ঝালকাঠিতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

আরিফুর রহমান আরিফ।।
ঝালকাঠিতে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যা এই জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ জন।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ জন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে মোট ১০৩ জনের করোনা পজিটিভ এসেছে । জেলায় এ পর্যন্ত ৬৯৪৮জনের নমুনা পরীক্ষায় ১৮৫৩ জনের পজিটিভ ও ৪৭৫৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে যার মধ্যে ১৩৬৮জন সুস্থ্য হয়েছে ।

একইদিনে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুর মোহাম্মাদ(৭০) মৃত্যু রবণ করেছে।

আরও ১৩২ জনসহ টানা ষষ্ঠ দিন শতাধিক মৃত্যু

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে। এর আগে, গতকাল ১লা জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩০ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে। দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৮ হাজার ৮২২ জন। শুক্রবার (২রা জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভোলায় ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে জরিমানা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলায় জেলা প্রশাসনের সাথে মাঠে নেমেছে নৌবাহিনী। আজ কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমান আদালতের সাথে কাজ করছে নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্ট এবং ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

এদিকে বিধিনিষেধ অমান্য করায় গত ২৪ ঘন্টায় জেলায় ৪ জনকে কারাদণ্ড এবং ১৯৮ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

অপরদিকে জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি, ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন। তবে শহরের অলিগলি আর গ্রামগঞ্জে মানুষকে অনেকটাই  স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

পিরোজপুরে দুই দিনে করোনায় ৫ জনের মৃত্যু

পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ দুদিনে জেলায় করোনা পজেটিভ হয়েছে ১৩৬ জনের। গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলা হাসপাতালে ৪৫ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমণের হার ৫৫ শতাংশ। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়লেও আজ লকডাউনের দ্বিতীয় দিন চলছে অনেকটাই ঢিলেঢালাভাবে।

শুক্রবার সকাল থেকে শহরের বাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেউন মানছেন না সামাজিক দূরত্ব। শুধু সদর উপজেলার বাজারই নয় প্রায় সব উপজেলার বাজারগুলোতে একই অবস্থা।

এদিকে লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে।  সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১০৪টি স্যাম্পল পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালের ওয়ার্ডে ৩৩ জন এবং আইসোলেশনে ১২ জন রোগীসহ মোট ৪৫ জন রোগী ভর্তি আছেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার যৌথভাবে কাজ করে যাচ্ছে। সব দোকানপাট বন্ধ। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান।

কলাপাড়ায় ১৩ জনকে জরিমানা

মহামারি করোনা পরিস্থতিতে লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী। বিনা কারণে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়।স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার সকালে ১৩ জনকে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পৌর শহর ও কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, করোনা পরিস্থিতিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বরিশালে কঠোরভাবেই চলছে দ্বিতীয় দিনের লকডাউন

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ভালোভাবেই অতিবাহিত হচ্ছে বরিশালে। জরুরি পণ্য ছাড়া বেশিরভাগ দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে দূরপাল্লা ও স্থানীয় রুটের লঞ্চ-বাস। নগরীর অভ্যন্তরে পায়ে চালিত কিছু রিকসা চলাচল করলেও অন্যান্য গনপরিবহন বন্ধ।

গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিনের চেয়ে আজ শুক্রবার রাস্তায় মানুষ চলাচল কিছুটা বাড়লেও পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছে প্রশাসন। এদিকে, নিত্য পন্যের বাজারে অতিরিক্ত মূল্য রাখা এবং মাস্ক না পরা ও অযথা ঘরের বাইরে বের হওয়ায় কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কঠোর লকডাউন অনেকটাই কঠোরভাবে পালিত হচ্ছে বরিশালে। ৭ লাখ বাসিন্দা অধ্যুষিত বরিশাল নগরীতে কিছু সংখ্যক মানুষ রাস্তায় বের হয়েছেন শুক্রবার। তাদের বেশিরভাগের গন্তব্য ছিলো বাজার এবং ওষুধ কিনতে। লকডাউন পরিস্থিতি দেখতে অযথাও রাস্তায় বের হয়েছেন কিছু মানুষ।

 

সকালের দিকে নগরীর বাজারগুলোতে কিছুটা ভীর থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যায় বাজার। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ, নিত্য পন্য ও ফ্লেক্সিলোডের দোকান খোলা রয়েছে। অযথা খোলা রাখা চায়ের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। লকডাউন বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নগরবাসী।

এদিকে, নগরীর অভ্যন্তরে পায়ে চালিত কিছু রিকসা চলাচল করছে। অন্যান্য গণপরিবহন বন্ধ রয়েছে। রাস্তায় মানুষজনের অযথা চলাচল ঠেকাতে নগরীর ২০টি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনছে তারা।

অপরদিকে, স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ বাজার নজরদারী করতে নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় নিত্য পন্যের অতিরিক্ত দাম রাখা  ও স্বাস্থ্য বিধি প্রতিপালন না করায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী।