বরিশাল রেঞ্জ কার্যালয় গ্রন্থাগারের উদ্বোধন

বরিশাল রেঞ্জ কার্যালয় গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (০৩ মে) রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার),পিপিএম, গ্রন্থাগারটির উদ্বোধন করেন।

এসময় তিনি গ্রন্থাগারের বিভিন্ন বই পড়েন এবং উপস্থিত সকলকে বই পড়তে উৎসাহিত করেন।পাশাপাশি ভবিষৎতে এই গ্রন্থাগার আরও বড় পরিসরে করার পরিকল্পনা ব্যক্ত এবং গ্রন্থাগারের সাথে সংশ্লিষ্টদের গ্রন্থাগার বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।

গ্রন্থাগার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজিসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

প্রসংগত, এই গ্রন্থাগারে আইন বিষয়ক বইয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক বই রয়েছে। রেঞ্জ কার্যালয়ে কর্মরত সকল সদস্য গ্রন্থাগারে বই পড়ার সুযোগ পাবেন।

কলাপাড়ায় ‘নো মাস্ক নো সার্ভিস’

করোনাভাইরাস বিস্তার রোধে পটুয়াখালীর কলাপাড়ায় ‘নো মাস্ক নো সার্ভিস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ী, ক্রেতা ও সকল মানুষের মাস্ক পরা নিশ্চিত করতে জনসচেতনতা মূলক বিশেষ এ উদ্যোগ।

সোমবার শেষ বিকালে পৌর শহর ব্যবসায়ী সমিতি এ কার্যক্রম চালু করেন। প্রতিটি দোকানে লাগানো হয়েছে ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা সম্বলিত স্টীকার। এছাড়া ক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার, কলাপাড়া থানা ওসি (তদন্ত) আসাদুর রহমান, ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক বিএম খালেক, অর্থ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু, সদস্য বিল্লাল খান কাবুল, মো. ফরিদ, সুমন মল্লিকসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পৌর শহর ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. ফরিদ উদ্দন বিপু বলেন, পৌর শহরের প্রতিটি দোকানে লাগানো হয়েছে ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা সম্বলিত স্টিকার। এছাড়া ক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় হ্যান্ড মাইক দিয়ে সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বিস্তার রোধে সচেতনতার লক্ষ্যে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যারা মাস্ক পরবেন না তাদের কোনো সেবা দেওয়া হবে না।

বরিশালসহ ৮ বিভাগে অনলাইনে এসএমই পণ্য মেলা শুরু

এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে বরিশালসহ ৮ বিভাগের উদ্যোক্তাদের নিয়ে অনলাইনে মাসব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ শুরু হয়েছে। নিবন্ধন ফি ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন উদ্যোক্তারা।

সোমবার (০৩ মে) ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, এসএমই ফাউন্ডেশন প্রতি বছর ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ আয়োজন করে। দেশের সব বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে থাকে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় জনসমাগম এড়াতে এবং সরকারের নির্দেশনার আলোকে এসএমই ফাউন্ডেশন প্রথমবারের মতো এটুআই, একশপ’র কারিগরি সহায়তায় অনলাইনে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২১ আয়োজন করেছে।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট-এই ৮টি বিভাগের এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে মাসব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২১’ অংশগ্রহণ করতে পারবেন।

মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্যসমূহ হলো- ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (এসএমই) কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা। এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ। মেলায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হবে না। মেলায় একইসঙ্গে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ রয়েছে। এছাড়াও থাকছে সারাদেশে পণ্য ডেলিভারি এবং ক্রেতা-বিক্রেতার ভিডিও চ্যাট করার সুবিধা।

উল্লেখ্য, কোনো বিদেশি, নকল, অশোভন এবং মানহীন পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করা যাবে না। মেলায় উদ্যোক্তারা তাদের পছন্দ মত যে কোনো অনলাইন পোর্টালের মাধ্যমে বেচা-কেনা ডেলিভারি/পেমেন্ট করতে পারবেন, এটুআই, একশপ’র মাধ্যমেও বেচা-কেনা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ক্রেতা সাবধাণ নীতি প্রয়োগ করেই ক্রেতা তার সুবিধামত কেনা কাটা করবেন, এসব ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশনের সরাসরি কোনো সম্পৃক্তা থাকবে না। মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা www.smemelabd.com –এই ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন ও পণ্য আপলোড করতে পারবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং এ অনুষ্ঠানে পরিচালক পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনলাইন মেলার বিষয়টি সম্পর্কে এটুআই’র প্রতিনিধি একটি উপস্থাপনা প্রদান করেন।

বরিশালে ফ্রিডম লেডি বাইকার গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ

বরিশালে ফ্রিডম লেডি বাইকার গ্রুপের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩ মে) বিকেল পাঁচটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৪০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো  চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাই, দুধ, লবণ ইত্যাদি। এছাড়া সকলকে মাস্ক প্রদান করা হয়।

ফ্রিডম লেডি বাইকারের প্রতিষ্ঠাতা নাজমা রহমান জানান, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো।

পাশাপাশি তাদের মত করে সমাজের বিত্তবানরা যদি এধরনের মানবসেবায় এগিয়ে আসেন তাহলে খাদ্যবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন সংগঠনের তরুণ সদস্যরা।

ত্রাণ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কেয়া, মৌ, লিপি, জিনিয়া, মুক্তি, লিপি, অন্তুু, রশনি, তাসমিয়াসহ ফ্রিডম লেডি বাইকার গ্রুপের সকল সদস্যরা।

স্পিডবোট দুর্ঘটনা : বরিশালের ৭ জনসহ পরিচয় মিলেছে ২৫ জনের

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে নিহত ২৬ জনের মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ মে) সকালে কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে পদ্মা নদীতে এ স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। মরদেহগুলো কাঠালবাড়ী হাজী ইয়াসিন মোল্লাকান্দি দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে রাখা আছে। সেখান থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জের সায়দুল হোসেন (২৭) ও রিয়াজ হোসেন (৩৩), ঝালকাঠি নলছিটির এসএম নাসির উদ্দীন (৪৫), বরিশাল মেহেন্দিগঞ্জের মো. সাইফুল ইসলাম (৩৫), পিরোজপুরের চরখামার মো.বাপ্পি (২৮), ভান্ডারিয়ার জনি অধিকারী (২৬), বরিশালের তেদুরিয়ার আনোয়ার চৌকিদার (৫০),

খুলনার তেরখাদা উপজেলার বারুখালির মনির মিয়া (৩৮), হেনা বেগম (৩৬), সুমি আক্তার (৫) ও রুমি আক্তার (৩), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙা গ্রামের আরজু শেখ (৫০) ও ইয়ামিন সরদার (২), মুন্সিগঞ্জ সদর উপজেলার সাগর ব্যাপারী (৪০), কুমিল্লার দাউদকান্দির কাউসার আহম্মেদ (৪০) ও রুহুল আমিন (৩৫), মাদারীপুর জেলার রাজৈরের তাহের মীর (৪২), কুমিল্লা তিতাসের জিয়াউর রহমান (৩৫), মাদারীপুরের শিবচরের হালান মোল্লা (৩৮) ও শাহাদাত হোসেন মোল্লা (২৯), মাদারীপুর রায়েরকান্দি মাওলানা আব্দুল আহাদ (৩০), চাঁদপুর জেলার উত্তর মতলব মো. দেলোয়ার হোসেন (৪৫), নড়াইলের লোহাগড়া রাজাপুর জুবায়ের মোল্লা (৩৫), মুন্সিগঞ্জ সদরের সাগর শেখ (৪১),  ঢাকা পীরেরবাগ খেরশেদ আলম (৪৫)। এরমধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। আহত হয়েছেন চারজন। মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

এ ঘটনা তদন্তে দুপুরে ছয় সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশাদুজ্জামান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, শিমুলিয়া বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মাদারীপুর শিবচর চরজানাজাত নৌ-পুলিশ ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক ও নারায়ণগঞ্জ পাগলা বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আসমাদুল।

এদিকে স্পিডবোট চালক শাহ আলমকে অসুস্থ অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘ইতোমধ্যে দুর্ঘটনা এলাকা পরিদর্শন করেছি। যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।’

উল্লেখ্য, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এসময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৪টি লাশ উদ্ধার করা হয়। ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এ উদ্ধার কাজ পরিচালনা করেন।

‘২৬ মার্চ শাপলা চত্বরের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে হেফাজত’

গেলো ২৬ মার্চ বায়তুল মোকাররমে নাশকতার উদ্দেশ্য ছিলো আরেকবার শাপলা চত্ত্বরের মতো পরিস্থিতি তৈরি করা। একইসাথে রমজান মাসে ঢাকা অবরুদ্ধ করে বদরের যুদ্ধের মতো অবস্থা দাঁড় করানোই ছিলো হেফাজতে ইসলামের উদ্দেশ্য। এছাড়া তাবলীগ জামাতের বিভক্তির পেছনেও ভূমিকা রাখে হেফাজত। মামুনুল হকসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা রিমান্ডে এমন তথ্য দিয়েছে বলে দাবি মহানগর গোয়েন্দা পুলিশের।

গত ২৬ মার্চ শুক্রবার জুমার নামাজের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভ থেকে শুরু হয় হেফাজতের নাশকতা। যা পরে দেশের কয়েকটি জেলায় ছড়িয়ে পড়ে।

পরে চলতি মাসের শুরু থেকে বিভিন্ন মামলায় আটক করা হয় হেফাজতের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে। ডিবি মামলাগুলোর তদন্তের ভার পাওয়ার পর রিমান্ডে আনা হয় সবাইকে। আর জিজ্ঞাসাবাসে ওঠে আসে নাশকতা পরিকল্পনার নানা তথ্য।

হেফাজতের নেতারা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের দেয়া অনুদানের টাকা নাশকতার কাজে ব্যবহার করতো বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি’র গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য তাদের যে ফান্ড দরকার হয় সেই ফান্ড আসে মাদ্রাসা থেকে। যে টাকাগুলো খরচ হয় তার সঠিক হিসাব তাদের কাছে নাই। আমরা পেয়েছে, বেশকিছু টাকা চট্টগ্রাম ও ব্রাক্ষণবাড়ীয়াতে অ্যাকাউন্ট থেকে গিয়েছে।’

দেশে সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন বিশ্ব ইজতেমা এবং তাবলীগ জামাতে ভাঙনের আড়ালেও হেফাজতে ইসলামের নেতাদের ভূমিকা রয়েছে। পুলিশের দাবি, রিমান্ডে এমনটাই জানিয়েছেন আটক নেতারা।

মাহবুবুর রহমান আরো বলেন, ‘তাবলীগ জামাত দ্বিধাবিভক্ত হয়ে গেছে, এই ভাঙনের পেছনে তাদের হাত ছিলো। পরিকল্পিত উদ্দেশ্যের মাধ্যমেই এ অরাজনৈতিক সংগঠনকে আরো কিছুু ফেভারে নেয়ার জন্য তাবলীগ জামাতকে তারা ভেঙেছে।’

হেফাজতের নাশকতার ঘটনায় বিএনপি এবং জামায়াত ইসলামের অনেক নেতার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। জীবিত সবাইকে আসামি করেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গণপরিবহন চলবে ৬ মে থেকে

চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (৬ মে) গণপরিবহন চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ।

তিনি বলেন, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না অর্থাৎ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এদিকে সোমবার নিজের সরকারি বাসভবন থেকে ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ৬ মে থেকে গণপরিবহন চালু করার সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার। সেক্ষেত্র সিটি সার্ভিস ও জেলার বাস সার্ভিস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটিয়ে এবং যাত্রী ও বাস চালক ও সহকারিকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রাখা সাপেক্ষে গণপরিবহন চলবে।

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ

 ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে তাজ সুপার আইসক্রিম নামের একটি আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কারখানাটিতে অবৈধ কেমিক্যাল ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করার আলামত পাওয়া যায়।

এছাড়াও বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

সোমবার (৩ মে) উপজেলার লঞ্চঘাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ভোক্তা-অধিকার আইন-২০০৯ অনুযায়ী তাজ সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. রুস্তম আলী হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গণপরিবহন চলবে, বন্ধ থাকবে দূরপাল্লার বাস

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশে রওনা দেয়।

স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে এলে একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া তবে দুর্ঘটনাকবলিত স্পিডবোটে কতজন ছিলেন, তা জানা যায়নি। এ ঘটনায় তিনটি শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

তাদের কাছ থেকেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

করোনার মহামারি রোধে সরকার ঘোষিত ‘লকডাউনে’ গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছেন।

বরিশালে র‍্যাবের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলা বন্দর বাজরের কাজী মার্কেটের সামনে বসে মাদক বেচা-কেনা করাকালীন সময়ে বরিশাল র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 

এসময় তাদের জিজ্ঞাসাবাদে তারা হলেন শরিয়রতপুর জেলার পালং থানার গুড়িপাড়ার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ নাঈমুর রহমান (৩৪) ও মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর চর আইরকান্দি গ্রামের মৃত্যু আলমগীর সরদারের ছেলে মোঃ রছিকুল ইসলাম রাব্বি(২৪)।

 

এসময় স্থানীয় জন সাধারনের সামনে তল্লাশী করে আটককৃতদের কাছ থেকে ১শত৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা বিক্রির নগদ ২ হাজার ২শত পাঁচশ টাকা সহ একটি মোটর সাইকেল উদ্ধার করেন।

 

বরিশাল র‍্যাব কার্যালয় থেকে আজ সোমবার (৩ই) মে সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাতে জেলার গৌরনদী উপজেলার টরকি বন্দরের কাজী মার্কেটের সামনে মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযানিক দলটি ঘটনাস্থলে ছুটে যায়।

 

এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘেড়াও করে দুই মাদক ব্যবসায়ী যুবককে আটক করেন।

 

এব্যাপারে র‍্যাবের ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।