কঠোর অবস্থানে গৌরনদী উপজেলা প্রশাসন, নির্দেশনা অমান্য করায় ৯ মামলা, জরিমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
লকডাউনের ৬ষ্ঠ দিনেও কঠোর অবস্থানে রয়েছে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও আইন সৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মঙ্গলবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার হাট-বাজার, বিপনী বিতানসহ পথে প্রান্তরে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে তারা।
গতকাল সকাল থেকে দিনভর উপজেলার গুরুত্বপূর্ন এলাকাসমুহে অবস্থান নিয়ে লকডাউন কার্যকরে কঠোর ভূমিকা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করায় উপজেলা ভ্রাম্যমান আদালতে মোট ৯ জনের নামে ৯ টি মামলা দেয়া হয়। ওই মামলায় তাদেরকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ও ডিএডি মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে বরিশাল র‌্যাব-০৮ এর একটি দল এবং বরিশাল ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক দিপক রায় এ কার্যক্রমে উপস্থিত থেকে লকডাউন কার্যকর ও ভ্রাম্যমান আদালতের কার্যত্রম পরিচালনায় সহযোগীতা করেন। ##

গৌরনদীতে ৩০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভূরঘাটা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে ৩০০পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানাগেছে, থানার এসআই মোঃ শাহজাহানের নেতৃত্বে পুলিশের একদল ফোর্স উপজেলার ভূরঘাটা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের চেকপোস্ট ডিউটি করাকালে মোঃ জসিম বেপারী (৩৫) ও মোঃ শহিদুল বালী (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ী পায়ে হেটে চেকপোষ্ট এলাকা অতিক্রম করছিল। তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ তাদের দেহ তল্লাশী করে। পুলিশ এ সময় তাদের দেহের মধ্যে লুকিয়ে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার এবং ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মোঃ জসিম বেপারীর বাড়ি মাদারীপুর সদর থানার খোয়াজপুর গ্রামে। সে ওই গ্রামের মোঃ মফিজ বেপারীর ছেলে। অপর মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল বালী’র বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামে। সে ওই গ্রামের মোঃ জয়নাল বালী’র ছেলে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী মোঃ জসিম বেপারী ও মোঃ শহিদুল বালী’কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মঙ্গলবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামীকে ওইদিন দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন (৩৫) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জয়শ্রী বন্দরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ ঢালাইয়ের কাজের তদারকি করতে গিয়ে ১১ হাজার ভোল্ট পল্লী বিদ্যুতের তারে শক লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের উপজেলা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি রিসিভ করেননি। ব্যবসায়ী নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন ডাক্তারকে অন্য জেলায় বদলী ॥ মেডিকেলে চিকিৎসা সংকটের আশংকা

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন ডাক্তারকে অন্য জেলায় বদলী করায় শেবাচিম হাসপাতালে চিকিৎসা সেবায় সংকট শুরু হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ন ৫জন চিকিৎসকের বদলী প্রত্যাহার না হলে করোনা ওয়ার্ডের আইসিইউ এবং পিসিআর ল্যাব সহ সংশ্লিস্ট বিভাগগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে আশংকা করছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান। এদিকে বিভাগের অন্য জেলায় করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় সেখানকার পরিস্থিতি সামাল দিতে তাদের অন্য জেলায় বদলী করা হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। অপরদিকে গুরুত্বপূর্ন ৫টি পদের আদেশ পুনবিবেচনার জন্য স্বাস্থ্য সচিবের কাছে অনুরোধ জানানো হযেছে বলে জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। ৫শ’ শয্যার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ২২৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০০জন চিকিৎসক। এর মধ্যে ৫ জন চিকিৎসক প্রশাসনিক দায়িত্ব পালন করেন। বর্তমানে মেডিকেলে গড়ে প্রতিদিন রোগী ভর্তি থাকছে দেড় হাজারের উপরে। মেডিকেল কলেজের শিক্ষকের সহায়তায় শেবাচিম হাসপাতালের চিকিৎসা সেবা সামাল দেয়া হতো। কিন্তু গত সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক আদেশে মেডিকেল কলেজের ৪০জন সিনিয়র ডাক্তারকে (শিক্ষক) অন্য দুই জেলায় বদলী করা হয়। এর মধ্যে করোনা ওয়ার্ডের আইসিইউ বিভাগের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক, পিসিআর ল্যাবের একমাত্র চিকিৎসক, করোনা ওয়ার্ডের দুই জন মেডিসিনি বিশেষজ্ঞ চিকিৎসক এবং লাশ ময়না তদন্তে নিয়োজিত ফরেনসিক মেডিসিন বিভাগের একমাত্র চিকিৎসককে অন্য জেলায় বদলী করা হয়েছে। এতে সংশ্লিস্ট বিভাগগুলোর চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ হওয়ার আশংকা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের অন্যান্য জেলায় করোনা সংক্রামন বৃদ্ধি পেয়েছে। ঐসব জেলা থেকে বিভাগীয় সদরে করোনা উপসর্গের রোগীর স্রোত ঠেকাতে মেডিকেল কলেজের চিকিৎসকদের অন্য জেলায় পদায়ন করা হয়েছে। এতে জেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।
আইসিইউ, পিসিআর ল্যাব, করোনা ওয়ার্ড এবং ফরেনসিক মেডিসিন সহ গুরুত্বপূর্ন বিভাগের চিকিৎসকের ডেপুটেশনের (সাময়িক বদলী) আদেশ পুনবিবেচনার জন্য স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। স্বাস্থ্য সচিব এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন বলে জানান তিনি। মন্ত্রনালয়ের ঐ আদেশে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে মোট ৯১জন শিক্ষককে ডেপুটেশনে সাময়িকভাবে অন্য জেলা বদলী করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠীতে ২০জন, পিরোজপুর ২০জন এবং বাকী ৫১জনকে পদায়ন করা হয়েছে শের-ই-বাংলা মেডিকেলে। তবে তারা বেতন-ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা মেডিকেল কলেজ থেকে ভোগ করবেন বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান।

বরিশাল শেবাচিম হাসপাতালে ১০ থেকে ৩শ’ বেডে করোনা ইউনিট: ডাক্তার, নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেনীর জনবল সংকট

রাতুল আহম্মেদ:
গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একটি নতুন ভবনেই করোনা ইউনিট চালু করা হয়। তখন বেড সংখ্যা ছিলো মাত্র ১০টি। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় গতকাল যেখানে ২শ’ বেড পর্যন্ত ব্যবস্থা ছিলো এই করোনা ইউনিটে সেখানে ২৪ ঘন্টার ব্যবধানে আরও ১শ’ বেড যোগ অর্থাৎ মোট ৩শ’ বেডে রুপান্তরিত করা হয়েছে এই ইউনিটটি। করোনা ইউনিট ভবনের অবস্থাও বেহাল, গনপূর্ত বিভাগের সুসৃষ্টি চেয়েছেন হাসপাতাল পরিচালক এবং জনবল চেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠিও দিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের শুরুতে নির্মান কাজ অসম্পূর্ণ হওয়া ৫তলা ভবনে চালু করা হয় করোনা ইউনিট এবং সেই ভবনটি করোনা ইউনিট হিসেবেই পরিচিতি পায়। প্রথমে ১০ বেড , এর পরে ১শ’ এবং সর্বশেষ সোমবার এই বেড সংখ্যা ৩শতে রুপান্তরিত করা হয়। কেননা করোনা সংক্রমণের তৃতীয় ধাপে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বিগত দিনগুলোর থেকে অনেক বেশি।
বরিশাল বিভাগে গতকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে রেকর্ড সংখ্যক ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪৫৯ জন আক্রান্ত হয়েছে। বিভাগের আক্রান্তের হার ৫২ দশমিক ৫২। বিভাগের মোট আক্রান্ত ১৯ হাজার ৫৩২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৪ জন। এছাড়াও বিগত ২৪ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৬ জনের। আর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৬১ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়াদের মধ্যে ২৯ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ সোমবারের রাতের রিপোর্টে শনাক্তের হার ৭৩ দশমিক ৯৩ ভাগ। ১৮৮টি নমুার মধ্যে এ ল্যাবে ১৩৯ জনের পজিটিভ আসে। এই শনাক্তের হার ও করোনা ওয়ার্ডের রোগী ভর্তি যে কোন সময়ের চেয়ে বেশী বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যা গত বছর মার্চে করোনা ওয়ার্ড প্রতিষ্ঠার পর সর্বাধিক সংখ্যক বলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন। পরিচালক আরও জানান, বিভাগের বেশিরভাগ রোগী শেবাচিম হাসপাতালে এসে ভর্তি হয়ে থাকেন। বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে দুইজন মেডিকেল অফিসার দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। রয়েছেন ৩ শিফটে ১৫ জন করে ৪৫ জন নার্স। যারা রোস্টার করে মূল হাসপাতালের পাশাপাশি করোনা ইউনিটেও সেবা প্রদান করে থাকেন। চতুর্থ শ্রেনীর কর্মচারী সংকটের কারণে এই ইউনিটের অবস্থা বেশ বেহাল। যত্র তত্র ময়লা আবর্জনা পরে থাকতে দেখা যায়। এছাড়া সংস্কার না করায় এখনও ভাঙা অবস্থায় রয়েছে এই ইউনিটের সিড়িগুলো। করোনা ইউনিটের তৃতীয় তলায় চিকিৎসাধীন এক রোগীর স্বজন আব্বাস উদ্দিন বলেন, এত বড় একটা হাসপাতালের এই করোনা ইউনিটের বেহাল অবস্থা। যেখানে সেখানে মাস্ক আর হ্যান্ড গ্লোভস পরে আছে। বাথরুমের অবস্থা আরও বেহাল। এছাড়া এখানে পানি সংকটও রয়েছে। দিন দিন এখানে রোগী বাড়ছে, তবে আগের মতই ঢিমে তালে চলছে ইউনিটটি। বিভাগের করোনা আক্রান্ত রোগীরা যে হাসপাতালে আসে সেই হাসপাতালের অবস্থা এমন হলে জেলা হাসপাতাল বা উপজেলা হাসপাতালের অবস্থা তো আরও খারাপ মনে হচ্ছে।এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, অতিদ্রুত জনবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে জরুরী ভাবে ১শ’ নার্স ও ৫০ জন চিকিৎসক করোনা ইউনিটে সেবার লক্ষ্যে দেয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের কাছে আমরা কিছু স্বেচ্ছাসেবক চেয়েছি করোনা ইউনিট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তিনি বলেন, করোনা ইউনিটের জন্য কিন্তু এখানে স্পেসিফিক কোনো ভবন নেই। আমাদের একটি ভবনকে করোনা ইউনিট করা হয়েছে। ভবনটির কাজ এখনও চলছে। গনপূর্তকে বলা হয়েছে দ্রুত কাজগুলো শেষ করার জন্য। বলতে গেলে জনগনকে কাঙ্খিত সেবা আমরা এখনও দিতে পারিনি। কেননা আমরা মন্ত্রণালয়ে জনবল চেয়েও পাচ্ছি না, আগের জনবল দিয়ে মূল হাসপাতাল তো চালাতে হিমশিম খেতে হচ্ছেই, এর উপর আবার করোনা ইউনিটে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছেই, সেক্ষেত্রে জনবল ছাড়া এই ইউনিট চালানো প্রায় অসম্ভব হয়ে দাড়িয়েছে।

লকডাউন বাস্তবায়নে মানবতার সেবায় অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনী, যে কোনো দূর্যোগ মোকাবেলায় সরকারের আহ্বানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তারিই ধারাবাহিকতায় আজ ৬ জুলাই মঙ্গলবার বাকেরগঞ্জের,পাদ্রি শিবপুর এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ করে সেনাবাহিনী।

বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলেছে; এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছে।
সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

একই সাথে সেনাসদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ ত্রাণ বিতরণ করছে। আজ ৬ জুলাই ২০২১ তারিখে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ গরীব ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে। জনগণের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে।

কলাপাড়ায় ভুয়া ওয়ারিশ সেজে হয়রানির প্রতিবাদে জমির মালিকদের সংবাদ সম্মেলন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,৬ জুলাই ।। ভুয়া ওয়ারিশ বানিয়ে আদালতে মামলা ও ভূমি অধিগ্রহণ শাখায় অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগে ইটবাড়িয়া মৌজার ভূক্তোভুগি পরিবারে সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। কবলা সূত্রে জমির মালিকানা দাবি করে স্থানীয় বাঙ্গালী ১০ পরিবারসহ একটি রাখাইন পরিবার এ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভূক্তোভূগি পরিবারে পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী আব্বাস উদ্দিন বাচ্চু। তিনি লিখিত বক্তব্য জানান, ছয় আনি পাড়া অধিগ্রহণকৃত জমির মূল মালিক প্রয়াত রাখাইন ফ্রুও ওয়েন মগনী। তার মৃত্যুতে সম্যক জমির মালিকানা দাবি করে জনৈক চিংলামোং আদালতের ডিক্রি পেয়েছেন। বর্তমানে যারা ছয় আনি পাড়ায় বসবাস করছে তারা কেউ জমির মালিক নন। লিখিত বক্তব্য পাঠ করেন গাজী আব্বাস উদ্দিন বাচ্চু আরো বলেন, অবকাঠামোসহ বাড়িঘরের টাকার দাবি তারা করছেন না। কিন্তু জমির দাবিনামা নিয়ে দামো মগ ভুয়া মালিক হতে চাচ্ছেন ও ভুয়া ওয়ারিশ বানাচ্ছেন বলে তিনি দাবি করেন। এছড়া দামো মগসহ একটি চক্র ইটবাড়িয়া মৌজায় এক শতাংশ জমির মালিক না হলেও ভুয়া ওয়ারিশ বানিয়ে ওই মৌজার অনন্ত ১৩/১৪ খতিয়ানে মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের এবং অধিগ্রহন শাখায় আভিযোগ দিয়েছেন। তার কারণে বহু লোকের অধিগ্রহণকৃত কোটি কোটি টাকা আটকে আছে অধিগ্রহন শাখায়। বাচ্চু জানান, ছয় আনি পাড়ায় এই পাঁচ একর ৫৪ শতক জমি প্রায় ৬০ বছর আগে ক্রয় করে ভোগদখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত রাখাইন ফ্রুও ওয়েন মগনীর ওয়ারিশ ইয়েন মাতুব্বর বলেন, ছয় আনি পাড়ার জমি তারা ওয়ারিশ সূত্রে মালিক। হাচন গাজী গংদের সাথে পটুয়াখালী জজ আদালতে মামলায় হয়। এরপর ওই মামলায় গাজী গংরা পটুয়াখালী জজ আদালত থেকে একটি ডিগ্রি পায় ওই ডিগ্রিতে আমাদেও জন্য ৫০ শতক ও ঠাকুর বাড়রি জন্য ২০ শতক জমি আমরা পাই। এতে সংক্ষুব্ধ হয়ে রাখাইনরা হাইকোর্টে মামলা আপিল করেন। ছয় আনি পাড়ার চিংদামো,নিশোমং, ইয়াংসি ওরফে লেবেনটু মগ, চুষে মগসহ যারা ওই পাড়ায় বসবাস করেন তাদের এক শতাংশ জমিও নাই । তাদেরকে শুধু মাত্র অনুমতিক্রেমে ওখানে থাকতে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমার বাবা চিংলামো পাড়ায় নারিকেল গাছসহ বিভিন্ন গাছপালা লাগিয়েছেন। এছাড়া চিংদামো নিজে সুবিধা নেয়ার জন্য ভূয়া ওয়ারিশ বানিয়ে বিভিন্ন জমিতে অভিযোগ দেওয়াই তার কাজ বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
এব্যাপারে চিংদামো ওরফে দামো রাখাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লুফ্রু এবং ফওচামা আমার নানা-নানী তাদের শুধু ইটবাড়িয়া মৌজার জেএল ৮ ক্ষতিয়ান নং ১৮৯/১৮০ ও ১১৫ অংশে চিংদামো ওরফে দামো গং অপত্তি দিয়েছি। এছাড়া কোন জমিতে আমি ওয়ারিশ সেজে কিংবা কাউকে ওয়ারিশ বানিয়ে কোন অপত্তি দেই নাই। এছাড়া ছয়আনি পাড়ায় ৫ একর ৫৪ জমির ও দাবি করি নাই। আমরা শুধু আবকাঠামো, গাছ-পালা, মাছ ও পুকুরের ক্ষতিপুরনের টাকা দাবি করেছি।

ভোলায় কঠোর অবস্থানে জেলা প্রশাসন ॥ ৬৮ জনের জরিমানা, ১ জনের কারাদন্ড

ভোলা প্রতিনিধি ॥ কঠোর বিধি-নিষেদের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা ও বিনা কারণে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করার দায়ে ভোলায় আরও ৬৮ জনের কাছ থেকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১ জনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে এ কারাদন্ড এবং জরিমানা করা হয়।
কঠোর বিধিনিষেদের জেলার ছয় উপজেলায় ৯টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা সদরের ৩৮ জনকে ৩০ হাজার ৭০০ টাকা ও ১ জনকে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়। ছয় উপজেলার মধ্যে দৌলতখানে ৩ জনকে ৮০০, বোরহানউদ্দিনে ৬ জনকে ২ হাজার, লালমোহনে ৬ জনকে ১ হাজার ৮০০ টাকা, তজুমদ্দিনে ৬ জনকে ২ হাজার ৭০০ ও চরফ্যাশনে ৯ জনকে ৩৬ হাজার টাকা জরিমান করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইউসুফ হাসান জানান, করোনা মোকাবিলায় জেলার সাত উপজেলা থেকে সর্বমোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে বাইরে ঘোরাফেরার কারণে ৬২ মামলায় ৬৮ জনের জরিমানা এবং ১ জনের কারাদন্ড দেওয়া হয়।
কারণ ছাড়া বিনা প্রয়োজনে ঘরের বাহিরে আসলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে। উপযুক্ত কারণ না বলতে পারলে তাকে গুনতে হচ্ছে জরিমানা, এমনকি দেয়া হচ্ছে কারাদন্ড। এদিকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে।
উল্লেখ্য, সড়কে চলাচল করেনি কোনো গণপরিবহন। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

আমতলীতে করোনার নমুনা পরীক্ষায় ৫৬% মানুষ আক্রান্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় ৫৬.৫২% মানুষ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ২৩ জনের নুমনা পরীক্ষায় ১৩ জন আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দিচ্ছেন।
জানাগেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন রোগী নমুনা দেয়। ওই ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শতকরা হিসেবে করোনায় আক্রান্ত ৫৬.৫২%। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট মেশিনে এ পরীক্ষা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান স্বাস্থ্য বিভাগ।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আমতলীতে ৭ জনকে জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় আমতলী উপজেলা প্রশাসন ৭ ব্যাক্তিকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করেছেন। লকডাউনের ষষ্ঠদিন মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ জরিমানা করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা করেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তারে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে বের হয়। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে এসিল্যান্ড নাজমুল ইসলাম লকডাউনের ষষ্ঠদিন মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ২৬৯ ধারায় ৭ ব্যাক্তিকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও জন সমাগম করে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৭ ব্যাক্তিকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়েছে।