বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মন্টু-সম্পাদক আজাদ

শামীম আহমেদ ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোট গননা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

ভোটযুদ্ধে অংশ গ্রহনকারীদের ৫টি পদের মধ্যে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. মহসিন মন্টু। তার নিকটতম দুই প্রতিদ্বন্ধি প্রার্থী এ্যাড, মজিবর রহমান নান্টু পেয়েছেন ৬১ ভোট ও এ্যাড, মোঃ শহীদ হোসেন ৫৯ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী এনায়েত হোসেন বাচ্চু, তার নিকটতম প্রার্থী এ্যাড, মেহেদী হাসান শাহিন পেয়েছেন ৭৮ ভোট। সাধারন সম্পাদক পদে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড আবুল কালাম আজাদ (১)। তার নিকটতম অপর দুই প্রতিদ্বন্ধি প্রার্থী এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না ও এ্যাড. এসএম সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছেন যথাক্রমে ৬০ ও ৪২ ভোট।

এছাড়াও সিনিয়র যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এ্যাড, আজাদ হোসেন। তিনি পেয়েছেন ৭০ ভোট। অপর দুই প্রার্থী এ্যাড, কাজী বসির উদ্দিন পেয়েছেন ৫২ ও এ্যাড, মোসাম্মত সুফিয়া আক্তার পেয়েছেন ২০ ভোট। অপরদিকে, এ্যাড, শেখ হুমাউন কবীর মাসুদ ও এ্যাড, আবুল কালাম আজাদ ইমন ৬৮ করে ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দুইজনেই সমান ভোট পাওয়ায় এ্যাড, শেখ হুমাউন কবীর মাসুদকে সাংগঠনিক সম্পাদক-১ ও এ্যাড, আবুল কালাম আজাদ ইমনকে সাংগঠনিক সম্পাদক-২ করা হয়েছে। এছাড়াও একই পদে অপর প্রার্থী মোঃ মাহমুদ হোসাইন আল-মামুন ৪৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । উল্লেখ্য, ২০৩ জন ভোটারের মধ্যে ১৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য দীর্ঘ ১৫ বছর পর এই প্রথম বরিশাল আইনজীবী সমিতির বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি গোপন স্বচ্ছ গোপন ব্যালটের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

তালতলীতে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রোড এক্সিডেন্টে গুরুতর আহত

আবু হানিফ নয়ন:: বরগুনার তালতলী উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক জনাব হারুন অর রশিদ গাড়ী এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে তালতলী পপুলার মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেন। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার রোগীকে উন্নত চিকিৎসার জন্য আমতলীর সময় মেডিকেল সেন্টারে প্রেরন করেন এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে ঘটনা ঘটলে কিছুক্ষন পরই তাকে একটি এ্যাম্বুলেন্স জোগে তাকে আমতলী নেয়া হয়। হারুন অর রশিদ এর বাসা তালতলী বন্দরের টিএন্ডটি রোডে পেশায় তিনি পশু চিকিৎসক।

মেঘনায় বরিশালের দুই ল‌ঞ্চের মু‌খোমু‌খি সংঘর্ষ

চাঁদপু‌রের মেঘনা নদী‌তে দুই ল‌ঞ্চের মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়ে‌ছে। এই ঘটনায় আহত হ‌য়ে‌ছে ৬ জন। ৪ জন‌কে চি‌কিৎসার জন্য চাঁদপুর না‌মি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক ১২টার দি‌কে চাঁদপুর জেলার মেঘনা নদীর আলুবাজার ও ইষানবালার মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, ব‌রিশা‌লের হিজলা থে‌কে রাত ৮টায় আওলাদ ৪ না‌মের এক‌টি লঞ্চ ঢাকার উ‌দ্দে‌শ্যে যাত্রা ক‌রে। অপর‌দি‌কে ঢাকা থে‌কে পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়ার উ‌দ্দে‌শ্যে যাত্রা ক‌রে টিপু ১২ নামক আরেক‌টি লঞ্চ। আলুবাজার ও ইষানবালা এলাকার মধ্যবর্তী স্থা‌নে পৌছা‌লে দুই ল‌ঞ্চের মু‌খোমুখি সংঘর্ষ হয়। এ‌তে আওলাদ ৪ লঞ্চ ক্ষ‌তিগ্রস্থ হয়। এই ল‌ঞ্চের ৬ জন যাত্রী আহত হন। এর ম‌ধ্যে ৪ জন‌কে রাত পৌ‌নে ১টার দি‌কে চাঁদপুর চি‌কিৎসার জন্য না‌মি‌য়ে দেয়া হয় ব‌লে জানান ওই ল‌ঞ্চের যাত্রী ও হিজলার বা‌সিন্দা আফজাল হো‌সেন।

অপর‌দি‌কে টিপু ১২ ল‌ঞ্চের ব‌রিশা‌লের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু ১২ ল‌ঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হ‌চ্ছি‌লো, বিপরীত দিক থে‌কে আওলাদ ৪ এ‌সে পরায় এই ঘটনা ঘ‌টে। টিপু ১২ এর কো‌নো ক্ষয়ক্ষ‌তি হয়‌নি ব‌লে জানান তি‌নি।

উ‌ল্লেখ্য, রোববার গভীর রা‌তে মেঘনা নদী‌তে কীর্তণ‌খোলা ১০ ও ফারহান ৯ ল‌ঞ্চের মু‌খোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যাত্রী নিহত হন। ফারহান ৯ লঞ্চ‌টি ও টিপু ১২ একই কোম্পানীর।

বরিশাল বোর্ডে ফল পুনঃনিরীক্ষণ চায় ১০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে ১০ হাজার ৪৫টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। চলতি বছরের জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী। এবছর জেডিসি পরীক্ষায় পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। এবার পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, চলতি বছরে ময়মনসিংহ বোর্ড ছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ১ লাখ ২৫ হাজার ৬৩টি খাতা চ্যালেঞ্জ করে আবেদন জমা পড়েছে। গত বছর যা ছিল ১ লাখ ৩ হাজার ৭০৫টি।

মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, জেডিসি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা ১০ হাজার ৪৫টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। এরমধ্যে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে ৭৭৯টি, আরবি ১ হাজার ১৫০টি, বাংলায় ৭৭৭টি, ইংরেজিতে ১ হাজার ৮২২টি, গণিতে ১ হাজার ৪৮০টি, বিজ্ঞানে ৯৪৬টি, আইসিটিতে ৩৮১টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৯৮০টি, আকাইদ ও ফিকহ বিষয়ে ৩০৩টি আবেদন জমা পড়েছে।

এদিকে শিক্ষা বোর্ড সূত্রগুলো জানায়, ঢাকা বোর্ডে ৩৯ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ৫৪ হাজার ৬২৯টি বিষয়ের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছে। এ বোর্ডে ১৬ হাজারের বেশি ইংরেজি বিষয়ে আবেদন জমা পড়েছে। গত বছর ঢাকা বোর্ডে ৩৭ হাজার পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিল।

রাজশাহী বোর্ডে এ বছর আবেদন প্রায় দ্বিগুণ বেড়েছে। গত বছর চার হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী আট হাজার ৯০২টি আবেদন করেছিল। এবার এ বোর্ডে নয় হাজার ৩৭৫ জন পরীক্ষার্থী সাত হাজার ৮৬৫টি আবেদন করেছে। এরমধ্যে ইংরেজি বিষয়ে ২ হাজার ২২৭টি, গণিতে ২ হাজার ২৪৭টি, বাংলায় ১ হাজার ২৫২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ৩৪১টি, বিজ্ঞানে ১ হাজার ১৩০টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১ হাজার ৬১৮টি ও ধর্মে (ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা) ৫১০টি আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম বোর্ডে ১১ হাজার ২৪ জন শিক্ষার্থী মোট ১৪ হাজার ৫৮৭টি আবেদন করেছে। এরমধ্যে ইংরেজিতে ২ হাজার ৯৪৯টি, গণিতে ৩ হাজার ৯০৫টি, বাংলায় ৫৪৪টি। গত বছর চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ৫৩১ পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিল।

কুমিল্লা বোর্ডে এবার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর এ বোর্ডে ১২ হাজার ১৮৮ পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে আবেদন করলেও এবার ৯ হাজার ৮৩৪ শিক্ষার্থী মোট ১২ হাজার ৫৯০টি আবেদন করেছে। এরমধ্যে ইংরেজিতে ৩ হাজার ৬৪টি, বাংলায় ১ হাজার ৮৮২টি, গণিতে ১ হাজার ৮৬৪টি, ধর্মে ৯০৬টি, বিজ্ঞানে ২ হাজার ৪৫টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ২ হাজার ২৬৮টি, আইসিটিতে ৮১৮টি আবেদন করেছে শিক্ষার্থীরা।

সিলেট বোর্ডে এ বছর আবেদনের সংখ্যা কমেছে। এ বছর বিভিন্ন বিষয়ে ৪ হাজার ২৬০টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে বাংলায় ৯০৭টি, ইংরেজিতে ৭৮৮টি, গণিতে ৬৮২টি, ধর্মে ২৬৩টি, বিজ্ঞানে ৮২০টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৬২১টি, আইসিটিতে ১৭৮টি আবেদন করেছে শিক্ষার্থীরা। সিলেট বোর্ডে গত বছর ছয় হাজার ৪৭৬টি আবেদন জমা পড়েছিল।

দিনাজপুর বোর্ডে ৮ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী মোট ১০ হাজার ১১১টি আবেদন করেছে। এরমধ্যে গণিতে ২ হাজার ৮০৬টি, ইংরেজিতে ১ হাজার ৯৭১টি, বাংলায় ১ হাজার ১৬১টি, বিজ্ঞানে ১০১১টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ২ হাজার ১৩টি, আইসিটিতে ২৯৯টি ও ধর্মে ৭৪৯টি। বরিশাল বোর্ডে ৩০০৮ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের ফল চ্যালেঞ্জ করে মোট ৪ হাজার ২৬০টি আবেদন করেছে। এরমধ্যে গণিত বিষয়ে ৬৭৪টি, ইংরেজিতে ৭৫০টি, বাংলায় ৩৬২টি, বিজ্ঞানে ৮৪৭টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৭৭২টি, আইসিটিতে ৩৬২টি ও ধর্মে ৩৯০টি আবেদন করেছে। এ বছর পাসের হারে শীর্ষে থাকা বরিশাল বোর্ডে গত বছরের চেয়ে আবেদনের সংখ্যা কমেছে। গত বছর ৬ হাজার ২১৪টি আবেদন জমা পড়েছিল।

শিক্ষা বোর্ডগুলো সূত্র আরও জানায়, পুনঃনিরীক্ষণে সাধারণত চারটি বিষয় দেখা হয়। এগুলো হলো-উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট সঠিকভাবে করা হয়েছে কিনা। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেয়া হয়। তার মানে কোনো শিক্ষার্থীর উত্তরপত্র পুনরায় মূল্যায়ন হয় না। পুনঃনিরীক্ষণে যেসব ফল পরিবর্তন হয় তা মূলত; পরীক্ষকদের ভুলের কারণে। দেখা গেছে একজন পরীক্ষার্থী ৮২ নম্বর পেয়েছে সেটাকে পরীক্ষক ওএমআর শিটে ২৮ পূরণ করেছে। এর ফলে শিক্ষার্থী ফেল করে।

বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 
জেলার গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে বৃহস্পতিবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে তিনশতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। এসময় বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বরিশালে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
বাল্য বিয়ের কুফল, মাদক, ইভটিজিং ও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে জেলার গৌরনদী উপজেলা সদরের গালর্স হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, অধ্যক্ষ একেএম আজাদ প্রমুখ। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালে ৮০ মণ জাটকা উদ্ধার

শামীম আহমেদ:

রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস থেকে ৮০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত জনৈক অপু নামে এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় আটক করে। পরে বাসটিতে জাটকা ইলিশের অস্থিত্ব রয়েছে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় পুলিশে খবর দেয়।

বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা উদ্ধার এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে হেফাজতে নিয়েছেন। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দিয়েছেন। উদ্ধার জাটকা ইলিশ ও আটক দুইজনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হবে।

এই বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন- জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার জনৈক ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।’

বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৫ পদের নির্বাচনে ১৭জনের লড়াই

শামীম আহমেদ:
বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৫টি পদের নির্বাচনে সভাপতি,সম্পাদক,সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক,যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৭জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছে।

আজ বৃহস্পতিবার (১৬ই) জানুয়ারী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা জাতীয়তবাদী আইজীবী ফোরামের সদস্যরা দুপুর ১টা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন প্রার্থীরা হচ্ছেন এ্যাড, মজিবর রহমান নান্টু, এ্যাড. মহসিন মন্টু ও এ্যাড, মোঃ শহিদ হোসেন।সিনিয়র সহ-সভাপতি পদের প্রার্থী ৪ জন এরা হচ্ছেন এ্যাড, অসিম কুমার বাড়ৈ,এ্যাড, মেহেদী হাসান শাহিন,এ্যাড, মোঃ আহসান উদ্দিন সরদার বাদশা ও কাজী এনায়েত হোসেন।

সাধারন সম্পাদক পদে প্রদিদ্বন্ধিতা করছেন ৩ জন এ্যাড, আবুল কালাম আজাদ (১),এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না ও এ্যাড,এস.এম সাদিকুর রহমান লিঙ্কন।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচন করছেন ৪ জন এরা হচ্ছেন এ্যাড, কাজী বসির উদ্দিন,এ্যাড, মোসাম্মত সুফিয়া আক্তার,এ্যাড, আজাদ হোসেন ও এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন এ্যাড,শেখ হুমাউন কবীর মাসুদ,এ্যাড,আবুল কালাম আজাদ ইমন ও মোঃ মাহমুদ হোসাইন আল-মামুন।

দীঘ ১৫ বছর বছর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমন্বয়কারী এ্যাড, আলী হায়দার বাবুলের অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক তৎপরতার কার্যক্রমে কেন্দ্রীয় কমিটি এ নির্বাচনের মাধ্যমে বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্বচ্ছ গণতান্ত্রিক পন্থায় কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করার লক্ষে বরিশাল আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটির নেতৃবৃন্দ দল পরিচালনা করবে।

নির্বাচন পরিচালনা ও সফলভাবে শেষ করতে এ্যাড, আঃ খালেক মোল্লাকে আহবায়ক করে ৫ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্যরা হচ্ছেন এ্যাড,আঃ খালেক হাওলাদার,এ্যাড, লুৎফর রহমান মোল্লা, মোঃ মহসিন (১), ও এ্যাড, মোঃ জসিম উদ্দিন।

বরিশাল জাত’য়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচতে ২ শত ৩ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৫টি পদের প্রার্থীকে বিজয়ী করবেন।

উল্লেখ দীর্ঘদিন পর বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনকে ঘিড়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে এক প্রকার আনন্দ- উল্লাসের সৃষ্টি হয়েছে।

এদিকে বরিশাল বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্বচ্ছ নির্বাচন পর্যবেক্ষণ ও পরিদর্শণ করেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, নিতাই রায় চৌধুরী সহ একদল ফোরামের সদস্য।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বরিশাল বারের সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস আক্তর শিরিন,সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম সদস্য এ্যাড, আলী হায়দার বাবুল ও এ্যাড, গাজী কমরুল ইসলাম সজল।

 

কাজে বিন্ধু মাত্র কাজের শিথিলতা বরদাস্ত করব না-রওনক মাহমুদ

শামীম আহমেদ:

মৎস্য ও প্রাাণী সম্পদ মন্ত্রালয়ের সচিব রওনক মাহমুদ বলেছেন, যদি জাতির পিতা বঙ্গবন্ধু এদেশে নাহত তাহলে আমরা আপনারা এ স্বাধীন দেশ পেতাম কিন্ তানিয়ে সন্দেহ থেকে যেত।

আজ জাতী সংঘ আমাদের বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে তারাও মুজিব বর্ষ পালন করতে যাজেচ্ছ। তিনি আরো বলেন আমার সময়ে আপনাদের কোন কাজে আমি বিন্দু মাত্র কাজে শিতলতা দেখতে চাই না তাহলে আমি কোন বরদাস্ত করব না।

আপনারা যে যার দায়ীত্ব পালন করছেন তারা মুজিব বর্ষ উপলক্ষে কাজ চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখবেন।
এসময় তিনি আরো বলেন আইন বিধি বিধানের মত কাজ করলে হবে না। আমরা প্রত্যোকটা টাকা হালাল করে নেব সেই সাথে আপনারা কাজের মাধ্যমে হালাল করে নেবেন।

যে ভাল কাজ করবেন তিনি ভথাকবেন নতুবা আমার সময়ে তিনি চলে যাবেন। তিনি এসময়ে বলেন প্রধানমন্ত্রী আমাকে বরিশাল উন্নয়ন অগ্রাধিকার দিয়ে কাজ করতে বলেছেন।

আমি আপনাদের সমস্যার কথা শুনেছি আমার পক্ষে আপনাদের অবকাঠামো,যান-বাহন যে সমস্যা রয়েছে সে ব্যাপারে আমি কোন প্রতিশ্র“তি দেব না।

এসব সমস্যা পুরনে যতটুকু সম্ভব আমি তি পুরন করে দেয়ার কাজ করব।

আজ বৃহস্পতিবার (১৬ই) জানুয়ারী সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি সভা কক্ষে প্রধান অতিথির বক্তব্যতে বরিশাল বিভাগের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের উর্দেশ্যে তিনি এথাগুলো বলেন।

বরিশাল মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সঞ্চলনায় ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর আওতধীন জেলা প্রর্যায়ের অফিস প্রধানদের সাথে বরিশাল বিভাগীয় কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আঃ জব্বার সিকদার।

মতবিনিময় সভায় উন্নয়ন ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ ইপ-পরিচালক কানাই লাল স্বর্ণকার,মৎস্য উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান।
এসময় মৎস্য উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান সচিব রওনক মাহমুদকে অবহিত করে বলেন দেশে শতভাগ ইলিশ অহরহনের মধে একমাত্র বরিশাল বিভাগ থেকে ৬৬% পার্সেন্ট ইলিশ সরবরাহ করা হয়ে থাকে।

বর্তমানে বঙ্গোপ সাগর সংলগ্ন রামনাবাদ এলাকায় ভারী শিল্প প্রতিষ্ঠান হওয়ার কারনে আমাদের এখানে ইলেশের প্রবেশ বন্ধ হয়ে যাবার সম্ভবনা রয়েছে।

তাই ইলিশ সম্পদ রক্ষা করতে হলে চরমোন্তাজ এলাকার ঘাষির হাট এলাকার ১২ কিলোমিটার নদী খনন করার জন্য সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সেই সাথে ইলিশ সম্পদ রক্ষার অভিযানে তারা মৎস্য বিভাগকে আইনী ক্ষমতা দেয়র জন্য দাবী জানান। তিনি আরো বলেন এখানে জলাশয়ের অভাবে দেশীয় মৎস্য দিন দিন হারিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি কুয়াকাটা ালোকায় একটি ল্যাব স্থাপনের দাবী জনান।
এসময় সচিব প্রাণী সম্পদ বিভাগের মাঠ প্রর্যায়ের সকল কর্মকর্তাদের প্রাণী সম্পদ বৃদ্ধি ও লাভ জনক অবস্থানে নিয়ে আসার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বের কাজ করার আহবানের পাশাপাশি তার দপ্তরে যোগাযোগ রাখারও আহবান জানান।

শামীম আহমেদ
বরিশাল
১৬-০১-২০২০ইং।

বরিশালে স্কুলব্যাগে চাপাতি-ছুরি, এসএসসি পরীক্ষার্থীসহ ৫ ছাত্র বহিষ্কার

স্কুলব্যাগে চাপাতি, ছুরি ও লোহার পাইপ পাওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীসহ নবম ও দশম শ্রেণির পাঁচ ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার উদ্দেশে তারা এসব সঙ্গে করে ক্লাস করছিল বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বৈঠক শেষে পাঁচ ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির এক ছাত্রের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে গত মঙ্গলবার বিকেলে স্কুলছুটির পর ঝগড়া বাঁধে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দুই শিক্ষার্থীর সহপাঠীরা একে-ওপরকে হামলার উদ্দেশে তাদের স্কুলব্যাগে ছুরি, চাপাতি ও লোহার পাইপ নিয়ে ক্লাসে প্রবেশ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বলেন, ঘটনা টের পেয়ে আমি শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের স্কুলব্যাগ তল্লাশি করি। তল্লাশিকালে নবম শ্রেণির এক ছাত্রের স্কুলব্যাগ থেকে একটি ছুরি, এসএসসি পরীক্ষার্থীর স্কুলব্যাগ থেকে একটি লোহার পাইপ, দশম শ্রেণির এক ছাত্রের স্কুলব্যাগ থেকে একটি চাপাতি উদ্ধার করি।

তিনি বলেন, এরপর আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নলচিড়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম হাফিজ মৃধাকে ঘটনা জানাই। দুপুরে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই পাঁচ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বৈঠকে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে বহিষ্কৃত শিক্ষার্থীরা দাবি করেছে, তারা ষড়যন্ত্রের শিকার, তাদের ফাঁসিয়ে বহিষ্কার করাতে কেউ তাদের স্কুলব্যাগে এসব অস্ত্র ঢুকিয়ে রেখে শিক্ষকদের খবর দিয়ে তা উদ্ধার করিয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগকে অবান্তর উল্লেখ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নলচিড়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম হাফিজ মৃধা বলেন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে ম্যানেজিং কমিটি এ পদক্ষেপ নিয়েছে।