বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট-২০২১ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু প্রোগ্রামিং কনটেস্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার অনলাইনে এই প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সিএসই বিভাগের ২০১৮-১৯ইং এবং ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫০টি গ্রুপ অংশ নেয়। প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদের সভাপতিত্বে কনটেস্ট স্পিকার হিসেবে যুক্ত ছিলেন নেটওয়ার্কিং এন্ড আইটি বিভাগের পরিচালক এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল।

 

প্রোগ্রামিং কনটেস্ট-২০২১ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন সিএসই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারহান সাকিব, দ্বিতীয় স্থান অধিকার করেন সিএসই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. তানভীর এবং তৃতীয় স্থান অধিকার করেন একই বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তরিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত ও প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ভোলায় সুবিধা বঞ্চিতদের জন্য ৫ টাকার বাজার

ভোলায় মহামারিতে কর্মহীন ক্ষতিগ্রস্থ ও সুবিধা বঞ্চিত অসহায়দের জন্য ৫ টাকায় বাজার খুলেছে ‘মানবিক উদ্যোগ’ নামে একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (১১ মে) ভোলা প্রেসক্লাবের সামনে শতাধিক মানুষের হাতে মাত্র ৫ টাকার বিনিময়ে তুলে দেয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে।

এ সময় মানবতার বাজার থেকে পণ্য কিনতে আসা ব্যক্তিরা জানান, ৫ টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারেনি। তারা আরও জানান, ৫ টাকায় বাজার করে এটাকে ত্রাণ মনে হচ্ছে না, মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। আগামী কয়েকদিন বাজার নিয়ে চিন্তা করতে হবে না বলেও জানান অসহায় ও কর্মহীন ব্যক্তিরা।

এ সময় সহায়তা প্রাপ্তরা আয়োজক সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, মানুষ যেন মনে না করেন তারা ত্রাণ নিচ্ছে, এমন কনসেপ্ট থেকে ৫ টাকার বাজার দেয়া হয়েছে। তাদের মাঝে কোন সংকোচ বোধ না থাকে। প্রত্যেকেই আনন্দের সাথে নিজের টাকায় বাজার নিয়ে যাচ্ছেন।

সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এমন ব্যক্তিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

১৯ মে স্থগিত নির্বাচনের সিদ্ধান্ত দেবে ইসি

 করোনা পরিস্থিতি অবনতির কারণে স্থগিত করে রাখা নির্বাচনগুলো নিয়ে ১৯ মে ভোটের সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ মে) এক বৈঠক করে এমন সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৈঠকে ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, করোনার কারণে যে সব নির্বাচন স্থগিত রাখা হয়েছে বা পেছানো হয়েছে, সেসব নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবার মতামতের উপর আলোচনা শেষে সিইসি সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৯ মে ৭৯তম কমিশন বৈঠক ডাকার নির্দেশনা দিয়েছেন।

বৈঠকের এজেন্ডায় থাকবে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও স্থানীয় সরকারের অন্য কিছু নির্বাচন।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে ১৯ মে কমিশন সভা হবে। সেদিন জানা যাবে কোন কোন নির্বাচন হচ্ছে।

এদিকে সূত্র জানায়, জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩ আসনের উপ-নির্বাচন করার পক্ষে কমিশন। কেননা, এ দু’টি নির্বাচনের সময় শেষ হবে খুব শিগগিরই।

ঈদের পর ‘লকডাউন’ আরও এক সপ্তাহ

দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার বলেন, আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে। চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার।

আর এবারের ঈদে লঞ্চ-ট্রেন এবং দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে।

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান

বরিশাল নগরীতে করোনায় ক্ষতিগ্রস্থ রিক্সা, ভ্যান, ট্রাক ও সাধারণ শ্রমিকসহ বিভিন্ন পেশার ৩ শতাধিক দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। মঙ্গলবার দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আয়োজনে আর্থিক অনুদান তুলে দেন সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার।

এ সময় মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদল নেতা আ. রব হাওলাদার, জেলা শ্রমিক দলের সহসাধারন সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মজিবর রহমান সরোয়ার করোনা সুরক্ষায় সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২৩০ জনের শরীরে করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩০ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে। এছাড়াও একই সময়ে করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।