দেশে একদিনে নতুন শনাক্ত ৩০২৭, মৃত্যু ৫৫

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন।

এনিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ১৫১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৭৪টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯৫৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ২৭৩৮

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭জন।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ১ হাজার ৯০৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশালে হত্যার বিচারের দাবীতে স্থানীয়দের ঝাড়ু মিছিল

বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামে গত ৩ জুলাই রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় মেইন রাস্তার উপরে নিহত সৌরভের মা সুরমা বেগমের নেতৃত্বে পশ্চিম রতনপুর গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে ঝাড়ু মিছিল করেন বলে জানাগেছে ।

নিহতের মা জানায়, হত্যা মামলার আসামীদের এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনী। বর্তমানে মামলাটি কাজীরহাট থানা পুলিশ বরিশাল ডিবি তে হস্তান্তর করেন।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে মনির খানেঁর ছেলে সৌরভ খানঁ বিলে (মাঠে) গাভী নিয়ে যাওয়ার পথিমধ্যে ক্ষেতের পাট গাভীতে খাওয়া কে কেন্দ্র করে পাশের বাড়ির কালু সিকদার ওরফে কাশেমের সাথে বিরোধ হয়।

এক পর্যায় সৌরভের মামা জলিল সিকদারের বাড়িতে ঢুকে কালু সিকাদর গংরা বাড়িতে লুটপাট চালায় ঘটনা স্থলে মফছের সিকদার, আফছের সিকদার, সুজন সিকদার, সুরমা বেগম, সজিব সিকদার ও সৌরভ খানঁ কে পিটিয়ে কুপিয়ে আহত করে এর মধ্যে সৌরভের অবস্থা আশংঙ্খা জনক হলেও ঐ দিনেই আহতদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসলে।

গত ২৫ এপ্রিল সনিবার কাজীরহাট থানায় সৌরভের মামা জলিল সিকদার বাদী হয়ে একটি মামলা করেন যাহার নং ৫ তাং ২৫/৪/২০২০ইং।

সনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে নানা আফছের সিকদারের বসত ঘরে সৌরভ মারা গেছে বলে নিহতের পরিবার সূএে জানায়। মামা আরিফ ও মহসিন জানায়, গত ১ বছর পূর্বে সৌরভের ছোট ভাই বয়স প্রায় ৯ বছর আম কুড়াতে গেলে আফজাল সিকদারের বাবা কালু সিকদার ওরফে কাশেস পুকুড়ে চুবিয়ে হত্যা করে ।

বাদী জলিল সিকদারের সাথে আলাপ করলে তিনি জানায়, ভাগিনা সৌরভ মৃত্যুর পূর্বে মামলা করেছি এধান আসামী আফজাল সিকদার, কালু ওরফে কাশেম সিকদার, মজিবুর হাওলাদার, পিয়াস,

ছোটন সিকদার, তোফায়েল মীর, সাইফুল হাওলাদার সহ ১১ জন কে আসামী করে মামলা করেন। মামলার বাদী জলিল সিকদার জানায়, আসামীরা যে কোন সময় এলাকায় প্রবেশ করে নিহতের পরিবারদের উপর বড় ধরনের ঘটনা ঘটাতে পারে।

আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি সকল আসামীদের দৃষ্টান্ত মূলক ফাঁসির দাবী করছি।

করোনায় হাসপাতাল গিয়ে পরীক্ষার জন্য ফি নির্ধারণ

সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (২৮ জুন) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ আরটি-পিসিআর টেস্ট এর মাধ্যমে নির্ণয় করা হয়। এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করেছেন।

কোভিডের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের ১৫ জুন তারিখের স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে ফি নির্ধারণ করা হলো:

নির্ধারিত ফি অনুযায়ী, বুথ থেকে নমুনা সংগ্রহে ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহে ৫০০টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে শর্ত হিসাবে বলা হয়েছে, এ বাবদ আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে। চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারি কমকর্তা/কর্মচারিদের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা, রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৪৮০, মৃত্যু ৩৮

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫০২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার ( ২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬২টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৬৭৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সব কারাগারে ভার্চুয়াল সিস্টেম স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিস্টেম স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিস্টেম স্থাপন করতে হবে যাতে প্রয়োজনে মামলা-মোকাদ্দমা ডিজিটালই করা সম্ভব হয়।

রোববার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, জামালপুর কারাগারের প্রকল্পের সময় প্রধানমন্ত্রী বলেন, জামালপুরের কারাগারে ভার্চুয়াল কোর্ট করতে হবে যাতে মামলা-মোকাদ্দমা ডিজিটালই করা সম্ভব হয়। শুধু জামালপুরই নয় অন্যান্য জেলা কারাগারেও সার্বিকভাবে ভার্চুয়াল সুযোগ সুবিধা থাকতে হবে। এতে আসামিকে কারাগার থেকে নেওয়ার দরকার হয় না। ওখানে বসেই বিচার হয়ে যায় ভার্চুয়ালি। কিছু কিছু কয়েদি আছে নিরাপত্তাজনিত কারণে কোর্টে না নেওয়াই সেইফ। তিনি (প্রধানমন্ত্রী) বলছেন সব জেলখানায় ভার্চুয়াল সিস্টেম বসিয়ে দাও । জামালপুরতো করবেই অন্যান্যটাও বসাও।

কারাগারে সুযোগসুবিধা বাড়ানোর বিষয় প্রধামন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, যেন ফ্যান থাকে, টিভি দেখার ব্যবস্থা থাকে। আর কারাগারে যারা পণ্য তৈরি করে তারা যেন সে পণ্য বিক্রির ৫০ শতাংশ লাভ পায়। বাড়িতে যাওয়ার সময় সেটা নিয়ে যেতে পারে। সকল জেলেই এটা করতে হবে। সংস্কার শুধু জামালপুর নয় অন্যান্য কারাগারও সংস্কার করতে হবে। আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে জেলের বাসিন্দারা মোটামুটি মানসম্পন্নভাবে থাকতে পারে। খালকাটা ও পুকুর সংস্কারের নামে শুধু পার থেকে একটু মাটি তুলেই বিল (টাকা) না নেওয়া হয় সে বিষয় সংশ্লিষ্টদের কঠোর নজর রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন তার কাছে খাল কাটার নামে, পুকুর সংস্কারের নামে পারগুলো শুধু ছেঁটেছুটে বিল তোলা হয়েছে এমন সংবাদ তিনি দেখেছেন। এটা মন্ত্রণালয়কে বলেছেন ভালো করে যেন দেখা হয়। কেউ যেন শুধু পারগুলোকে একটু ছেঁটে ভাব দেখাতে না পারে আমি পুকুর কাটছি।

দেশে একদিনে করোনায় প্রাণহানি ৩৯, নতুন শনাক্ত ৩৫৩১

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪৬৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন।

রোববার ( ২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৪জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশে চলছে সূর্যগ্রহণ

বাংলাদেশে সূর্যগ্রহণ চলছে। রোববার (২১ জুন) বেলা ১১টা ১৭ মিনিটে দেশে প্রথম সূর্যগ্রহণ শুরু হয় রাজশাহী বিভাগে। ঢাকায় শুরু হয়েছে ১১টা ২৩ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ১টা ১২ মিনিটে। খালি চোখে সূর্যগ্রহণ না দেখার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সূর্যগ্রহণ ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ, সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ওইদিন ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইনের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বলেছে, খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। পাশাপাশি টেলিস্কোপ, বাইনোকুলার বা ক্যামেরা সরাসরি সূর্যের দিকে তাক করে গ্রহণ পর্যবেক্ষণ বা ছবি তুললেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে সোলার ফিল্টার সংযুক্ত করে এই গ্রহণ দেখা ও ছবি তোলা যাবে।
বাংলাদেশে এবারের সূর্যগ্রহণ দেখা যাবে, গত বছরের ২৬ ডিসেম্বর যেমনটা দেখা গিয়েছিল তদ্রূপ। অল্প সময়ের বিরতিতে এবার গ্রহণ হলেও এর পরের বারের জন্য অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২৫ অক্টোবর পর্যন্ত।
আবহওয়া অফিস বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে বলয় সূর্যগ্রহণ (Annular solar eclipse) ঘটবে। কঙ্গো, লাইবেরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, ভারত ও চীন থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে এই বলয় সূর্যগ্রহণ দেখা যাবে না। আকাশ মেঘমুক্ত থাকলে বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ (Partial solar eclipse) হিসেবে দেখা যাবে।

কামাল লোহানী আর নেই

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কামাল লোহানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২০ জুন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার ছেলে সাগর লোহানী ফেসবুকে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘রাখতে পারলাম না চলে গেলেন কামাল লোহানী’।

গত বুধবার (১৭ জুন) সকালে বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর গতকাল শুক্রবার সকালে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক দীর্ঘদিন থে‌কে বার্ধক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছিলেন। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ১৯৩৪ সালে জন্ম। জীবনভর ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি সাংবাদিকতা করেছেন, আজীবন কমিউনিস্ট ভাবাদর্শে অবিচল আছেন কামাল লোহানী। তিনি বাংলাদেশ বেতারের পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন।

করোনায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩২৪৩, মৃত্যু ৪৫

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩৮৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৫ হাজার ৫৩৫ জন।

শুক্রবার ( ১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৮১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।