বরিশালে শান্তিপূর্ণ সিটি নির্বাচনের দাবীতে র‌্যালি

নিজস্ব প্রতিবেদকঃ ডর ভয় দেখাইবেন আমার ভোট পাবেন না। এ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণের দাবী জানিয়ে নগরীতে র‌্যালি আলোচনা সভা ও গনস্বাক্ষরের আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল জেলা কমিটি।

আজ বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাইন হলে বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে শান্তিপূর্ণ সিটি নির্বাচনের দাবী বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজের (অবঃ) অধ্যাপিকা শাহ সাজেদা,সরকারী বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম.ইমানুল হাকিম,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর আমিনুল এহসান ও বরিশাল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কো-অডিনেটর দিপু হাফিজুর রহমান প্রমুখ।
এর পূর্বে টাউন হল চত্বরে ষ্টুষ্ঠ, অবাধ, নিরপক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের দাবী জানিয়ে গন স্বাক্ষর করেন নগরীর সর্বস্তরের নাগরীক।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন পর্ব শেষ করে পরে তারা নগরীতে একটি র‌্যালি বের করে র‌্যালি নগরীর গুরুত্বপূণূ সড়ক প্রদক্ষিন করেন তারা।

আলোচনা সভায় বক্তরা বলেন প্রতিটি ক্ষেত্রে জয় পরাজয় থাকবে সেই পরাজয়কে কেন্দ্র করে নগরীতে কোন ধরনের অহিংসতা সন্ত্রাস নগরবাশী কোন নির্বাচনী প্রার্থীর কাছ থেকে আশা করে না।

নির্বাচনে অংশ নেয়া মেয়র,সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা যেন সাধারন ভোটারদের ভোটধিকার প্রয়োগ করার ব্যাবস্থা করা সহ ভোটারদের নিরাপত্তার দিকে লক্ষ রেখে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান জানান

জনগন যাকে খুশি তাকে ভোট দেবে- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে সুষ্ঠ ও নিরপক্ষভাবে জনগন যাকে খুশি তাকে ভোট দেবে ৩০ই জুলাই জনগনের ভোট উৎসব হবে। বরিশালের জনগন উৎসবমূখর পরিবেশে বরিশালের উন্নয়নের বিবেচনা করে যাকে খুশী তাকে দেবে এখানে আমাদের পক্ষ থেকে কারো ভোটের অধিকার হরন করা হবে না।
আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ইভিএম চালুর দাবী জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নিজ ওয়ার্ড ১৯ নং এর দুটি কেন্দ্র জগদিস স্বরস্বতী গার্লস স্কুল ও সরকারী বরিশাল কলেজে ইভিএম চালুর দাবী জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবরে সাদিক আবদুল্লাহর পক্ষে আজ বিকেল সাড়ে ৪ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেয়া হয়। আবেদনের ব্যাপারে সাদিক আবদুল্লাহ জানান আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকা কালীন সময়ে সরোয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোন উল্লেখ্য যোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারনেই জনবিচ্ছিন্ন এ নেতা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে জনগনকে ভুল ও মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী জনগনের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়াই আমার প্রধান কাজ। এ কারনেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার বাসার কাছের নিজ ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ইভিএম এর আওতায় আনার দাবী জানিয়েছি। আমি জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে বরিশালের মানুষের পাশে থেকে বরিশালকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।
আজ মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্নস্থানে গনসংযোগকালে গনমাধ্যমের কাছে এতথ্য তুল ধরেন।সদিক আবদুল্লাহ্ নির্বাচনের দিন সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।
এছাড়া নৌকা প্রতীকের সমর্থনে দুপুরে বরিশাল আইনজীবী সমিতির সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদ ও নগরীর ১৭নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাবেক পৌর প্যানেল মেয়র নিজামুল ইসলাম নিজামের নেতৃত্বে ভোট প্রার্থনা করে প্রচার প্রচারনা চালান্
অন্যদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্যরা নগরী গন সংযোগ করে সাদিক আবদুল্লাহ্’র জন্য ভোট প্রার্থনা করেন ও বরিশালের উন্নয়নের পথ বাধাগ্রস্থ না করার ও আহবান জানান।

ধানের শীষে ভোট চাইতে বরিশালে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদকঃ ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে গনসংযোগ ও প্রচারনায় নেমেই কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল সিটি নির্বাচনের প্রধান সমন্বয়কারী মির্যা আব্বাস বলেছেন, বরিশাল সিটি নির্বাচনে নির্বাচন কমিশন আমাদের ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সাথে প্রচারনায় বৈষম্যমূলক আচরন করছে। প্রতিপক্ষ ও সরকার দলীয় নৌকা প্রতীকের নির্বাচন আচরন বিধি ভংগ করে প্রচারনা করছে তাতে কোন বাধা নেই আমাদের ধানের শীষের প্রচারনায় বাধা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন খুলনা ও গাজীপুরের যে ইতিহাস সৃষ্টি করেছে তারা এখানেও তাই করার চেষ্টা করবে।

আজ মঙ্গলবার বিকালে সিটি নির্বাচনে বিএনপির ধানের শীষের মনেনিত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সাথে নিয়ে গনসংযোগ কালে গনমাধ্যমের কাছে এ অভিযোগ আনেন।

তারা এখনো শহরে গাড়ীতে করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে আমাদের গাড়ীতে লাগানো পোষ্ঠার খুলে নিচ্ছে।

বরিশাল সিটি নির্বাচনে আমাদের প্রার্থীর সাথে অসহযোগীতামূলক আচরন করা হচ্ছে বন্ধ করার আহবান জানান।

প্রধান নির্বাচন সমন্বয়কারী মির্যা আব্বাস নগরীর জামে কসাই মসজিদে আছর নামাজ আদায় করে গনসংযোগে নামেন।
এরপর তারা নগরীর দক্ষিন চক বাজার, সিটি কর্পোলেশনের মোড়, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, কাকলীমোড়, সার্কিট হাউজ মোড়.জিলা স্কুল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গনসংযোগ ও লিফলেট বিতরন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ বরিশাল স্থানীয় বিএনপি, জেলা ও মহানগর যুবদল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, বরিশাল উত্তর জেলা এিনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গনসংযোগে অংশ নেয়।

 

নিজ ওয়ার্ডে ইভিএম চালুর দাবী জানালেন সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ইভিএম চালুর দাবী জানিয়ে আবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নিজ ওয়ার্ড ১৯ নং এর দুটি কেন্দ্র জগদিস স্বরস্বতী গার্লস স্কুল ও সরকারী বরিশাল কলেজে ইভিএম চালুর দাবী জানান তিনি। বরিশাল নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবরে সাদিক আবদুল্লাহর পক্ষে আদ্য বিকেল সাড়ে ৪ টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেয়া হয়। আবেদনের ব্যাপারে সাদিক আবদুল্লাহ জানান আসন্ন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বিভিন্ন সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মিথ্যাচার করে আসছেন। বিগত দিনে সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদা, বরিশাল সিটি মেয়র ও হুইপ থাকা কালীন সময়ে সরোয়ারসহ বিএনপি সমর্থিত মেয়রদের কোন উল্লেখ যোগ্য উন্নয়ন বরিশালবাসীর চোখে না পরায় বর্তমানে তারা অনেকটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারনেই জনবিচ্ছিন্ন এ নেতা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে জনগনকে ভুল ও মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াচ্ছেন । কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী জনগনের রায়কেই সর্বোচ্চ বলে বিবেচনা করেন। বরিশালের মানুষের ভালবাসায় তাদের পাশে থেকে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেয়াই আমার প্রধান কাজ। এ কারনেই বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে আমি আমার বাসার কাছের নিজ ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র ইভিএম এর আওতায় আনার দাবী জানিয়েছি। আমি জনগনের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে বরিশালের মানুষের পাশে থেকে বরিশালকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানোর অভিযোগ করলেন সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়র তার নির্বাচনী প্রচারনাকালে গন মাধ্যমকে বলেন, সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের মাঠ ছেড়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
তিনি বলেন নির্বাচন কমিশনার প্রার্থীদের কাছ থেকে প্রতিপক্ষের বিরুদ্বে অভিযোগ শুনতে চায় তাহলে তারা কি কাজ করছেন।
আমরা বরিশালে একটি সুষ্ট সুন্দর নির্বাচন দেখতে চাই। কিন্তু আমরা কি দেখছি বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডের মিছিলে বাধা প্রধান,অফিস ভাংচুর করার অভিযোগ করেন তিনি। এভাবে নির্বাচনে প্রতিটি প্রচার-প্রচারনায় বাধা সৃষ্ঠি করা হলে লেভেল-প্লেয়িংভাবে নির্বাচন হবে তা নিয়ে যতেষ্ট সন্দ্রেহ কাজ করছে।
বরিশালে ইসির বলে যাওয়া কথা প্রসঙ্গে মেয়র প্রার্থী সরোয়ার বলেন প্রার্থীদের উপস্থিতিতে যেকথা বলে গিয়েছে তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা কাজ করছে।
আজ মঙ্গলবার সকালে ধানের শীষ প্রতীক প্রার্থী মজিবর রহমান সরোয়ার নগরীর খাদেম হোসেন ক্লিনিক মোড় থেকে গনসংযোগ ও নির্বাচনী প্রচারনা শুরু করেন।
এসময় তার সাথে ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড.বিলকিস জাহান শিরিন,কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ আবুল হোসেন খান,জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,বরিশাল মহানগর বিএনপি যুগাম সম্পাদক আনায়রুল হক তারিন সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
বাংলাবাজার সড়ক, আলেকান্দাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এছাড়া ধানের শীষের প্রার্থীর পক্ষে নগরীতে গনসংযোগ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ।
এছাড়া বিকালে নগরীর গ্রিজ্জামহল্লা চকবাজার এলাকায় গনসংযোগ করেন বরিশাল নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য মির্যা আব্বাস।

ব্রিজ ভেঙ্গে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে বালুভর্তি ট্রাক আটকে পড়ায় সারাদেশের সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের গন পরিবহনের হাজার হাজার যাত্রী। বন্ধ হয়ে গেছে পন্য পরিবহনও।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আটকে পড়া ট্রাকের হেলপার জানান, উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর একটি ব্রিজের পূনঃনির্মান কাজ চলছে। ওই স্থান দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঠিকাদারী প্রতিষ্ঠান সম্প্রতি একটি বেইলী ব্রিজ নির্মান করে। ভারী যানবাহনের ওজন বইতে সক্ষম এ রকম কোন মালামাল ওই বেইলী ব্রিজটি নির্মানে ব্যাবহার করা হয়নি। এ ছাড়া ব্রিজটি নির্মানেও অনেক ত্রুটি ছিল। ফলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বালু ভর্তি একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ব্রিজটির মাঝামাঝি স্থান ভেঙ্গে দেবে যায়। এতে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের ওপর আটকে পড়ে। এতে ওই সময় থেকে সারাদেশের সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ব্রিজটি ভেঙ্গে ট্রাক আটকে যাওয়ার পর এক পর্যায়ে এ মহাসড়কে চলাচলকারী সকল যানবাহন গৌরনদী ভায়া পয়সারহার্ট গোপালগঞ্জ সড়ক ধরে মাদারীপুরের রাজৈর ও টেকের হাট হয়ে বিকল্প সড়কে চলাচল শুরু করেছে। এতে জনদুর্ভোগ কিছুটা কমেছে। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সকাল পৌনে ১০টার দিকে চেইন কপ্পার সাহায্যে আটকে পড়া ট্রাকটি উদ্ধার করে। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানটি বেইলী ব্রিজটি মেড়ামতের কাজ শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ ব্রিজটি মেড়ামতের কাজ শেষ হবে। এরপর এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

বরিশালে নৌকা সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহবান জানালেন হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে আ’লীগ সমর্থিত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থনে নৌকা মার্কায় ভোট প্রদানের অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। আজ রবিবার সাদিক আবদুল্লাহর পক্ষে ভোট চাইতে তিনি বরিশালে আসেন।

 

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকে বরন করে নিতে বরিশাল বিমানবন্দরে উপস্থিত হন বরিশাল মহানগর শ্রমিক লীগ সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাস, জাতীয় শ্রমীক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক আহসান হাবিব মোল্লা, জেলা শ্রমীক লীগের আহবায়ক মোঃ নাসির উদ্দিন আকন, জাতীয় পানি উন্নয়ন শ্রমীক কর্মচারী লীগ, ওজোপাডিকো,টিএন্ডটি,গণপূর্ত,বিআরটিসি, রুপালী ব্যাংক, বিএডিসি, ও জীবন বীমার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় হাবিবুর রহমান সিরাজ নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে নৌকায় ভোট দিয়ে তার জয় সুনিশ্চিত করার আহবান জানান।

 

 

বরিশালে এটিএন বাংলার বর্ষপূর্তি পালন

নিজস্ব প্রতিবেদকঃ “অবিরাম বাংলার মুখ” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ২১তম বর্ষ পূর্তি ও ২২তম পদাপর্ণ উপলক্ষে র‌্যালি,আলোচনা ও কেক কেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল এটিএন বাংলার স্টাপ রিপোটার হুমাউন কবীর।
বর্ষপূতি ও ২২তম পদাপর্ণ উপলক্ষে এটিএন বাংলার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালি ও কেক কাটা অংশ গ্রহন করেন বরিশাল (২) বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস (এমপি),এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোকিত করে তোলে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের মনোনিত)মেয়র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের মনোনিত মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সমাজসেবক ইকবাল হোসেন তাপস,বাংলাদেশের কমিউনিস্ট পাটির কাস্তে হাতুরীর প্রতীক পার্থী বরিশাল জেলা কমিউনিস্ট পাটি সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ ও বাসদের মনোনিত (মই) প্রতীকের প্রার্থী বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল চাঁন,কেন্দীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা (জাপা) আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়রুল হক তারিন,মেহেন্দিগঞ্জ সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু প্রমুখ।
এসময় এটিএন বাংলা দেশ ও দশের সাধারন মানেুষের কথা,মুক্তি যুদ্বের কথা ও গনতন্ত্রের উন্নয়নের সংবাদগুলো আরো বেশী করে প্রচার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, এ্যাড.তালুকদার মোঃ ইউনুস(এমপি),জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপি সভাপতি,মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়েদুলক হক চাঁন,জাতীয় পাটি জেলা আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ও মেয়র প্রার্থী এ্যাড. একে আজাদ ও বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাষ।
পরে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় টাউন হল চত্বর থেকে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে ফিরে আসে।

শান্তি বজায় রাখতে চান সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে আগামী ৩০ই জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র প্রার্থীরা আষাড়ের গুড়ি গুড়ি বৃষ্টি আর কাঠফাটা রৌদ্র মাথায় উপেক্ষা করে বিরামহীন ভাবে নগরীর ভোটারদের কাছে ছুটে চলছে বরিশালে প্রথম বারের মত সিটি নির্বাচন করতে আসা তরুন রাজনৈতিক ব্যাক্তি বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ তিনি তার প্রচারনায় বিগত দিনের নির্বাচনের প্রার্থীদের ছাড়িয়ে নিজেকে এগিয়ে নেয়ার জন্য ছোট্র শিশু থেকে বৃদ্ব সকল প্রর্যায়ের নগরীর ভোটারদের কাছে দাড়িয়ে বলেন ভোট চাই না আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আমি যেন আপনাদের সাথে নিয়ে বরিশালের উন্নয়নমূলক কাজ করতে পারি।

আজ রবিবার সিটি নির্বাচনের প্রচারনার ৬ষ্ঠ দিনের মত নগরীর প্রান কেন্দ্র সদররোডে গনসংযোগ ও লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমরা চাই বিগত দিনের মত শান্তিপূর্ণ ও সহঅবস্থানমূলক বজায় থাকুক।
বিগত দিনেও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারে থাকাকালীন আমাদের দলের মেয়র এখানে ছিল তারপরও এখানকার মানুষ সহ সকল রাজনীতি ব্যাক্তিরা সহঅবস্থানে বসবাস করেছে।

ভোটের দিন কোন ধরনের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে সে যাকেই দিক।
তিনি আশা করেন বরিশালের মানুষ উন্নয়নের বিশ্বাষী সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

এছাড়া আমি একজন ভাগ্যবান প্রার্থী আমি যার সাথে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি এখানকার নির্বাচিত মেয়র সহ চারবারের সংসদ সদস্য ছিলেন আমি তাকে শ্রদ্ধা করি (কাকু)বলে সম্মোধন করি এজন্যই আমি কারো কোন সমলোচনা করে নিজেকে জড়াতে চাই না আমি চাই নগরবাসীর ভালবাসা।

এর পর তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বানিজ্য এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন

নৌকার সমর্থকরা আচরন বিধি লংঘন করে প্রচারনা চালাচ্ছে- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনের সময় যত কমে আসছে নির্বাচনে প্রতিদ্বান্দ্বতাকারী মেয়র প্রার্থী ও তার সমর্থক দলীয় নেতা-কর্মীরা প্রচার-প্রচারনার জন্য ছেড়ে ঘড় থেকে বাহিরে বের হয়ে এসেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র (ধানেরশীষ)মনোনিত মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রতিদিনের ন্যায় আজও সারাদিন নগরী গুড়ে গুড়ে ধানের শীষ প্রতীকের মার্কার জন্য ভোট কামনা করেন তিনি সহ দলীয় লোকজন।
গনসংযোগের পাশাপাশি করে যাচ্ছন ওঠান বৈঠক। অন্যদিকে সকল প্রার্থীর মত ধানের শীষ প্রতীকের জন্য নগর জুড়ে চলছে মাইকিং।

আজ রবিবার দুপুরে নগরীতে গনসংযোগ করাকালে গনমাধ্যমকে অভিযোগ করে বলেন,নির্বাচন আচরন বিধি সর্বজন বিদিত নয়। এই সুযোগে সরকার দলীয় প্রার্থীর সমর্থক ও দলীয় কর্মীরা নির্বাচনী আচরণবিধি ভংঘ করে নগরীতে প্রচার করে যাচ্ছে,তারা বাড়তি সুযোগ নিচ্ছে।

সরোয়ার নির্বাচনের দিন প্রসাশনের নিরপক্ষ দায়ীত্ব পালন সহ ভোটাররা নিবেঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত না হয় সে জন্য নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করছেন।
ধানের শীষের মনোনিত প্রার্থী সরোয়ার ধানের শীষের কর্মীদের সাথে নিয়ে সকালে নগরীর হাটখোলা,উত্তর আমানতগঞ্জ, স্বরোডের সোনালী আইসক্রিমের মোড়,পলাশপুর,সহ নগরীর বিভিন্নস্থানে গনসংযোগ করেন।

এছাড়া ধানের শীষের পক্ষে দলীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিরামহীন ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।