আমতলীতে ২৯ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধি।
সরকার ঘোষিত বিধি নিষেধ উপেক্ষা করে ঘরের বাহিরে বের হওয়ায় আমতলী উপজেলা প্রশাসন ৬২ জনকে ২৯ হাজার ৭’শ টাকা অর্থদন্ড করেছেন। গত তিন দিনে ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা করেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তারে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে বের হয়। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে ইউএনও মোঃ আসাদুজ্জামান ও এসিল্যান্ড নাজমুল ইসলাম বৃহস্পতি, শুক্র ও শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৬২ জনকে ২৯ হাজার ৭’শ টাকা অর্থদন্ড করা হয়।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও জন সমাগম করে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় ৬২ জনকে ২৯ হাজার ৭’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না। আমতলীতে আম ব্যবসায় ধ্বস!

আমতলী প্রতিনিধি:
মাইকিং করে ক্রেতা পাচ্ছে না আমতলী আম ব্যবসায়ীরা। ক্রেতা সংঙ্কটে বাজারে ধস নেমেছে। এতে বিপাকে পরেছে আমতলী পৌর শহরের শতাধিক আম ব্যবসায়ী।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা দেয় সরকার। বিধি নিষেধ ঘোষনা দেয়ায় আমতলী আম বাজারে ক্রেতা সংঙ্কটে পরেছে। এতে আমের বাজারে ধস নেমেছে। মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা। ক্রেতা সংঙ্কটে আমের দাম কমে গেছে। বাজারে ৮০ টাকা কেজির আম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাইকিং করে এক’শ টাকায় তিন কেজি আম বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত তিন দিনে অনেকের আম পচে গেছে বলে জানান তারা। ব্যবসায় ধস নেমে আসায় বিপাকে পরেছে আমতলী পৌর শহরের শতাধিক ব্যবসায়ী।
শনিবার দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় আম বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ক্রেতা শূন্য। মাইকিং করে ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা।
আমতলী বাঁধঘাট চৌরাস্তায় আম ব্যবসায়ী রিপন চন্দ্র মৌয়ালি বলেন, ক্রেতা না থাকায় আম বিক্রি করতে পারছি না। কাঁচা পন্য পঁচে যাওয়ার ভয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে। তিনি আরো বলেন, আম পঁচে অন্তত ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।
আম ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ক্রেতা নেই। গত তিন দিনে ৩০ হাজার টাকার আম পঁচে গেছে।
ব্যবসায়ী আল আমিন বলেন, ক্রেতা নেই। দিনে কিছু ক্রেতা আসেন। তাদের কাছে ৮০ টাকার হারিভাঙ্গা আম ৫০ টাকায় বিক্রি করছি। এভাবে দু’একদিন চললে আম পঁচে যাবে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, লকডাউনের কারনে বাজারে মানুষ যাচ্ছে না। তাই দাম কমে গেছে।

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে গ্রামাঞ্চলে সাপ্তাহিক হাট!

আমতলী প্রতিনিধি:
সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আমতলী উপজেলার গ্রামাঞ্চলের সাপ্তাহিক হাট বসছে। হাট গুলোতে মাস্ক ছাড়াই হাজার হাজার মানুষ জমায়েত হয়ে দেদারসে নিত্যপন্য দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ বাজার নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসনের নজরদারী নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনকে জানালেও তারা গুরুত্ব দিচ্ছেন না। এতে অনায়সেই স্বাস্থ্যবিধি না মেনেই হাটে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে ক্রয়-বিক্রয় করছে। বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাশ বলেন, স্বাস্থ্যবিধি মেনে সাপ্তাহিক হাট বসতে পারবে। কিন্তু চুনাখালী হাটে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ৯৫ ভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনেই ক্রয়-বিক্রয় করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় গত বৃহস্পতিবার নিধি নিষেধ ঘোষনা করেছে সরকার । ওই বিধি নিষেধ উপজেলা শহরের প্রভাব পড়লেও গ্রামাঞ্চলে এর কোন প্রভাব নেই। গ্রামাঞ্চলের মানুষ অনায়াসে চলাফেরা করছে। সরকারী নিষেধাজ্ঞা মানাতে গ্রামাঞ্চলে উপজেলা প্রশাসনের নজরদাবী নেই। প্রশাসনের নজরদারী না থাকায় গ্রামাঞ্চলের সাপ্তাহিক হাটগুলো দেদারসে বসছে। ওই বাজার গুলোতে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই হাজার হাজার মানুষ জমায়েত হয়ে নিত্যপন্য দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উপজেলায় ৩৫ টি সাপ্তাহিক হাট রয়েছে। ওই হাটগুলোতে সপ্তাহের ৭ দিন হাট বসে। এতে গ্রামাঞ্চলে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি রয়েছে। গ্রামাঞ্চলে হাটগুলোতে প্রশাসনের নজরদাবী এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস ।
খোঁজ নিয়ে জানাগেছে, শুক্রবার গাজীপুর বন্দর,কলাগাছিয়া, তালুকদার বাজার, হলদিয়া, আঠারোগাছিয়া এবং শনিবার চুনাখালী এবং আড়পাঙ্গাশিয়ায় সাপ্তাহিক হাট বসেছে। এ হাটগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। শনিবার চুনাখালী হাটে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ৯৫ ভাগ মানুষের মুখে মাস্ক ছিল না। গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনেই ক্রয়-বিক্রয় করছেন।
শনিবার চুনাখালী হাট ঘুরে দেখাগেছে, স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই হাজার হাজার লোক জমায়েত হয়েছেন। তারা দেদারসে ক্রয়-বিক্রয় করছেন। উপজেলা প্রশাসন ও হাট বাজার ইজারাদারদের কোন তদারকি নেই। খবর পেয়ে ওইদিন দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম চুনাখালী হাট পরিদর্শন করেছেন। কিন্তু মাস্ক ছাড়া মানুষ ক্রয়-বিক্রয় করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ওই হাটে কিছু মানুষের মাঝে তিনি মাস্ক বিতরন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সকালে উপজেলা প্রশাসনকে চুনাখালী বাজারের লোক জমায়েতের বিষয়টি জানিয়েছে কিন্তু কোন ব্যবস্থা নেয়নি।
কলাগাছিয়া বাজারের শাহ আলম, আনোয়ার ও স্বপন বলেন, স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ছাড়া গত শুক্রবার কলাগাছিয়া সাপ্তাহিক হাটে অনায়াসেই লোকজন এসে ক্রয়-বিক্রয় করেছেন। প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোন পদক্ষেপ নেয়নি।
চুনাখালী হাট ইজার পরিচালক মোঃ সুলতান আহমেদ মাস্টার বলেন, স্বাস্থ্যবিধি মেনে হাট বসেছে।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সাপ্তাহিক হাট বসানো যাবে। আমি চুনাখালী হাট পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে বলেছি। তিনি আরো বলেন, ওই হাটে কিছু মানুষের মাঝে মাস্ক বিতরন করেছি।

বরিশালে ২৪ ঘন্টায় শনাক্ত ১৬০,উপসর্গসহ মৃত্যু ৯

এস, আহমেদ ॥

টানা ৫ দিন পর গেলো ২৪ ঘন্টায় সবথেকে কম রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৪৮। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৯৪ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং বিভাগের মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় দু’জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৫১৩ জন, ভোলা জেলায় নতুন চারজন সহ মোট ২০৭২ জন, পিরোজপুর জেলায় নতুন ৩ জন নিয়ে মোট ২৩৩৪ জন, বরগুনা জেলায় নতুন ৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৭০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩১ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৪৬ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে ১ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৫৪.৭৩ শতাংশ পজেটিভ শনাক্তের হার।

 

গলাচিপায় মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় লিকন মোল্লা (৩২) নামের এক যুবকের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল গ্রামে। লিকন ওই গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। গলাচিপা থানা পুলিশ শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, লিকন মাদকাসক্ত ছিলেন। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেষ হলো বাজেট অধিবেশন

শেষ হলো একাদশ জাতীয় সংসদের ১৩তম ও ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন। করোনা (কোভিড-১৯) মহামারির মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ১২ কার্যদিবস চলে এই অধিবেশন।

আজ শনিবার দুপুরে অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে অধিবেশনের সমাপনী বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কঠোর স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন এই অধিবেশন শুরু হয়। এর পরের দিন সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। ৩০ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস হয়। এ বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

 

প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর সরকারি, বিরোধী ও স্বতন্ত্র ৮৫ জন এমপি বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন। ১৫ ঘণ্টা ৩২ মিনিট তারা আলোচনা করেন। এই অধিবেশনে ৭টি বিল পাস হয় এবং বেশ কয়েকটি বিল উত্থাপিত হয়।

এবার করোনা মহামারি বিবেচনায় বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশন সংক্ষিপ্ত করা হয়। যেদিন যে এমপি-মন্ত্রী বা সংসদের কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন তারাই শুধু সেদিন সংসদ ভবনে যেতে পেরেছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা করোনার ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এছাড়াও করোনায় টানা সাত দিন শতাধিক ব্যক্তির প্রাণহানি দেখলো দেশবাসী। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ জুলাই করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই করোনায় ১৩২ জন মারা যান। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২১৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ২৫৬।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৮৭ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ।