গৌরনদীতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ জনের দেহে করোনা শনাক্ত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
করেনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর বরিশালের গৌরনদীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনের বাড়ি গৌরনদী উপজেলায়, ২ জনের বাড়ি কালকিনি উপজেলায় ও ১ জনের বাড়ি উজিরপুর উপজেলায়।
জানাগেছে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে অবস্থান করছে। ফলে যোগাযোগ ব্যাবস্থা সুবিধা জনক হওয়ায় এ উপজেলাসহ আসপাশের উপজেলা থেকে এসে রোগীগন এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বীদ নিজামূল ইসলাম জানান, রোববার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭জনের নমুনা সংগ্রহ করে জিং এক্সপার্ট ও এন্টিজেন টেস্ট করা হয়। এতে ১৭ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমনের প্রমান মেলে।

দায়িত্বে অবহেলায় উজিরপুর থানার ওসি ও পরিদর্শককে প্রত্যাহার ॥ বিভাগীয় মামলার নির্দেশ

বরিশাল প্রতিনিধি:
দায়িত্বে অবহেলার কারণে বরিশালের উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশও দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
তিনি জানান, বরিশালে নারী আসামীকে রিমান্ডে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) এর বিরুদ্ধে। এছাড়া এই ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন থানার ওসি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হবে।
আদালত সূত্র জানায়, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ঐদিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামী করা হয় এক নারীকে। যার সাথে তার ভাইয়ের পরকিয়া সম্পর্ক ছিলো বলে দাবী করেন বরুন। এই মামলার আসামী হিসেবে ঐদিন সেই নারীকে গ্রেফতার করে পুলিশ। থানা পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত নারী আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই ঐ নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে খুড়িয়ে হাটতে দেখে এর কারন জানতে চান আদালত। ঐ নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে তার দেহ পরীক্ষা করে শারীরিক এবং যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পান। এরপর আদালত তার যথাযথ চিকিৎসা প্রদান এবং তাকে নির্যাতনের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে। পরিচালক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন যাতে আঘাতের চিহ্নর কথা উল্লেখ রয়েছে।

বরিশাল শেবাচিমের পিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭ ভাগ

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭ ভাগ। ১৮৮টি নমুার মধ্যে এ ল্যাবে ১১২ জনের পজিটিভ আসে রিপোর্টে এর আগে শনিবার রাতের রিপোর্টে করোনা শনাক্তের হার ছিলো ৫৯ দশমিক ৪ ভাগ। শনিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ১১১ জনের করোন শনাক্ত হয়। এই শনাক্তের হার ও করোনা ওয়ার্ডের রোগী ভর্তি যে কোন সময়ের চেয়ে বেশী বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যা গত বছর মার্চে করোনা ওয়ার্ড প্রতিষ্ঠার পর সর্বাধিক সংখ্যক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন আইসোলেশন ওয়ার্ডে এবং একজন করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। এ নিয়ে এ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৭০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পরিচালক আরও জানান, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি যা চলতি মাসে ২শ’ এবং সর্বশেষ রোগী বৃদ্ধি পাওয়ায় আরো ৫০টি বাড়িয়ে ২৫০ বেডে উন্নীত করা হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষ রোগী।

পাঁচদিনেও নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি

শামীম আহমেদ ॥ রহস্যজনকভাবে নিখোঁজের পাঁচদিন পরেও মাদরাসা ছাত্র আল-জিহাদ সানির (১৪) সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ আল জিহাদ সানি জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মনির সেরনিয়াবাতের পুত্র ও ঝালকাঠি এনএস কামিল মাদরাসার হাফিজীয়া বিভাগের ছাত্র। সানির মা কুমকুম নাহার জানান, ওই মাদরাসার শিক্ষক খলিলুর রহমান গত ৩০ জুন রাতে তাকে ফোন করে জানান আল-জিহাদ সানিকে সন্ধ্যা থেকে মাদরাসায় খুঁজে পাওয়া যাচ্ছেনা। তবে রহস্যজনক কারণে সানি নিখোঁজের ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়ে নিখোঁজ সানিকে খুঁজে বের করতে তিনি (কুমকুম নাহার) গত ২ জুন ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ঝালকাঠি থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জানান, নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

লকডাউনের সুযোগে সরকারি খাল দখল করে দোকান নির্মান

শামীম আহমেদ ॥ কঠোর লকডাউন বাস্তবায়নে দিন-রাত প্রশাসনের কর্মকর্তারা মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে সরকারি খাল দখল করে একের পর এক অবৈধ স্থাপনা নির্মানে ব্যস্ত হয়ে পরেছেন একটি মহল।
সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে, জেলার গৌরনদী উপজেলার টরকী-বাশাইল খালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন স্থানীয় আলমগীর হোসেন ঢালী ও তার সহযোগিরা। খাল দখল করে অব্যাহতভাবে নির্মান কাজ চালিয়ে আসলেও তাদের বাঁধা দিচ্ছেনা কেউ। ফলে ওই এলাকায় খাল দখলের প্রতিযোগিতা সৃষ্টি হওয়ার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানান, কাউকে খাল দখল করতে দেওয়া হবেনা। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এরপূর্বেও আগৈলঝাড়ায় খাল দখল করে কয়েকটি দোকান ঘর উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা সত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে জানিয়েছেন ওই এলাকার একাধিক বাসিন্দারা।
অপরদিকে গৌরনদী উপজেলার বার্থী বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজারের দক্ষিণ পার্শ্বের সরকারি সম্পত্তি দখল করে গত কয়েকদিন থেকে রাস্তার পাশে দোকান ঘর নির্মান করে আসছেন স্থানীয় আকবর প্যাদা। দখলদার প্রভাবশালী হওয়ায় কেহ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, দখলদার যতোবড়ই প্রভাবশালী হোক না কেন, সরেজমিন তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কঠোর লকডাউনে আটকে পরেছে ববি’র শতাধিক শিক্ষার্থী

শামীম আহমেদ ॥ করোনায় সেশনজটের থাবায় শিক্ষাজীবন যখন ঝুঁকির মুখে ঠিক তখনই অন্যান্য বিশ্ববিদ্যালেয় মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্যোগ গ্রহণ করা হয়েছিল স্ব-শরীরে ফাইনাল পরীক্ষা নেওয়ার।
এরইমধ্যে কঠোর লকডাউনের ফলে পরীক্ষা স্থগিত করা হলে দেশের বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা চরম বিপাকে পরেছেন। তাই কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসের বাস সার্ভিস চালু করে বাড়ি পৌঁছানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
পরীক্ষা দিতে এসে আটকে পরা গণিত বিভাগের শিক্ষার্থী তাসফিক হাসান লিংকন সোমবার সকালে সাংবাদিকদের কাছে বলেন, আমার বাসা জামালপুরে। পরীক্ষার কারণে বরিশালে আসা। হলে থাকতাম, এখন হল বন্ধ। বরিশাল থাকার তেমন কোনো ব্যবস্থা না থাকায় কয়েকদিনের জন্য বন্ধুদের মেসে উঠেছিলাম। কঠোর লকডাউনের কারণে বাড়িতে যেতে পারছিনা। এরইমধ্যে আমার কয়েকজন সহপাঠীর কোভিড পজেটিভ। মেসে থাকার কারণে হয়তো আমিও আক্রান্ত হয়ে যেতে পারি। তাই এখন কী করবো বুঝতে পারছি না। এ অবস্থায় আমরা যারা বরিশালে আটকা পরে আছি, তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
আইন বিভাগের শিক্ষার্থী রিফাত সারওয়ার খান বলেন, ডিপার্টমেন্টের শিক্ষকরা বলেছিলেন চলতি বছরের মার্চে পরীক্ষা হবে, পরবর্তীতে লকডাউনের কারণে নাস্তা নাবুদ হয়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল। তারপর স্যারেরা আবার ডেট দিয়ে বললো, গত জুন মাসে দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে। সবাইকে বরিশাল আসতে বলা হলো। আমরাও আসলাম ফের বাসা ভাড়া নিলাম, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় সরকার কঠোর লকডাউন দিয়ে দিলো। এখন পরীক্ষা দেব কি, বাড়ি যাওয়া নিয়ে টেনশনে আছি।
শিক্ষার্থীদের দাবি বগুড়া থেকে আসা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু তাহের, নেত্রকোনা থেকে আসা আইন বিভাগের শিক্ষার্থী রিফাত সারওয়ার খান, যশোর থেকে আসা রসায়ন বিভাগের শিক্ষার্থী সম্পা রয়, রাজবাড়ী থেকে আসা ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাজিফা আক্তার, সিলেট থেকে আসা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল ফারিউল সিক্ত, পটুয়াখালীর কলাপাড়া থেকে আসা পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, গণিত বিভাগের মাহবুব খান ও কুয়াকাটার মহিপুর থেকে আসা হিসাববিজ্ঞান বিভাগের রিফাত লিমনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী কঠোর লকডাউনের কারণে বরিশালে আটকা পরেছেন। ওইসব শিক্ষার্থীরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ক্যাম্পাসের বাস সার্ভিস চালুর মাধ্যমে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ভিসি স্যারের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া চূড়ান্ত পর্বের (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা স্ব-শরীরে শুরু হয়। ২৭ জুন দেশব্যাপী লকডাউনের কারণে সবপরীক্ষা স্থগিত ঘোষণার পর বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা বাড়ি ফিরে যেতে না পেরে বরিশালেই আটকে পরেছেন।

 

কর্মহীন বৃদ্ধার জীবন সংগ্রাম, মানবেতর জীবন ও মানবিক পুলিশের সহায়তা

গৌরনদী প্রতিনিধি:
মরিয়ম বেগম (৭০) ক্ষুধা, দারিদ্রতা, চিকিৎসা সেবার অভাব ও বয়সের ভারে নুজ। এই বয়সে অসুস্থ্য শরীর নিয়ে ঘরে শুয়ে-বসে বিশ্রামে কাটানোর কথা কিন্তু পেটের ক্ষুধা সে সুযোগ কেড়ে নিয়েছে মরিয়ম বেগমের। ঘরে খাবার নেই তাই জীবিকার তাগিদে কঠোর লকডাউনের মধ্যে ইট ভাঙ্গার কাজে যোগদান করতে হয়েছে মরিয়ম বেগমকে। অসহায় মরিয়ম বেগমের দুরাবাস্থা দেখে সাহায্যের হাত নিয়ে পাশে দাড়িয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। বৃদ্ধা মরিয়ম বেগমকে এক সপ্তাহের বাজার খরজ বাবত আর্থিক সাহায্য দিয়ে বাড়ি পাঠিয়েছেন তিনি। ওসি আফজাল হোসেনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।

জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামের হালান সরকারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) ছিলেন স্বচ্ছল পরিবারের একজন গৃহীনি। চার কন্যা ও স্বামীকে নিয়ে সুখেই কাটছিল তার দিনকাল। মরিয়ম বেগম জানান, স্বামী থাকা অবস্থায় চার কন্যার বিয়ে দেন। পরবর্তিতে স্বামীর রোজগার দিয়ে দুজনের খেয়ে পরে ভালই ছিলেন কিন্তু বিধিবাম স্বামীর মৃত্যুতে মুহুর্তেই তার সুখের সংসার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। ৫ বছর আগে স্বামী হালান সরকার মারা যান। মেয়েদের তেমন স্বচ্ছল পরিবারে বিয়ে হয়নি। তারা নিজেদের সংসার নিয়েই টনাটানিতে আছে তাকে দেখার সুযোগ নেই। স্বামীর মৃত্যুর পরে জীবন বাঁচানোর জন্য নিজেকেই জীবন সংগ্রামে নামতে হয়েছে। মরিয়ম বেগম বলেন, মোর মাইয়ারা নিজেরাই পোলাপান নিয়া চলতে পারে না। মোরে কি কইররা খাওয়াইবে। হেইয়ার লাইগ্যা নিজের জীবন বাঁচানোর লাইগ্যা নিজেই কামে নামছি। গত ৫ বছর ধরে রাস্তার পাশে ইট ভাইঙ্গা যা পাই হেইয়া দিয়া খাইয়া পইররা কোন রকম আছি। দৈনিক কত টাকা আয় হয় জানতে চাইলে মরিয়ম বলেন, সারা দিন ইট ভাংলে ৫০/৬০ টাকা পাই। শরীর ভাল না থাকলে কাম কম করলে ৩০/৪০ টাকা কামাই করি। এতে কি সংসার চলে জানতে চাইলে বলেন, আল্লা চালান।
বার্থী এলাকার আব্দুস সোবাহান (৫৬) ও মোশারফ হোসেন জানান, মরিয়ম বেগম বাউরগাতি গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটর দুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ইট ভাংগার কাজ করে জীবিকা নির্বাহ করেন। সারা দিন কাজ করে যা পান তাই দিয়ে সংসার চালান। মহামারি করোনারর লকডাউনে কাজ বন্ধ তার পরেও বৃদ্ধা মরিয়ম প্রতি দিনই রাস্তার পাশে কর্মস্থলে এসে বসে থাকেন। এই বয়সে তার হাতুড়ি জাগানোর শক্তি নেই বললেই চলে তবুও জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য ইট ভাংগার কাজ করেন। তার ভরন পোষন দেয়ার মত কোন কেউ নাই। বার্থী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য বদরুজ্জামান খান বলেন, মরিয়ম বেগম খুবই অসহায়। দুনিয়ার তার ভরন পোষন দেয়ার মত কেউ নেই। ইট ভেঙ্গে সামান্য ৪০/৫০ টাকা যা কামাই করেন তাই দিয়ে চলেন। তার দুরাবস্থা দেখার কেউ নেই।

স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে লকডাউনের দায়িত্ব পালন করতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন। বার্থী এলাকায় পৌছলে মহাসড়কের পাশে বৃদ্ধাকে দেখতে পেয়ে তিনি গাড়ি থেকে নেমে এসে বৃদ্ধার কাছে বিস্তারিত জানতে চান। এ সময় অসহায় মরিয়ম বেগমের কাছে তার অসহায়ত্বের শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং মরিয়ম বেগমের হাতে তুলে দেন ৭দিনের বাজার খরচ বাবত আর্থিক সহায়তা। ওসির দেয়া আর্থিক সহায়তার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মরিয়ম বেগম বলেন, স্যারে মোরো বাজার করতে টাহা দিছে। কয়দিন কাম না কইররা খাইতে পারমু। ওসি আফজাল হোসেন বলেন, কারো মা, কারো দাদির বয়সি ওই অসহায় মরিয়ম বেগমের দুরাবস্থা দেখে সত্যি কষ্ট পেয়েছি। তাই আমার সিমাবদ্ধার মধ্যে থেকেই যতটুকু সাহায্য করা সম্ভব আমি তাই করেছি। মরিয়ম বেগমের পাশে দাড়ানোর জন্য তিনি সমাজের বৃত্তবাসসহ সমাজ কর্মীদের প্রতি আহবান জানান।

 

লালমোহনে যুবলীগ নেতার উদ্যোগে সড়ক মেরামত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে লালমোহন ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শামিম আহমেদের উদ্যোগে প্রায় আধা কিলোমিটার সড়ক ইট-বালু দিয়ে মেরামত করা হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার আধা কিলোমিটার খানাখন্দকের এ সড়কটির মেরামত কাজ শেষ করা হয়। এতে সহযোগিতা করেন স্থানীয় মো. আমজাদ হোসেন, মো. সুমন ও মো. আনোয়ার নামের কয়েকজন যুবক।
যুবলীগ নেতা মো. শামিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে মাত্র আধা কিলোমিটার সড়কের জন্য এখান দিয়ে যাতায়াত করা মানুষজনদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই স্থানীয় কয়েকজনকে নিয়ে নিজে উদ্যোগী হয়ে এ সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করি। আশা করছি এখন আর এ সড়ক দিয়ে যাতায়াত করা লোকজনদের দুর্ভোগ পোহাতে হবে না।

টিকার নিবন্ধনের বয়স ৩৫ বছর: স্বাস্থ্য অধিদপ্তর

করোনার টিকার নিবন্ধনের বয়সসীমা ৩৫ বছর করে আসছে নতুন অ্যাপ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে বেলা ১১টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি জানান, ৫০ শতাংশ করোনা রোগী এখন গ্রামের। যারা আগে নিবন্ধন করেছেন, তারা আগে টিকা পাবেন। অগ্রাধিকার প্রাপ্তরা পাবেন মডার্নার টিকা। বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেয়া হয়েছে।

শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, আজ সোমবার আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে। যিনি যে কেন্দ্রে নিবন্ধন করবেন তিনি নির্দিষ্ট কেন্দ্রেই টিকা পাবেন। কেউ মডার্নার টিকা নিতে চাইলে তাকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।

ভোলায় ৫ দিনে ৮০৬ জনের জরিমানা, জেল ১৭ জনের

ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ৭৭৭টি মামলায় ৮০৬ জনকে ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন সোমবার সকাল থেকে শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। পাঁচ দিনে ধরে গণপরিবহন বন্ধ রয়েছে। নেই জানজট, ভিড় কিংবা জনসমাগম না থাকায় রাস্তা ফাঁকা ছিল। এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় সোমবার ৬৭ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে রবিবার ৬২টি মামলায় ৬৭ জনকে ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ১ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলায় গত ৫ দিনে ৮৬টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৭৭টি মামলায় ৮০৬ জনকে ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০টাকা জরিমানা এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।