স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ করোনাকালিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল ফিতর উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এই মহামারি থেকে সকলকে রক্ষা করতে মহান আল্লাহ’র রহমত কামনা করেন। রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ বছর ঈদুল ফিতর এমন একটি সময়ে উদযাপিত হচ্ছে, যখন বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। করোনা মহামারির কারণে জীবন ও জীবিকা দুটোই আজ হুমকির মুখে। তিনি এই কঠিন সময়ে সমাজে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

 

রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দেও ও খুশির।

রাষ্ট্রপতি বাণীতে আশা প্রকাশ করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়বে, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। তিনি বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। এ দিন সকল শ্রেণি পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তুলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। শান্তি আর সৌহার্দে ভরে উঠুক বিশ্ব।-বাসস

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপির উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপ-কমিশনার মো. মোকতার হোসেন। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার পরামর্শ দেন উপ-কমিশনার।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মো. রাসেল, সহকারী কমিশনার (কোতয়ালী) প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী।

 

এছাড়া কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, পরিদর্শক (অপারেশন) মো. মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতি মাসের ৪ তারিখ বিএমপির বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানায়, ১০ তারিখ বিমানবন্দর থানায় এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে আসছে।

দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দ্যেশে দেওয়া ভাষণে এই শুভেচ্ছা তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ” – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে।

তিনি বলেন, এ পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে।

দেশবাসীকে বরিশাল অবজারভার এর ঈদের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল অবজারভার এর পক্ষ থেকে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘বরিশাল অবজারভার’ সম্পাদক মোকলেসুর রাহমান মনি সহ বরিশাল অবজারভার পরিবারবর্গ । শুভেচ্ছা বার্তায় ঈদে বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারা।

মনি রহমান তার শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এবছর এমন সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আপনারা জানেন দেশে বিদেশে অনেকেই আক্রান্ত অনেকেই। ফলে জীবন হয়ে উঠেছে দুর্বিসহ।  ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। । মহামারী এই করোনা ভাইরাসে আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।  এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।

সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

আব্দুল্লাহপুর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি


মোঃ বাপ্পি, চরফ্যাশন (ভোলা)।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির মাননীয় সভাপতি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি মহোদয় ও আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে আব্দুল্লাহপুর ইউনিয়নের সকল জনগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ ইলিয়াস মাস্টার।

ইলিয়াস মাস্টার বলেন চরফ্যাশন উপজেলার সর্বস্তরের মুসলিমদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি চরফয়াশন উপজেলাসহ সর্বস্তরের মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি আরো বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে ঈদুল ফিতরে আসে আনন্দঘন একটি মুহূর্ত।

দেশের চলমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ, স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।

করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।

ইলিয়াস মাস্টার আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে চরফ্যাশন উপজেলাসহ সারা বিশ্বের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, আমি এই কামনা করে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক।

গৌরনদীতে অজ্ঞাতনামা বাসের চাঁপায় নিহত ২, চালকসহ আহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে বুধবার সকালে একটি অজ্ঞাতনামা বাসের চাঁক্কায় পিষ্ট হয়ে ২ মাহিন্দ্রা যাত্রী নিহত ও মাহিন্দ্রার চালকসহ ২জন আহত হয়েছে। গুরুতর আহত ১জন যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠনো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানাগেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড এলাকায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে বরিশালগামী একটি মাহিন্দ্রাকে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা বাস চাঁপা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। মাহিন্ত্রাটির ভেতেরে থাকা যাত্রী আল আমীন খলিফা (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার বিল সোনাওঠা গ্রামে। সে ওই গ্রামের মোঃ সাহেব আলী খলিফার ছেলে। অপরদিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মাহিন্ত্রাটির ভেতেরে থাকা অপর যাত্রী মোঃ রকিবুল হাসান রাহাত (৩৪)। তার বাড়ি বরিশাল বিমানবন্দর থানার গজালিয়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহতরা হলেন, মাহিন্দ্রার অপর যাত্রী বরিশাল বিমানবন্দর থানার গজালিয়া গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের ছেলে মোঃ ফোরকান (৩৮) ও মাহিন্দ্রাটির অজ্ঞাতনামা চালক।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ভূইয়া জানান, মাহিন্দ্রাটি পদ্মা নদীর কাঠালবাড়ি ঘাট, অথবা শরীয়তপুর ঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। মাহিন্দ্রাটিকে চাঁপা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। মাহিন্দ্রাটির অজ্ঞাতনামা চালকও আহত অবস্থায় গাঁ ঢাকা দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ##

বরিশাল নগরীদে মাদক বিরোধী সংগঠন দি-নিউ লাইফের পক্ষ থেকে দুঃস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী প্রদান করে

শামীম আহমেদ:

বরিশালে মাদক বিরোধী সংগঠন দি-নিউ লাইফের আয়োজনে অর্ধশতাধিক দরিদ্র,অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ বুধবার (১২ই মে) বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বসে এসকল ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দি-নিউ লাইফের ব্যবস্থপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক প্রশাসন ইয়াসির আরাফাত বাদশা, প্রোগ্রাম অফিসার মোঃ রাকিব খান।

আরো উপস্থিত ছিলেন দি নিউ লাইফের স্টাফ সুজয় দাস,জাহিদ আকন সহ অনন্য সদস্য। এসময় নগরীর বিভিন্ন স্থানে বসবাস করা অসহায়,অস্বচ্ছল ও দুঃস্থদের মাঝে চাল.সেমাই,গুড়া দুধ,চিনি ও তেল সহ বিভিন্ন ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন নিউ লাইফের কর্মকর্তারা।

উল্লেখ্য দি-নিউ লাইফ সংগঠনটি মাদক বিরোধী কর্মকান্ডের পাশাপাশি নগরীতে বৈশ্বিক মহামারী কভিড (১৯) করোনাকালীন সময়ে বরিশালের বিভিন্নস্থানে কয়েক সহস্রাধিক দুঃস্থ,অস্বচ্ছল ও কর্মহীন বেকার মানুষ মানুষদের বিভিন্ন ভাবে সহযোগীতা করেন।