বরিশালে ডায়াগনস্টিক ও মেডিসিনের দোকানে অভিযান: অর্ধলক্ষ টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: আজ ১০ মার্চ বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় উদয়ন স্কুল সংলগ্ন । ডায়াগনস্টিক সেবার মান ও ভোক্তা অধিকার বিষয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জয়দেব চক্রবর্তী। সিটি মেডিকেল সার্ভিসেসে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন নির্ধারিত মুল্যের চেয়ে প্যাথলজি পরিক্ষায় অতিরিক্ত ফি আদায়, ডাক্তার না থাকায় ইত্যাদি অপরাধে সিটি মেডিকেল সার্ভিসেস এর পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন লিপু কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় বিশ (২০০০০) টাকা জরিমানা আদায় করা হয়। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস বরিশাল, ডাঃ মোঃ মুহাইমিনুল ইসলাম। পরে সদর রোড বরিশালে অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ঔষধের ফার্মেসীতে অভিযান চালিয়ে সরকারি অনুমোদন ব্যতীত, এমআরপি উল্লেখ নেই এবং বিভিন্ন বিদেশি ঔষধ বিক্রয় করার অপরাধে মেসার্স মুন মেডিকেল এর প্রোপাইটার মোঃ রেজাউল আলমকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (ক) ধারা লঙ্ঘন এর জন্য ২৭ ধারায়। পঁচিশ (২৫০০০) হাজার টাকা এবং একই আপরাধে মেসার্স আলিফ মেডিকেল এর প্রোপাইটার মোঃ মোশাররফ হোসেন কে পাঁচ (৫০০০) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন অধিদপ্তর বরিশাল, এস, এম, সুলতানুল আরেফিন। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট পঞ্চাশ (৫০০০০) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল, এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি র‌্যাব-৮ বরিশাল, মুকুর চাকমা, কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র‌্যাব-৮ এর সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

মাদকের স্বর্গরাজ্য সরকারি বিএম কলেজ

আকিব মাহমুদ,বরিশাল: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অভ্যন্তর সহ তিন ছাত্রাবাসেই গড়ে উঠেছে মাদক সাম্রাজ্য। যেখানে শুধু রাতে নয় দিনেও বেলাতেও বসে মাদক সেবনের জমজমাট আসর। কলেজের অভ্যন্তরে, বাণিজ্য ভবনের পেছনে পুকুর পারে, বাকসু ভবনের পাশে, কবি জীবনানন্দ দাস চত্বরের দক্ষিন দিকে দিনের বেলাতেই বসে মাদক সেবনের মেলা। ক্যাম্পাসের অভ্যন্তরে দিনে দুপুরে গাঁজা ও মাদক সেবন এখন ওপেন সিক্রেট। বিএম কলেজের অভ্যন্তরে থাকা ৩টি পুকুরের চারপাশ ঘুরে বিপুল পরিমান ফেন্সিডিলের বোতল ভাসতে দেখা গেছে।

জীবনানন্দ দাস হলের সামনের পুকুরে ভাসতা থাকা মাদকের বোতল

নামপ্রকাশ না করার শর্তে একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন বলেন দিনে মাদকসেবী ও মাদক ক্রেতাদের তেমন দেখা না গেলেও সন্ধ্যা নামলেই তাদের আনাগোনা বাড়তে থাকে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন ‘এখানে বহিরাগতদের আড্ডাই বেশি হয়। নিরীহ শিক্ষার্থীদের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করে সন্ধার পর রুম দখলে নেয় তাঁরা। তাদের আড্ডা শুরু হয় সন্ধ্যা থেকে। গাঁজা, মদ, ফেনসিডিল, ইয়াবাসহ প্রায় সব ধরনের মাদকই সেবন করা হয় রুমগুলো দখলে নিয়ে। এতে আবাসিক ছাত্ররা পড়েন চরম বিব্রতকর আবস্থায়। এসব নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। কারণ যারা এখানে আড্ডা বসায় তারা ছাত্রলীগ নেতা বলে নিজেদের পরিচয় দেন।’

এবিষয়ে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার বলেন মাদক নির্মুলে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মাদক বিরোধী স্টীকার টানানো হয়েছে। এছাড়াও হল সুপারদের সাথে আলোচনা করে রাতে পুলিশ প্রশাসনের সহযোগীতা নিয়ে নিয়মিত মাদক নির্মুলে অভিযান চালানো হবে বলে জানান তিনি। তিনি আরো জানান গভীর রাত পর্যন্ত ছাত্রীরা ক্যাম্পাসের অভ্যন্তরে যাতে আড্ডা দিতে না পারে তাই একটি নির্দিষ্ট সময় বেধে দেয়া হবে। মাদক ও ইভটিজিং রোধে বিএম কলেজ প্রশাসন জিরো টলারেন্স থাকবে বলেও জানান তিনি।

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

মোঃ শাহাজাদা হীরা: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি এই স্লোগান নিয়ে আজ ১০ মার্চ সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সিপিপি, আভাস, ওয়াল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন, রেড ক্রিসেন্ট সোসাইটি, সেইন্ট বাংলাদেশ, ব্র্যাক, কারিতাস ও সারডো সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়। শুরুতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমবেত হয়ে বর্ণাঢ্য এক র‌্যালি নগরীর সদর রোড এলাকা প্রদক্ষিন করে সরকারি জিলা স্কুলের মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, উপ-পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা, আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, মোঃ ইকবাল আখতার, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি, মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ আনোয়ার সাইদ, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল, মোঃ ফারুক হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে সরকারি জিলা স্কুলের মাঠে আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের মাধ্যমে দুর্যোগ দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতির উপর এক মহড়া পরিদর্শন করা হয়।

বরিশালে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলার সমাপনী

মোঃ শাহাজাদা হীরা: আজ ৯ মার্চ রাত ৮ টায় এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে। জেলা প্রশাসক বরিশাল, বিসিক বরিশাল, নাসিব বরিশাল, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ব্যাংক বরিশাল এর ব্যবস্থাপনা বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা ২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী, পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিশেষ অতিথি ছিলেন বিপিএম (বার) পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, কোতোয়ালী মডেল থানা বরিশাল, মোঃ রাসেল, জিএম বাংলাদেশ ব্যাংক বরিশাল, স্বপন কুমার দাস, সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা, মোঃ হোসেন চৌধুরী, সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ, মেজর সাইদুর রহমান, এজিএম এসএমই ফাউন্ডেশন, মোঃ নাজমুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা বিসিক বরিশাল, মোঃ মিজানুর রহমান, সভাপতি বরিশাল বিভাগীয় উইমেন্স চেম্বার অব কমার্স, আয়েশা সিদ্দিকাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। মেলার অংশ হিসেবে ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে করে তাদের সহযোগিতায় ২০১৮-১৯ অর্থবছরে বরিশাল জেলা আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এসব মেলা আয়োজনের মাধ্যমে এসএমই পণ্যের ব্যাপক পরিচিতি পাশাপাশি উৎপাদক, ক্রেতা ও বিক্রেতার মাধ্যে পারস্পরিক সংযোগ স্থাপিত হয়, এসএমই পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং শিল্পায়নের বিকাশের সাথে সাথে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এসএমই পণ্য মেলা আয়োজনের উদ্দেশ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা উৎপাদিত পণ্যের প্রচার প্রসার বিক্রয় বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তা সহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ একটি বিশেষ উদ্যোগ। মেলায় বিভিন্ন পণ্যের ৫০ টি স্টল ছিলো। এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণ সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাপনী শেষ এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে ৭ দিন ব্যাপি মেলার সমাপনী হয়।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নিখিল সেন স্মরনে শোকসভা

মোঃ শাহাজাদা হীরা: আজ শনিবার ৯ মার্চ রাত ৭ টায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে। প্রেসক্লাব হল রুমে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন এর প্রয়াণে শোকসভা আয়োজন করা হয়। শোকসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, বিপিএম (বার) পুলিশ সুপার বরিশাল, সাইফুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর মোহাম্মদ ইউনুস, চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা, সাইদুর রহমান রিন্টু, প্রবীণ আইনজীবী, মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক, সংস্কৃতিজন, এস এম ইকবাল, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, এস এম জাকির, অমৃত লাল দে মহাবিদ্যালয় অধ্যক্ষ, সুভাষ চন্দ্র পালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সুধীজন, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপস্থিত অতিথি বৃন্দরা নিখিল সেন এর জীবনি নিয়ে আলোচনা করেন।

বরিশালে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী দিবস এর সমাপনী

মোঃ শাহাজাদা হীরা: আজ ৯ মার্চ বিকাল ৪ টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বরিশাল এর আয়োজনে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে চারদিন ব্যাপী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন করা হয়।আজতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপ-পরিচালক, রাশিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী মডেল থানা বরিশাল, মোঃ রাসেল, সহকারী কমিশনার বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক, জাহাঙ্গীর করিব, নির্বাহী পরিচালক শুভ মহিলা উন্নয়ন সংস্থা, হাসিনা বেগম নীলাসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার, বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাহানারা পারভীন, আলোচনা সভা শেষে অতিথি বৃন্দরা মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিখিল সেন বেঁচে থাকবে সাংস্কৃতিক অঙ্গনের বটবৃক্ষ হয়ে:বরিশাল জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা: নিখিল সেন নিজেই একটি প্রতিষ্ঠান তিনি বেঁচে থাকবে বরিশালের সংস্কৃতিতে, সাংস্কৃতিক অঙ্গনের বটবৃক্ষ হয়ে। শোকসভায় বললেন জেলা প্রশাসক বরিশাল। আজ শনিবার ৯ মার্চ সকাল ১১ টার বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় অডিটোরিয়ামে। অমৃত লাল দে মহাবিদ্যালয়ের আয়োজনে। অমৃত লাল দে মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবক একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন এর প্রয়াণে শোকসভা আয়োজন করা হয়। শোকসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, সাদা মনের মানুষ, বিজয় কৃষ্ণ দে, প্রবীণ আইনজীবী, মানবেন্দ্র বটব্যাল, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল বরিশাল, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, শিশু সংগঠন, জীবন কৃষ্ণ দে, নারীনেত্রী, পুষ্প রানী কর্মকার, অমৃত লাল দে মহাবিদ্যালয় অধ্যক্ষ, সুভাষ চন্দ্র পালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সুধীজন, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ এই স্মরণাঞ্জলি। নিখিল সেন বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী। তিনি একজন অভিনয় শিল্পী, নাট্যকার, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ। আবৃত্তিতে অবদান রাখার জন্য ২০১৫ সালে শিল্পকলা পদক পেয়েছেন। সর্বশেষ নাটকে বিশেষ অবদান রাখার জন্য একুশে পদক অর্জন করেন। নিখিল সেন ১৯৯৬ সালে শিল্পকলা একাডেমি সম্মাননা, ১৯৯৯ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্মাননা ও ২০০৫ সালে শহীদ মুনীর চৌধুরী পুরস্কার পান এই গুনিজন।

বরিশালে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ শাহাজাদা হীরা: আজ ৯ মার্চ সকাল ১০ টায় সরকারি শিশু পরিবার (বালক) বরিশাল এর মাঠে। বিভাগীয় কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর বরিশালের আয়োজনে সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক  এস.এম. অজিয়র রহমান, বরিশাল পুলিশ সুপার বিপিএম (বার) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতর বিভাগীয়  পরিচালক মোঃ সাব্বির ইমাম, আরো উপস্থিত ছিলেন জেলা জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি, মোঃ হোসেন চৌধুরী, উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, মোঃ আল মামুন তালুকদার, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল, আখতারুজ্জামান খান মামুন, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, সরকারি শিশু পরিবার বরিশাল ও বিভিন্ন জেলা থেকে আগত সরকারি শিশু পরিবারের শিশুরাসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করে পরে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন পরে ছাত্র ছাত্রী দের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিসিএসের চাকরি ছেড়ে তিনি আজ গরিবের ডাক্তার

সাহসী ও প্রতিবাদী এক নারীর নাম মনীষা চক্রবর্ত্তী (২৯)। নারীর প্রতি সহিংসতা, সব ধরনের নিপীড়ন ও বৈষম্য বিলোপের লড়াই করে যাচ্ছেন ডা. মনীষা চক্রবর্ত্তী। শুধু নারীদের অধিকার আদায়ে নয়, তনু হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্র ধর্মঘটসহ ধারাবাহিক আন্দোলন, সারাদেশে সন্ত্রাস-দখলদারিত্ব-নারী নির্যাতন বিরোধী আন্দোলন ও শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি সব সময়ই রাজপথে ছিলেন সোচ্চার ও অগ্রণী ভূমিকায়।

মেডিকেলে পড়ালেখা শেষ করে ৩৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পান মনীষা চক্রবর্ত্তী। যার হাতে ওঠার কথা ছিল স্টেথোস্কোপ-সার্জারির যন্ত্রপাতি, যার থাকার কথা ছিলো হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগী-চিকিৎসা-ওষুধ পথ্যাদি নিয়ে জনগণের সেবায়, সেই মনীষা চক্রবর্তী আজ রাজপথে-রাজনীতির মাঠে। সরকারি চাকরিতে যোগ না দিয়ে এই চিকিৎসক বিনা পয়সায় গরিব মানুষকে চিকিৎসা দেন, নারী, শিশু ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে থাকেন তিনি। শ্রমিকদের মধ্যে জনপ্রিয় তিনি। শ্রমিক ও বস্তিবাসীর কাছে ‘দিদি’ নামে পরিচিত তিনি। আবার কারো কাছে পরিচিত গরিবের ডাক্তার নামে।

monisha1

ডা. মনীষা চক্রবর্ত্তীর জন্ম বরিশাল নগরীর শ্রী নাথ চ্যাটার্জীলেনের পৈত্রিক বাড়িতে। নগরীতেই তার বেড়ে ওঠা। এই চিকিৎসক-রাজনীতিবিদের বাবা আইনজীবী তপন কুমার চক্রবর্ত্তী ছিলেন ৯ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা। মা রিনা চক্রবর্ত্তী গৃহিণী। তিন বোনের মধ্যে ডা. মনীষা কনিষ্ঠ।

মনীষা চক্রবর্ত্তীর দাদা বিশিষ্ট আইনজীবী সুধীর কুমার চক্রবর্ত্তীকে একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ায় রাজাকার বাহিনী নৃশংসভাবে হত্যা করে। অসংখ্য প্রগতিশীল মানুষদের সানিধ্যে বেড়ে ওঠা ডা. মনীষার ছোটবেলা অতিবাহিত হয় ফুপা লেখক ও নিসর্গবিদ দ্বিজেন শর্মার সংস্পর্শে।

monisha1

এইচএসসির পর মনীষা ভর্তি হন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে পড়ার সময় যুক্ত হন বাসদের রাজনীতিতে। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশালের সদস্য সচিব। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন। ৩৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ পেলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে নারীর প্রতি সহিংসতা, সব ধরনের নিপীড়ন ও বৈষম্য বিলোপ, নারী নির্যাতন বিরোধী আন্দোলন ও শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি সোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

রাজনীতিতে ৯ বছরের পথচলায় নানা চড়াই-উতরাই পেরোতে হয়েছে মনীষা চক্রবর্ত্তীকে। বরিশালের রাজনৈতিক অঙ্গনে রাজপথে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করা নারী সংখ্যা খুব বেশি নেই। একজন নারী হয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম, হরতালে পিকেটিং অনেকেই ভালো চোখে দেখেনি। প্রথম প্রথম নারী নেতা বলে অনেকেই ব্যঙ্গ করতো। হাসি-তামাশাও করেছে অনেকে। কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন মনীষা। কারও সমালোচনাকে পাত্তা দেননি।

প্রতিবাদী কর্মকাণ্ডের কারণে হামলা, মামলা ও কারাভোগও করতে হয়েছে ডা. মনীষাকে। ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে গত বছর ১৯ এপ্রিল শ্রমিকরা বরিশাল শহরে মিছিল বের করেন। তাদের সঙ্গে ছিলেন মনীষাও। সেদিন পুলিশ তাকে গ্রেফতার করে। ২৬ এপ্রিল জামিনে কারাগার থেকে ছাড়া পান তিনি। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লাঠিপেটা, মারধর, হেনস্তারও শিকার হতে হয়েছে বহুবার। কিন্তু তার অদম্য মনোবল এবং সাহসিকতার কারণে রাজনীতি ছাড়েননি। তিনি পিছপা হননি।

monisha1

বরিশাল সিটি কর্পোরেশনের গত নির্বাচনে প্রথম নারী হিসেবে মেয়র প্রার্থী হন। আর্থিক সঙ্কট তাকে দমাতে পারেনি। ডা. মনীষার নির্বাচনী ব্যয় নির্বাহ হয় জনগণের মাটির ব্যাংকে সঞ্চয় করা টাকা দিয়ে। মেহেনতি মানুষ তাদের মাটির ব্যাংকের সঞ্চয়ী অর্থ তুলে দিয়েছিলেন ডা. মনীষার হাতে। সেটা দিয়েই তিনি লড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মতো দলের সঙ্গে।

কথোপকথনে ডা. মনীষার বিভিন্ন গল্প উঠে আসে। তিনি বলেন, প্রাচীনকাল থেকেই সভ্যতা বিকাশে নারীর ভূমিকা অপরিসীম। যুগে যুগে নারীরা সময়ের মাইলফলক হিসেবে অবদান রেখে চলেছেন। সেই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। নারীর স্বার্থ রক্ষা এবং নিরাপত্তার উদ্দেশ্যে নারীবান্ধব রাষ্ট্র তৈরি করতে হবে। শুধু নারীবান্ধব রাষ্ট্রই নয়, নারীবান্ধব সমাজ ও পরিবার গঠন করতে হবে।

মনীষা চক্রবর্ত্তী বলেন, নারীদের বাঁকা চোখে দেখার দিন শেষ। তারা এখন নিজেরা জায়গা করে নিচ্ছেন। নিজের পায়ে দাঁড়াচ্ছেন। নারীরা যথেষ্ট সবল। নারীরা ভাবেন, স্বপ্ন দেখেন। কিন্তু সেটার বাস্তব রূপ দিতে সাহস পান না। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। বাড়াতে হবে মনোবল। লক্ষ্য ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়।

বরিশালে নারীদের নৌকা বাইচ প্রতিযোগীতা

সমতার সাথে নারী জাগরণের আহ্বানে বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাটের সন্ধ্যা নদীতে নারীদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস পালনের লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রতি বছর এই প্রতিযোগীতার আয়োজন করছে স্থানীয় সামাজিক উন্নয়ন সংস্থা তরঙ্গ।

নারী অধিকার প্রতিষ্ঠার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ এবারের ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে। অংশগ্রহণকারীদের মধ্যেও ছিলো ব্যাপক উৎসাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই বাইচ ছিলো আনন্দের।

স্থানীয় কদমবাড়ি, রাজাপুর, ত্রিমূখী,পয়সারহাট সহ আশপাশের বিভিন্ন গ্রামের ১২টি নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ। অংশগ্রহণকারীরা সন্ধ্যা নদীর দেড় কিলোমিটারের জুড়ে নৌকা বাইচে অংশ নেয়। পুরস্কার নয় বরং নারী অধিকারের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে এমন আয়োজন উপভোগ করতে এসেছিলেন বিদেশীনিরাও। নারীদের এই সফলতার জন্য অংশগ্রহণকারী নারীদের পিতা ও স্বামীদের সাধুবাদ জানিয়েছেন তরঙ্গ সংস্থার উপদেষ্টা সুইজারল্যান্ডের অধিবাসী রুথ জুম্বুল।

নারী অধিকার কেবলই আনুষ্ঠানিকতা নয়, বরং এমন উদ্যোগের মধ্য দিয়ে ঘরে ঘরে নারী অধিকারের বার্তা পৌঁছাবে বলে আশা আয়োজক তরঙ্গ সংস্থার ব্যবস্থাপক সুভাষ সমদ্দারের।