কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিট থেকে রোগী নিখোঁজ, জানে না প্রশাসন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক রোগীকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য প্রশাসন। বৃহস্পতিবার সকালে সে হাসপাতাল থেকে কোন ধরনের ছাড়পত্র না নিয়ে এবং কাউকে না জানিয়ে পালিয়ে যায়। ওই রোগীর নাম বুশরা (২০)। সে কলাপাড়া পৌর শহরের সাত নং ওয়ার্ডের বাসিন্দা মো.আবদুল্লাহর স্ত্রী।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলীন জানান, বুধবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে তাও নিশ্চিত করে বলতে পারছেন না এই চিকিৎসক।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, করোনা রোগী পালানোর বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাসপাতাল থেকে রোগী পালানোর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।
কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর চলে যাওয়ার আগে অবশ্যই ছাড়পত্র নিয়ে যাওয়া উচিত ছিলো।
এদিকে বুধবার রাতে কলাপাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র সরকার। সে জ্বর ও শ্বাষকষ্ট নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয় বলে ডাঃ জেএইচ খান লেলীন জানান।
উল্লেখ্য, কলাপাড়ায় গত সাত দিনে ৮১ জনের করোনা পরীক্ষায় সনাক্ত হয় ৬৪ জন। আক্রান্তের হার ৭৯ দশমিক ০১ ভাগ।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মাহমুদ গোলাম ছালেক আর নেই

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদ গোলাম ছালেক (৯০) বাধ্যর্কজনিত কারণে বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকাতেই তাকে দাফন করা হবে।
নগরীর কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা মাহমুদ গোলাম ছালেকের জন্মস্থান গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের ঐতিহ্যবাহী মিঞাবাড়িতে। তিনি (মাহমুদ গোলাম ছালেক) নিজ গ্রামে তার মায়ের নামে প্রতিষ্ঠাতা করেছেন গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও তিনি গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা, গেরাকুল মিঞাবাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা, গেরাকুল মিঞাবাড়িতে অবস্থিত মাহিলাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা । বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক গেরাকুল মিঞাবাড়ির কৃতি সন্তান মাহমুদ গোলাম ছালেক ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মানবিক সহায়তা পেল জলে ভাসা মান্তা সম্প্রদায়

জলে ভাসা মান্তা সম্প্রদায় সব চাইতে অবহেলিত জনগোষ্ঠি। এদের বাড়ি নেই, ঘর নেই। আজন্ম নৌকাতেই বাস। নদীই এদের জীবন। করোনা ভাইরাসের ( কোভিড-১৯) বিরুপ প্রভাবে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপদে পড়ে জলে ভাসা মান্তারা। বেকার সময় কাটছে মান্তা পরিবারের সব সদস্যদের। কর্মহীন মান্তারা হয়ে পরে নিরন্ন। চলমান কঠোর লকডাউনের মধ্যে বুধবার ( ৭ জুলাই)  বিকেলে অর্ধশত মান্তা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এবং ইউএনডিপি সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সদর উপজেলার লাহারহাট এলাকায়  স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ছয়টি সাবান ও ৫০০ গ্রাম সুজি। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাবেদ হোসেন চৌধুরী, ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান ও শাকিলা ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান হাওলাদার, ইউপি সদস্য হিরণ বেগম প্রমুখ।

মান্তা সরদার জসিম উদ্দীন জানান, আমরা না পারছি কোন আয় রোজগার করতে, না পারছে খেতে । লকডাউনে খাবারের চরম অভাব দেখা দিয়েছিল। এই বিতরণকৃত খাদ্য সহায়তায় আমরা খুবই উপকৃত হয়েছি। আমাদের দুয়ারে এই সহায়তা পৌঁছে দেয়ার জন্য জেলা প্রশাসন ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আমাদের অবহেলিত মান্তা সম্প্রদায়ের পুর্ণবাসনের দাবি জানাচ্ছি।

ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান  জানান, খাদ্য সহায়তা নিয়ে শাটডাউনের সময় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি। স্থানীয় প্রশাসন ও ইউএনডিপি’র সহযোগী বেসরকারি সংস্থাদের সাথে সমন্বয়ের মাধ্যমে নেত্রকোনা, বরিশাল ও রংপুরে চলমান শাটডাউনের মধ্যে ৬০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ চলছে যাতে সহায়তা করছে সুইস ডেপলাপমেন্ট কর্পোরেশন (এসডিসি)। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কমপক্ষে ২০,০০০ মানুষ খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন ও বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে লিড সংস্থা  আভাস’র আয়োজনে বরিশাল জেলার ৬ উপজেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, হিজলা উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ২০০০ জনকে কভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সের খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে আমতলীতে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
দোলনা বানাতে গিয়ে গলায় প্লাস্টিকের রশি আটকে ৭ বছরের শিশু কন্যা আমেনা আক্তারের মৃত্যু হয়েছে। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছেন। মর্মান্তিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে বৃহস্পতিবার সকালে।
জানাগেছে, উপজেলার চাওড়া লোদা গ্রামের হেলাল মাতুব্বরের শিশু কন্যা আমেনা তিন বছরের ছোট ভাই রবিউলের জন্য রান্না ঘরের আড়ার সাথে দোলনা বানাচ্ছিল। এমন মুহুর্তে প্লাস্টিকের রশি আমেনার গলায় আটকে যায়। ওই সময়ে ঘরে বাবা হেলাল মাতুব্বর রিকসা চালাতে এবং মা কাজল রেখা অণ্যেও বাড়ীতে ঝিয়ের কাজ করতেছিল। বোনকে ঝুঁলতে দেখে শিশুপুত্র বরিউল কান্নাকাটি করছিল। শিশু রবিউলের কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। শিশু কন্যার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু কন্যাকে হারিয়ে পাগলপ্রায় বাবা ও মা।
শিশুর মা কাজল রেখা কান্নাজনিত কন্ঠে বলেন, মোর কি অইবে। মোর সোনার ময়নাডা এইরহম চইল্ল্যা গেল। কেন মুই মানষের মারতে কাম হরতে গেলাম। ও আল্লাহ মোর সোনাডারে মোর কোলে ফিরাইয়্যা দে।
শিশু কন্যার চাচা শহীদুল গাজী বলেন, ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে শিশু আমেরা রশির সাথে আটকে মারা গেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শিশু কন্যা আমেনা ছোর ভাইয়ের জন্য দোলনা বানাতে গিয়ে গলায় রশি আটকে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আমতলীতে বিআর-২৩ ধানের বীজ সংঙ্কট। দিশেহারা কৃষক | ৩৬০ টাকার ধান ৪৫০ টাকা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে আমনের বিআর-২৩ ধানের বীজ ধানের তীব্র সংঙ্কট দেখা দিয়েছে। অসাধু ব্যবসায়ীরা বীজ মজুদ রেখে বেশী মুল্যে ধান বিক্রি করছেন এমন অভিযোগ কৃষকদের। বৃহস্পতিবার অন্তত কয়েক শতাধিক কৃষক উপজেলার শহরের ডিলারদের কাছে ধর্না দিয়েও বীজ ধান না পেয়ে খালি হাতে বাড়ী ফিরে গেছেন। দ্রুত অসাধু ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা ও ধান বরাদ্দের দাবী জানিয়েছেন কৃষকরা।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলীতে এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। এর মধ্যে বিআর ধানের লক্ষমাত্রা ৪ হাজার ৩’শ ৪০ হেক্টর।
ওই জমির আবাদের জন্য বীজ ধান প্রয়োজন ৫’শ ৮০ মেট্রিক টন। উপজেলার মোট জমির অর্ধেক বীজ কৃষকরা মজুদ রেখে থাকেন। অবশিষ্ট অর্ধেক জমির জন্য দুই’শ ৯০ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। ্এর মধ্যে বিআর-২৩ ধানের বীজের চাহিদা ১’শ ৩০ মেট্রিক টন। আমতলী কৃষি অফিস দুই’শ ৯০ মেট্রিক টন আমন ধানের বীজ বরাদ্দ চেয়ে পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষকে চাহিদা পাঠিয়েছে। কিন্তু বিএডিসি কর্তৃপক্ষ ৪০ মেট্রিক টন বিআর-২৩ বীজ ধান সরবরাহ করেছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য। এতে বীজ সংঙ্কটে পরেছে উপজেলার কৃষকরা। উপজেলার ডিলার ও বীজের দোকানে বিআর-২৩ ধানের বীজ পাওয়া যাচ্ছে না। বীজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা। আষাঢ় মাসের শেষ এবং শ্রাবনের শুরুতে আমনের বীজতলার জন্য বীজের চাহিদা রয়েছে। শেষ মুহুর্তে বিআর-২৩ ধানের বীজের জন্য হন্য হয়ে ঘুরছে কৃষকরা। কৃষকরা অভিযোগ করেন অসাধু ডিলাররা বিআর -২৩ ধান বীজের কৃত্রিম সংঙ্কট তৈরি করে বেশী মুল্যে ধান বিক্রি করছেন। তারা আরো বলেন, ৩৬০ টাকার ধান ৪৫০ টাকায় বিক্রি করছেণ তারা। এদিকে বীজ ধানের সংঙ্কটকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানীর ধান বেশী দামে বিক্রি করছে। তারা ৭০০ টাকার ধান ৯০০ টাকার বিক্রি করছেন বলে অভিযোগ করেন কৃষক কামাল হোসেন।
বৃহস্পতিবার আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় তালুকদার টেডার্স, আরিফ স্টোর, মামুন স্টোর, হাওলাদার টেডার্স ও ডিলারের দোকানের সামনে অন্তত শতাধিক কৃষক ধানের জন্য ঘন্টার ঘন্টা অপেক্ষা করতে দেখাগেছে। ধান না পেয়ে তারা খালী হাতে বাড়ী ফিরে গেছেন।
চাওড়া বেতমোর গ্রামের কৃষক বাবুল আকন বলেন, তালুকদার ট্রেডার্স থেকে ৩৬০ টাকার এক বস্তা (১০ কেজি) ধান ৪৫০ টাকায় ক্রয় করেছি। তালুকদার টেডার্সের মালিক মৃনাল তালুকদার বেশী দামে ধান বিক্রির কথা অস্বীকার করে বলেন, বিএডিসি যে ধান দিয়েছিল তা বিক্রি হয়ে গেছে।
কুকুয়া গ্রামের কৃষক বজলু প্যাদা, আলতাফ খাঁন ও বাবুল সিকদার বলেন, দুইদিন ঘুরেও বিআর-২৩ ধানের বীজ পাইনি। ডিলার মৃণাল তালুকদারের দোকানে ধান রয়েছে কিন্তু বলে ধান নেই। গোপনে বেশী দামে ধান বিক্রি করছেন।
বৈঠাকাটা গ্রামের জাহাঙ্গির খাঁন বলেন, দুই বস্তা ধানের জন্য আমতলী পৌর শহরের সকল দোকানে হন্য হয়ে ঘুরেও পাইনি।
নারী চাষি ফরিদা বেগম বলেন, কি কমু এক বোস্তা ধান হারা বোন্দরে খুইজ্যাও পাইনাই। দোহানদারেরা আইজ আইবে কাইল আইবে বলে ঘুরায়। কি হরমু দিশা পাইনা।
নাচনাপাড়া গ্রামের কাদের প্যাদা, কামাল, হানিফ মীর ও ইউসুফ বলেন, বিআর-২৩ ধানের বীজের জন্য তিন দিন ধরে ঘুরতেছি কিন্তু পাইনা। গোপনে ডিলাররা বেশী দামে ধান বিক্রি করছে। তারা আরো বলেন, ডিলার নাজমুল হাওলাদার ধান দেয়ার কথা বলে তিন দিন ঘুরাচ্ছেন কিন্তু দিচ্ছেন না । আজ দোকান বন্ধ করে রেখেছে।
হাওলাদার টেডার্সের মালিক ডিলার নাজমুল হাওলাদার ধান গুদামজাত করে বেশী মুল্যে বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, বিএডিসি ৮ মেট্রিকটন ধান দিয়েছিল তা বিক্রি করেছি। ধান নেই তাই কৃষকদের যন্ত্রনায় দোকান বন্ধ করে রেখেছি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, আমতলীতে বিআর-২৩ জাতের ধান বীজের প্রচুর চাহিদা রয়েছে। আগামী শনিবার ১০ মেট্রিক টন ধান আসবে। ওই ধান আসছে যথা নিয়মে চাষিদের মাঝে বিক্রি করা হবে। তিনি আরো বলেন, কেউ ধানের দাম বেশী নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই আমতলীতে বসছে পশুর হাট। নিরব উপজেলা প্রশাসন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ বিস্তার ঠেকাতে সরকার কঠোর লকডাউন দিয়েছেন। সরকারের সেই নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রভাবশালী একটি মহল আমতলী উপজেলা শহর ও গ্রামের বিভিন্ন স্থানে পশুর হাট বসাচ্ছেন। ওই বাজারগুলোতে ভারতীয় সীমান্তবর্তী পশু ব্যবসায়ীরা আসায় ডেলটা ভেরিয়েন্ট ভাইরাস সংক্রামণের আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পশুর হাট বসানোর খবর জেনেও তার কোন পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ রয়েছে, উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই পশুর হাট বসাচ্ছেন প্রভাবশালী মহল। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নারগরিকরা।
জানাগেছে, আমতলী পৌর শহর, চুনাখালী বাজার, গাজীপুর বন্দর ও কলাগাছিয়া বাজারে উপজেলা সর্ব বৃহৎ পশুর হাট। আমতলী পৌরশহরে বুধবার, গাজীপুর বন্দর ও কলাগাছিয়া বাজারে শুক্রবার ও চুনাখালী বাজারে শনিবার সাপ্তাহিক পশুর হাট বসে। এ হাটগুলোতে হাজার হাজার পশু এবং মানুষের সমাগম হয়। ওই হাটগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে পশু ক্রয়-বিক্রয় হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট বসাচ্ছেন। এতে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় দ্রুত প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। এদিকে ভারতীয় সীমান্তবর্তী জেলা যশোর, সাতক্ষিরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও পাবনাসহ এলাকার শতাধিক গরু ব্যবসায়ীরা ওই হাট গুলোতে এসে পশু ক্রয়-বিক্রয় করছেন। তাদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি কোন বালাই। ওই গরু ব্যবসায়ীদের কারনে দক্ষিনাঞ্চল তথা উপকুলীয় এলাকায় ডেলটা ভেরিয়েন্ট ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা। স্থানীয়রা অভিযোগ করেন, ভারতীয় সীমান্তবর্তী এলাকার গরু ব্যবসায়ীরা হাটগুলোতে এসে মাস্ক ছাড়াই অহরহ চলাচল করে। তাদের মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে চলতে চললেও তারা মানছেন না। দ্রুত এদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
আমতলী পৌর শহরের পশুর বাজাওে আসা ক্রেতা ইমরুল, শহীদুল ও জব্বার বলেন, পশুর হাটে প্রবেশের সুযোগ নেই। মানুষ গায়ে গায়ে মিশে গরু দেখাশুনা করছে। এদের মধ্যে করোনার ভয় নেই। তারা আরো বলেন, বাজার কমিটি স্বাস্থ্যবিধি রক্ষায় কোন পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের লোকজন দেখে না দেখার ভার করছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।
বাজারগুলো ঘুরে দেখাগেছে, মানুষের মুখে মাক্স নেই। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। গায়ে গায়ে মিলে গরু দেখাশুনা এবং ক্রয়-বিক্রয় করছে। বাজার কমিটি স্বাস্থ্যবিধি মানাতে তেমন পদক্ষেপ নিচ্ছে না।
আমতলী পৌরসভা সচেতন নাগরিক ফোরামের সভাপতি অরসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ^াস বলেন, স্বাস্থ্যবিধি সুরক্ষা না করেই উপজেলা প্রশাসন ও বাজার কমিটি পশুর হাট বসাচ্ছেন। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস সর্বত্র দ্রুত ছড়িয়ে আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোর পশু ব্যবসায়ীরা অহরহ বাজারে এসে পশু ক্রয়-বিক্রয় করছেন। এতে ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট করোনা ভাইরাস দক্ষিনাঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
আমতলী গরু হাটের ইজারাদার ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, পশুর হাট বসাতে কেভিনেটের কোন সিদ্ধান্ত হয়নি। আমি স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করছি।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর নির্দেশনা রয়েছে। তবে হাটে সামাজিক দুরত্ব রেখে, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ মাস্ক পরিধান করে ক্রেতা-বিক্রেতাদের প্রবেশ করতে হবে। ক্রেতা-বিক্রেতা ছাড়া অন্য কেউ হাটে প্রবেশ করতে পারবে না। তিনি আরো বলেন, হাট ইজারাদারকে নির্দেশ দেয়া হয়েছে পশুর ক্রয়-বিক্রয়ের জন্য সামাজিক দুরত্ব রেখে বাঁশের বেড়া দিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাজাপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে বিএনপি নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাজাপুর প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুকি করে পোষ্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির খান বাদি হয়ে এ মামলা (নং-৩) দায়ের করেন। জামাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজয় বরন করেন। মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিধদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভান্তি ছড়াইবার উদ্দেশ্যে মিথ্যা ও মনহানিকর তথ্য প্রচার করে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানার ওসি/তদন্ত অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজাপুরে সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে ডাকবাংলো এলাকার খাদ্য সংকটে থাকা ১০টি পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লকডাউনে কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটাসহ এসব খাদ্য সহায়তা তুলে দেন ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা ও রাফিউদ। ক্যাপ্টেন রাফিউদ জানান, তাদের নিজেদের রেশন থেকে একটা অংশ প্রতিদিন টহলের ফাঁকে ফাঁকে কর্মহীনদের মাঝে বিতরণ করছেন।

বরিশালের কর্মহীনদের পাশে নেই রাজনৈতিক নেতারা

শামীম আহমেদ॥ চলমান কঠোর লকডাউনের এক সপ্তাহে বরিশালের সর্বত্র স্থবির হয়ে পরেছে। সরকার থেকে প্রথম পর্যায়ে এক সপ্তাহের পর পূর্ণরায় আরও সাতদিনের কঠোর লকডাউনের সময় বৃদ্ধি করা হয়েছে। এতে করে দৈনিক আয়ের উৎস বন্ধ থাকায় অসহায় ও হতাশাগ্রস্থ হয়ে পরেছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমজীবীদের পরিবার।
গত বছর করোনা সংক্রমণের শুরুতে লকডাউন চলাকালে বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ ব্যক্তি এবং প্রতিষ্ঠান খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেও এবার এখনও তাদের দেখা মেলেনি। চলমান কঠোর লকডাউনের মধ্যে শুধুমাত্র ইউএনডিপি’র অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে ও উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্স’র খাদ্য সহায়তা এবং বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হলেও পরিবার তুলনায় তা সীমিত। এছাড়া অন্যকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এখনও খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়নি।
অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, সহায়তা করার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, যদি হয় তখন আমরা সিদ্ধান্ত নেবো। সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আফজালুল করীম বলেন, করোনা ইস্যুতে অতিসম্প্রতি একটি সভায় সাধ্যমতো সকল নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, অন্যান্য দেশে ক্ষতিগ্রস্তদের সরকার সহায়তা দিচ্ছে। আমাদের দেশে সরকার বা আওয়ামী লীগ জনগণকে কোনো সহায়তা দিচ্ছেনা। সরকারের ভুলত্রুটি ধরে সমালোচনা করলে তারা ক্ষুব্ধ হন। খাদ্য সহায়তা দিতে বরিশালে তার দলের উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে সরোয়ার বলেন, বিএনপি যতটুকু পারছে তা করছে। আগে কিছু সহায়তা করা হয়েছে, লকডাউন শেষ হলে আবার অসহায় কর্মহীনদের জন্য কিছু করবেন বলেও উল্লেখ করেন।
জাতীয় পার্টির জেলার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, কর্মহীন মানুষের জন্য দায়িত্ব সরকারেরই বেশি। পাশাপাশি যে যার মতো করে সহায়তা করা উচিত। তিনি আরও বলেন, ব্যবসায়ী হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানে কর্মরতদের সহায়তা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি চরমোনাই পীরের ভাই ইউপি চেয়ারম্যান মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন, পরিস্থিতি এখনও সেরকম হয়নি, তবে তাদের প্রস্তুতি নেওয়া আছে। প্রয়োজন হলে খাদ্য সহায়তা দেয়া হবে।
বাসদের জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, করোনা সংক্রমণ বাড়ার হারে বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে। এ অবস্থায় খাদ্য সহায়তা দেওয়া শুরু করলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে। এ কারণে বাসদ আপাতত খাদ্য সহায়তা দিচ্ছেনা। তবে ঈদ-উল আযহার আগেই তারা নগরীতে খাদ্য সহায়তা দেওয়া শুরু করবেন। তিনি আরও বলেন, ২৬টি অক্সিজেন সিলিন্ডার ও চারটি অক্সিজেন কনসেনট্রেটর ও একটি এ্যাম্বুলেন্স দিয়ে বাসদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিন ৫/৬ জন রোগীকে তারা সিলিন্ডার সরবরাহ করছেন। মেডিকেল টিম গড়ে প্রতিদিন পাঁচজন রোগীর বাসায় গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া ফোনে চিকিৎসা সেবা নিচ্ছেন ৪০ থেকে ৫০ জন। তালিকা করে প্রত্যেক রোগীর কাছে ফোন দিয়ে তাদের খোঁজখবর ও চাহিদা অনুযায়ী সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিমান্ডে নারী নির্যাতনের তদন্ত প্রতিবেদন দেয়ার সময় বৃদ্ধি

শামীম আহমেদ, ॥ কারাবন্দি নারীর (ভিকটিম) সাথে তদন্ত কমিটির সদস্যরা যেন কথা বলে বক্তব্য গ্রহণ করতে পারেন, সেজন্য আদালতে আবেদন করা হয়েছে। এ কারণে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে আরও সাতদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশালের রেঞ্জ ডিআইজি এসএম আক্তরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, উজিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় নারী আসামিকে রিমান্ডে এনে যৌণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় বুধবার পুলিশের বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার শেষদিন ছিলো। এ ঘটনায় ইতোমধ্যে থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি একজন সার্কেল এএসপি এবং থানার ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী।
অপরদিকে নারী আসামি মিনতি বিশ্বাস ওরফে মিতু অধিকারীকে রিমান্ডে নিয়ে যৌণ নির্যাতনের ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে। ওই নারীর করা শারীরিক ও যৌণ নির্যাতনের অভিযোগের সত্যতা মেলেনি মেডিকেল রিপোর্টে। এমনকি আঘাতের যে চিহ্ন দেখা গেছে তাও অনেক পুরানো বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে গত ৩ জুলাই আদালত এবং পুলিশের কাছে পাঠানো মেডিকেল রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। ওই হাসপাতালের গাইনী বিভাগের ইউনিট-২ এর একজন নারী ইন্ডোর মেডিকেল অফিসার এ মেডিকেল রিপোর্ট তৈরি করেছেন।
তবে মেডিকেল রিপোর্টে কি আছে সে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম। তাছাড়া ঘটনাটি বিচার এবং তদন্তাধীন থাকায় এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্রমতে, শেবাচিম হাসপাতাল থেকে পাঠানো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মিনতি বিশ্বাস ওরফে মিতু অধিকারীর দুই কনুই, গোড়ালিসহ ছয়টি স্থানে ছয় থেকে আটটি আঘাত রয়েছে। তবে সবগুলোই অনেক পুরনো আঘাত। সবমিলিয়ে আঘাতের গুরুত্ব সিম্পল (নরমাল) বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ করেছেন চিকিৎসক।
মেডিকেল রিপোর্টের বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, আদালত নির্দেশে দিয়েছে একজন নারী চিকিৎসক দিয়ে ওই ভিকটিমের পরীক্ষা করে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে। নির্দেশনা অনুযায়ী নারী চিকিৎসক দিয়ে পরীক্ষা করা হয়েছে। ওই চিকিৎসক মেডিকেল রিপোর্ট খামে ভরে আমাকে দিয়ে গেছেন। তিনি যেভাবে দিয়েছেন সেভাবেই আদালতে পাঠিয়েছি। সুতরাং রিপোর্টে কি আছে সেটা আমার দেখার সুযোগ হয়নি।
সূত্রমতে, গত ২৬ জুন উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার মিতু অধিকারীর ভাড়াটিয়া বাসার পাশ থেকে হারতা গ্রামের বাসুদেব চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাসুদেবের ভাই বরুন চক্রবর্তী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নিহতের পরকীয়া প্রেমিকা মিনতি বিশ্বাস ওরফে মিতু অধিকারীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মিতুকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করেন। দুইদিনের রিমান্ড শেষে গত ২ জুলাই মিতুকে আদালতে হাজির করা হয়। আদালতে দাঁড়িয়ে বিচারকের কাছে পুলিশের বিরুদ্ধে শারিরিক ও যৌণ নির্যাতনের অভিযোগ করেন মিতু অধিকারী।