বরিশালে মৌসুমের স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাাত

বরিশাল অফিস:
চলতি বর্ষা মৌসুমে স্বল্প সময়ের মধ্যে গতকাল বৃহস্পতিবার ৪ ঘন্টা ২০ মিনিটে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, দুপুর ১টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘন্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন এ মৌসুমে এ ভারী বৃষ্টিপাত এতো স্বল্প সময়ে আর হয়নি। তিনি বলেন ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যার পরও বৃষ্টিপাত অব্যাহত ছিলো। তবে বাতাসের গতি স্বাভাবিক রয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

বরিশাল অফিস:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী ভর্তি এবং মৃত্যুর হার বেড়েছে। একই সাথে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বেড়েছে করোনা শনাক্তের হার। এই অবস্থাকে ভয়াবহ বলে উল্লেখ করে স্বাস্থ্য বিধি প্রতিপালেনের উপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ১ জন পজেটিভ সহ ৭জন রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪২জন রোগী।

করোনা ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন রেকর্ড সংখ্যক ১৪৮ জন রোগী। আগের দিন (বুধবার) বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে মারা গেছে ৯জন এবং মঙ্গলবার মারা যায় ১০জন রোগী। বুধবার রাতে প্রকাশিত শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে ১৮৯ জনের নমূনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ জনের। শনাক্তের হার ৪১ দশমিক ৭৯ ভাগ। এর আগের দিন বরিশাল ল্যাবে শনাক্তের হার ছিলো শনাক্তের হার ৪৫.২৬ ভাগ।

বরিশাল বিভাগে গতকাল দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নতুন করে ২৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিলো ২০৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৬জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫ জন। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, বিগত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় চারজন, বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১১ জনের।

মুষলধারে বৃষ্টিতে বরিশালে সফল লকডাউন

এস, আহমেদ ॥ মুষলধারে বৃষ্টি বরিশালে ‘লকডাউনকে’ আরও জোরদার করেছে। বুধবার রাত থেকে মুষলধারের বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সকালে বৃষ্টি কিছুটা স্বাভাবিক হলেও বেলা বারোটার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর কিছুসময় পর শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত।
এদিকে ‘লকডাউনের’ প্রথমদিন সকালে নগরীসহ জেলার প্রতিটি উপজেলার রাস্তায় পণ্য ও জরুরি সেবার পরিবহন ছাড়া মোটরসাইকেল ও রিকশার চলাচল তুলনামুলক বেশি দেখা গেলেও বৃষ্টি শুরুর পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। যদিও বেলা বাড়ার পর নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেখা যায়নি। এছাড়া বৃষ্টি শুরুর পর প্রয়োজনে-অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষগুলোকেও আর সড়কে দেখা যায়নি। এককথায় বৃষ্টি ‘লকডাউনকে’ পুরোপুরি সফল করেছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, বর্তমান সময়টা বৃষ্টিপাত হওয়ার। কখনো একটানা আবার কখনো বিরতি দিয়ে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত বরিশালে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে নগরীর সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সকাল থেকে নগরীতে তিনটি ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
১০টি মোটরসাইকেল আটক ॥

লকডাউনের প্রথমদিনে বৃহস্পতিবার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও বাটাজোর বাসষ্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন উপস্থিত ছিলেন। এসময় লকডাউনে নির্দেশনা না মানায় ১০টি মোটরসাইকেল আটকসহ চারজন মোটরসাইকেল চালকের কাছ থেকে এক হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 লকডাউন বাস্তবায়নে বরিশাল নগরীতে বিএমপি’র জিরো টলারেন্স

করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ বৃহস্পতিবার, ভোর ছয়টা থেকে বরিশাল মহানগরের সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর অবস্থানে  থেকে চেকপোস্ট পরিচালনা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

লকডাউন বাস্তবায়নে বিএমপি’র সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এসময় চেকপোস্ট গুলোর কার্যক্রম সরেজমিনে  তদারকি করেন, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

এসময় তিনি চেকপোস্টে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদেরকে  সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে লকডাউন বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। এছাড়া সাংবাদিকদের জানান
জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করা হবে। এছাড়াও লকডাউন বাস্তবায়নে
নগরীর প্রবেশদ্বার সহ  রুপাতলী বাসস্টান্ড, চৌমাথা, কালিজিরা, বাংলা বাজার সহ নগরীর জনবহুল এলাকায় আমাদের দশটি পুলিশের মোবাইল টিম সহ আটটি চেক পোষ্ট বসিয়ে তারা কাজ করছেন বিএমপি কমিশনার ।

করোনা মোকাবেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল হস্তান্তর

বরিশাল প্রতিনিধি:
কোভিড -১৯ মোকাবেলায় আজ ১জুলাই বেলা ১২ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে  এস আলম গ্রুপের উদ্যোগে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি জীবনদায়ী অক্সিজেন প্রদানকারী হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়।

এস আলম গ্রুপের উদ্যোগে চিকিৎসা সরঞ্জাম  হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ২০টি,ন্যাজাল ক্যানোলা এক্সসরিজ(তাইওয়ান) ২০টি, ন্যাজাল ক্যানোলা এক্সসরিজ(চায়না) ৮০টি ও ১০০০পিস অক্সিজেন মাস্ক তুলে দেন ।

এছাড়া উক্ত অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, বিভাগীয় পরিচালক (সাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার দাস, শেরে-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম সহ এস আলম গ্রুপের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সাস্থ্য সেবায় নিয়োজিত ব্যাক্তিবর্গ সহ অন্যান্যরা।

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কাটার মামলায় গ্রেফতার-১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) কে বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয়ার মামলায় তিন নম্বন আসামী মো: জহিরুলকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে কলাপাড়া থানা পুলিশ তাকে মহিপুর থেকে গ্রেফতার করে। এ ঘটনায় রোববার (২৭ জুন) টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে হাসান গাজীর বাবা মো. আ. খালেক গাজী মামলা কলাপাড়া থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজীকে (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। কলাপাড়া বাস স্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়ায় লকডাউনে সড়ক ফাঁকা, নিষেধাজ্ঞা অমান্য করায় ২২ জনকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
লকডাউনের প্রথম দিন পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ব্যস্ত সড়কগুলো ছিলো জনমানবশূণ্য। সড়কে ছিলো না কোন যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন বাজারে দোকানপাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা।
সকাল নয়টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শহরে ভ্রাম্যমান আতালতের টহল শুরু হয়। এ মময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে তিন হাজার তিনশ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুপুরে মহিপুরে বাজারে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ১৭ মামলায় ১৭ জনকে ১৭ হাজার ৭৩০ টাকা করেছে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
এদিকে কলাপাড়ার মহিপুরে আজ সাপ্তাহিক হাটের দিন সকালে দোকানপাট কিছুটা খুললেও প্রশাসনের টহল শুরু হওয়ায় মুহুর্তের মধ্যে তা বন্ধ হয়ে যায়। বাজারে বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ করতে সড়ক আটকে দেয়া হয়েছে। সড়িয়ে নেয়া হয়েছে ভ্রাম্যমান দোকানগুলো।
কলাপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় লকডাউন আরও নতুন রূপ পেয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, কলাপাড়ায় দৃই প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও পুলিশের টহল থাকবে। লকডাউন সফল করতে প্রথম দিন সতর্ক করে দেয়া হলেও কাল থেকে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে কলাপাড়ায় ক্রমশ করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় মানুষও এ লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছে। বুধবারও কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চারদিনে তিনজনের মৃত্যু হয়েছে। গত সাত দিনে ৮৫ জনের পরীক্ষায় করোনা সনাক্ত হয় ৫৩ জনের। আক্রান্তের হার ৬২ দশমিক ৩৫ ভাগ।

আমতলী সময় মেডিকেয়ার এন্ড হসপিসে বিদ্যুৎস্পৃষ্টে শিশু আহত

আমতলী প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সময় মেডিকেয়ার এন্ড হসপিসে বিদ্যুৎস্পৃষ্টে হাওয়া আক্তার (১৩) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুকে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায়।
জানাগেছে, কলাপাড়া উপজেলার কুয়াকাটা নবীনপুর গ্রামের ইকবাল খাঁন তার স্ত্রীর অপারেশনের জন্য আমতলী সময় মেডিকেয়ার এন্ড হসপিসে আসেন। বুধবার সন্ধ্যায় ওই হাসপাতালের ছাদে রোধে দেয়া কাপড় আনতে যায় তার শিশু কন্যা হাওয়া আক্তার। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু হাওয়া। তাৎক্ষনিক ওই শিশুকে স্বজন ও হসপিস কর্তৃপক্ষ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ মোর্শ্বেদ আলম শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পেরন করেন। অভিযোগ রয়েছে সময় মেডিকেয়ার এন্ড হসপিসে গত চার মাস পুর্বে একইভাবে ফাহেমা বেগম নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। ওই নারী দীর্ঘ এক মাস বরিশাল ও ঢাকায় চিকিৎসা নেয়। ওই নারী স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রায় এক লক্ষ টাকা ব্যয় হয়। কিন্তু হসপিস কর্তৃপক্ষ তার ব্যয়ভার বহন করেনি এমন অভিযোগ ফাতেমার ভগ্নিপতি মোঃ হাবিবুর রহমানের। বার বার বিদ্যুৎস্পষ্টের ঘটনা ঘটলেও হসপিস কর্তৃপক্ষ নটক নড়েনি। তারা বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করেনি। বার বার একই ঘটনা ঘটায় রোগী, স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
আহত হাওয়া আক্তারের বাবা ইকবাল খাঁন বলেন, আমার শিশু কন্যা হাওয়া আক্তার সময় মেডিকেয়ার এন্ড হসপিসের ভবনের ছাদে রোধে শুকানো কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। ওকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছি। তিনি আরো বলেন, আমার মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেও সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।
সময় মেডিকেয়ার এন্ড হসপিসের চেয়ারম্যান মোঃ রাকিব চৌধুরী রাজু বিদ্যুৎস্পৃষ্টে শিশু আহতের কথা স্বীকার করে বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে লাইন সরানোর জন্য আবেদন করেছি কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন সরিয়ে নেয়নি বিধায় এ সমস্যা হচ্ছে।
আমতলী পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন বলেন , ৩০ বছর পূর্বে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুতের খুটি গেড়ে লাইন নেয়। ওই লাইন প্রসেস অনুযায়ী না সরিয়ে সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষ স্থাপনা নির্মাণ করেছে। বিধায় বার বার বিদ্যুতস্পৃষ্টের ঘটনা ঘটছে। এর দায়ভার সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষকেই নিতে হবে। তিনি আরো বলেন, গত এক বছরে সময় কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন সরাতে কোন আবেদন করেনি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরিতোষ কর্মকার

আমতলীতে হাফেজি মাদ্রাসার পরিচালকের শাস্তির দাবীতে বিক্ষোভ থানায় অভিযোগ

আমতলী প্রতিনিধি।
মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আউয়ালের শাস্তির দাবীতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ বিক্ষোভ করা হয়। এ বিক্ষোভে এলাকার অর্ধশত মানুষ অংশ নেয়। ওইদিনই তার শাস্তির দাবীতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একে এম সামসুদ্দিন শানু এলাকাবাসীর পক্ষে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানাগেছে, ২০১৯ সালে হাফেজ আব্দুল আউয়াল আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকায় তাহফিজুল কোরান ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসায় শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। ওই মাদ্রাসায় পুরুষ হাফেজের পাশাপাশি নিয়োগ দেন একজন নারী।

ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন হাফেজ আব্দুল আউয়াল। বিষয়টি সংশোধনের জন্য অভিভাবক ও স্থানীয়রা হাফেজ আব্দুল আউয়ালকে চাপ দেন। কিন্তু অভিভাবক ও এলাকার লোকজনের কথায় তিনি কর্নপাত করেনি আউয়াল। এক পর্যায় ওই নারীর সঙ্গে হাফেজ আব্দুল আউয়ালের অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাস হয়। অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হন হাফেজ আব্দুল আউয়াল ও তার ভাই ফোরকান। বৃহস্পতিবার সকালে হাফেজ আব্দুল আউয়ালের বড় ভাই ফোরকান ঘটনাস্থল মাদ্রাসা প্রাঙ্গণ সবুজবাগ এসে স্থানীয় মিরাজ গাজীসহ এলাকাবাসীকে প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেয়। খবর পেয়ে অর্ধ শতাধিক মানুষ ফোরকানকে আটক করে। পরে সে পালিয়ে যায়। হাফেজ আব্দুল আউয়ালের এমন অশ্লীল কর্মকান্ডের শাস্তি দাবী করে ওইদিন বেলা ১১ টায় এলাকাবাসী মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে। এ বিক্ষোভে এলাকার অর্ধশত মানুষ অংশ নেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হাফেজ আব্দুল আউয়ালের শাস্তির দাবীতে ওইদিন দুপুরে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানুসহ ৩০ নাগরিক আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মিরাজ গাজী বলেন, হাফেজ আব্দুল আউয়ালের বড় ভাই ফোরকান এসেই এলাকার মানুষকে গালাগাল দিচ্ছে। আমি এ প্রতিবাদ করলে আমাকে জীবন নাশের হুমকি দেয়।
আমতলী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু বলেন, একজন কোরানে হাফেজ মানুষ একটি আবাসিক এলাকায় অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাবে এটা মেনে নেয়া যায়না। ওই হাফেজের কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, ওই হাফেজের শাস্তির দাবীতে এলাকাবাসীর পক্ষে আমি থানায় অভিযোগ দিয়েছি। দ্রুত তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে এখন থেকে জেল-জরিমানা করা হবে-জেলা প্রশাসক

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগর শহরে নতুন দেয়া লগডাউন ও শার্টডাউন শতভাগ বাস্তবায়ন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সকালের দিকে রাস্তা-ঘাট কিছুটা ফাকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের বিভিন্ন সড়কে অযথা ঘোড়াঘুড়ি,আড্ডা দেয়ার কাজেই ব্যাস্থ ছিল অনেকেই।

অপরদিকে দুইদিন অগেও প্রশাসন থেকে যেভাবে হুংকার দেয়া হয়েছিল মহানগরীয় সড়ক পথ ও এলাকায় সেরকম কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সেরকম দায়ীত্ব পালনে দেখা যায়নি। প্রায় শহরের ভিতর মোটর বাইকের চলাচল করেছে বাধাহীনভাবে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ দায়ীত্ব পালন করছেন কিন্ত তারা মোটর বাইকের গতিরোধ করতে চোখে পড়েনি।

এদিকে সকালের দিকে নগরীর পোট রোডের মৎস্য আড়তে ছিল অজস্র ভীর সেখানে করোনা প্রতিরোধের কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে সকাল ১১টার দিকে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদশন করতে আসেন।

এসময় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একাধিক গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা গত দিনদিন যাবত মাক্স বিতরন সহ প্রচা-প্রচারনা চালিয়েছি। আজ থেকে কোন মাক্স বিতরন নয়। এখন থেকে কঠোরভাবে দায়ীত্ব পালনকালে জেল-জরিমানা করা হবে এখানে কোন ছাড় দেয়া হবে না।

নগরী ও বিভিন্ন উপজেলায় লগডাউন ও শার্টডাউন বাস্তবায়নে নগরীতে আতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিশ জন ম্যাজিষ্টেট দায়ীত্ব পালন করবেন। একই সময়ে বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকতারাও তাদের কাজ করে যাবেন। তিনি আরো বলেন মাঠে সেনা বাহিনী ও বিজিবি টিমও কাজ করবেন। এব্যাপারে কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম (পিপিএম) বলেন, নগরীর রুপাতলী বাসস্টান্ড, চৌমাথা, কালিজিরা, বাংলা বাজার সহ নগরীর অন্তত জনবহুল এলাকায় আমাদের দশটি পুলিশের মোবাইল টিম সহ আটটি চেক পোষ্ট বসিয়ে তারা কাজ করছেন।

তিনি আরো বলেন সামনের বাকি দিনগুলি আমাদের পুলিশ বাহিনীর সদস্য কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আরো কঠোর ভূমিকা পালন করবে।