করোনা রোগীর শেষকৃত্যে অংশ নিয়ে ২১ জনের ‘মৃত্যু’

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শেষকৃত্য থেকে ফিরে পরপর ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। ঘটনাটি ভারতের রাজস্থানের শিকার জেলার খিরবা গ্রামে সম্প্রতি ঘটে।

জানা গেছে, গত ২১ এপ্রিল করোনায় মারা যাওয়া এক ব্যক্তির দেহ প্লাস্টিকে মুড়ে ফিরিয়ে আনা হয় গ্রামে। করোনার বিধিনিষেধ তোয়াক্কা না করেই শেষকৃত্যে জড়ো হন গ্রামের অনেক মানুষ। এরপর থেকে ৫ মে পর্যন্ত শেষকৃত্যে শামিল হওয়া মানুষের মধ্যে নিয়মিতভাবে ২১ জনের মৃত্যু হয়।

এদিকে, মৃতদের মধ্যে চারজনের দেহে করোনা ধরা পড়েছিল। বাদিকের সংক্রমিত হয়েই মৃত্যু হয়েছে কিনা, তা এখনি বলা যাচ্ছে না। মৃতদের পরিবার ও স্বজন মিলিয়ে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল পাওয়া গেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

দেশের কয়েকটি অঞ্চলে শক্তিশালী ঝড়ের আভাস

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, পাবনা, রাজশাহী, কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই রকম ঝড় সিলেট অঞ্চলেও বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগামীকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা দমকা আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটাররে ওঠে যেতে পারে।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে পরবর্তী ১৪ দিন দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে। এ অবস্থায় ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

 

সূত্রে জানা গেছে, বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, শুধু তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এ নিয়ম প্রথম দফায় সিদ্ধান্তের পর চালু ছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে আগ্রহী ব্যক্তিদের জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

বরিশালের আদি মাইক ব্যবসায়ীকে চিকিৎসা সহায়তা

বরিশালের আদি মাইক ব্যবসায়ী অসুস্থ আমজাদ হোসেনকে চিকিৎসা সহায়তা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১টায় নগরীর কাউনিয়ায় আমজাদ হোসেনের বাসভবনে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন তারা। এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল হক নীলু, কমরেড জাকির হোসেন, কাজী এনায়েত হোসেন শিবলু এবং সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ বলেন, বরিশালে আমজাদ মাইক আদি ব্যবসা প্রতিষ্ঠান। আমজাদ মাইক ছাড়া আগে রাজনৈতিক সভা-সমাবেশ হতো না। নগরবাসীর অত্যন্ত পরিচিত আমজাদ হোসেন দির্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে অসুস্থ। অসুস্থ থাকায় তার মালিকানাধীন কমার্শিয়াল মাইক সার্ভিস ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর্থিক অনটনে ভুগছেন আদি মাইক ব্যবসায়ী আমজাদ হোসেন।

শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের ঢল

খুব ভোর থেকেই ঘরমুখো যাত্রীভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট। কিন্তু সামনে প্রমত্ত পদ্মাপাড়ির কোন ব্যবস্থা নেই, নাই কোন লঞ্চ, সিবোট বা ট্রলার কিংবা ফেরি। শিমুলিয়াঘাটের কোথাও তীলধারনের ঠাই নেই, শুধু যাত্রী আর যাত্রী। যাত্রীদের চাপ দেখলে বোঝার উপায় নাই যে তাদের মধ্যে কোন মহামারির শঙ্কা রয়েছে।

নদীতীরে নেই কোন ফেরি, সব ফেরি মাঝপদ্মায় নোঙর করা। তবে ফেরি কুঞ্জলতা তীরে ভেড়ানো থাকায় যাত্রীরা স্লোগান দিয়ে উঠতে থাকে তাতে। এক পর্যায়ে ফেরিটি কানা কানায় পূর্ণ হলে যাত্রীদের মাঝে ফেরিতে উঠার প্রতিযোগিতা শুরু হয় ফেরির ছাদে, ডালায়। সর্বত্র যাত্রী আর যাত্রী। ফেরি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত যাত্রীদের চাপের মুখে চরম দুর্ভোগ বিবেচনায় এনে মানবিক কারনে তা ছাড়তে বাধ্য হয়।

শনিবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণার পরও এদিন ভোর থেকে পুলিশের বাধা উপেক্ষা করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় করতে থাকে ঈদে ঘরমুখো হাজার হাজার  মানুষ। ফেরি কর্তৃপক্ষ কোনভাবেই ফেরি না ছাড়লে এক পর্যায়ে মুন্সীগঞ্জ পুলিশ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয় এবং পুলিশের কঠোর অবস্থানের কারণে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখ থেকে তাদের ফিরে যেতে বাধ্য করা হয়।

 

এমন ফিরে যাওয়া যাত্রীরা জানান, মাঝরাতের এ ঘোষণা তাদের মধ্যে অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ আর পুলিশ তাদের ঘাট এলাকা থেকে বের করে দিয়েছেন। করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক তাতক্ষনিকভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ এবং শুধু মাত্র রাতের বেলা পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য ফেরি চলাচল খোলা রাখার ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা এবং শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশ চৌকি বসিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঈদে ঘরমুখো মানুষকে স্ব-স্ব স্থানে ফিরৎ পাঠানো হচ্ছে। শিমুলিয়া ফেরি ঘাটসহ মুন্সীগঞ্জ  ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা এএসপি রায়হানুল হক বেলা সাড়ে ১২ টার দিকে জানান, শিমুলিয়া ঘাট থেকে এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল এবং আজ থেকে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ- ফলে যাত্রীরা কোনভাবেই নদী পার হতে পারবে না। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতে অনুরোধ করেন তিনি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিলেন তারা। তবে যাত্রীদের উপচে পড়া চাপ, মানবিক কারনে ও যাত্রী দুর্ভোগ বিবেচনায় উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রায় ৪ হাজার যাত্রী নিয়ে সকাল ৯টা ৫ মিনিটে পেরি কুঞ্জলতা, এরপর দুপুর ১২টা ২৩ মিনিটে প্রায় সাড়ে ৪ হাজার যাত্রী নিয়ে ফেরি এনায়েতপূরী এবং সর্বশেষ বেলা ১২টা ৪৩ মিনিটে ৭টি এ্যাম্বুলেন্সসহ তিন হাজারের বেশী যাত্রী নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে শিমুলিয়া ঘাট থেকে এই তিনটি ফেরি ছেড়ে যায়। তিনি আরো জানান দিনের বেলা আর কোন ফেরি ছাড়া হবে না। তবে সন্ধ্যার পর পণ্যবাহী যান পারাপারের জন্য ফেরি সার্ভিস চালু রাখা হবে।

ঐসব ফেরিতে কোন যাত্রী বহন করা হবে না তাই এই রুটে কোন যাত্রীকে না আসার জন্য অনুরোধ করেন তিনি। এ দিকে ফেরি বা কোনভাবেই পদ্মাপার না হতে পারা না যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে পায়ে হেটে এবং বিভিন্ন যানে চড়ে ঢাকা মুখে ফিরতে শুরু করেন।