দূরপাল্লার যানবাহন চালুর দাবি শাজাহান খানের

ঈদ করতে গ্রামে যাওয়া রাজধানীবাসীকে ফেরাতে দূরপাল্লার যানবাহন চালুর দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, যে দুর্ভোগ নিয়ে রাজধানীবাসী ঢাকা ছেড়েছেন ফিরতি পথেও একই দুর্ভোগ পোহাতে হবে।

তাদের দুর্ভোগ কমাতে কয়েকদিনের জন্য হলেও দূরপাল্লার পরিবহন চালু করা জরুরি।
শুক্রবার (১৪ মে) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শাজাহান খান এসব কথা বলেন।

ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার পরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে ঈদের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করেন পরিবহন মালিক-শ্রমিকরা।

শাজাহান খান বলেন, আমরা সরকারের সব ধরনের নির্দেশনা পালন করি। সরকারও আমাদের বিভিন্ন বিষয়ে দেখেন। কিন্তু সরকার পরিবহন শ্রমিকদের যে অনুদান দিয়েছে তা পর্যাপ্ত নয়। এ খাতে আমাদের ৬০ থেকে ৭০ লাখ শ্রমিক রয়েছে। কিন্তু তাদের মধ্যে অনুদান পেয়েছে মাত্র দুই থেকে আড়াই লাখ। এটা সামান্য। আমরা সরকারের কাছে যে তালিকা দিয়েছি সে তালিকা অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা চাচ্ছি। দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি সচল রাখে পরিবহন খাত।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনের সামনে অবস্থান নেয় সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনানাল শ্রমিক কমিটি।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তওকতে’

ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং ভারতের লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে ‘তওকতে’ (Cyclone Tauktae)। এর জেরে ইতিমধ্যেই ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

আজ শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই লাল পতাকা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশংকা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটে ভালো প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণি ঝড় মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকী ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।

পরিস্থিতি মোকাবেলা করতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলিকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ঈদের দিন এমপি শাহে আলম’র হাসপাতাল পরিদর্শন

ঈদ-মানে আনন্দ। আর এই আনন্দের দিনে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি রোগীরা কেমন আছেন তা দেখতে হাসপাতালে ছুটে যান মো. শাহে আলম এমপি। বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসন। তিনি এখানকার জনপ্রিয় একজন সংসদ সদস্য।

ঈদের দিন ১৪ মে শুক্রবার বানারীপাড়া উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্খার খোঁজ-খবর নেন তিনি। এর সাথে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরের দিন তাদের মান সম্মত খাবার পরিবেশন করা হয়েছে কিনা সে বিষয়টি বিশেষভাবে তদারকি করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি।

পরে ডাক্তার ও রোগীদের পাশে থাকা স্বজনদের সাথে কথা বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি।

ঈদ-উল-ফিতরের দিন একজন সংসদ সদস্যের সান্নিধ্য পেয়ে রোগীদের অবয়বে অজানা এক আনন্দের ছাপ পরিলক্ষিত হয়। এ সময় রোগীদের সাথে থাকা স্বজনদের মধ্যে আবেগ-অনুভূতির এক প্রবল ভালোবাসাও জাগ্রত হয়।

উল্লখ্য, কাউকে না জানিয়েই হঠাৎ স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে সার্বিক বিষয়ের ওপরে নজরদারি করেন এই সংসদ সদস্য। এতে এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বরিশালে ঈদের দিন দুস্থ ও ছিন্নমূলদের খাবার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহার’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরিশালে ছিন্নমূল ও দুস্থদের হাতে উন্নত মানের খাবার তুলে দিয়েছে ‘আহার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই দিনে খাবার পেয়ে খুশি তারা। এদিকে আয়োজকরা বলছেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবেন তারা।
শুক্রবার ঈদের দিন সকাল সোয়া ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে দেড়শ’ ছিন্নমূল ও দুস্থ মানুষের হাতে উন্নত খাবার তুলে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন আহার।

সংগঠনের সভাপতি মো. আল আমিন জানান, শুধু ঈদের দিনই নয়, পুরো রমজান মাস জুড়ে নগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল দুস্থ ও মানসিক ভারসাম্যহীন মানুষের হাতে তারা খাবার তুলে দিয়েছেন। করোনা শুরুর পর থেকে গতবছর লকডাউনে মানসিক ভারসাম্যহীন মানুষের হাতে তারা নিয়মিত খাবার তুলে দিয়েছেন। এরপর থেকে নগরীর কিছু বিত্তবান মানুষের সহায়তায় এই কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।

এই সংগঠনের উপদেস্টা মাহফুজুজ্জামান মিলন বলেন, বরিশালসহ দেশের ১৪ জেলায় এই সংগঠনের ২০০ সদস্য রয়েছে। এই সব জেলায় খাবার বিতরন কার্যক্রম চালু আছে।

বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, মহৎ এই উদ্যোগে অনুপ্রানীত হয়ে সমাজের আরও মানুষ এগিয়ে এলে দুস্থরা কিছুটা হলেও উপকৃত হবেন।

পটুয়াখালীতে জেলেদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

পটুয়াখালীতে প্রান্তিক জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ সদর উপজেলার ছোট বিঘাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযুক্ত আলতাফ হাওলাদার একই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি। গতকাল বৃহস্পতিবার চাল আত্মসাতের ঘটনা প্রকাশ হলে বিক্ষোভে ফেটে পরে সুবিধাভোগী জেলে ও এলাকাবাসী। খবর পেয়ে জেলা প্রশাসনের একটি দল ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

চালের বস্তার সাথে স্টক মিলিয়ে ১৩ বস্তা চাল কম পেয়েছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি। তিনি বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাল বুধবার বিকালে পটুয়াখালীর খাদ্য গুদাম থেকে ছাড় করে ট্রলারে নিয়ে ভুতুমিয়া লঞ্চঘাটে পৌঁছায়। কিন্তু পথিমধ্যে ৩৫ বস্তা চাল সরিয়ে বাকি চাল নিয়ে লঞ্চঘাটে ট্রলার নোঙ্গর করে রাখা হয়। চাল আত্মসাতের ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে চেয়ারম্যানের বিরুদ্ধে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ চলতে থাকে এবং আস্তে আস্তে উত্তেজনা বাড়তে থাকে। এসময় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি গ্রুপ বিক্ষুব্ধ হয়ে চাল চোরের শ্লোগান দিয়ে বিচারের দাবিও জানায়। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীকে অবহিত করা হয়।

পরে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহীন মাহমুদ, ট্যাগ অফিসার সুভাষ চন্দ্র হাওলাদার এবং সদর থানা পুলিশের এসআই দিপায়ন বড়ালসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌছায়। পরে উদ্ভুত পরিস্থিতি শান্ত করে তাৎক্ষণিক তদন্ত চালিয়ে ১৩ বস্তা চাল কম পাওয়া যায়।

এ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, প্রথম দিন ট্রলারে জায়গা না থাকায় অতিরিক্ত ৩৫ বস্তা গোডাউনে রেখে আসছি। পর দিন তা গোডাউন থেকে নিয়ে আসতেছি। তদন্তে ১৩ বস্তা চাল কম পাওয়ায় পর চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, গরীবের চাল নিয়ে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশাল নগরীরসহ জেলা এবং বিভাগের সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২ থেকে ৩টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত বাড়িতে সংক্ষিপ্ত পরিসরে ঈদের নামাজ আদায় করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এছাড়া মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা জামাতে উপস্থিত ছিলেন। নামাজ শেষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মেয়র সাদিক আবদুল্লাহ। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকলকে নিজ নিজ ঘরে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৮টায় নগরীর কালেক্টরেট জামে মসজিদের প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জামাত শেষে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মুসল্লিদের উদ্দেশ্যে রাষ্ট্রের পক্ষে বক্তব্য রাখেন। করোনা মহামারি থেকে নিজে, সমাজ এবং রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে সরকারী বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল।

স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করায় মুসল্লিদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনাকালীন ঈদে সংক্রামন এড়াতেই সকল বিনোদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়াও বরিশাল নগরী এবং বিভাগের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানাল বাসদ

আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনের ভূখন্ড ফিরিয়ে দেয়ার দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলার সদস্য বদরুদ্দোজা সৈকত। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলার সদস্য শরফুদ্দিন নান্টু, বাসদ বরিশাল জেলার সমর্থক নজরুল ইসলাম খান, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সভাপতি দুলাল মল্লিক,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের উপর আমেরিকার মদদে ইসরায়েলের আগ্রাসন ও জাতিসংঘের নিষ্ক্রিয়তা পুরো বিশ্ববাসীর জন্য লজ্জাজনক। গত শুক্রবার আল-আকসা মসজিদে প্রার্থনারত ফিলিস্তিনিদের উপর হামলা করে ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। ইসরায়েলের বিমান হামলায় এপর্যন্ত ৫৮ জনের ও বেশি নারী-শিশু নিহত  হয়েছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলী হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহবান জানান ও ফিলিস্তিনিদের মাতৃভূমি তাদের ফিরিয়ে দেয়ার আহবান জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৫০টি আগাম ঈদ জামাত অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগর সহ বিভাগের অন্তত ২ হাজার পরিবার আগাম ঈদ জামাত আদায় করেছেন। ঈদের প্রথম জামায়াত আজ বৃহস্পতিবার (১৩ই) মে সকাল ৯টায় বরিশাল নগরীর তাজকাঠি শাহ ছুফি মমতাজিয়া জামে মসজিদে আদায় করেছেন মুসুল্লিরা।

জামায়াত শেষে মহামারীর করানা থেকে রক্ষায় ও সারা বিশে^ শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা।

বিভাগের ৬ জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অন্তত ৫০টি ঈদ জামাতের আয়োজন করেছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী ও মৃধা বাড়ি, ২৫ নম্বর ওয়ার্ডের খান বাড়ি, ২৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি, ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, বাবুগঞ্জের কেদারপুর ও মাধবপাশার দুয়ারীবাড়ি, সাহেবেরহাট, তালুকদারের চর, লাহারহাট, হিজলার হরিনাথপুর ও শ্রীরামপুর, পটুয়াখালীর বাউফল, রাঙ্গাবালী ও বরগুনার নিশানবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আজ সকাল ৯টায় অন্তত ৫০টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালে ঈদের প্রধান জামাত হচ্ছে না

শামীম আহমেদ ॥
মহামারি করোনার সংক্রমনের কারণে এবারেও বরিশালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হচ্ছে না। তবে প্রধানন এ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও বরিশাল নগরের মসজিদগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস। আর বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ২ থেকে ৩টি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা কাজী আবদুল মান্নান। তিনি বলেন, বরিশাল নগরের ৫ শত মসজিদ আছে, যার প্রতিটিতেই সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জানাগেছে, বরিশাল নগরের কালক্টরের জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৯টায় ও ১০টায়, সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, নূরিয়া স্কুল জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৮টা এবং জেলখানা মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কালক্টরেট মসজিদে সকাল ৮টার জামাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঈদ জামাত আদায় করবেন। বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামাতে ইমামতিত্ব করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। এছাড়া সকাল সাড়ে ৮ টায় ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অপরদিকে পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

 

মাদারীপুরে আগাম ৩০ গ্রামে  ঈদ উদযাপন 

জেলা প্রতিনিধি,মুমতাজুল কবীর:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের কিছু এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার (১৪ মে) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আগে মাদারীপুরে হজরত সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারী ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করতো। কিন্তু দিনে দিনে সেটা কমে এসেছে এবার দূরের তেমন কেউ ঈদের জামাতে না আসলেও কয়েক হাজার মানুষ এ ঈদ উদযাপন করছে।
করোনার কারণে গত বছর এলাকার দুটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। কিন্ত এবার এলাকার একটি স্কুলে মাঠে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সুরেশ্বর দরবার শরিফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর ও স্বর্ণকারপট্টিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছে।