কুয়াকাটায় মাইকিং করে দর্শনার্থীদের ফেরত পাঠালো পুলিশ

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মানুষ ঈদের প্রথম দিন থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে জড়ো হয়েছে। বিভিন্ন স্পট থেকে সৈকতে নেমে পরে সমুদ্র গোসল, হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন আগত দর্শনার্থীরা। গতকাল শুক্রবার দুপুরের পর হঠাৎ করে সৈকতে ওইসব মানুষ জড়ো হওয়ার পর পরই মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। আগতরা বেশির ভাগই পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে গেছে, কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা থাকার পরও এসব দর্শনার্থীরা মোটরসাইকেল নিয়ে ভিড় করতে থাকেন। পরে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে আগত দর্শনার্থীদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠায়। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে দর্শনার্থীরা সৈকত থেকে নিজ গন্তেব্যে ফেরত গেছেন। এদিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বসানো হয় কড়া পাহারা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) সিনিয়র সহসভাপতি হোসাইন আমির বলেন, ঈদের প্রথম দিন নড়ীর টানে বাড়ি ফেরা কিছুসংখক মানুষ কুয়াকাটায় এসে সৈকতে নেমে পরেন। তবে সবাই মোটরসাইকল নিয়ে এসেছে। আমি কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা আশেপাশের উপজেলার।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল কবির বলেন, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার দুপুরের দিকে কিছু দর্শনার্থী সৈকতে নেমেছিলো। আমরা মাইকিং করে ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। তবে যারা এসেছিল তারা পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয়। বর্তনানে কুয়াকাটা সৈকতে কোন দর্শনার্থী নেই বলে তিনি জানিয়েছেন।

পটুয়াখালীতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আয়মান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশাস্ত কুমার সাহা জানান, কনকদিয়া এলাকা থেকে নিয়ে আশা ওই শিশুটি চিকিৎসা শুরু করার আগেই মারা গেছে। তবে বর্তমানে বাউফল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ নিয়ে জেলায় ডায়রিয়ায় মোট নয়জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, ডায়রিয়া প্রতিরোধে জেলায় ৮৬টি মেডিকেল টিম মাঠে কাজ করছে। ১০০০ সিসি স্যালাইন ৯ হাজার ৮২৩টি ও ৬ হাজার ৩৬৫টি ৫০০ সিসির আইভি স্যালাইন মজুত রয়েছে।

আগের তুলনায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমছে।

বরিশালে বিনোদন কেন্দ্রে গুলোতে মানুষের ঢল

মহামারী করোনা সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদ-উল ফিতরের আনন্দ উদ্যাপন করতে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে গত দু’দিন থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপচেপড়া ভিড় বেড়েছে।

সরেজমিনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, গৌরনদীর বাটাজোরের শাহী ৯৯ পার্ক, কটকস্থলের ফারিহা পার্ক, আগৈলঝাড়ার পয়সারহাট সেতু ও বারপাইকা এলাকার নূর পার্ক ঘুরে দেখা গেছে, প্রতিটি বিনোদন কেন্দ্রে সকল বয়সের নারী-পুরুষ ও শিশুদের সরগরম উপস্থিতি।

এরমধ্যে শতকরা প্রায় ৯০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন।

একাধিক দর্শনার্থীরা বলেন, বছর ঘুরে একবার এই ঈদের আনন্দ আসে, তাই পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও সময় কাটাতে বিনোদন কেন্দ্রে ঘুরতে বেরিয়েছি।

তবে সরকারের নির্দেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে এমনকি মাক্স ব্যবহার না করে বিনোদন কেন্দ্রে বেড়াতে আসার ব্যাপারে দর্শনার্থীরা বলেন, মাক্স সাথে আছে, তবে প্রশাসনের তেমন কোন তৎপরতা না থাকায় মাক্স ব্যবহার করা হচ্ছেনা।

সচেতন নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন, বর্তমান মহামারী করোনা সঙ্কটে কিছু মানুষের অসচেতনা, জ্ঞানহীনতা ও অপরিপক্ক কার্যক্রমের জন্য সবার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৎপরতা দেখাক কিংবা না দেখাক, আমাদের সকলকে আগে সচেতন হবে। নতুবা এভাবে চলতে থাকলে মরনঘাতি করোনা ভাইরাস সবার ঘরে ঘরে ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সর্বত্র প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ব্যাপক মাক্স বিতরণসহ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলেও মানুষ এখনও স্বাস্থ্যবিধি মানতে ও জনসমাগম এড়াতে চরম উদাসিন।

পিরোজপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে মো. আল-আমিন হোসেন তালুকদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার গৈরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন তালুকদার ওই গ্রামের মোদাচ্ছের আলী তালুকদারের ছেলে।
নিহতের বড় ভাই স্থানীয় পৈকখালী ডাকঘরের পোস্ট মাস্টার এমাদুল হক তালুকদার জানান, বাড়ির পিছনের মাঠে তাদের পাঁচটি ছাগল ঘাস খাচ্ছিল।

ওইদিন বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তার ছোট ভাই আল-আমিন ওই ছাগল আনতে সেখানে যান।

এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন ও একটি ছাগল মারা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব কুমার জানান, ওই কৃককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বরিশালসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আশংকা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস বলেছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

যা আরও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

হেফাজতের তাণ্ডব: সাবেক এমপি গ্রেফতার

হেফাজতের হাটহাজারীর নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে। শুক্রবার রাতে জেলার সাতকানিয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার সাথে শাহজাহান চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। শুক্রবার রাতে সাতকানিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে হাটহাজারীর থানায় দায়ের হওয়া নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলা গ্রেফতার দেখানো হবে।’

গ্রেফতার হওয়া শাহজাহান চৌধুরী সাতকানিয়া আসনের সাবেক এমপি ছিলেন। সন্ত্রাসী গ্রুপকে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জামায়াতের সাবেক এ এমপি’র বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ নরেদ্র মোদির সফরকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৪ জন নিহত হন।

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ-মৃত্যু কমেছে, বেড়েছে পশ্চিমবঙ্গে

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ রাজ্যে এটা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৮৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন একদিনে শুনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন।

শনিবার (১৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

অন্যদিকে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩৬ জন। এতে পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৯৯৩ জনে। করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জন। রাজ্যের উত্তর ২৪ পরগনায় নতুন করে ৪ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত প্রায় ৪ হাজার। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় সংক্রমণের মোট হার পৌঁছেছে ৯.৬৮ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্যে বলা হয়েছে, গত একদিনে ভারতে ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা গতদিনের তুলনায় কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ২০৭ জনে।

শুক্রবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৩লাখ ৫৩ হাজার ২৯৯ জন। সংক্রমণের বিশাল সংখ্যার কারণে সুস্থতার হারে বিশেষ হেরফের হচ্ছে না।

গত ২ দিন পর পর নিম্নমুখী হয়েছে করোনার গ্রাফ। মে মাসের প্রথম সপ্তাহের পর করোনা সংক্রমণ দ্রুত হারে হ্রাস পাবে বলে জানিয়েছিলেন আইআইটি-র গবেষকদের একাংশ। কিন্তু মে মাসের মাঝামাঝিতেও করোনার দ্বিতীয় ওয়েভের গ্রাফ নিম্নমুখী হওয়ার বিশেষ লক্ষণ নেই।

গত ২৪ ঘণ্টায় ১৬ লাখ ৯৩ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সরকারের তথ্য মতে, এ পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে টিকা দেওয়া শুরু হয় ১৬ জানুয়ারি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: কাদের

করোনা সংক্রমণে সরকারের সর্বাত্মক চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হলেও ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতে মানুষের বাঁধভাঙা জনস্রোতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের নাকি গত একযুগ ধরে ঈদ নেই এবং তাদের হত্যা করা হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আপনারা কি ভুলে গেছেন ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর যে নির্মম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন? বিএনপির আমলে মা, বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, দাফন- কাফনের শেষ সুযোগটুকুও দেওয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও গ্রেফতার করা হয়েছিল।

কতটা নিষ্ঠুর ও অমানবিক হলে তারা এমনটা করতে পেরেছে তা  বিএনপির নেতাদের কাছে জানতে চান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি-ঘরে যেতে পারেনি। সেই ইতিহাস বেশিদিন আগের নয়।

‘বিএনপির আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার। ’

১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন। ১৬ ও ১৭ মে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি তথ্য ও সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করবে।

১৬ মে বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৭ মে বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের  আলোচনা সভা, ১৭ মে বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান ছাড়াও সারাদেশে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডায় বিশেষ দোয়া, প্রার্থনা করা হবে।

চট্টগ্রামে সব বিনোদন কেন্দ্র বন্ধ, ভিড় পতেঙ্গা সৈকতে

করোনার সংক্রমণ রোধে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় ঈদের দিন জনশুন্য ছিল পর্যটন এলাকাগুলো। তবে ভিন্ন চিত্র দেখা গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়।

এদিকে ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, কাজীর দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স, কর্ণফুলী শিশু পার্ক বন্ধ থাকায় অনেকে সেখানে গিয়ে ফেরত এসেছেন। যদিও পারকি, কাট্টলী সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ সংলগ্ন কর্ণফুলীর পাড়, অভয়মিত্র ঘাট, সিআরবি শিরীষ তলা এলাকায় তরুণ-তরুণীদের ঘুরতে দেখা গেছে।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক পরিচালনাকারী সংস্থা কনকর্ডের উপ-ব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ষোষ বাংলানিউজকে বলেন, ফয়’স লেক কমপ্লেক্সে বর্তমানে কর্মীদের বেতন সহ আনুষঙ্গিক খাতে মাসে খরচ হচ্ছে প্রায় ৪৫ লাখ টাকা। ঈদ উপলক্ষে বোনাস সহ খরচ বেড়েছে। পার্ক বন্ধ থাকায় এবার লোকসান গুণতে হয়েছে।

ঈদের দিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও জনসমাগমস্থলে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ মে) দিনব্যাপী পরিচালিত অভিযানে ২৫ মামলায় দুই হাজার ১৮০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিতরণ করা হয় ৩০০ পিস মাস্ক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় ও হুছাইন মুহাম্মদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ মামলায় এক হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের ভ্রাম্যমাণ আদালত ফয়’জ লেক এলাকায় তিন মামলায় ৩০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার ভ্রাম্যমাণ আদালত সিআরবি, কাজির দেউড়ি ও ডিসি হিল এলাকায় অভিযান চালায়।

ঈদের দিনেও সড়কে ঝড়ল ১০ প্রাণ

পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবার (১৪ মে) সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১০ জন মারা গেছেন। এরমধ্যে বগুড়ায় দুইজন, চট্টগ্রামে দুইজন, নড়াইলে একজন, ময়মনসিংহে দুইজন, খাগড়াছড়িতে একজন, কুড়িগ্রামে একজন ও কুমিল্লায় একজন রয়েছেন। এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনার বেশিরভাগই ছিল মোটরসাইকেলে।

চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর-রানীরহাট ডিসি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম ও একই উপজেলার সৈয়দ বাড়ি গ্রামের বাসিন্দা মৃত অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে ঘুরতে বের হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হন। নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইবাদুল কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আলমগীর ভূইয়ার ছেলে।

ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর।

নিহতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইমাদপুরে এ ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে তারাকান্দা থেকে তিন কিশোর মোটরসাইকেলযোগে ফুলপুর বাসস্ট্যান্ড পার হয়ে ইমাদপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজ ও সৌরভ মারা যায়।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল হোসেন নাঈম (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজারসংলগ্ন মায়াবিনী লেক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন নাঈম পানছড়ির উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. নাছির হোসেনের ছেলে। সে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন বন্ধুদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পানছড়ি থেকে মায়াবিনী লেকে ঘুরতে যাচ্ছিল নাঈম। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

শুক্রবার বিকেলের দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলের দিকে ঈদ উৎসব উপলক্ষে বাইসাইকেলযোগে মেয়ের জামাই ফজলুল হকের বাড়ি যাচ্ছিলেন জামাল উদ্দিন।

কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেকু মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় খাদিজা ব্রিকফিন্ডের শ্রমিক ছিলেন।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বাবু জানান, ঈদের নামাজ শেষে শেকু মিয়া বাতিসা ইউনিয়নের মহাসড়কের নানকরা এলাকায় এক স্বজনের সঙ্গে দেখা করতে যান। দুপুর ২টার দিকে কর্মস্থলে ফেরার পথে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন-মিলন দাস (৩০) ও নুরুন্নবী (২৩)। নিহত মিলন দাস বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়া হিন্দু পাড়ার সখা দাসের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোটেম্পু চালক ছিলেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় রবিন (২৮) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

একই দিন বিকেলে শাজাহানপুর উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান কলেজছাত্র নুরুন্নবী।

নিহত নূরুন্নবী উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া আজিজুল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আল হাসান জানান, মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে ড্যান্সিং করতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক কলেজছাত্র নুরুন্নবীকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মারা যান।