প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

ববি প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি হিসেবে চতুর্থবারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে আসীন হতে যাওয়ায় বাঙালী জাতির জনক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ বিসিএসআইআর এর সাবেক চেয়ারম্যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রখ্যাত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক । এক অভিনন্দন বার্তায় উপাচার্য  টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন হওয়াকে দেশরত্ন শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাব, দূরদর্শী নেতৃত্ব এবং যুগোপযোগী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে জনগনের পূর্ন আস্থা অর্জনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার সফল কান্ডারি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। উপাচার্য আশা প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে রোল মডেলে পরিনত হবে। একই সাথে প্রধানমন্ত্রীর সাবলীল নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত রাষ্ট্রে পরিনত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ববি উপাচার্য প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সু-স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

বরিশালে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

আকিব মাহমুদ: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরিশাল জেলার দশটি উপজেলায় ভোট গ্রহণের সব সামগ্রী পৌঁছেছে। শনিবার থেকে এসব উপকরণ স্ব-স্ব উপজেলা থেকে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। এতে রয়েছে ভোটের বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য উপকরণ।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, বরিশালে ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছেন। নির্বাচনী পরবেশ ও ভোট সুষ্ঠু করতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও সেনা বাহিনী। আর আগামী রবিবার সকাল ৮টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বরিশাল এবারও সেরা জেএসসিতে, জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা

আকিব মাহমুদ,বরিশাল: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ।

এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ ছাড়া ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ১৯, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, যশোরে ৮৪ দশমিক ৬১, ও দিনাজপুরে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৩৪ জন।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার এক হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৪ হাজার ৬৩৮, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৭৪২, যশোর বোর্ডে ৭ হাজার ২৫৬, চট্টগ্রাম বোর্ডে ৫ হাজার ২৩১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯০৬ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে।

বরিশালসহ সারা দেশে বিজিবি মোতায়েন

আকিব মাহমুদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বরিশাল সিটি নির্বাচন নিয়ে বোমা ফাটালেন মাহবুব

ডেস্ক রিপোর্ট: কমিশন সভায় বেশ কয়েকবার ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়ে আলোচনায় আসা কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, অনিয়মের কারণে বরিশাল সিটি নির্বাচন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি), কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। আর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭৯ জন প্রিজাইডিং অফিসারের একটি স্বাক্ষরবিহীন তালিকা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছিলেন গাজীপুরের জেলা প্রশাসক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিশেষ সভায় বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব ও সব মহানগর পুলিশের কমিশনার, উপমহাপরিদর্শক ও সব জেলার পুলিশ সুপার (এসপি)। কমিশনের পক্ষ থেকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার কমিশনার ও ইসি সচিব। তাদের সবাইকে সামনে পেয়ে বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতায় তুলে ধরেন তিনি। এসময় ওইসব নির্বাচনকে ‘কিছু কাঁটার আঘাত’ হিসেবে উল্লেখ করেন তিনি।

 

রুদ্ধদ্বার ওই বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। ইসির একটি সূত্রে তার সেই বক্তব্যের কপি আমাদের হাতে এসেছে। মাহবুব তালুকদারের লিখিত বক্তব্য থেকে জানা যায়, সংসদ নির্বাচনেও এই দুই সিটির ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দায়িত্বরত কর্মকতাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই কমিশনার।

তিনি বলেন ‘এবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আসি। এই সিটি কর্পোরশনের নির্বাচনের দায়িত্বে এককভাবে আমি ছিলাম। কিন্তু দুঃখের বিষয় পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বরিশালের। সকালে ভোটগ্রহণ কার্যক্রম বেশ ভালো ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্নমুখী অনিয়ম শুরু হয়। বেলা ১১টার মধ্যে আমার কাছে প্রতীয়মান হয় যে, এভাবে ভোটগ্রহণ চলতে পারে না। সিইসিসহ অন্য কমিশনারদের আমি জানাই বরিশালের ভোট কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া প্রয়োজন। একপর্যায়ে কমিশনারদের সবাই ভোট বন্ধ করার বিষয়ে একমত হলেও নির্বাচন বন্ধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা দেয়া সম্ভব হবে কিনা ভেবে নির্বাচন বন্ধ করা থেকে বিরত থাকি। ইতোমধ্যে ছয়জন মেয়রপ্রার্থীর মধ্যে পাঁচজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং একজন প্রার্থীই প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয়ী হন।’

‘বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পর্কে পরে নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি গঠিত হয়, তার সম্মুখে রিটার্নিং অফিসার যে বক্তব্য দেন তার কিয়দংশ (কিছু) তুলে ধরছি, ‘কোনো কোনো বিরোধী প্রার্থীদের পুলিশ কর্তৃক অযাচিতভাবে হয়রানি করা হয়েছে। আবার সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। শুধু তাই নয়, উল্টো বিরোধী প্রার্থীর প্রচার-প্রচারণায় পুলিশের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।’

‘অন্যদিকে নির্বাচনের সার্বিক পর্যালোচনায় তদন্ত কমিটির বক্তব্য, ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল না এবং ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এ বিষয়ে আন্তরিক ছিলেন না। নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিরাপত্তায় কোনো পুলিশ সদস্য নিয়োগ দেননি। ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রেই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুসরণ করেননি। কিছু কিছু ক্ষেত্রে ভোটকেন্দ্রে ও ভোটকেন্দ্রের বাইরে প্রচুর বহিরাগতদের অবস্থান ছিল।’

আমি আমার কাজের মাধ্যমেই প্রমান দেবো- সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ অভিষেক অনুষ্ঠানে নগরবাসীর মুখোমুখি দাড়িয়ে প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য যোগদানকৃত নগর সেবক সেরনিয়াবাত সাদিক আবদুল্লহ। পরে পিতা-মাতা, দলীয় নেতাকর্মী, বরিশালবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, এ বিজয় আমার না এ বিজয় বরিশালের সাধারণ মানুষের, এ বিজয় বরিশালের তৃনমূল পর্যায়ের বঞ্চিত নাগরিকের বিজয়। আপনারা যে আশা যে আকাঙ্খা নিয়ে আমাকে এ চেয়ারে বসিয়েছেন, আমি বলতে চাই, আমার চার পুরুষ রাজনীতি করে, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমার রজনীতি আমার বাব দাদার নামকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমার রাজনীতি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নামকে সুরক্ষিত রাখার জন্য আমার যেটা করনিয় সেটাই আমি করবে। কোন কাউন্সিলর বরিশাল শহরে ঠিকাদারি করতে পারবেনা বলেও হুসিয়ারী দেন তিন। তিনি আরও বলেন, তিন’শ কোটি টাকা দেনা নিয়ে বিসিসি’র দায়ীত্বভার গ্রহন করলাম। আমি এ দেনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি এ দেনা কাটিয়ে না উঠা পর্যন্ত বিসিসি থেকে মেয়র হিসাবে কোন বেতন ভাতা গ্রহন করব না। আমার কথা শুনে মনে মনে অনেকে ভাবছেন রাজনৈতিক নেতারা এভাবেই বলে কিন্তু আমি আপনাদের সামনে বেশি কিছু বলবোনা শুধু বলবো ‘বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়’ আমি আমার কাজের মাধ্যমেই প্রমান দেবো। আমি জানি গত সকল মেয়রের চেয়ে আমার প্রতি আপনাদের আশা আকাঙ্খা অনেক বেশি। এসময় তিন আরও বলেন প্রধানমন্ত্রী বরিশাল বাসীর জন্য ১৩০ কোটি টাকার বরাদ্ধ দিয়েছে। ইশাআল্লাহ আমি তার কাছ থেকে আপনাদের জন্য আরও অনেক বরাদ্ধ আনবো। বিসিসি’র পিছনের সকল দূর্নীতি তদন্ত করার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। নগরীর সকল সমস্যা দুর করাই আমার লক্ষ্য।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নিজ বাসভবন থেকে রিকশাযোগে বরিশালের নব নির্বাটিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার দুই সহদর মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহকে সাথে নিয়ে কর্পোরেশনে দায়ীত্বভার গ্রহন করতে নগর ভবনে পা রাখেন। এসময় মেয়র সাদিককে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দিয়ে ভবনের নিচ তলা থেকে দ্বীতিয় তলার মেয়রের কক্ষে নিয়ে যাওয়া হয়। বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়রের নির্ধারিত চেয়ারে আসন গ্রহন করার পর মেয়র ও সকল কাউন্সিলদের আগামী পথগুলো সুন্দরভাবে চলার জন্য দোয়া-কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ মির্জা নুরুর রহমান বেগ। দায়ীত্বভার গ্রহন করে বিসিসি’র ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের নিয়ে আসা ফাইলে স্বাক্ষর করেন। এর পরপরই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দান, বরিশাল রেঞ্জ ডিআইজি সফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেন, বরিশাল নব নিযুক্ত জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রম। এসময় মেয়রকে নব নির্বাচিত কাউন্সিলরাও ফুলের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশন চত্বরে বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য এস এম ইমামুল হক, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রম, পুলিশ কমিশনার মোশাররফ হোসেন, ডি.আই.জি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল। এসময় আরো উপস্থিত চিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল জেলার সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরীর বাসীর ভাগ্যের পরিবর্তন করতে নগরীকে সুন্দর ভাবে সাজাতে সাদিকেই প্রয়োজন ছিলো। তাই নগরবাসী তাকে নির্বাচীত করে নগর সেবকের চেয়ারে বসিয়েছে। এসময় বক্তারা বলেন, সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের সম্পদ না, সাদিক নগরবাসীর সম্পদ। দক্ষিণাঞ্চলবাসীর অভিভাবক তার বাবা যেমন করে মানুষের পাশে দাড়িয়ে জনগনের সেবা করেছেন, ঠিক তেমনই তিনিও জনগনের পাশে দাড়িয়ে নগরবাসীর সেবা করবেন এমনটাই বলেন বক্তারা।

অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিলো বিকেল ৩ টায়। কিন্তু দুপুর ১২ টা থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারনায় অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ন হতে শুরু করে। হাজারও হাজারও মানুষের পদচারনায় নিধারিত সময়ে অনুষ্ঠান স্থলে দাড়ানোর জায়গা ছিলোনা। অনেকে বিভিন্ন ভবনের ছাদে দাড়িয়েও অনুষ্ঠান উপভোগ করেন।

নগর পিতার আসনে বসলেন মেয়র সাদিক আব্দুল্লাহ

সিটি কর্পোরেশনের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত নিজের সম্মানী ভাতা না নেয়ার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে দায়িত্বভার গ্রহনের পর সাংবাদকদের তিনি এ কথা বলেন।

মেয়র সাদিক আব্দুল্লাহ জানান, সিটি কর্পোরেশনের দেনার পরিমাণ কয়েকশ কোটি টাকা। তাই এগুলো পরিশোধের ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। এছাড়া অতীতে সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, তিনি কোনো পয়সা (পার্সেন্টেজ) নেবেন না, তাই কারও দুর্নীতি সহ্য করবেন না। আইন অনুযায়ী সিটি কর্পোরেশন পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলরকেও ঠিকাদারী কাজ করতে দেয়া হবে না।

নগরীর ভঙ্গুর রাস্তাঘাটসহ অবকাঠামো পুনরায় নির্মাণ ও মেরামত, বর্ধিত এলাকার উন্নয়ন এবং নগরীকে মাদকমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেয়ার কথা বলেন মেয়র সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো ইউনুস, বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে নগর ভবন চত্বরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজিত মেয়র ও কাউন্সিলরদের জন্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর শপথ গ্রহন

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সোমবার সকালে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কয়েকদিন থেকেই রাজধানীতে অবস্থান করছেন। গতকাল রোববার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে আসেন। এছাড়া নির্বাচিত ৪০ জন কাউন্সিলরের সঙ্গে তাদের কয়েকশ নেতাকর্মী ঢাকায় রয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে ২৩ অক্টোবর। একইদিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

গত ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জয়লাভ করেন। তিনি এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত

আকিব মাহমুদ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরিক্ষায় ৩০ টি অনার্স বিষয়ে ৫৪৯টি কলেজে ১৩৩১৩জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছে। পরিক্ষায় গড় পাশের হার  ৮৩.৫০%। প্রকাশিত ফলাফল বিকাল ৫টা থেকে মোবাইলে এস এম এস এর মাধ্যমে, এবং সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে পাওয়া যাবে।
ফলাফল পেতে ভিজিট করুন nu.ac.bd
মোবাইলে পেতে NU h4 Roll Number লিখে পাঠিয়ে দিন 16222তে

বাংলার জনগণ শেথ হাসিনা ও আ’লীগের সাথে আছে- চীফ হুইপ আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফলঃ ‘বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতিক নৌকা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামীলীগ, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ বাউফলের কালীশুরী ইউনিয়নের বিভিন্ন পেশাজীবিদের সাথে মত বিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নেছার উদ্দিন সিকদার জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তিতায় এসব কথা বলেন সরকার দলীয় চীফ হুইপ ও স্থানীয় সংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি)।
এসময় তিনি আরো বলেন, ‘একটি দেশে বিরোধী মহল ষড়যন্ত্রে লিপ্ত, কোন ষড়যন্ত্র শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারে ক্ষতি করতে পারবে না। বাংলার জনগণ শেথ হাসিনা ও আওয়ামীলীগের সাথে আছে।’
এসময় তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আহ্বান জানান।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক জহিরুল ইসলাম। বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন। উপজেলা আওয়ামীলীগ সংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক। জেলা পরিষদ সদস্য হারুন আর রশিদ খাঁন ও জহির উদ্দিন বাবর। চীফ হুইপের এপিএস আনিসুর রহমান। সূর্য্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ প্রমুখ।