জেনে নিন, এবার টিকা পাবেন কারা

আবারও শুরু হয়েছে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম। এবার টিকা পাবেন তিন ক্যাটাগরির মানুষ। এবারে টিকার সংখ্যা সীমিত হওয়ার কারণে নিবন্ধনের ধরনও সীমাবদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকাসহ সারা দেশে ফের করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সুরক্ষা ওয়েবসাইট অনুযায়ী, এখন শুধুমাত্র সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে যে, প্রাথমিকভাবে চিকিৎসা সেবা খাত সংশ্লিষ্টদের অর্থাৎ ডাক্তার, নার্স ও মেডিকেল সহকারী সেইসঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টিকা দেয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত শিক্ষার্থীরা এবারে টিকার নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এছাড়া যারা আগেরবার টিকার জন্য নিবন্ধন করেও টিকা নিতে পারেননি, এবার তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া বিদেশগামী প্রবাসী কর্মীরা অগ্রাধিকার ক্যাটাগরিতে না পরলেও জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে নিবন্ধন করে দুটি টিকার যেকোনোটি নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন গণমাধ্যমকে জানান, এবারে দেশের বিভিন্ন কেন্দ্রে চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা এবং শুধুমাত্র রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা দেয়া হচ্ছে। দেশে গত মে মাসে সিনোফার্ম এবং জুন মাসে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। কারও মধ্যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখা না দেয়ায় বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে এই গণটিকা দান কর্মসূচি।

ফাইজারের টিকা সীমিত সংখ্যক থাকায় আপাতত ঢাকার সাতটি কেন্দ্র থেকে টিকাটির প্রথম ডোজ দেয়া হবে। কেন্দ্রগুলো হল, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এছাড়া সিনোফার্মের টিকা সারাদেশের ৪০টি কেন্দ্রে থেকে দেয়া হবে। এর মধ্যে রয়েছে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালসহ, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

এসব কেন্দ্র থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নিবন্ধন পাওয়া ব্যক্তিরা প্রথম ডোজ টিকা নিতে পারবেন। ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, প্রতিটি কেন্দ্র থেকে প্রতিদিন ১০০ থেকে ২০০ ডোজ টিকা দেয়ার কথা রয়েছে। তবে লকডাউন পরিস্থিতিতে টিকা দেয়ার হার কমে যেতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বুধবার করোনা বুলেটিনে জানিয়েছেন, যেসব দেশে সিনোফার্মের টিকা অনুমোদিত, সেইসব দেশের প্রবাসী শ্রমিকদের সিনোফার্মের টিকা দেয়া হবে। তবে সৌদিআরব, কুয়েতসহ যেসব দেশে সিনোফার্মের টিকা নিয়ে জটিলতা রয়েছে, শুধু তাদেরই ফাইজারের টিকা দেওয়া হবে।

২০৪১ নাগাদ সকলের স্বচ্ছলতা আনয়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সাল নাগাদ সকল নাগরিকের স্বচ্ছলতা আনয়নই আমাদের লক্ষ্য। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’- একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১ জুলাই) কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের জনগণ, দেশটির প্রেসিডেন্ট ও সিপিসির মহাসচিব শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে পারস্পারিক স্বার্থে আওয়ামী লীগ ও সিপিসির মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি যে, আমাদের দুই দলের মধ্যে ব্যাপক সহযোগিতা আমাদের দু’দেশের নাগরিকদের অধিকতর কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পারিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও জাতীয় মৌলিক স্বার্থের ভিত্তিতে চমৎকার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

বাংলাদেশ তার আর্থ-সামাজিক উন্নয়নে চীনকে একটি বিশ্বস্ত অংশীদার বলে মনে করে উল্লেখ করে শেখ হাসিনা কৃতজ্ঞতার সাথে সম্প্রতি সিপিসির পক্ষ থেকে আওয়ামী লীগকে ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জামাদি উপহার দেয়াসহ কভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারিকালে চীন বাংলাদেশকে যে সহযোগিতা ও সহায়তা দিয়েছে তার উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পথ খুঁজছি। পাশাপাশি, আমরা শান্তি, নিরাপত্তা, স্থিতিশিলতা ও উন্নয়নের মতো  আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও কাজ করছি।

তিনি বলেন, আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে-আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান আন্তরিক ও হৃদত্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে এবং সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে (চীনের প্রেসিডেন্ট ও সিপিসি’র মহাসচিব শি জিনপিং) এবং আপনার মাধ্যমে চীন সরকার, সিপিসি’র সদস্যবৃন্দ ও চীনের বন্ধু-প্রতিম জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

আওয়ামী লীগ সভাপতি বিগত কয়েক দশকে বেশ কয়েকজন সিপিসি নেতার বাংলাদেশ-চীন এবং সিপিসি-বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়নে অবদানের কথা তুলে ধরে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সাউদার্ন সিল্ক রুট- এর মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে- যা দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের দুয়ার খুলে দিয়েছে।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ১৯৫৭ সালের চীন সফরের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের একজন তরুণ নেতা হিসেবে- বঙ্গবন্ধু তৎকালীন সিপিসি নেতৃবৃন্দের সাথে মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের আরো সুযোগ করে দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর বই ‘আমার দেয়া নয়াচীন’-১৯৫২ এ সিপিসির নেতৃত্বে চীনকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চীনের জনগণের প্রবল উদ্যম, কঠোর-প্রত্যয় ও দৃঢ়-প্রতিজ্ঞ মনোভাবের প্রশংসা করেন।

শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় বলেন, সুবিবেচনাপূর্ণ রাজনীতি ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কমিউনিস্ট পার্টি অব চায়না সকলের জন্য সমৃদ্ধি নিশ্চিত করতে দেশটিকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করেছে।

মাত্র অল্প কয়েক দশকের মধ্যেই চীন আশ্চর্যজনক ও উৎসাহ-ব্যঞ্জক অগ্রগতি ও সমৃদ্ধি লাভ করেছে। দেশটি আজ উচ্চ-মানসম্মত শিক্ষার মাধ্যমে মহাকাশ থেকে ন্যানো প্রযুক্তি, রবোটিক্স থেকে অ্যাভিওনিক্স সব ক্ষেত্রে উন্নতি ঘটিয়েছে। এছাড়াও, দেশটি আজ বিশ্বমানের পণ্য ও সেবা প্রদান করছে।

তিনি আরো বলেন, এমনকি চীনের প্রত্যন্ত এলাকাগুলোর সাধারণ মানুষও উন্নয়ন এই সুফল ভোগ করছে।

শেখ হাসিনা বলেন, অনুরূপভাবে এক সময়ে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। আর এখন বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’- একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দলটি কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিচক্ষণ নেতৃত্ব ও কমিউনিস্ট পার্টি অব চায়নার নির্দেশনায় চীনের বন্ধু-প্রতিম জনগণের সুস্বাস্থ্য, সুখ ও অব্যহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে করোনা পরীক্ষায় হয়রানী, ভোগান্তি চরমে

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় ভোগান্তি চরমে উঠেছে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করার কথা থাকলেও সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করছে তারা। বেলা ১২টার পর আগতদের তারা ফিরিয়ে দিচ্ছে। করোনা পরীক্ষা করাতে গিয়ে এই কাউন্টার থেকে সেই কাউন্টারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ছে রোগীরা। সময় অতিবাহিত হওয়ার ভয় দেখিয়ে করোনা পরীক্ষা করতে আসা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে কর্মচারীদের বিরুদ্ধে। করোনার নমুনা পরীক্ষায় কোন অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছে মেডিকেল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডের ফ্লু কর্নারে রোগীদের সাথে কর্মচারীদের বাদানুবাদ এখন নিত্য দিনের। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষায় রোগীদের লাইন দীর্ঘ হচ্ছে। আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী র‌্যাপিট এন্টিজেন পরীক্ষাও করা হয় সেখানে।

করোনা পরীক্ষা করতে যাওয়া রোগী সিদ্দিকুর রহমান জানান, তারা এই রুম সেই রুম ঘুরতে ঘুরতে ক্লান্ত। বিশেষ করে বয়স্ক কিংবা শারীরিকভাবে অক্ষম মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এক জায়গায় টিকেট এবং আরেক কক্ষে ডাক্তার দেখিয়ে নমুনা দিতে পারলে মানুষের দুর্ভোগ হতো না বলে তিনি জানান।

করোনা ওয়ার্ডে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট মো. হোসেন জানান, প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০টি করোনা নমুনা সংগ্রহ করছেন তারা। এর মধ্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ৫-৬টি নমূনা র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয়। বাকী নমুনা চিকিৎকের ব্যবস্থাপত্র অনুযায়ী মেডিকেল করেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

করোনা ওয়ার্ডের দায়িত্বরত কর্মচারী প্রকাশ চন্দ্র রায় জানান, করোনার নমুনা পরীক্ষার জন্য মেডিকেল টিকেট কাটতে ১১টাকা এবং করোনার নমুনা পরীক্ষার জন্য ১০০ টাকা সরকারিভাবে নেয়া হয়। এর বাইরে কোন টাকা নেয়া হয় না বলে জানান তিনি।

শের-ই বাংলা মেডিকেলের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, করোনা পরীক্ষায় বাড়তি টাকা নেয়ার কোন সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জনবল সংকটের কারণে করোনা পরীক্ষায় কিছুটা ধীর গতির কথা স্বীকার করেন তিনি।

বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৩ মার্চ থেকে শুরু হয় র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা। এ পর্যন্ত ২২৩৮টি র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩০১ জনের রিপোর্ট পজিটিভ হয়। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি করোনার নমুনা সংগ্রহ করা হয় বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদ!

বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ ১৮ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এতে পঙ্গু হচ্ছেন অনেকে। ভাঙ্গা এই সড়কে দুর্ঘটনায় প্রাণও হারিয়েছেন অনেকে। স্থানীয়রা অবিলম্বে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

বিভাগীয় শহর বরিশালের সাথে বাবুগঞ্জ, মুলাদী, হিজলা এবং মেহেন্দিগঞ্জের লাখ লাখ মানুষের সহজ যোগাযোগের জন্য বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটি একেবারে বেহাল।

এলজিইডি বরিশাল অফিস সূত্র জানায়, বরিশাল নগরীর নতুন বাজার মরকখোলা পোল থেকে লাকুটিয়া হয়ে বাবুগঞ্জ কলেজ রোড পর্যন্ত সড়কটি ১৮.৩ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে বরিশাল নগরী অংশে ২.৫ কিলোমিটার, বরিশাল সদর উপজেলা অংশে ৭.৩ কিলোমিটার এবং বাবুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন সড়ক ৫.৮ কিলোমিটার। বরিশাল নগরী অংশের ২.৫ কিলোমিটার মোটামুটি ভালো হলেও বাকি ১৫.৮ কিলোমিটার সড়ক একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী।

 

সবশেষ বরিশাল সদর উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলাধীন ১৫.৮ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ করা হয় ২০১২-২০১৩ সালে। এরপর বাবুগঞ্জ অংশের ২ কিলোমিটার সংস্কার করা হয় ২০১৬-২০১৭ অর্থ বছরে। এরপর থেকে এই সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ এই সড়কটি একেবারে বেহাল। হয়ে পড়েছে যানবাহন চলাচলের অনুপযোগী। এ কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ছোট ছোট যানবাহন কাত হয়ে পড়ে আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। চিরতরে পঙ্গু হয়েছেন কেউ কেউ। প্রাণও হারিয়েছেন অনেকে।

এই সড়কের থ্রি হুইলার যাত্রী মো. তোফাজ্জেল হোসেন বলেন, সড়কটির খুবই খারাপ অবস্থা। চলাচলের মতো অবস্থা নেই। বিশেষ করে বর্ষাকালে একেবারে মরণ ফাঁদে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দা দুলাল শরীফ জানায়, স্থানীয় হাজার হাজার মানুষের বরিশালে যাতায়াতের একমাত্র পথ লাকুটিয়া সড়ক। অথচ লাকুটিয়া সড়ক নিয়ে বেহাল অবস্থায় আছে এলাকাবাসী। এই সড়ক দিয়ে চলাচল খুবই মুশকিলের ব্যাপার। গাড়ি উল্টে যায়। দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগে একটি গাড়ি উল্টে একজন মারা গেছে। এই সড়ক দিয়ে এখন আর যাতায়াত করার মতো পরিস্থিতি নেই।

ভ্যানচালক মো. নুরুজ্জামান জানান, এই সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রায়ই গাড়ি উল্টে যায়। গত ৫-৭ বছর ধরে সড়কের একই হাল দেখছেন তারা।

অটোচালক রহিম হাওলাদার জানান, এই সড়কে ভ্যান চালাতে নানা সমস্যায় পড়েন তারা। প্রায়ই ভ্যানের চাকা বাকা হয়ে যায়। ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যায়।

মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম জানান, নতুন বাজার থেকে লাকুটিয়া বাজার পর্যন্ত সড়কে খুই সমস্যা।  একজন ডেলিভারি রোগী এই রাস্তা দিয়ে নিয়ে গেলে তার ডেলিভারি রাস্তায় হয়ে যাওয়ার মতো অবস্থা হয়।

ভুক্তভোগীরা দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের দাবি জানান। একবার সংস্কার করলে যাতে ৫-৭ বছর অনায়াসে রাস্তা ভালো থাকে, সেই দাবি জানান মাহেন্দ্র চালক মো. জুয়েল।

সড়কটির বেহাল দশার কথা স্বীকার করেন বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন। তিনি বলেন, এই সড়কটি সংস্কারের জন্য নতুন অর্থ বছরে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই অবিলম্বে সড়কের সংস্কার শুরু হবে।

২৪ ঘণ্টায় করোনায় এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ

দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন দেশে ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত  হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০  শতাংশ। এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮৮২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত ল’ কলেজ শাখার পূণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥
ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ(ল্যাব) বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত ল’ কলেজ শাখার কমিটিতে সভাপতি নার্গিস সুলতানা চায়না ও সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম করে ১০৪ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: শরিফুল হক তুমুল ও যুগ্ম-আহবায়ক মো: আশফাক-উল-হক নিলয় গত বোরবার (২৭ জুন) উক্ত কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আরো রয়েছেন, সিরিয়র সহ-সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম, মো: রাজু, মো: মুভিন রহমান, রাজিব এম রাজু, রাকিবুল ইসলাম সুজন, তানজিল ইসলাম, এনায়েতুল রহমান, মো: মনিরুজ্জামান মনির, মো: শোভন রহমান, ফয়সাল আহমেদ সবিজ, খান মো: রুহুল আমীন, সোহেল রানা, রবিউল ইসলাম শান্ত, রেজাউল করিম, সাকির তালুকদার, তুবা, অহিদুল ইসলাম, শান্তা ইসলাম, জাকারিয়া শরীফ, মাহাতাব নিয়াজ, মারজু নুর, সাইফুল ইসলাম সাগর, আলাউদ্দিন আহমেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক পিয়াল, সরজিত রায়, মো: মাসুম, ইতু আক্তার, মেহেদী হাসান, ইলিয়াস শরীফ, সিকদার বেল্লাল হোসেন, গাজী মেহেদী, মন্টি, খন্দকার রাকিব, ফেরদৌস খান, অন্তরা, এইচ বি ফিরোজ, ইমরান খলিফা, রুবেল আহমেদ সাকিব, মুনিম হোসাইন রাতুল, রবিউল হোসেন, মো: রাজিব, রুহুল আমিন, এস. এস. মুসফিকুল. পপি রাণী দাস, ফারজানা ইসলাম স্বপ্না, আব্দুল্লাহ আল মামুন, আফিয়া ইসলাম, রিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন, আব্দুল ওদুদ, মামুন খান, ফাতেমা ইব্রাহিম, নিশাত জাহান, সহ- সাংগঠনিক সম্পাক মিতু আক্তার , পপি আক্তার, তানিয়া আক্তার, নেহারিকা খান, লিমন খান, খাদিজা আক্তা, রাকিবুল ইসলাম, অবিনাশ সমদ্দার, কাজী রবিউল ইসলাম, জুয়েল আহমেদ, মনজিল, আইসিটি বিষয়ক সম্পাদক মো: মাসুম, প্রচার সম্পাদক মো: বাইজিদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মো: জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক মো: তুহিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আনিসুল রহমান, সহ- অর্থ সম্পাদক মো: আবু সালেহ, মহিলা সম্পাদক উর্মি মজুমদার, সহ-মহিলা সম্পাদক শান্তা ইসলাম, ইসরাত জাহান তান্নি, কেয়া আক্তার, কার্ণিজ ফাতেমা, আইন সম্পাদক এনামুল শাওন, সহ-আইন সম্পাদক শান্ত ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক কবিরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক শারমিন জাহান।