পেটে গজ রেখে সেলাই : বরিশালে চিকিৎসককে অব্যাহতি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার ঘটনায় এক চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্রোপচারের সময় উপস্থিত থাকা হাসপাতালের দুজন স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি অবহিত করেছেন হাসপাতালটির পরিচালক।

অব‌্যাহ‌তিপ্রাপ্ত চি‌কিৎসক মো. তা‌হের এবং কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত দুই নার্স হ‌লেন সুমী সরকার ও মিঠু রানী দাস।

আজ রোববার সন্ধ‌্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় ২২ মে হাসপাতা‌লের সার্জারি বিভা‌গের প্রধান ডা. না‌জিমুল হক‌কে প্রধান ক‌রে গাইনি বিভা‌গের প্রধান খুরশীদ জাহান ও হাসপাতা‌লের সহকা‌রি প‌রিচালক ডা. ম‌নিরুজ্জামান শাহীনকে নি‌য়ে তিন সদ‌স্যের তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়। ১১ জুন বিকেলে তদন্তক‌মি‌টি প্রতি‌বেদন জমা দেয়। পরে ডা. মো. তাহের‌কে অব‌্যাহ‌তি দেওয়া হয়।

ডা. তাহের এমবিবিএস পাস করে হাসপাতালের গাইনি বিভাগে ছয় মাসের প্রশিক্ষণ নিচ্ছিলেন। এঘটনায় হাসপাতালের দুজন স্টাফ নার্সকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালটির পরিচালক।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাসন্তান জন্ম দেন ঝালকাঠির নলছিটি উপজেলার জিয়াউল হাসা‌নের স্ত্রী শারমিন আক্তার শীলা। অস্ত্রোপচারের পর তাঁর পেটে গজ রেখেই সেলাই করে দেন ওই চিকিৎসক। সুস্থ হয়ে শারমিন বাড়ি ফেরার কিছু দিন পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ব্যথা অনুভব করতে থাকেন শারমিন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. নাজিমুল হক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, শারমিনের পেটের ভেতর গজ রয়ে গেছে। পরে ২২ মে পুনরায় অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। শারমিন আক্তারের পেটে দীর্ঘদিন গজ থাকায় পেটের ভেতরে পচন ধরে নাড়ি ফুটো হয়ে যায়।

কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় তুলকালাম, সিটি মেয়রের হস্তক্ষেপে শান্ত

বরিশাল অফিস:
বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) জরুরী বিভাগ সহ সবগুলো গেটে তালা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়ার তিন ঘন্টা পর সিটি মেয়রের হস্তক্ষেপে পরিসস্থিতি শান্ত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের নিরাপত্তার দাবী জানিয়ে জড়ো হয়ে তাদের উপর হামলার ঘটনার বিচার দাবী করে এ কর্মসূচির ডাক দেয়। এর প্রতিবাদে মৃত কলেজ ছাত্রের স্বজন ও এলাকাবাসীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাত ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। তাদের দাবী মৃত্যু কলেজ ছাত্রের দু’ স্বজনকে আটক করা হয়েছে তাদেরকে মুক্ত করতে হবে। সর্বশেষ রাত ১১টায় ইন্টার্ন চিকিৎসক ও মৃত কলেজ ছাত্রের স্বজনদের পাল্টাপাল্টি কর্মসূচী চলাকালে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এক পার্যায়ে মেয়রের হস্তক্ষেপে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেলে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রর মৃত্যুকে কেন্দ্র করে শেবাচিম হাসপাতালে রোগীর স্বজন, বন্ধু ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। রোগীর স্বজনরা দাবী করেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পরও চিকিৎসা দেয়া হয়নি। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকরা দাবী করেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে আহত ব্যক্তির এবং সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরও আমাদের উপর হামলা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই মেডিকেল জুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইন্টার্ন চিকিৎসকরা পরিচালকের কক্ষে গিয়ে বিচারের দাবী জানায়। মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ রাকিন বলেন, সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে ঐ রোগীকে বাঁচানোর জন্য। তারপরও এসে মৃতের স্বজন ও বন্ধুরা আমাদের উপর হামলা করেছে। তারা হুমকি দিয়েছে আমাদের। এরকম ঘটনা অহরহ ঘটছে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে আর কাজে ফিরবো না। হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে যে মারা গেছে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো। ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের এমন আচরন কাম্য নয়। ইন্টার্ন চিকিৎসকদের সাথে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। রাতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আশ^স্ত করলে সকলেই শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এদিকে হাসপাতালের সবগুলো গেট তালাবদ্ধ থাকায় রোগী ও স্বজনরা চরম বিপাকে পড়ে। গুরুতর অবস্থায় ভর্তি হতে আসা রোগীরা হাসপাতালের সামনে আসলেও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়া হনি এবং ভর্তিকৃত রোগীরাও কয়েক ঘন্টা কোনো চিকিৎসা সেবা পাননি।

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বরিশালে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

বরিশাল প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বরিশালে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসক এর আয়োজনে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনার পরে ফোকাস ডিসকাশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। উদ্যোগ গুলো হলো- আমার বাড়ি আমার খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এই ১০টি বিশেষ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

বরিশাল শেবাচিমে কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হামলা পাল্টা হামলা

বরিশাল প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক কলেজ ছাত্রর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর স্বজন, বন্ধু ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। রোগীর স্বজনরা বলছেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পরও চিকিৎসা দেয়া হয়নি। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকরা বলছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে আহত ব্যক্তির এবং সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরও আমাদের উপর হামলা করা হয়েছে। গতকাল শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার সার্জারী ১ ইউনিটে এই ঘটনা ঘটে। জানা গেছে, বরিশাল ইসলামিয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও ঝালকাঠি জেলার কাঠালিয়ার মহিষকান্দি এলাকার আনছার আলীর ছেলে রিয়াদুল ইসলাম রিয়াদ মোটরসাইকেলে দুই বন্ধু বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা হৃদয় ও ওসমান গনিকে নিয়ে ইসলামিয়া কলেজ থেকে তালতলী যাচ্ছিলো। পথিমধ্যে মহাবাজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত তিন বন্ধুকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ১ ইউনিটে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিয়াদের, বাকি দুজন চিকিৎসাধীন রয়েছে। রিয়াদের স্বজন মাসুদ ও তনু বলেন, হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা একজন একজন করে চিকিৎসা দিচ্ছিলো। আমরা বারবার বলছিলাম রিয়াদের অবস্থা বেশি খারাপ, কিন্তু তারা সেই কথা শোনেনি। রিয়াদকে চিকিৎসা না দেওয়ায় রিয়াদ মারা যায়। এরপর রিয়াদের বন্ধুদের সাথে ইন্টার্নদের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ইন্টার্ন চিকিৎসকরা এসে কান্নারত রোগীর স্বজনদের উপর হামলা চালায়, ব্যাপক মরাধর করে। সার্জারী ইউনিটে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক অর্নব খান বলেন, রোগী মারা যাওয়ার পর কলেজ ইউনিফর্ম পরা মৃতের বন্ধু বান্ধব এসে ডিউটি ডাক্তারদের রুমে হামলা চালিয়ে আলমিরা সহ নানা আসবাপত্র ভাঙচুর করে। রুমে থাকা দুই নারী ইন্টার্ন চিকিৎসককে শ্লীতাহানির চেষ্টা করলে অন্য ইন্টার্ন চিকিৎসকরা বাধা দিলে তাদের মারধর করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ রাকিন বলেন, সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে ঐ রোগীকে বাঁচানোর জন্য। তারপরও এসে মৃতের স্বজন ও বন্ধুরা আমাদের উপর হামলা করেছে। তারা হুমকি দিয়েছে আমাদের। এই ঘটনার সমাধান না হলে, বিচার না হলে আমরা অনির্দিষ্টকালেরর জন্য ধর্মঘটে যাবো। হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজন মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে যে মারা গেছে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো। ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের এমন আচরন কাম্য নয়। ইন্টার্ন চিকিৎসকদের সাথে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি। বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ইন্টর্ন চিকিৎসকদের উপর হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হাসপাতাল কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় রিয়াদের সহপাঠী শাওন ও আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শাওন উত্তর আমানতগঞ্জ এলাকার মো. কবিরের ছেলে এবং আলোয়ার নিউ ভাটিখানা এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।

ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মজনু মোল্লা। সম্পাদক বিপ্লব

মোকাম্মেল হক মিলন । জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামীলীগের ভোলা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১১ জুন ২০২২ অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে ভোলা জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে প্রান ফিরে পায়। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে ব্যপক আলোচনা ও জল্পনা কল্পনা থাকলেও অবশেষে ভোলা জেলা আওয়ামীলীগের শীর্ষ দুই পদে সভাপতি ফজলুর কাদের মজলু মোল্লা ও সাধারণ সম্পাদক পদে মইনুল হোসেন বিপ্লব’কে ঘোষনা করা হয়েছে। এই ঘোষনা দেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম।
সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর পরিচালনায় ভার্চুয়াল ভাবে সম্মেলনে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী মদমর্যাদা) আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য গোলাম রাব্বানী, আনিসুর রহমান, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরনবী চৌধুরী শাওন এমপি, দৌলতখান উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি আলী আজম মুকুল এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এ ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী সম্মেলন শেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলুকে সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে মইনুল হোসেন বিপ্লব’কে ঘোষনা করেন। পূর্নাঙ্গ কমিটির অন্য পদগুলো আগামী ১মাসের মধ্যে ঘোষনা দেওয়া হবে। এই কমিটি আগামী ০৩ বছরের জন্য করা হয়েছে বলে সম্মেলনে উপস্থিত কর্মীদেরকে জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি বলেন বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশের স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পরেছিলাম। তারই সু-যোগ্য কন্যা জননেতৃ শেখ হাসিনার নেতৃত্বে পদ্নাসেতু, মেট্টরেল সহ ম্যাগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। নিজস্ব অর্থায়নে বাংলাদেশ এই উন্নয়ন করায় বিশ্ববাসী বাংলাদেশের মর্যাদার প্রশংসা করছে। বি.এন.পি ইর্ষাম্বিত হয়ে নানান আবোল তাবোল বকছে। বাংলাদেশের উন্নয়ন ও জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দৃঢ় মনোবল অটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। তিনি বর্তমান কমিটির মাধ্যমে আওয়ামীলীগ ভোলা জেলাকে আরো সু-সংগঠিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। জনাব তোফায়েল আহাম্মেদ যে সকল অতিথিবৃন্দ এই সম্মেলনকে সফল করতে ভোলায় কষ্ট করে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশালে ছাত্রদল ও উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড

শামীম আহমেদ, ॥

বরিশালে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে বিক্ষোভ মিছিল পন্ড। গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল (দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি।

আজ শনিবার (১১ই) জুন সকাল ১১ টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপি ও জেলা ছাত্রদল সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। অপরদিকে বরিশাল উত্তর জেলা বিএনপি টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে।

বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন,এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড, সাদেকুর রহমান লিঙ্কন, আলহাজ্ব মন্টু খান,মিজানুর রহমান,আব্দুল মান্নান মাস্টারনাসির জমাদ্দার,অহেদুজ্জামান প্রিন্স,নাসির হাওলাদার, জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান প্রমুখ।

অপর দিকে টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা বিএনপি কেন্দ্রীয় একই কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চলনায় এখানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু,মুলাদী উপজেলা বিএনপি সভাপতি ও উত্তর জেলা বিএনপি সদস্য আঃ ছাত্তার খান,সদস্য গিয়াস উদ্দিন দিপেন,জিয়াউদ্দিন সুজন,মঞ্জুরুল আহসান মিলন,আসাদুজ্জামান মুক্তা,মহিলা দল সভাপতি চৌধুরী শরীফা নাসরিন,যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল হক মিঠুর নেতৃত্বে টাউন হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল সদররোড সড়কে উঠার পূর্বে একদল তাদের মিছিলের গতিরোধ করার চেষ্ঠা করে এসময় পুলিশের সাথে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি প্রযায়ে ঠেকে পরে ছাত্রদল নেতা কর্মীরা পিছু হলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে চলে যায়।

জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুন)বিকেলে পৌরসভার অনুরাগ গৌরীপাশা এলাকার গিয়াস উদ্দিন মল্লিক(৪০) নামে এই অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে বলেন , জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৯ টার দিকে একই বাড়ির হারুন মল্লিক (৫৫) বাসার মল্লিক (৬০) ও জলিল মল্লিক (৫০) দেশীয় অস্ত্র দা ও লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এসময় আমারা বাধা দিলে তারা আমার পিতা ও আমাকে মারধর করে।
তিনি আরও বলেন এই জমিটা আমার পৈত্রিক সম্পত্তি এখানে ২০০৫ সালের বসতবাড়ি তৈরি করেছি। এখন তারা এসে তাদের জমি দাবি করে। আমি শালিসি মানি শালিসদাররা যদি বলে এই জমি আমার না তাহলে এই জমির প্রতি কোন দাবি করবো না। তারা এরআগে আমাদের হাঁটার রাস্তা বন্ধ করে দেয় পরে আবার সেটা খুলে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জলিল মল্লিক ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন , ওই জমির মালিকানা আমাদের তাই যে ঘরটি ছিলো সেটি সরিয়ে দিয়েছি।

এবিষয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি গিয়াস উদ্দিন মল্লিক নাকি ৯৯৯ কল দিয়ে অভিযোগ দিয়েছে। পরে থানায় তাদের যেতে বলছে। তাদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।

বরিশালে আওয়ামী লীগের আলোচনা সভা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। সংগঠনের জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বুধবার বিকেলে নগরীর সদর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু এবং আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা। সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণে ক্রীড়াপ্রেমী তরুণরা উৎসাহিত হবে

‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এ ট্রফি বরণ উপলক্ষে আগত প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জাতীয় সংসদ ভবনের লবিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি নিজের পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর পিতামহ, পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভ্রাতাগণ, সন্তানগণ এমনকি নাতি-নাতনিগণও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ।

 

শেখ হাসিনা বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।’ এসময় শেষে ফিফা এবং কোকাকোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দীন; সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সাধারণসহ ফিফা, কোকাকোলা এবং বাফুফের কর্মকর্তারা।

শেবাচিমে চুরির ঘটনায় আটক ২, নার্সিং ইনচার্জ সাময়িক বরখাস্ত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি (পুরুষ) ওয়ার্ড থেকে কম্বল, এ্যাপ্রোন ও প্লাস্টার কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ওই ওয়ার্ডের ইনচার্জ সীমা বাড়ৈকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনা তদন্তে উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

আটক দুই নারী হলো জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। আজ বুধবার বিকেল ৩ টার দিকে তাদের আটক করে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, গতকাল বিকেল ৩টার দিকে হাসপাতালের সার্জারি (পুরুষ) ওয়ার্ড থেকে ৫টি কম্বল, ৫টি টিস্যু বক্স, ৫ টি এ্যাপ্রোন ও এক বান্ডিল প্লাস্টার কাপড় নিয়ে যাচ্ছিলো। নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তারা তাদের চ্যালেঞ্জ করে।

কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে আটক দুই নারী বলেন, হাসপাতালের সার্জারি (পুরুষ) ওয়ার্ডের নার্সিং ইনচার্জ সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে আটক দুই নারীকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে সার্জারি বিভাগের নার্সিং ইনচার্জ সীমা বাড়ৈকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

যদিও চুরির ঘটনায় অভিযুক্ত নার্সিং ইনচার্জ সীমা বাড়ৈ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

এ ঘটনা তদন্তে হাসপাতালের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান এবং সিনিয়র স্টোর অফিসার ডা. নুরুন্নবী তুহিন ও নার্সিং সুপারভাইজার সুফিয়া বেগমকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।