আমতলীতে ২৫ টি ব্যাটারীচালিত গাড়ি আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ বিস্তার ঠেকাতে আমতলী থানা পুলিশ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোগাড়ী আটক করেছে। ওসি শাহ আলম হাওলাদারের নেতৃত্বে লকডাউনের ষষ্ঠদিন মঙ্গলবার এ গাড়ী আটক করা হয়। একই সাথে সড়কের বিভিন্ন স্ট্যান্ডে মানুষের মাঝে মাস্ক বিতরন করেন তিনি।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ বিস্তার রোধে সরকার গত বৃহস্পতিবার লকডাউন ঘোষনা করেছেন। এ লকডাউন চলাকালিন সময়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সকল ধরনের পরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়। কিন্তু সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লকডাউনের পঞ্চমদিন সোমবার থেকে আমতলী-কলাপাড়া, আমতলী-পটুয়াখালী মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যাত্রী বোঝাই করে ব্যাটারী চালিত অটোগাড়ী চলাচল করছে। এলে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। আমতলী উপজেলার বিভিন্ন সড়কে অন্তত ৫ শতাধিক অটো গাড়ী চলাচল করছে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে ছড়ানোর আশংঙ্কা রয়েছে। দ্রুত প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে গ্রামাঞ্চলকে রক্ষায় অটোগাড়ী চলাচল বন্ধের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা। মঙ্গলবার দুপুরে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোগাড়ী আটক করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২৫টি ব্যাটারীচালিত অটোগাড়ী আটক করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঘর দুর্নীতির সত্যতায় আমতলীর সেই ইউএনও মোঃ আসাদুজ্জামান ওএসডি

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতদরিদ্রদের বরাদ্দকৃত ঘরে অনিয়ম, টাকার বিনিময়ে ধনাঢ্যদের ঘর দেয়া ও দুর্নীতির সত্যতায় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে ওএসডি করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। সোমবার রাতে ইউএনওকে ওএসডির খবরে আমতলী সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।
জানাগেছে, মোঃ আসাদুজ্জামান গত বছর ৪ সেপ্টেম্বর আমতলীতে ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পরেই টাকা কামানোর জন্য ইউএনও অফিসকে দুর্নীতির আখড়ায় পরিনত করেন। ইউএনওর আস্থাভাজন হয়ে ওঠেন ওই কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক বাদশা। তার মাধ্যমে ত্রাণের ঘরসহ বিভিন্ন প্রকল্প থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। অভিযোগ রয়েছে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় তিনি একের পর এক অপকর্ম চালিয়ে যান। তার দুর্নীতি থেকে রেহাই পায়নি মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রায়ণ প্রকল্প-২ এ অধীনে দ্বিতীয় ধাপে আমতলীর হতদরিদ্রদের ৩’শ ৫০ টি ঘর। ওই প্রকল্পের ঘর প্রতি ৩০-৪০ হাজার টাকা করে কোটি টাকা হাতিয়ে নেন ইউএনও মোঃ আসাদুজ্জামান এমন অভিযোগ ভুক্তভোগীদের। ঘর প্রতি বরাদ্দে এক লক্ষ ৯০ হাজার টাকা থাকলেও তিনি তার প্রতিনিধির মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করেন। এছাড়া তার কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক বাদশার নিজ গ্রাম হরিদ্রবাড়িয়ায়ার টাকার বিনিময়ে ধনাট্য ব্যাক্তিদের ৩০টি ঘর বরাদ্দ দেন তিনি (ইউএনও)। ইউএনও মোঃ আসাদুজ্জামান ঘর নির্মাণে সুজন মুসুল্লী ও হাবিব গাজী নামের দুইজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। তারা ঘর প্রতি ৩০-৪০ হাজার টাকা আদায় করে এনামুলের মাধ্যমে ইউএনও হাতে পৌছে দেয়। যারা টাকা দেন তাদের বাড়ীতেই পৌছে যায় ঘর নির্মাণের নিম্নমানের সামগ্রী। ইউএনও ঘর বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গত ২৫ এপ্রিল থেকে বিভিন্ন জাতয়ি দৈনিক পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে আসে বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের। তাৎক্ষনিক তিনি তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটির ঘরের তালিকা তৈরিতে অনিয়ম,দুর্নীতি ও টাকার বিনিময়ে ধনাঢ্য ব্যাক্তিদের ঘর দেয়ার সত্যতা পায়। বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান ওই প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রনালয়ে পাঠিয়ে দেয়। ওই প্রতিবেদনের আলোকে রাষ্টপতির আদেশক্রমে সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আমতলীর ইউ্ওনও মোঃ আসাদুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। একই অভিযোগে গত ৫ মে তার কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ এনামুল হক বাদশাকে সাময়ীক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। সোমবার রাতে ইউএনও আসাদুজ্জামানকে ওএসডির খবর আমতলীতে পৌছলে সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ জুন সারাদেশে হতদরিদ্রদের দেয়া ঘরের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী ঘর উদ্বোধন করলেও আমতলীর ঘরের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় বেশ কয়েকটি ঘরের দেয়াল ধসে পরেছে।
খোজ নিয়ে জানাগেছে, কাউনিয়া গ্রামের জাহাঙ্গির বেপারী ও গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামের হামিদা বেগমের ঘরের সামনের পিলার ধসে যায়। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১১০ টি ঘরের অধিকাংশের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এছাড়া তালতলী উপজেলা নির্বাহী অফিসার থাকাকালিন ত্রাণের ঘর নির্মাণে ব্যাপক অনিয়নের অভিযোগ রয়েছে। ঘর হস্তান্তরের আগেই বেহালা গ্রামের বিধবা উর্মিলা রানীর ঘর ভেঙ্গে পড়ে। এনিয়ে সারা দেশ ব্যাপী শোরগোল পড়ে যায়।
বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, আমতলীর ইউএনও মোঃ আসাদুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা-ওএসডি করার আদেশের কপি পেয়েছি। আদেশ মোতাবেক তাকে ইতিমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২জন পজিটিভসহ ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো সর্বাধিক ২৩৬ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ করোনা শনাক্তের হার ৭৩.৯৩ ভাগ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো প্রতিবেদনে জানা যায়, গত সোমবার হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২২০জন রোগী। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী।

এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে ৩২জন রোগী বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন ৯জন। যার মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অন্য ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে সর্বাধিক ১২জন রোগীর মৃত্যু হয়।

সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৩৬জন রোগী। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর ২৩৬ জন রোগী ভর্তি এই প্রথম।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা শনাক্তের হার। সোমবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৩.৯৩ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৯.৫৭ ভাগ।

গত বছর মার্চ মাস থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে বিভিন্ন উপসর্গ নিয়ে ৭৭৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১৮ জনের করোনা ছিলো পজিটিভ। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশালের ফার্মেসি থেকে উধাও নাপা এক্সটেন্ড ও সিরাপ

শামীম আহমেদ, ॥ করোনা আক্রান্ত শরিফুল ইসলামকে চিকিৎসক জ্বরের জন্য নাপা এক্সটেন্ড খেতে বলেছিলেন। কিন্তু বরিশালের নগরীর কোথাও তিনি এই ওষুধ পাননি। অনেক খুঁজেও না পেয়ে শেষে বিকল্প কোম্পানির ওষুধ নিয়ে ঘরে ফেরেন তিনি। জুনের মাঝামাঝি থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধটি চাহিদা মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এদিকে করোনা চিকিৎসার ওষুধ হিসেবে নাপা এক্সটেন্ডকে ‘একমাত্র ওষুধ’ হিসেবে অপপ্রচার করছে সংঘবদ্ধ একটি চক্র। ফলে করোনা আক্রান্ত ব্যক্তিদের মাঝে ওষুধটি নিয়ে উদ্বেগ বাড়ছে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মূল ওষুধ হচ্ছে প্যারাসিটামল। বাজারে প্যারাসিটামল ট্যাবলেটের কোনো অভাব নেই। কৃত্রিম সংকট তৈরি করে চাহিদা বৃদ্ধির জন্যই এমনটি করা হতে পারে। বরিশাল নগরী ও জেলার উপজেলাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে ১ জুলাই থেকে বাজারে একেবারেই পাওয়া যাচ্ছে না নাপা এক্সটেন্ড ট্যাবলেট ও সিরাপ। বিষয়টি নিয়ে বিপাকে রয়েছেন বিক্রেতারাও। রূপাতলী ঈশান মেডিকেল হলের স্বত্বাধিকারী শাহিনুর রহমান খান বলেন, চিকিৎসকরা প্রেসক্রিপশনে নাপা এক্সটেন্ড লিখে দেন। রোগীর স্বজনরা অন্য কোনো নামের ওষুধ আর নিতে চান না।

এ কারণে আমরা থাকি বিপাকে। অন্য কোনো কোম্পানির ওষুধ দিলে তা নিয়ে ঝামেলা পোহাতে হয়। পুলিশ লাইন্স সড়কের মুসলিম ফার্মেসির স্বত্বাধিকারী রুবেল জানান, বিভিন্ন সময়েই নাপা এক্সটেন্ড সরবারহ বন্ধ করে রাখে কোম্পানি। বাজার মনিটরিং বা বাজারে চাহিদা সৃষ্টির জন্য এটি কোম্পানির একটি কৌশল হতে পারে। আশা করি অল্প কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। নথুল্লাবাদ অদিতি মেডিকেল হলের আনোয়ার হোসেন বলেন, লকডাউন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে হঠাৎ করে নাপা এক্সটেন্ড বাজারেই পাওয়া যাচ্ছে না।

কোম্পানির লোক এলেও কোনো সুদত্তর দেন না। বিক্রয় প্রতিনিধিরা বলেন শিগগিরই আসবে। কিন্তু করোনার এই সময়ে মানুষের চাহিদা থাকলেও কোম্পানি থেকে সরবরাহ করা হচ্ছে না। ব্যবসায়িক স্বার্থে কৃত্রিমভাবে বাজারে এ ওষুধের সংকট তৈরি করা হচ্ছে বলে মনে করেন কয়েকটি পাইকারি ফার্মেসির মালিক। তবে প্রকাশ্যে তারা এ বিষয়ে কথা বলতে চান না। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বরিশাল বিভাগীয় ওষুধ প্রশাসন তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশাল ডিপো ইনচার্জের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, ২৮ এবং ২৯ জুন নাপা এক্সটেন্ড ট্যাবলেটের সংকট ছিল। ৩০ জুন থেকে বাজারে পাওয়া যাচ্ছে।

তাছাড়া নাপা এক্সটেন্ড এতটা গুরুত্বপূর্ণ নয়। প্যারাসিটামল গ্রুপের যেকোনো কোম্পানির ওষুধই যথেষ্ট। এই কর্মকর্তা বলেন, বাজারে জ্বরের ট্যাবলেটের কোনো ঘাটতি নেই। তাছাড়া কৃত্রিম কোনো সংকট সৃষ্টি করা হচ্ছে কি না তা নিয়মিত বাজার মনিটরিং করে দেখা হচ্ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনা চিকিৎসার একমাত্র ওষুধ নাপা এক্সটেন্ড, কথাটি সত্য নয়। এই ওষুধটি প্যারাসিটামল গ্রুপের। মূল ওষুধ হচ্ছে প্যারাসিটামল। আমাদের হাসপাতালে পর্যাপ্ত প্যারাসিটামল সরবরাহ আছে। সুতরাং না বুঝে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একটি কোম্পানির ওসুধ সরবরাহ শেষ হতে পারে, বন্ধ রাখতে পারে। সেটি কোম্পানির এখতিয়ার। কিন্তু সরকারের তো যথেষ্ট সরবরাহ আছে।

 

২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় দেশে করোনায় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এই সময়ে দেশে করোনায় মারা গেছেন ১৬৩ জন, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে এ ভাইরাসে মারা গেলেন ১৫ হাজার ৩৯২ জন।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৩১ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জনের।

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আরিফুর রহমান, নলছিটি।।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় মিঠু নামের একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে সরই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।