বাউফল আ’লীগকে পৈত্রিক সম্পত্তি বানিয়েছেন এমপি আসম ফিরোজ

বাউফল প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগকে পৈত্রিক সম্পত্তি মনে করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি। দলীয় কর্মীদের কাঁধে ভর দিয়ে তিনি নিজে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন,  ভবিষ্যতে ছেলেকেও এমপি বানাতে চান। তৃণমূলের যে সকল নেতাকর্মীরা ঘাম ঝড়িয়ে তাকে কয়েকবার এমপি বানিয়েছেন দলে তাদের কোন মূল্যায়ন নেই। বরং দলের স্বার্থে কথা বললেই নেতাকর্মীদের লাঞ্ছিত-বঞ্চিত হতে হয়। মঙ্গলবার দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে এমপি’র বৈরি আচরণ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। এরপরই সাংবাদিকদের সঙ্গে মুঠোফোনে আসম ফিরোজ এমপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা মোতালেব হাওলাদার কথাগুলো বলেন।

তিনি বলেন, ১৯৭৯ সালে যখন আসম ফিরোজ এমপি নির্বাচিত হন তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আবদুল ওয়াদুদ মিয়া। এমপি নির্বাচিত হওয়ার কিছুদিন পরই আবদুল ওয়াদুদ মিয়াকে সাধারণ সম্পাদক বানিয়ে তিনি নিজেই হয়ে গেলেন সভাপতি। নিজের স্বার্থকে চরিতার্থ করতে একের পর এক দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করছেন এমপি ফিরোজ।

নিজের প্রসঙ্গ টানতে গিয়ে আবদুল মোতালেব হাওলাদার বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমার সঙ্গে বৈরি আচরণ শুরু করেন এমপি ফিরোজ। সরকারি বরাদ্দের কোন কাজেই আমি ইচ্ছার বহিপ্রকাশ করতে পারছি না। ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খানকে দিয়ে তিনি নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন। উপজেলা চেয়ারম্যান হয়েও তৃণমূলের জনসাধারণের জন্য আমি কোন কাজ করতে পারছি না। আগামী দিনে আমি তার পক্ষে কিংবা তার ছেলের পক্ষে কাজ করি কি-না এমন সন্দেহের বশে এমপি ফিরোজ আমার সঙ্গে বৈরি আচরণ করছেন। বিগত দিনেও এমপি আসম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন ফরাজী, আওয়ামীলীগ নেতা  হেমায়েত মিয়া, ইউনুচ মিয়া, নুরুল হক মৃধা, খন্দকার সামসুল হক রেজা, ফিরোজ আলম ওরফে জাপান ফিরোজসহ বেশ কয়েকজন নেতাকে রাজনৈতিকভাবে বলি দিয়েছেন।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মোতালেব হাওলাদার বলেন, গত ২১ জুন ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধু চন্দ্রদ্বীপ ইউনিয়ন ছাড়া বাকী ৮টিতে উপজেলা আওয়ামীলীগের টিম পাঠানো হয়েছে। চন্দ্রদ্বীপে কেন আওয়ামী লীগের টিম গেল না প্রশ্ন রেখে তিনি বলেন, প্রত্যেক ইউনিয়নে এমপি তার নিজস্ব পছন্দের ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করার কারন জনসেবা নয়। এমপি তার নিজের অবস্থান শক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান বানিয়েছেন।

আবদুল মোতালেব হাওলাদার বলেন, পৌরশহরে আসম ফিরোজ এমপির সম্পত্তিতে জনতা ভবন রয়েছে। আমি দলীয় কার্যালয়ের জন্য সেখান থেকে কিছু সম্পত্তি দান করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমার অনুরোধ রাখেননি। বরং কয়েকদিন আগে জনতা ভবন থেকে আওয়ামীলীগের দলীয় সাইনবোর্ডটিও সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনে আসম ফিরোজ তার ছেলেকে এমপি বানাতে চান। এর আগে তার ভাইকে উপজেলা চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন। দলকে তিনি পারিবারিক সম্পত্তি মনে করায় তৃণমূলের নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন।

এ প্রসঙ্গে আসম ফিরোজ এমপি বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে রাজী নই।  আমি কে তা বাউফলবাসী ভাল করেই জানে। উড়ে এসে জুড়ে বসিনি। বাউফলবাসীর ভালবাসায় আমি বারবার এমপি হয়েছি।

বরিশালে জন্ম হয়েছে দুই মাথা তিন পা যুক্ত শিশুর

বরিশাল প্রতিনিধি:
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে দুই মাথা ও তিন পা যুক্ত শিশুর। তবে ভূমিষ্ট হওয়ার কিছু সময় পরই মৃত্যু হয়েছে শিশুটির। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ইসলামিয়া হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটি ভূমিষ্ট হয়। পরে শারিরীক সমস্যার কারনে শিশুটিকে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির পর ওয়ার্ডে নেয়া হলে শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।
স্বজনরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা এলাকার আঃ জলিলের স্ত্রী শারমিন (৩৫) গর্ভধারণ কালের বয়স ৫ মাস হওয়ার সময় স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। এসময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দুটি মাথা থাকার কথা স্বজনরা জানতে পারেন। পরবর্তীতে পিরোজপুরে চিকিৎসকের শরনাপন্ন হলে তারা দুটি বাচ্চার কথা বলেন। এরপর মঙ্গলবার বরিশালের গাইনী চিকিৎসক ডাঃ তানিয়া আফরোজের শরনাপন্ন হন শারমিন। এসময় তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জোড়া লাগানো দুমাথা ওয়ালা বাচ্চার বিষয়টি নিশ্চিত হয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসবের কথা বলেন। প্রসবের পর নরাচরা না থাকলেও মল ত্যাগ করে শিশুটি। এরপর সেখানকার চিকিৎসকরা শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তবে শিশুটি রাতেই মৃত্যুবরণ করলে তাকে বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন শিশুটির বাবা আঃ জলিল।

লকডাউনের ৭ম দিনে অসহিষ্ণু হয়ে পড়েছে বরিশালের বেশীরভাগ মানুষ

বরিশাল প্রতিনিধি:
লকডাউনের ৭ম দিনে অসহিষ্ণু হয়ে পড়েছে বরিশালের বেশীরভাগ মানুষ। গতকাল বুধবার ৭ম দিনে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে। রাস্তাঘাটে লকডাউনের চিত্র উধাও হয়ে গেছে। খুলেছে অধিক সংখ্যক দোকানপাঠ।
এদিকে লকডাউন বাস্তবায়নে গতকালও একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মেট্রোপলিটন পুলিশও নগরীর বিভিন্ন প্রবেশ পথ সহ ২০টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে। এছাড়া সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশের টহল জোড়দার করা হয়েছে। লকডাউনের ৭ম দিন গতকাল বুধবার বরিশালের রাস্তাঘাটের চিত্র ছিলো আগের ৬ দিনের চেয়ে একেবারেই আলাদা। পায়ে হেটে, রিক্সায়, মোটর সাইকেলে এবং ব্যক্তিগত যানবাহনে চলাচল করেন হাজার হাজার মানুষ। কেউ কাজের সন্ধানে, কেউ বাজারে এবং অনেকে ওষুধ কিনতে এবং হাসপাতালের উদ্দেশ্যে রাস্তায় বের হওয়ার কথা বলেছেন। তবে কিছু মানুষ অজুহাত সৃষ্টি করে রাস্তায় বেড়িয়েছেন। আগের ৬ দিনের চেয়ে গতকাল নগরীতে অধিক সংখ্যক দোকানপাঠ খুলেছে। এক শাটার খোলা বেঁচা বিক্রি করেন তারা। পুলিশ কিংবা ভ্রাম্যমান আদালত দেখলেই তারা শাটার আটকে দিচ্ছেন।
এদিকে নগরীর বিভিন্ন প্রবেশ পথ সহ ২০টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে পুলিশ। লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশও টহল জোড়দার করেছে। এছাড়া নগরীর এবং জেলায় গতকালও একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা এবং উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিধি এবং লকডাউন উপেক্ষা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত ৭ দিনে প্রায় আড়াই শ’ ভ্রাম্যমান আদালত সাড়ে ৪শ’ মানুষকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, জাতীয় জরুরী সেবা ৩৩৩ থেকে ফোন করলেই সংশ্লিস্ট ব্যক্তির বাসায় ত্রান পৌছে দেয়া হচ্ছে। কুইক রেসপন্স টিম রয়েছে। জেলা প্রশাসন থেকেও সহায়তা দেয়া হচ্ছে। নিজে এবং অপরকে করোনা সংক্রামন থেকে রক্ষায় লকডাউনকালীন সময়ে সকলকে ঘরে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

গৌরনদীতে ১৬ জনকে জরিমানা

শামীম আহমেদ ॥ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের সপ্তম দিনে বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজার ও সড়কে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত চালিয়ে মঙ্গলবার বিকেলে ১৩ মামলায় ১৬ জনকে এগার হাজার নয়শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।

গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে গ্রেফতার

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা পুলিশ চেকপোস্টে তিনশ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা জসিম বেপারী ও শহিদুল ইসলাম বালীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ভূরঘাটা চেকপোস্টে লকডাউন কার্যকর করার জন্য থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি মটর সাইকেলযোগে দুই আরোহী চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাদের জিজ্ঞাসা করে। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে তিনশ’ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

গৌরনদীতে অজ্ঞাতনাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা পথচারী নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন অজ্ঞাতনামা পথচারী (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। হাইওয়ে থানা পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে ও চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করতে নানামুখি তৎপরতা অব্যাহত রেখেছে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার ইল্লা বাসষ্টান্ড এলাকায় মহাসড়কের দক্ষিন দিক থেকে অর্থাৎ বরিশালের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক একজন অজ্ঞাতনামা পথচারী (৪৫)কে চাপা দিয়ে দ্রুত উত্তর দিকে অর্থাৎ মাদারীপুরের দিকে পালিয়ে যায়। এতে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ওই অজ্ঞাতনামা পথচারী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, গতকাল বুধবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে তার থানা পুলিশের সার্জেন্ট মোঃ মাহাবুবুর রহমান ও এস.আই ওমর ফারুক ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্তের জন্য রাতভর চেষ্টা চালিয়েছেন। স্থানীয় লোকজনদের ডেকে ডেকে দেখানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যামে নিহতের লাশের ছবি ছড়িয়ে দিয়ে তারা লাশের পরিচয় বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি গনমাধ্যম কর্মীদেরও সহযোগীতা চেয়েছেন। একই সাথে হাইওয়ে থানা পুলিশের একটি টীম ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে চালকসহ ট্রাকটিকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কোভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা বিতরণ

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এসডিসি ও ইউএনডিপি সহায়তায় জাতীয় মানবাধিকার কমিশন বাস্তবায়নে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আভাস আয়োজনে আজ ০৭ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় বরিশাল জেলার বঙ্গবন্ধু উদ্দ্যান সংলগ্ন অফিসার্স ক্লাব সম্মুখে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত হিজরা, সেক্সওয়ার্কার, প্রতিবন্ধি, ডোম, মান্তা এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যাসায়ী (ঝালমুড়ি, বুড, পেজু, সিঙ্গারা, চটা, চা, কাবাব, ফুচকা, চটপটি, হালিম, আচার ও বার্গার বিক্রেতা) সহ মোট ৩৩১ জন কে কভিড-১৯ হিউম্যান রাইটস রেসপন্সে খাদ্য সহায়তা (প্রতি জনকে চাল (মিনিকেট) ১২ কেজি, আটা (ফ্রেস) ২ কেজি প্যাক ৩ পিচ, মুশুরডাল ৩ কেজি, চিনি (ফ্রেস) ১ কেজি প্যাক, লবন (ফ্রেস) ১ কেজি প্যাক, সয়াবিন তৈল (তির) ২ লিটার ১ পিচ, চিরা ১ কেজি, এন্টিস্যাপ্টিক সাবান ১০০ গ্রাম (লাইফবয়) ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম প্যাক (ফ্রেস) ১ পিচ) বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের মানীয় জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার জনাব সুব্রত দাস, আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল এবং বরিশাল সমাজ সেবা প্রবেশন অফিসার জনাব সাজ্জাদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন বরিশাল নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্লাটফর্ম সদস্য এবং ইয়থ ফোরাম সদস্য বৃন্দ। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন আভাস এর ওডি এ্যাডভাইজার জনাব জহুরুল হাসান তালুকদার, প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সঞ্জয় বিশ্বাস ও মোঃ সেলিম হাওলাদার, ফিনান্স এন্ড এডমিন জনাব উজ্জল দাস ও উম্মে সাইফুননেছা লাকী, ট্রেনিং সেন্টার ম্যানেজার জনাব আমির হোসেন লাবু, প্রজেক্ট অফিসার জনাব প্রদীপ দাস, মোঃ জাকির হোসেন, নাসরিন খানম, কান্তা দে, মোঃ আলি আহসান এবং অন্যান্য স্টাফ বৃন্দ।

 

 

 

বরিশালে কর্মহীন ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শামীম আহমেদ ॥

দেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন চলছে তাই বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আজ ৭ জুলাই বুধবার দুপুর ১২ টায় দিকে বরিশালের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তকর্মহীন ৩৫০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পর্যায় ক্রমে আরো অনেক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি হিজড়া, মান্তা সম্প্রদায়সহ ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

 

বরিশালে প্রতিদিনই ভাঙ্গছে রেকর্ড, একদিনে সর্বোচ্চ ৬২২ জন শনাক্ত, মৃত্যু ১২

শামীম আহমেদ ॥

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙ্গছে একের পর এক পেছনের রেকর্ড।করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালেরও সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৯। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০হাজার ১৫৪ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় গোটা বরিশাল জেলায় ৪ ও ঝালকঠি জেলায় ১ জনসহ বিভাগে মোট ৫ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৭৩ জন নিয়ে মোট ৮ হাজার ৭০৩ জন,পটুয়াখালী জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট ২৬৭৯ জন, ভোলা জেলায় নতুন ৩০ জন সহ মোট ২১৪৭ জন,পিরোজপুর জেলায় নতুন ১২১ জন নিয়ে মোট ২৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৭৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৬৪৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১৬৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২৭৪ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৬৮ জনের মধ্যে ৩৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন ও করোনা ওয়ার্ডে ১২জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এবং ১৬১ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৬৯.১৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

 

ছাত্রদলের যুগ্ন সম্পাদক সালাউদ্দীন কতৃক প্রবীন আইনজীবী আ’লীগ নেতার বসত বাড়ি দখলের অপচেষ্টা


ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির প্রবীণ আইনজীবী ও পৌরআওয়ামী লীগের সহ সভাপতি এসএম ফজলুল হকের বসতঘরে হামলাচালিয়ে দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাঁর বসতঘরে ভাঙচুর করা হয়েছে বলে ফজলুল হকের দাবী।

বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই আইনজীবী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের কালিবাড়ি (ধোপারচক) এলাকায় এসএ ২৮৯ খতিয়ানের ১৫৯৬ নম্বর দাগের ৬৯ সহস্রাংশ জমি স্থানীয় আনসার উদ্দিনের কাছ থেকে ১৯৮১ সালে ক্রয় করেন তিনি। পরবর্তীতে একই দাগের ৮ সহস্রাংশ জমি আনসার উদ্দিন জনৈক অরবেন্দু মন্ডলের কাছে বিক্রি করেন ।

এতে এস.এম ফজলুল হকের চলাচল বাধাগ্রস্ত হলে তিনি ওই দলিলের বিরুদ্ধে প্রিয়েমশন মামলা (যাহার নম্বর ৫৬/৮৮) দায়ের করেন । এ মামলার রায়ের আলোকে আদালত ওই ৮ সহস্রাংশ জমি ফজলুল হককে বুঝিয়ে দেন । ওই জমিতে ফজলুল হকের একটি টিনেরঘর এবং ঘরের মধ্যে একটি পানির পাম্প রয়েছে ।

সম্প্রতি আনসার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, নাসিরউদ্দিন ও সালাহ উদ্দিন ওই জমির মধ্য থেকে প্রায় ১৯ সহস্রাংশ জমি ফেরত দিতে তাকে চাপ প্রয়োগ করেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত ২৭ জুন আনসার উদ্দিন, তার পুত্র জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, জসিম উদ্দিন ও নাসির উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আইনজীবীর বসতঘরে হামলা চালিয়ে দুই শতাংশ জমির ওপর নির্মিত পাম্প হাউজ দখলের চেষ্টা চালায়।

এক পর্যায়ে ঝালকাঠি পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কর্মকারকে সাথে নিয়ে পুলিশ গিয়ে তাদের ওইঘর থেকে নামিয়ে দেয়। সেইসাথে ঘরে তালা মেরে চাবি তরুন কর্মকাররের কাছে রাখা হয় ।

এ ঘটনার পর হামলাকারীরা উল্টো আইনজীবী ফজলুল হকের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ঝালকাঠি থানায় একটি অভিযোগ দাখিল করে। এমন কি দখল চেষ্টাকারীরা মিথ্যা তথ্য দিয়ে অ্যাডভোকেট এসএম ফজলুল হক এবং তার মেয়ে জামাই জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনও করে।

পুরো ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রবীণ আইনজীবী এস.এম ফজলুল হক। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

এ ব্যাপারে আনসার উদ্দিনের ছেলে সালাহউদ্দিন জমির কোন কাগজপত্র দেখাতে পারনি।