২০৪১ সালে মাথাপিছু আয় হবে ১২৫০০ ডলার: পরিকল্পনামন্ত্রী

দেশে বর্তমানে অর্থনৈতিক সহনশীলতা রয়েছে। এই ধারাবাহিকতায় ২০৪১ সালে ১২ হাজার ৫শ ডলার হবে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার (১৮ মে) প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষ ও সচিবালয় মন্ত্রিপরিষদকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাশেষে পরিকল্পনামন্ত্রী একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের আজ দারুণ একটা সংবাদ করোনার মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে। এ কাজটি দারুণভাবে সম্পন্ন করেছে বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)। এজন্য বিবিএসকে ধন্যবাদ।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এমন একটা সুখবর পেয়েছি। মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ২৫৫ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সাংবাদিক রোজিনা ইসলামকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ নিগৃহীত হোক চাই না। এমন ঘটনাও কাম্য নয়।

শেবাচিমের সিসিইউ বিভাগে চরম দুরাবস্থা

শামীম আহমেদ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চরম দুরাবস্থা বিরাজ করছে।

সক্ষমতার ৪ গুণ রোগী ভর্তি রয়েছে ওই ওয়ার্ডে। পিনপতন নিরবতা থাকার কথা থাকলেও রোগী ও তাদের স্বজনদের পদভারে সব সময় মুখরিত ওই ওয়ার্ড।

কেন্দ্রীয় শীতাতপ মেশিন নিয়ন্ত্রিত সিসিইউ বিভাগের ৮টি মেশিনের সবগুলো দীর্ঘদিন ধরে বিকল। বৈদ্যুতিক পাখাগুলোও কার্যক্ষমতা হারিয়েছে অনেকাংশে।

শীতাতপ মেশিন বিকল এবং পাখাগুলো কার্যক্ষমতা হারানোয় তীব্র গরমে ত্রাহী দশা রোগী ও স্বজনদের। ওয়ার্ড এবং বাথরুম টয়লেটও নোংরা, ব্যবহার অনুপযোগী। রয়েছে ডাক্তার এবং চতুর্থ শ্রেণির জনবল সংকটও।

হাসপাতালের পরিচালকও স্বীকার করেছেন কার্ডিওলজি বিভাগের (সিসিইউ) দুরাবস্থার কথা। এদিকে, বরাদ্দ না থাকায় সিসিইউ বিভাগের শীতাতপ মেশিন সচল করা যাচ্ছে না বলে জানিয়েছে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

শের-ই বাংলা মেডিকেলের মূল ভবনের পূর্ব পাশে ‘আই’ এবং ‘এফ’ ব্লক ঘেঁষে মুমূর্ষু রোগীর উন্নত চিকিৎসার জন্য করোনারী কেয়ার ইউনিট বা সিসিইউ ভবন নির্মাণ করা হয় ২০০২ সালে।

মোট ১২টি শয্যা রয়েছে সিসিইউ বিভাগে। গতকাল পর্যন্ত ওই ওয়ার্ডে ভর্তি ছিল ৪৮ জন রোগী। এ কারণে শয্যা ছেড়ে ওয়ার্ডের মেঝেতে স্থান হয়েছে রোগীদের। সিসিইউ বিভাগে সবসময় পিনপতন নিরবতা থাকার কথা থাকলেও রোগীর ভারে সরগরম।

৮টি শীতাতপ মেশিনের সবগুলো বিকল থাকায় অসহ্য গরমে ঘেমে একাকার রোগী ও স্বজনরা। ওয়ার্ডের বৈদ্যুতিক পাখাগুলোও তেমন ঘুরছে না।

এ কারণে কেউ ব্যক্তিগত উদ্যোগে বাড়ি থেকে টেবিল ফ্যান এনে আবার কেউ হাতপাখা দিয়ে বাতাস করে গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন।

ওয়ার্ডের সর্বত্র নোংরা। বাথরুম টয়লেটগুলোও দুর্গন্ধময়, নোংরা এবং ব্যবহার অনুপযোগী। একমাত্র এনজিওগ্রাম মেশিনটিও দীর্ঘ ৬ মাস ধরে বিকল।

এ কারণে হৃদযন্ত্রে রিং পড়ানো ও পেসমেকার পড়ানোসহ সব সেবা বন্ধ রয়েছে। রোগীর স্বজনেদর অভিযোগ, সিসিইউ বিভাগের ডাক্তার-নার্সরা সহনশীল নয়। ডাক্তার-নার্সদের কাছে কিছু বলতে বা জানতে চাইলে তারা মেজাজ দেখায়। কর্তৃপক্ষের অসহযোগিতা এবং অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগীরা।

তারা এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। হৃদ রোগীদের সিসিইউ বিভাগে ডাক্তার ও চতুর্থ শ্রেণির জনবল সংকট, শীতাতপ মেশিন বিকলসহ নানা সমস্যার কথা স্বীকার করলেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

তিনি বলেন, এসব বিষয়ে সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করেন তিনি।

এদিকে, হাসপাতাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের মেডিকেল উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, সিসিইউ বিভাগের শীতাতপ মেশিনগুলো বহু পুরনো হওয়ায় সেগুলো কার্যক্ষমতা হারিয়েছে।

এর আগে একবার মেরামত করা হলেও বেশিদিন ব্যবহার করা যায়নি। সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।

বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে শীতাতপ মেশিন সচল করাসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান।

একজন রেজিস্ট্রার এবং ৩ জন মেডিকেল অফিসার দিয়ে পালাক্রমে ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিইউ বিভাগের রোগীদের। পর্যাপ্ত নার্স থাকলেও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে মাত্র একজন।

বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা ও মুসলমানদের পূর্ণ ভূমি আল-আকসায় বর্বর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বরিশাল মহানগর।

মঙ্গলবার সকালে নগরীতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মতিউর রহমান।

উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট সালাহ উদ্দিন মাসুম, অধ্যাপক আনোয়ার হোসাইন, মো: আমিনুল ইসলাম, শিবির মহানগর সেক্রেটারি মো: শাহজালাল প্রমুখ।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল নামক একটি রাষ্ট্র মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম ও মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদকে দখল করতে চায়। এই আল-আকসা মসজিদ মুলিম উম্মার হৃদয়ের স্পন্দন।

দখলদার ইহুদিবাদী ইসরাইল আমাদের মুলিম জাতিসত্বার অস্তিত্বে আঘাত হেনেছে। তারা ফিলিস্তিনের অসহায় নারী এবং শিশুদের ওপর বর্বরোচিত হামলা করে তাদেরকে শহীদ করছে।

মানবতার শত্রু এই শক্তি ইসলাম ও মুসলমানদের ধ্বংশ করার জন্য ৮০ বছর আগে থেকে ষড়যন্ত্রে লিপ্ত।

তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে গণহত্যা চালাচ্ছে। তারা ফিলিস্তিনিদের বাড়ি-ঘর হতে জোর পূর্বক বিতাড়িত করে তা দখল করছে।

তাই আমরা মুসলিম উম্মা তথা ইসলামী দেশগুলোর রাষ্ট্র প্রধানদের এই চলমান হামলা ও নির্যাতনের বিরুদ্ধ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর দাবি করছি।

কলাপাড়ায় দুই কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে

কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে লোন্দা গ্রামে একটি সড়ক পাকাকরন কাজ বন্ধ থাকায় জনসাধারনের দুর্ভোগ চরমে উঠেছে।

কাজ শুরু করার পর রাস্তার মাঝখানের মাটির বেড কেটে দু’পাশে ফেলে রেখে সংশ্লিষ্ট ঠিকাদার লাপাওা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতরের দু’মাস পর্যন্ত কাজ বন্ধ থাকায় কৃষক ও সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতরের(এলজিইডি) উপজেলা কার্যালয় সুত্রে জানা যায়, দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি প্রায় দুই মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে।

নতুন করে যে রাস্তাটি নির্মিত হচ্ছে তার ব্যয় ধরা হচ্ছে এক কোটি ৮৮ লাখ টাকা।

সরেজমিন দেখা গেছে, লোন্দা গ্রামে মাটির কাঁচা রাস্তা পাকাকরন করার জন্য দু’মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে।

অথচ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য উপজেলা সদরের সাথে যাতায়াত করতে হয়।

ওই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার লোক দু’টি তাপ বিদ্যুৎ কেন্দ্র যাতায়াত করে। ঠিকাদার রাস্তার মাঝখানের মাটি কেটে দু’পাশে ফেলে রেখেছে।

গত তিন-চার ধরে বৃষ্টিতে এখন পানি জমে মিনি পুকুরের মত হয়ে গেছে। কোনো কোনো জায়গা কোমর সমান আবার কোন জায়গা হ্াঁটু সমান পানি জমা হয়ে থাকছে সড়কটিতে।

স্থানীয়রা জানান, বিকল্প রাস্তা না থাকায় এটি আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা। আগে মাটির রাস্তা ছিল আমরা কষ্টে যাতায়াত করছিলাম।

কিন্তু উন্নয়ন নামে দীর্ঘকাল সেই রাস্তায় মাটি কেটে বালি না ফেলে এখন পানি জমে পুকুরের মত তৈরি হয়েছে। আমাদের হেঁটে চলাফেরাই এখন কষ্টসাধ্য।

লোন্দা গ্রামের মো.শহিদুল আলম জানান, এই এলাকা খুবই অবহেলিত এলাকা। প্রতিদিন গড়ে এক হাজার লোক দু’টি তাপ বিদ্যুৎ কেন্দ্র যাতায়াত করে।

প্রায় আড়াই মাস ধরে কাজটি পড়ে রয়েছে। বর্তমানে ৩/৪ ফুট পানি জমা হয়ে আছে। এলাকার লোকজনের চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পটুয়াখালীর ঠিকাদার প্রতিষ্টান মের্সাস দেলোয়ার হোসেন টের্ডাসের মালিক মো.দেলেয়ার হোসেন জানান, স্থানীয় লোকজনের বালি নিয়ে ঝামেলার কারনে কাজে বিলম্ব হয়েছে। ওই গ্রামের লোকজন বালির রেট বেশি চাচ্ছে । তার পর আমি বালি নেয়ার ব্যবস্থা করছি।

কলাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলৗ মো. মোহর আলী জানান, ঠিকাদার কাজ করতে চায় কিন্তু স্থানীয় লোকজন ঠিকাদারকে বালির পাইপ পর্যন্ত জমি দিয়ে নিতে দেয় না। তাহলে ঠিকাদার কিভাবে কাজ করবে। এজন্য কাজের ধির গতি।

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলাকারী স্বাস্থ্য কর্মকর্তার কর্মস্থল বদল

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার বাদী স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. শিব্বির আহমেদ ওসমানীকে সচিবালয়ে রেখেই তার ডেস্ক পরিবর্তন করা হয়েছে।

তাকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করে সোমবার জারি করা অফিস আদেশটি মঙ্গলবার প্রকাশ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

এই বদলির বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের কোনো কর্মকর্তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোজিনা: দুই মন্ত্রী আশ্বাস দিয়েছেন, বললেন প্রেসক্লাব নেতারা

রোজিনাকে আটক রাখার ব্যাখ্যা চায় মানবাধিকার কমিশন

মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত একই আদেশে আরও পাঁচ উপ-সচিবকেও বদলি করা হয়েছে।

এই বদলির আদেশের দিন সোমবারই সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ তুলে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়।

পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ।

সচিবালয়ে আটক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশে সোপর্দ

‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’র মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা গ্রেপ্তার

রোজিনাকে গ্রেপ্তার নিয়ে দেশের ও বিদেশের সাংবাদিক সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষেই অবস্থান জানিয়েছেন।

এদিকে রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ।

রোজিনাকে মঙ্গলবারন জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পুলিশের আবেদন করলে তা শুনানি শেষে নাকচ করে দিয়েছেন বিচারক। এছাড়া তার জামিনের বিষয়ে আংশিক শুনানি শেষে বিচারক বাকি শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ রেখেছেন।

পটুয়াখালীতে অসামাজিক কাজ করায় নারীসহ আটক ৪

পটুয়াখালীর মির্জাগঞ্জে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে আটককৃতদে বিরুদ্ধে দন্ডবিধি ২৯০ ধারায় মামলা করে আদালতে প্রেরন করা হয়।

আটককৃতরা হলো, দেউলি আবাসনের মৃত.কাঞ্চন আলী সিকদারের ছেলে মোঃ কবির সিকদার (৪০), মোঃ আনোয়ার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩১), মোঃ সোবাহান সিকদারের ছেলে জিয়া সিকদার(৩৫), এবং চরখালী গ্রামের রশিদ মুসুল্লির মেয়ে রেখা(২৮)।

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ্ বলেন, ভোর রাতের দিকে ওই ৪ জনকে দেউলি আবাসনে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে। সম্পাদনা: সাদেক আলী

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় থেকে মো. তাজুল ইসলাম (৪৩) নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা।

মঙ্গলবার (১৮ মে) এটিইউর পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯ টায় অভিযান চালায় ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্চ। তার কাছ থেকে দু’টি মোবাইল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আসলাম খান জানান, গত ২৭ জানুয়ারি অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থানার মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৩১ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে তাজুলকে গ্রেফতার করা হয়।

কলাপাড়ায় ‘মুজিব কিল্লা’ এলাকায় বইছে আনন্দের জোয়ার

পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব কিল্লা এলাকায় এখন আনন্দের জোয়ার বইছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়ায় ও টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে নির্মিত দুটি মুজিব কিল্লা আগামী ২৩ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আরো ৫টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। মুজিব কিল্লা উদ্বোধনের ফলে বন্যা ও ঘূর্ণিঝড়সহ দুর্যোগকালীন উপকূলীয় এলাকার মানুষের দুশ্চিন্তা লাঘব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, কিল্লা ৮ হাজার বর্গমিটার আয়তনের। সাধারণ কৃষি জমির চেয়ে প্রায় ১১ ফুট উঁচুতে নির্মিত এটি। দুর্যোগকালীন ভবনের প্রথম ফ্লোরে ও ছাদে অন্তত ৫০০ পরিবারের মানুষ একত্রে আশ্রয় নিতে পারবে। এই মুজিব কিল্লায় গবাদিপশুর জন্য ৫৫৮ বর্গমিটারের শেড থাকছে। থাকছে ওয়াশরুম সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া ভবনে থাকছে বিদ্যুৎ ও সোলার সিস্টেমের সুবিধা। যাতে স্বাভাবিক সময়ে এসব কিল্লা শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাট-বাজার হিসেবে ব্যবহার করা যায়।

 

উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে ২ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৭৭ টাকা ও টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে ২ কোটি ১ লাখ ২০ হাজার ৬৭৪ টাকা ব্যায়ে নির্মিত দুটি মুজিব কিল্লা। এ উপজেলায় মোট ১৩টি মুজিব কিল্লা নির্মিত হবে। এর মধ্যে ৫ ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৬টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কলাপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’ যথাযথভাবে গুণগত মান অক্ষুন্ন রেখে নির্মাণে আমরা সার্বিক সহযোগিতা করে আসছি। নির্মাণ কাজ তদারকির জন্য একজন উপ-সহকারী প্রকৌশলী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এ প্রকল্পের কাজ সম্পন্ন করতো পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, সরকার ১৯৫৭.৪৯ কোটি টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেশের ঘূর্ণিঝড় প্রবণ ১৬টি জেলার ৬৪টি উপজেলায় এবং বন্যা প্রবণ ও নদী ভাঙন ২২টি জেলার ৮৪টি উপজেলায় সর্বমোট ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা জুলাই ২০১৮ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন কাল নির্ধারণ করা হয়েছে।

বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

সারাদেশে যাত্রীবাহি নৌযান চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে নৌযান চালু না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন নৌযান শ্রমিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় বরিশাল নদী বন্দরে বিক্ষোভ মিছিল করে নৌযান শ্রমিকরা। নদী বন্দরের পন্টুনের উত্তর প্রান্ত থেকে মিছিল শুরু করে নদী বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় নৌযান চালুর পক্ষে নানা শ্লোগান দেয় তারা।

পরে নৌযান শ্রমিক ও নেতারা বলেন, সরকারী নির্দেশে গত ৫ মার্চ থেকে করোনার কারণে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ রয়েছে। একটানা ৪৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকলেও শ্রমিকরা বেতন-বোনাস পাননি। ২/১ জন লঞ্চ মালিক সামান্য কিছু দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ অবস্থায় শ্রমিকদের পরিবার অসহায় জীবন যাপন করছে। আধাবেলা একবেলা খেয়ে কোন রকম বেঁচে আছে।

 

অন্যদিকে, সরকার করোনার মধ্যে আন্তঃজেলা বাস এবং বিমান চলাচল শুরু করেছে। একই দেশে বিমান ও বাস চলাচল করলেও কেন যাত্রীবাহী নৌযান চলাচল করবেনা সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় সভাপতি আবুল হাসেম মাষ্টার। একই সাথে খুব শিঘ্র নৌ যান চালুর দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, নৌযান শ্রমিকদের বেতন ও বোনাসের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা প্রণোদনা চেয়ে গত ৫ মে আবেদন জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল সংস্থা।

যাত্রীবাহি নৌযান মালিক সমিতির কেন্দ্রিয় সহসভাপতি মো. সাইদুর রহমান রিন্টু মুঠোফোনে জানান, বিষয়টি অর্থ মন্ত্রনালয়ে বিবেচনাধীন রয়েছে। দেশে ৮০০ যাত্রীবাহি নৌযানে ৮ হাজারের বেশি শ্রমিক রয়েছে।

সাংবাদিক রোজিনার রিমান্ড আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা ১১টার একটু পরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষ আবেদন নামঞ্জুর করেন আদালতে। এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে তাকে শাহবাগ থানা থেকে বের করা হয়।

রাষ্ট্রীয় নথিপত্র সংগ্রহ ও ছবি তোলার অভিযোগে প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনসহ তিনটি ধারায় অভিযোগ এনে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার বিকেলে, পেশাগত কাজে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। সেখানে কিছু নথির ছবি তোলার অভিযোগে একটি কক্ষে তাকে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। ঘটনার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন রোজিনা।

খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবনে যান। রোজিনাকে আটকে রাখার কারণ জানতে চান। পরে রাতে ৯টার দিকে রোজিনাকে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।