১৮ হাজার ৭৮৪ হাজি দেশে ফিরেছেন

ডেস্ক রিপোর্ট : 
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের এক বুলেটিনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে—আজ ২২ জুলাই পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী সর্বমোট হাজি ১৮ হাজার ৭৮৪ জন এবং সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৫১টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি।

এ ছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৫ হাজার ৫৭৬টি; সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২৯ হাজার ৪৭৪টি;

সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যা ৩০ হাজার ৫১৩টি; সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্তচিকিৎসা সেবা সংখ্যা ২৯ হাজার ৪৭৪টি;

এ ছাড়া সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৩ জন হজযাত্রী বা হাজী। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী সাত জন। তাঁদের মধ্যের মক্কায় ১৯ জন, মদিনায় তিন এবং জেদ্দায় মারা গেছেন এক জন।

এ বছর তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহণের সুযোগ পায়। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করে ৫০ শতাংশ; সৌদি এয়ারলাইন্স পরিবহণ করে ৪০ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহণ করে ১০ শতাংশ।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছিল ১৪ জুলাই।

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন মার্কিন ডলার

ডেস্ক রিপোর্ট : 
চলতি ২০২২-২০২৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সচিবালয়ে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে রপ্তানিতে আমরা ৬০ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছি। সবদিক বিবেচনা করে এবার আমরা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করেছি

সবাইকে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা মিতব্যয়ী হতে পারলে- লাভবান হবো।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় একেনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার প্রধান বলেছেন মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। তিনি গোটা আমলাতন্ত্রসহ সরকার এবং সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।’

এম এ মান্নান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অভিঘাত আমাদের উপর পড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে পণ্য আমরা নিজেরা উৎপাদন করি না-সেটার অভিঘাত মোকাবিলার জন্য আমাদের সতর্ক হতে হবে। প্রধানমন্ত্রী মূলত এ কারণে দেশবাসীকে মিতব্যয়ী হতে বলেছেন।

প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী মিতব্যয়ী হওয়ার নির্দেশনা প্রতিনিয়তই দেন। প্রধানমন্ত্রী কিন্তু আগেও বলেছিলেন, গরমের সময় অফিসে কোর্ট-স্যুট না পরতে। এছাড়া সরকারি অফিসগুলোর এসি একটি নির্দিষ্ট মাত্রায় চালানোর জন্য বলেছিলেন। অপচয় না করতে প্রধানমন্ত্রী সবসময়ই বলে আসছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সরকারি প্রকল্প লাভজনক হলে সে মুনাফা সরকারি কোষাগারে জমা দিতে হবে। ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

শামসুল আলম বলেন, হাসপাতালের মত স্থাপনার সামনে মেট্রোরেল চলাচলের শব্দ কমাতে সাউন্ড ব্রেকার বসানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, মেট্রোরেলের ল্যান্ডিং স্টেশনে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, গ্রামীণ পর্যায়ে সড়ক, কালভার্ট কিংবা সেতু নির্মাণের ক্ষেত্রে মান যেন অক্ষুণ্ন থাকে সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নের জন্য প্রকল্প আরও নেওয়া হবে বলে জানান এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি ভোজ্যতেল চালসহ আরও কিছু ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী। যে প্রবণতা দেখা যাচ্ছে-তাতে আগামীতে মূল্যস্ফীতি কমবে বলে আশা করছি। আগামী রোপা আমন চাষীরা যেন ভালভাবে আবাদ করতে পারে, সেজন্য প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দেওয়ার বিষয়ে একনেক সভায় আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ৯২ দশমিক ৭৯ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ২ লাখ ৩ হাজার ৭৬৫ কোটি টাকা। এর আগের ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮২ দশমিক ১১ শতাংশ।

দুর্বল অবস্থানে নবম বাংলাদেশি পাসপোর্ট!

ডেস্ক রিপোর্ট : 
শক্তির বিচারে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান অনেকটা নীচে। দুর্বলতম পাসপোর্টের বিচারে বাংলাদেশের অবস্থান নবম। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২২ সালের তৃতীয় সংস্করণের র‌্যাকিংয়ের তথ্য তেমনটাই বলছে।

আর বর্তমানে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দেশের শীর্ষে রয়েছে জাপান। তারপরেই দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। তৃতীয় অবস্থানে জার্মানি ও স্পেন। চারে ফিনল্যান্ড, ইতালি লুক্সেমবার্গ। পাঁচে আছে ইউরোপের দেশ অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন।

দুর্বল পাসপোর্টের বিচারে শীর্ষে আছে আফগানিস্তান, তালিকায় দেশটির অবস্থান ১১২তম। দুইয়ে ইরাক, তিনে সিরিয়া, চারে পাকিস্তান আর পাঁচে ইয়েমেন।

 

আজ মঙ্গলবার ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। সেই সর্বশেষ সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৪তম। যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে আরও দুটি দেশ, কসোভো ও গৃহযুদ্ধ কবলিত লিবিয়া।

বৈশ্বিক পাসপোর্ট সূচকে চলতি বছরের জানুয়ারিতেও কসোভো এবং লিবিয়ার সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০২১ সালের অক্টোবরে এই সূচকে ১০৮তম অবস্থানে থাকলেও জানুয়ারিতে ৫ ধাপ উন্নতি ঘটে বাংলাদেশের পাসপোর্টের। এর ফলে সেই সময় শক্তিশালী পাসপোর্ট সূচকে ১০৩তম স্থানে উঠে আসে বাংলাদেশ।

তিন মাসের ব্যবধানে সূচকে বাংলাদেশের আরও এক ধাপ অবনতি ঘটেছে গত এপ্রিলে। হ্যানলির চলতি বছরের তৃতীয় সংস্করণের বলছে, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৪১টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। এসব গন্তব্যের ১৬টি আফ্রিকায়, ১১টি ক্যারিবীয় অঞ্চলে, সাতটি ওশেনিয়ায় (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকায়।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনও দেশে ভ্রমণ করা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৬৩তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৮৯টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই আছে ভারত (৮৭তম), ভুটান (৯৩তম) এবং শ্রীলঙ্কা (১০৩তম)।

দক্ষিণ এশিয়ায় পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, এই অঞ্চলে নেপাল (১০৬তম), পাকিস্তানের (১০৯তম) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

ফের কমলো টাকার মান

ডেস্ক রিপোর্ট:

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আগে চলতি বছরের জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। গত ২৩ মার্চ আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে এক ডলারের বিনিময় ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। এরপরে ক্রমান্বয়ে টাকার মান কমতে থাকে।

এছাড়া আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা দরে। যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্তব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা।

অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদিশিক মুদ্রার দরও বেড়েছে।

না ফেরার দেশে বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ড. এনামুল হক, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এনামুল হক মারা গেছেন। আজ রোববার দুপুরের দিকে রাজধানীর নিজ বাসভবনে মারা যান তিনি।

ড. এনামুল হকের সহকর্মী (রিসার্চ ফেলো) সাইফুল ইসলাম বলেন, ‘এনামুল হক ৩টা ৩৫ মিনিটে ঘুমের মধ্যে মারা গেছেন। সকাল থেকে তিনি কোরবানির যাবতীয় কাজ তত্ত্বাবধান করে দুপুরে খেয়ে ঘুমাতে যান। ঘুমের মধ্যে সাড়া না পেয়ে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ড. এনামুল হকের  মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অধ্যাপক ড. এনামুল হকের ছিল প্রগাঢ় ভালোবাসা ও গভীর শ্রদ্ধাবোধ। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি লন্ডন ও নিউইয়র্ক সফর করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠাসহ জাতীয় পর্যায়ে রবীন্দ্র ও নজরুলজয়ন্তী উদযাপন প্রচলনের ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।’

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় উল্লেখ করেন, ‘প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য বন্ধুপ্রতীম ভারত সরকারও তাকে ২০২০ সালে পদ্মশ্রী পদক প্রদান করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে দেশের কল্যাণে উৎসর্গ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করি।’

শেখ হাসিনা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সকলের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতেও সকলের প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী ‘সকলেই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তাঁর ভিডিও বার্তা শেষ করেন।

না ফেরার দেশে পাড়ি জমালেন মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী

ডেস্ক রিপোর্ট:

একাত্তরের মুক্তিযুদ্ধে দুঃসাহসিক নৌ অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী (৬৮) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত আড়াইটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের মহব্বত আলী মুন্সী বাড়িতে নিজের বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট, অপারেশন আউটার অ্যাংকর, অপারেশন অ্যাভলুজসহ ছয়টি সফল নৌ অভিযানে অংশ নেন।

তখন তিনি দশম শ্রেণির ছাত্র ছিলেন। একাত্তরের ২ অক্টোবর চট্টগ্রাম বন্দরে গ্রিসের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘অ্যাভলুজ’ ধ্বংসের অভিযানে নেতৃত্ব দেন তিনি। বিশ্বব্যাপী আলোচিত ওই অভিযানে জাহাজে লিমপেট মাইন বেঁধেছিলেন মুসা। সেই মাইনের বিস্ফোরণে জাহাজটি ডুবে যায়।
১৬ বছর বয়সী মুসা বুড়িগঙ্গা-ধলেশ্বরী মোহনায় এমভি তুরাগ, নারায়ণগঞ্জে জাতিসংঘের রসদবাহী জাহাজ মিনি লেডি ও মিনি লায়ন এবং কাঁচপুর ফেরি ও পন্টুন ধ্বংস অভিযানেও অংশ নেন।

 

সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় মালিকপক্ষ দায়ী

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় মালিকপক্ষকে দায়ী করেছেন বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটি। ভবিষ্যতে এসব ঘটনা প্রতিরোধে ২০টি সুপারিশ প্রণয়ন করা হয়েছে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ১৩ সদস্যের এ তদন্ত কমিটির প্রতিবেদন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিপোতে আগুনের সূত্রপাত হওয়া কন্টেইনার ভর্তি সিল্ড করা হাইড্রোজেন পার অক্সাইড ছিল। এসব হাইড্রোজেন পার অক্সাইড স্মার্ট গ্রুপের মালিকানাধীন আলরাজি কেমিক্যালে এক বছর ধরে প্রস্তুত করা হয়েছিল। কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিক মোস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমান বিএম ডিপোর ৫১ শতাংশের অংশীদার। এ ছাড়া ঘটনার পর বিএম ডিপোর নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়াউল হায়দার, জিএম মার্কেটিং নাজমুল আকতার খান তদন্ত কমিটির শুনানিতে অংশ নেননি। তারা কোনো লিখিত বক্তব্যও দেননি। যদিও নির্বাহী পরিচালক জিয়াউল হায়দার বিএম ডিপোর প্রতিষ্ঠালগ্ন থেকে নির্বাহী পরিচালক ছিলেন। ঘটনার কয়েক সপ্তাহ পর সিঙ্গাপুর চলে যান। জিএম মার্কেটিং নাজমুল আকতার খান পুলিশের মামলার পর পলাতক রয়েছেন।

তদন্ত কমিটির প্রধান জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী ২৪ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, শিপিং করপোরেশন থেকে প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরিবেশ ও সিআইডির ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। ঘটনার সময়, আগে ও পরে কোনো সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি। ডিপো পরিচালনায় ২৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স থাকার কথা থাকলেও এসবের অনুপস্থিতি রয়েছে বলে উঠে আসে তদন্ত প্রতিবেদনে।

এ সময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, সদস্য অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, চট্টগ্রাম বন্দরের পরিবহণ পরিচালক এনামুল করিম, পুলিশের অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক, সিআইডির উপকমিশনার শাহনেওয়াজ খালেদ, জেলা ম্যাজিস্ট্রেট সুমনা আকতারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জুন সীতাকুণ্ডের শীতলপুর বিএমডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৫১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও দেড়শ জন। নিহতদের মধ্যে ডিপোর ১৬ জন কর্মী, ১৩ জন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য রয়েছেন।

আগামী ৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

সাত জুলাই এর মধ্যে গার্মেন্টসসহ সকল সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

রোববার (৩ জুলাই) শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোন শ্রমিকের কোন মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাই এর মধ্যেই মালিকগণ প্রদান করবেন। সভায় সিদ্ধান্ত হয় ঈদের ছুটি সরকারি ছুটির সাথে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মালিকগণ শ্রমিকদের ছুটি দিবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন। সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপনে করতে পারে সেজন্য তিনি মালিক -শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে অগ্রীম ঈদুল আযহার শুভেচ্ছা জানান।