ধর্ষনের মামলা করায় বাদীকে হুমকি ॥ উদ্ধার হয়নি ষ্ট্যাম্প

শামীম আহমেদ ॥ বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলা উত্তোলণের জন্য মামলার বাদীকে হুমকি অব্যাহত রেখেছে আসামির ভাড়াটিয়া লোকজনে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের।
বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী অভিযোগ করেন, থানায় মামলা হওয়ার পর থেকে হাপানিয়া গ্রামের কতিপয় প্রভাবশালী ধর্ষকের পক্ষালম্বন করে মামলা তুলে নিয়ে আপোষ মীমাংসার জন্য তার (বাদীর) ও পরিবারের সদস্যদের ওপর চাঁপ প্রয়োগ করে আসছে। এমনকি আসামি আশোকাঠী গ্রামের কাওসার হোসেন বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি প্রদান অব্যাহত রেখেছে। তিনি আরও জানান, ধর্ষক ও তার সহযোগিরা তার (মামলার বাদী) কাছ থেকে তিনশ’ টাকার সাদা ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করলেও পুলিশ এখনও ষ্ট্যাম্প উদ্ধার কিংবা আসামিকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই সাহাবুদ্দিন জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নার্সিং কলেজে পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে আশোকাঠী গ্রামের হাসান সরদারের পুত্র কাওসার সরদার। বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে নেয় ধর্ষক ও তার সহযোগিরা। এ ঘটনায় গত ২৯ জুন গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা বিতরণ

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এসডিসি ও ইউএনডিপি সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আভাস আয়োজনে আজ ০৮ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বরিশাল জেলার বঙ্গবন্ধু উদ্দ্যান সংলগ্ন অফিসার্স ক্লাব সম্মুখে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নরসুন্দর, মুচি, দিনমজুর, প্রতিবন্ধি, কৃষক, অটোড্রাইভার ও গৃহকর্মী সহ মোট ২৯৩ জন কে কভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা (প্রতি জনকে চাল (মিনিকেট) ১২ কেজি, আটা (ফ্রেস) ২ কেজি প্যাক ৩ পিচ, মুশুরডাল ৩ কেজি, চিনি (ফ্রেস) ১ কেজি প্যাক, লবন (ফ্রেস) ১ কেজি প্যাক, সয়াবিন তৈল (তির) ২ লিটার ১ পিচ, চিরা ১ কেজি, এন্টিস্যাপ্টিক সাবান ১০০ গ্রাম (লাইফবয়) ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম প্যাক (ফ্রেস) ১ পিচ) বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাবেদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লাকী দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুশফিকুর রহমান, আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল এবং বরিশাল সমাজ সেবা প্রবেশন অফিসার জনাব সাজ্জাদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন বরিশাল নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম সদস্য এবং ইয়থ ফোরাম সদস্য বৃন্দ। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন আভাস এর ওডি এ্যাডভাইজার জনাব জহুরুল হাসান তালুকদার, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও মোঃ সেলিম হাওলাদার, ফিনান্স এন্ড এডমিন জনাব উজ্জল দাস ও উম্মে সাইফুননেছা লাকী, ট্রেনিং সেন্টার ম্যানেজার জনাব আমির হোসেন লাবু, প্রজেক্ট অফিসার জনাব প্রদীপ দাস, মোঃ জাকির হোসেন, নাসরিন খানম, কান্তা দে, মোঃ আলি আহসান এবং অন্যান্য স্টাফ বৃন্দ।

গৌরনদীতে নিদের্শ অমান্য করায় ৬ মামলায় ১০ হাজার ৬শ জরিমানা

গৌরনদী প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের অস্টম দিনে বরিশালের গৌরনদীতে সরকারি নির্শেনা অমান্য ও স্বাস্থ্য বিধি না মানায় উপজেলা ভ্রাম্যমান আদালত ৬টি মামলায় ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কসবা গো-হাট ও টরকী বন্দরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স মোবাইল কোর্ট পালিচালনা করেন। এ সময় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক মাইকিং করেন।

গৌরনদীতে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় করোনাকালীন নিষেধাজ্ঞা ১৭০ জন দুস্থ ও কর্মহীন জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রসাশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা এগারটায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।

গৌরনদীতে জমি ফেরত পেতে অসহায় বিধুবার আকুতি

গৌরনদী প্রতিনিধি:
পেশী ও সন্ত্রাসী শক্তির জোড়ে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের অসহায় বিধুবা সাজু বিবির (৬২) ৩৭ শতাংশ জমি প্রভাবশালী বাবুল জমাদ্দার জবরদখল করে নিয়ে ভোগদখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি উদ্ধারের দাবিতে প্রভাবশালী ও প্রশাসনের দ্বারে ঘুরছে অসহায় বিধূবা সাজু বিবি। এদিকে অসহায় পরিবারকে প্রাননাশের হুমকি দিয়ে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে অবৈধ দখলদারের ভাড়াটে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে গৌরনদী রিপোটার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অসহায় বিধুবাা সাজু বিবি।

সংবাদ সম্মেলনে রিখিত বক্তব্যে গৌরনদী উপজেলার নলজিড়া গ্রামের মৃত এসকেন আলী সিকদারের বিধুবা স্ত্রী সাজু বিবি (৬২) অভিযোগ করে বলেন, জেএলনং ১৮৭ নলচিড়া মৌজার, এসএ ১০৬ খতিয়ানের ১৪১ ও ১৪৭নং দাগের ৩৭ শতাংশ জমির রেকর্ডিয় মালিক তার শ্বশুর কালাই সিকদার ও নজমদ্দিন সিকদার। শ্বশুর ও স্বামী এসকেন আলী সিকদার ৫০/৬০ বছর ভোগ করেন। পরবর্তিতে আমি ও আমার কন্যা হাসিনা বেগম, ইয়াসমিন বেগম, পরভিন বেগম পুত্র মনির সিকদার ও জাকির সিকদারের নামে বিএস রেকর্ড হয় । ১৯৯১ সালে আমার স্বামী এসকেন আলী সিকদার মারা যান। স্বামীর মৃত্যুর পরে নলচিড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী জমাদ্দারের পুত্র বাবুল জমাদ্দার (৪৫) তার (বাবুলের ) চাচা সোহরাব জমাদ্দার (৬০)ও ভাতিজা লাল জমাদ্দার (৪৫) আমার জমি জবরদখলেরর চেষ্টা চালায়। এক পর্যায়ে বাবুল জমাদ্দার ১৯৫৫ সালের একটি কথিত দলিল নিয়ে জমির মালিকানা দাবি করে দখল করতে আসলে বরিশাল সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। আদালতে দলিল ভূয়া প্রমানিত হলে চতুর বাবুল জমাদ্দার জমি দখল নিতে ১৯৯৭ সালে এক তরফা ডিক্রি মূলে পুনরায় জমির মালিকানা দাবি করেন। একই বছর (১৯৯৭ সাল) ডিক্রির বাতিল চেয়ে গৌরনদী সহকারী জজ আদালতে মামলা করলে আদালত ডিক্রিও বাতিল করে রায় প্রদান করেন। পর পর দুটি মামলায় রায় বিপক্ষে যাওয়ায় ১৯৯৯ সালে বাবুল জমাদ্দার গংরা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জমি দখল করে নিয়ে ভোগ দখল করেন। এসএ ও বিএস রেকর্ডিয় মালিক হওয়া সত্বে ও বিগত দিনে আদালতের তিনটি রায় পক্ষে থাকা সত্বেও আমি জমি ভোগ দখল করতে পারছি না। শুধুমাত্র পেশী ও ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমার জমি বাবুল জমাদ্দার গংরা ভোগদখল করছে।

তিনি আরো বলেন, আমি জমি উদ্ধারের জন্য প্রভাবশালী ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুড়ছি কিন্তু এই অসহায়ের প্রতি কিউই সদয় হননি। বর্তমানে বাবুল জমাদ্দার ও তার ভাড়াটে সহযোগী সন্ত্রাসীরা আমাকে ও আমার সন্তানদের প্রাননাশের হুমকি দিয়ে ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও জমি ফেরত পাওয়ার আবেদন জনাচ্ছি। সংবাদ সম্মেল সাজু বিবির বড় ভাই বৃদ্ধ ইউসুফ আলী আকন, মেয়ে হাসিনা বেগম, ইয়াসমিন বেগম ও পারভিন বেগম উপস্থিত ছিলেন। অভিযোগের ব্যপারে জানতে চাইলে বাবুল জমাদ্দার বলেন, অভিযোগের কোন সত্যতা নাই। আমি আমার ক্রয়কৃত দলিল মূলে বৈধ মালিক হিসেবে জমি ভোগ করছি। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার র্ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনের কাছে জানতে তিনি বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে একদিনে সর্বোচ্চ ৪১৪ জন শনাক্ত, মৃত্যু ১১

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড।করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২২। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০হাজার ৫২৮ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে বরগুনা জেলায় ১ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ৫৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫৫ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ১২৫ জন নিয়ে মোট ৮ হাজার ৮২৮ জন,পটুয়াখালী জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ২৭১৮ জন, ভোলা জেলায় নতুন ৩৪ জন সহ মোট ২১৮১ জন,পিরোজপুর জেলায় নতুন ৬১ জন নিয়ে মোট ২৭৬৫ জন, বরগুনা জেলায় নতুন ৬২ জন নিয়ে মোট আক্রান্ত ১৭০৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৯৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬৭ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা ৫৭৮ জনের মধ্যে ৪৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (বৃহষ্পতিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১৭ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১৬০ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫১.৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

 

বরিশালে একদিনে সর্বোচ্চ ৪১৪ জন শনাক্ত, মৃত্যু ১১

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড।করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২২। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০হাজার ৫২৮ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে বরগুনা জেলায় ১ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ৫৬৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫৫ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ১২৫ জন নিয়ে মোট ৮ হাজার ৮২৮ জন,পটুয়াখালী জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ২৭১৮ জন, ভোলা জেলায় নতুন ৩৪ জন সহ মোট ২১৮১ জন,পিরোজপুর জেলায় নতুন ৬১ জন নিয়ে মোট ২৭৬৫ জন, বরগুনা জেলায় নতুন ৬২ জন নিয়ে মোট আক্রান্ত ১৭০৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৯৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬৭ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করা ৫৭৮ জনের মধ্যে ৪৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (বৃহষ্পতিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১৭ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১৬০ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫১.৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

 

নলছিটিতে লকডাউন অমান্য করায় ৩৪ জনকে জরিমানা

আরিফুর রহমান, নলছিটি।।
করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে ঝালকাঠির নলছিটিতে ৩৪ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জুলাই)সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে শুরু থেকেই মাঠে আছে উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে ।বৃহস্পতিবার (৮ জুলাই) লকডাউনের ৮ম দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে ৩ হাজার ৯৭০ টাকা জরিমানা করা হয়।

ডিএমপির তিন থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবুল কালামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কিশোর শীলকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

একই আদেশে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তাকে কাজী সাহানের গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলির আদেশে স্থগিত করে পূর্বের কর্মস্থলে বহাল রাখা হয়েছে।

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  বৃহস্পতিবোর ঢাকা সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি সৌন্দর্য্যবর্ধক ক্যাসিয়া জাভানিকা গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এদিন ঢাকা সেনানিবাসসহ দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। এ বছর বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘মুজিব বর্ষে বৃক্ষরোপণ, সোনার বাংলার স্বপ্ন বপন’’।

বৃক্ষরোপন অভিযান-২০২১ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে। সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

এ বছর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় দুই লাখ বৃক্ষ রোপন করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্যে।