সরকার কর্তিক বিভিন্ন বিধিনিষেধ’র কার্যক্রম বাস্তবায়নে আরোপিত দায়িত্ব পুলিশ –প্রশাসন যথাযথভাবেই পালন করে আসছে। তবে জনসাধারনের মঙ্গলার্থে অন্যান্য সহযোগী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে না থাকলেও সারাদেশের ন্যায় বরিশালের মাঠে সর্বাত্নক প্রশাসন ও পুলিশকে নিঃস্বার্থভাবে সহায়তা করে আসছে বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ও জেলা রোভার স্কাউট গ্রুপ। বরিশাল জেলা রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানা যায়, লকডাউন বাস্তবায়নে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিয়মিত সকল কার্যক্রমে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে দলটি।

প্রশাসনের বিভিন্ন কর্মসুচী হিসেবে জনসাধারনের মাঝে করোনা সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি , লকডাউনে বিপর্যস্ত অসহায়, দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম, নির্বাহি ম্যাজিস্ট্রেটের সাথে মোবাইল কোর্টে সহায়তা প্রদান, ট্রাফিক পুলিশের সাথে চেকপোস্টে দায়িত্ব পালন করা, স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাইকিংসহ নানান জনকল্যাণমুখী কার্যক্রমে অংশগ্রহণ করে নিরলসভাবে সেবা প্রদান করে আসছে বরিশাল  পলিটেকনিক  ইনস্টিটিউট  রোভার  স্কাউট  গ্রুপের  সিনিয়র রোভার মেট ও জেলা সিনিয়র রোভারমেট লিয়াকত আহাম্মদের  নেতৃত্বে ১৪ সদস্যের ( মোঃ সজীব, ইমন, রফিক,  সালমান , আলামিন, ,  সাব্বির, অভিজিৎ, রাফি , তামিম,  রাহাত , আশেক রাব্বানী , মো: সবুজ ,  রাহাতুল ইসলাম) রোভার স্কাউটের একটি  টিম। এ বিষয়ে লিয়াকত আহাম্মদ জানান, আমরা সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় নিরলসভাবে সরকারের বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনকে তাদের দৈনন্দিন কর্মসুচিতে অংশগ্রহণ পূর্বক কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে আসছি।

আমরা  রোভার স্কাউট গ্রুপের দৈনিক ১২-১৫ সদস্যের একটি দল পুলিশ ও প্রশাসনের লকডাউন বাস্তবায়নে নানান কর্মসুচীতে অংশগ্রহন করে থাকি। এর মধ্যে জনসচেতনতা বৃদ্ধি , ত্রান বিতরণ কার্যক্রম, মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে থাকা, অযথা বাইরে কেউ বের হল কিনা? মোটরযানের বৈধ লাইসেন্স আছে কিনাসহ বিভিন্ন জনোন্নয়মূলক কার্যক্রম উল্লেখযোগ্য। দৈনিক এ সকল কার্যক্রমে কোন সন্মানী পাচ্ছেন কিনা এমন প্রশ্নে লিয়াকত জানান ,আমরা এ সকল কার্যক্রমে কোন সন্মানী পাইনা।আমরা নিঃস্বার্থে সেবা প্রদান করে আসছ। রোভার স্কাউটদলের এমন কার্যক্রম বেশ প্রসংশিত ও শিক্ষার্থীদের জনসাধারনের প্রতি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনোয়ন্নমুলক কার্যক্রম ও সেবা প্রদানে ভবিষ্যতে বেশ ইতিবাচক প্রভাব পড়বেও বলে ধারনা সচেতন মহলের।

এ বিষয়ে বরিশাল পলিটেকনিক  ইন্সটিটিউট  রোভার স্কাউট গ্রুপ ও জেলা  রোভার স্কাউট লিডার  (ডিআরএসএল) বরিশাল জেলা  রোভার’র গ্রুপ সম্পাদক পবিত্র কুমার হালদার জানান,  বরিশাল পলিটেকনিক রোভার স্কাউট ও জেলা রোভার স্কাউট গ্রুপ সর্বদা সরকার কর্তৃক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করে আসছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চলমান লকডাউনে জনসাধারনকে স্বাস্থ্যবিধী সম্পর্কে অবহিতকরন, জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনের সকল কাজে সকাল-বিকাল নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। রোভার স্কাউট গ্রুপের এমন জনোন্নয়নমূলক কার্যক্রম আমাদের জন্য গৌরবের। বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম বাস্তবায়নে রোভার স্কাউট গ্রুপ একধাপ এগিয়ে, সর্বদা জনসাধারনের সেবায়ই আমাদের রোভার স্কাউট গ্রুপ নিজেদের সক্রিয় রাখবে।

 

এ বিষয়ে বরিশাল  জেলা  রোভার’র সম্পাদক মো: নজরুল ইসলাম জানান, রোভার স্কাউট গ্রুপ শুধুমাত্র চলতি লকডাউন এর সময় নয় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রমনের প্রথম থেকেই গ্রুপটি সরকারের সকল কার্যক্রমে সহায়তা করে আসছে। সড়ক দূর্ঘটনায় আহতদের পাশে থেকে উদ্বারে মুখ্য ভুমিকা পালন করেছে  বাংলাদেশ স্কাউটস সেই সাথে বরিশাল জেলা রোভারও তাদের সাথে একাত্নতা পোষণ করে সড়ক পরিবহন আইনের সাথে কাজ করেছে। এছাড়াও কোন সন্মানী ছাড়াই সিটি কর্পোরেশনের টিকা প্রদান কার্যক্রমে রোভার স্কাউট সেবা প্রদান করেছে। সম্প্রতি রোভার স্কাউট নিতান্ত একটি ঝুঁকিপূর্ণ সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বতঃফুর্তভাবে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে এটা গৌরবের, আনন্দের ও দ্বায়বদ্ধতার স্থান থেকে  আমরা যে সেবামূলক কাজে নিজেকে উদ্ভুব্ধ করতে পারি এটারই স্বাক্ষর রোভার স্কাউট গ্রুপের প্রতিটি সদস্য রেখে যাচ্ছে।

আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সংগঠন যখন কল্যানমুখী কাজ করে তখন রোভার স্কাউট তাদেরও সহায়তা করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় (৭ জুলাই) বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব বরিশালের প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৫০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার স্যার , এ সময় রোভার স্কাউট বরিশালের সিনিয়র নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত থেকে তাদের সহায়তা করেছেন।

আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের সভাপতি । রোভার স্কাউট গ্রুপের প্রতিটি সদস্যকে তিনি মানসিকভাবে সাপোর্ট করে আসছেন। সেখান থেকে আমাদের সদস্যরা বেশ অনুপ্রানিত হচ্ছে। আমরা গ্রুপের সদস্যদের জেলা থেকে যতটুকু পারছি ততটুকু সহায়তা করে আসছি তবে  বাজেট না থাকায় জেলা প্রশাসন দিতে পারছেন না। আমরা যতটুকু দিয়ে আসছি নিতান্তই অপ্রতুল, ওদের রিক্সা ভাড়াটা আমরা মোটামুটি দিয়ে থাকি। আর তাছাড়া ওরাতো শিক্ষার্থী ওদের ইনকাম সোর্স নেই। আমরা জেলা প্রশাসক স্যারের নিকট রোভার স্কাউটের গরীব সদস্য এমন ৫০ জনের অভিভাভকদের সহায়তা চেয়ে আবেদন করেছি ,আমাদের বিশ্বাস তিনি আমাদের দিকটি বিবেচনায় রাখবেন।  আমাদের বিশ্বাস বরিশাল জেলা প্রশাসনসহ বরিশালসীকে রোভার স্কাউট তাদের ইতিবাচক সকল কার্যক্রম ও কর্মদক্ষতায় সন্তস্ট করতে পেরেছে। সর্বদা রোভার স্কাউট জনকল্যাণমুখী কার্যক্রমে নিজেদের সক্রিয় রাখবে।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি জানান, মন্ত্রনালয়ের সাথে আমাদের মিটিং হয়েছিল সেখানে কেবিনেট থেকেই নির্দেশ দেয়া হয়েছে রোভার স্কাউট গ্রুপ আমাদের কার্যক্রমে সহায়তায় সাথে থাকবে। পাশাপাশি বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার স্যারের নির্দেশনা মতে তারা আমাদের সকল কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।

রোভার স্কাউট গ্রুপ আমাদের কার্যক্রম চলাকালীন আমাদের সাথে থেকে আমাদের ফোর্সদের পাশাপাশি তারাও স্বাস্থ্যবিধী সম্পর্কে জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি, যারা মাস্ক পরছেন না তাদেরকে সচেতন করছেন। তাদের কোন সন্মানী দেয়া হয় কিনা এ বিষয়ে তিনি প্রতিবেদককে জানান, রোভার স্কাউট গ্রুপ আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন। যেহেতু রোভার স্কাউট গ্রুপের সদস্যরা আমাদের সাথে কার্যক্রমে সহায়তা করছে আমরা চিন্তা করেছি গ্রুপের সদস্যদের সহায়তায় আমরা ডিসি স্যারকে বিষয়টি জানাব।

বরিশালে নির্যাতনের ভয়ে পুলিশের ঘর থেকে পালালো শিশু গৃহকর্মী

শামীম আহমেদ ॥
ঘর থেকে পালিয়ে যাওয়া শিশু গৃহকর্মীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মিজানুর রহমানের স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। এসময় বাঁধা দিতে গেলে স্থানীয়দের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করেন তারা। পরে শিশু গৃহকর্মীকে উদ্ধার করে কোতয়ালী মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা বাজার সংলগ্ন পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। ওসি মিজানুর রহমানের দাবি গৃহকর্মী নয়, বরং বাবা-মা না থাকায় শিশুটিকে বাসায় রেখে লেখাপড়া করাচ্ছিলেন তিনি। ঘটনার পরে মনি (১৩) নামের ওই শিশুকে থানা পুলিশ তার মায়ের জিম্মায় দিয়েছেন।

ভিকটিম শিশুটি বাবুগঞ্জ উপজেলার মন্টু হাওলাদারের মেয়ে। গৃহকর্মী মনি’র দাবি ‘গত ছয় দিন ধরে নগরীর বটতলা এলাকায় হালিমা খাতুন স্কুল সংলগ্নে জেলা ডিবি পরিদর্শক মিজানুর রহমানের বাসায় কাজ করতেন। বুধবার রাতে ডিবি পুলিশের বাসায় তাকে মারধর এবং গালমন্দ করা হয়। এজন্য বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না বলে সে ঘর থেকে পালিয়ে যায়। এজন্য ওসি’র স্ত্রী এবং কিশোর ছেলে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় তাকে খুঁজে পেয়ে প্রকাশ্যে চর থাপ্পর দেয়। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম হাওলাদার জানান, ‘মেয়েটি চৌমাথা বাজার সংলগ্ন সিএন্ডবি সড়ক পার হচ্ছিল। এর মধ্যে একটি মহিলা ও একটি ছেলে এসে শিশুটির হাত ধরে টান দেয় এবং চর থাপ্পর শুরু করে। তখন শিশুটি চিৎকার করে বলতে থাকে ‘মুই আমনেগো লগে যামু না, ওই বাসায় মইরা গেলেও যামু না।’ রফিকুল বলেন, ‘মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে শিশুটিকে মারধরের কারণ জানতে চায়।

পাশাপাশি মারধরকারী ওই নারী ও ছেলেকে পুলিশে দেয়ার কথা বললে স্বামী পুলিশ হওয়ায় তারা উল্টো পুলিশকেই গালাগাল দেয়।’ অপর প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, ‘ঘটনার সময় মানুষের ভীর পড়ে গেলে ট্রাফিক পুলিশ এসে শিশুটিকে তাদের হেফাজতে নিয়ে পুলিশ বক্সে রাখে। তারাই থানা পুলিশকে খবর দিয়ে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়।’ অভিযুক্ত নারীর স্বামী জেলা ডিবির পরিদর্শক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটিকে গৃহকর্মী হিসেবে রাখা হয়নি। ওর বাবা-মায়ের ডিফোর্স হয়েছে। শিশুটি একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। আমি বাবুগঞ্জের ওসি থাকাবস্থায় মেয়েটির বোনের সাথে পরিচয় হয়। সেই বোনই আমাকে অসহায় শিশুটির কথা বলে। গৃহকর্মীর কাজ থেকে ছাড়িয়ে শিশুটিকে ওর মা গত ছয় দিন আগে আমার বাসায় দিয়ে যায়। আমি না করেনি। ভেবেছিলাম আমার শিশু কন্যার সঙ্গী হিসেবে থাকবে এবং লেখাপড়া করবে। তিনি বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ।

বৃহস্পতিবার সে ডাক্তার দেখানোর জন্য ঘর থেকে বের হয়। আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। সেই সুযোগে শিশুটি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরে আমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়া ছেলে ওকে খুঁজে পেয়ে হয়তো দু-একটা চর দিতে পারে। এসময় আমার স্ত্রীও সেখানে ছিল। এটা তারা অন্যায় করেছে। এজন্য তাদের অনেক গালমন্দও করেছি। এ প্রসঙ্গে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘শিশুটির সাথে কথা বলেছি। সে ছয় দিন আগে ওই বাসায় কাজ শুরু করে। সেখানে বকাঝকা করায় মেয়েটি ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। পুলিশ কর্মকর্তার পরিবারের লোকেরা শিশুটিকে খুঁজে পেয়ে বাসায় নিয়ে যেতে চায়।

কিন্তু শিশুটি যেতে না চাওয়ায় একটু টানা হেচড়া হয়। যে বিষয়টি দৃষ্টিকটুর। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে। তিনি বলেন, ‘শিশুর মায়ের সাথে কথা বলেছি। তিনি থানায় এসেছিলেন। একটি মুচলেকা রেখে শিশুটিকে তায়ের জিম্মায় দেয়া হয়েছে। তিনি এ ঘটনা নিয়ে কোন মামলা বা অভিযোগ করবে না বলে থানায় মুচলেকা দিয়েছে। বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘আমি অফিসার পাঠিয়ে শিশুটির কাছ থেকে ঘটনা শুনেছি। যতটুকু যেনেছি শিশুটিকে গৃহকর্মী হিসেবে নয়, ওকে লেখাপড়া করানোর জন্য ডিবি’র ওই পরিদর্শক তার বাসায় এনেছিল। কিন্তু সে থাকবে না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এখানে পুলিশের ওই কর্মকর্তার কি দোষ? শিশুর সাথে কোন অপরাধ হলে সে ক্ষেত্রে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতো।

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে আটক ৯, মামলা ২৫

শামীম আহমেদ:
দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ লকডাউন ঘোষণা করেন সরকার। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীতে দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। লকডাইনের অষ্টম দিনে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ ব্যক্তিকে আটক করা হয় এবং ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর সদর রোড, চক বাজার রোডে স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা কারনে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক না পরার অপরাধে ৯ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর। পোর্ট রোড, বান্দ রোড, মেডিকেল মোড়সহ অন্যান্য এলাকায় অভিযান ১ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি। এদিকে আমতলার মোড়, বাংলা বাজার, রুপাতলী এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮৫০০ টাকা জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। অভিযানে ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের একটি টিম ও স্কাউটের সদস্যরা সহযোগীতা করেন।

বরিশালে অপ্রয়োজনে রাস্তায় বের হলেই আটক-জরিমানা

শামীম আহমেদ,বরিশাল:
বরিশালে লকডাউনের ৮ম দিনে লঞ্চ-বাস, থ্রি হুইলার এবং কিছু দোকান বন্ধ থাকা ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ এবং রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং পণ্যবাহী যান চলাচল আগের চেয়ে বেড়েছে। অপরদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ গ্রেফতার শুরু করেছে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী। লকডাউনের ৮ম দিনে বৃহস্পতিবার আগের ৭ দিনের চেয়ে রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং পন্যবাহী যানবাহন চলাচলও বেড়েছে। সকালের দিকে মানুষ এবং যানবাহনের চাপে নগরীর সদর রোড এবং সাগরদী এলাকায় ক্ষনে ক্ষনে সৃস্টি হয় যানজটের। বরিশাল নগরীর পোর্ট রোড মাছের আড়ত, বাজার রোডসহ নগরীর অন্যান্য বাজারগুলোতে সকালের দিকে প্রচুর ভীর ছিলো। বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলো ফাঁকা হয়ে যায়। মুদি, কনফেকশনারী এবং ওষুধের দোকান ছাড়াও নগরীতে অন্যান্য ধরনের অনেক দোকানপাঠ খুলেছে। এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে বৃহস্পতিবার ৮ম দিনে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে আটক শুরু করেছে ভ্রাম্যমান আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনী। নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে মেট্রো পুলিশ নগরীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ ২০টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রন করছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, সেনা বাহিনী এবং বিজিবি নগরীতে কড়া টহল দিচ্ছে। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকেই আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করছে আইন শঙ্খলা বাহিনী। দুপুর পর্যন্ত মোট ১৯ জনকে আটক করে ডিটেনশন খাটিয়ে ১৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।