বিএমপি পিওএম পুলিশ লাইন্স ক্যান্টিন শুভ উদ্বোধন

২৫ জুন ২০২২ তারিখ দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পিওএম পুলিশ লাইনের ক্যান্টিন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর  মোঃ নজরুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক  মোঃ জুলফিকার আলি হায়দার,  অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি  মোঃ ফারুক হোসেন,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স  মোঃ শহিদুল ইসলাম, আরআই পিওএম বিএমপি  তায়জুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশালে শোভাযাত্রা

শামীম আহমেদ, ॥
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। পদ্মা সেতুর এই উদ্বোধন অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়েছে জেলায়। আজ শনিবার (২৫ই) জুন সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় নগরীর সার্কিট হাউজ থেকে। দৃষ্টি নন্দন এই শোভাযাত্রাটি বরিশাল জেলার মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রাটি সার্কিট হাউজ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মেট্টাপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, পুলিশ সুপার মারুফ হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, কে এস এ মহিউদ্দিন মানিক সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, সরকারি বেসকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বরিশালের আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী ও আলোচনা আয়োজন করা হয়। অণ্যদিকে বরিশাল জেলা পুলিশের আয়োজনে সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা।

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে পবিত্র ঈদুল আজহার আগে জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা করেছেন বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (২৪ জুন) সকালে সোনালী ব্যাংক লিমিটেড নলছিটি শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বাংলাদেশ ব্যাংকের অতিটিক্ত পরিচালক(ব্যাংকিং) অসিত ভূষণ শীল।

বরিশাল সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, বরিশাল সোনালী ব্যাংক লিমিটেড জোনাল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরদার।আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম-পরিচালক নিখিল চন্দ্র শীল। এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সুব্রত মন্ডল।

ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদ, পূজা সহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহায় পেতে ব্যাংক গ্রাহক ও সাধারন মানুষকে জাল নোট চেনার উপায় হিসাবে টাকার উপরে প্রধান নিরাপত্তা বৈশিষ্টগুলি তুলে ধরে তারা নানান দিক নির্দ্দেশনা প্রদান করেন ।

বরিশালে বিশ্ব নবীকে কুটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন

শামীম আহমেদ ॥

ইসলাম ও মানবার শত্রু কুলাঙ্গার নুপুর শর্মা ও নবীন কুমরি জিন্দাল কর্তৃক বিশ্ব নবী (সঃ( সম্পর্কে কুরুচিপূর্ন মন্তব্য করার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭) জুন বিকালে নগরীর প্রান কেন্দ্র সদররোডে ছারছীনা শরীফের আলা হযরতে পীর সাহেব কেবলা শাহ্ছ’ফী কুতুবুল আলম অলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মোহিবুল্লাহ পৃষ্টপোষকতায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে সারাদেশে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে জমইয়াতে হিযবুল্লাহ,যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখা একর্মসূচি পালন করে।

বরিশালের অলেমকুল শীরমনী সর্বজন শ্রদ্ধোয় আলেম ও জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছারছীনা দারুস সুন্নাত কামি,ল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মোঃ শারাফাত আলী।

এসময় আরো বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন আহমেদ,যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাজী মফিজ উদ্দিন জেহাদী,ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ ফয়রাবি,বরিশাল জেলা ও মহানগর সাধারন সম্পাদক মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, বরিশাল জেলা যুব হিযবুল্লাহ সভাপতি মোঃ বশিরুল ইসলাম,বরিশাল জেলা ও মহানগর ছাত্র হিযবুল্লাহ সভাপতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম ও মাওলানা সুলতান মাহমুদ।

এখানে আরো বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আঃ মন্নান, সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম,মাওলানা আব্দুর রব ও চকবাজার জামে এবায়েদুল্লাহ মসজিদ কমিটির সাধারন সম্পাদক সামসুল আলম।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এঘটনায় কোন ধরনের প্রতিবাদ না জানানোর কারনে তাদের প্রতি নিন্দা জানিয়ে বলেন অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার আহবান জানান।

তারা আরো বলেন দ্রুত ভারতের হাই কমিশনারকে ডেকে এ ঘটনার জবাব চাওয়ার অনুরোধ করা সহ ভারতের সকল পন্য বর্জন করার জন্য আহবান জানান।

বরিশালে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত

শামীম আহমেদ ॥

বিএনপি’র চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের জননী আপোষহী দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে দলীয় বিএনপি দলীয় কার্যালয়ে কোরান তেলওয়াত ও দোয়া মোনাজাত সহ এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। আজ শুক্রবার (১৭) জুন বরিশাল জেলা যুবদল (দক্ষিণ) এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে যুবদল দল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ।

এখানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,সহ-সভাপতি নুরুল আলম কয়েস,সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু,জেলা যুবদল যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রোমান,যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রুহুল,যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম মাহফুজ,যুগ্ম সম্পাদকআসলাম হোসেন বাচ্চু,যুগ্ম সম্পাদক মুফতি মাহমুদ মানিক,যুগ্ম সম্পাদক হান্নানুর রহমান সুমন,কোতয়ালী যুবদল আহবায়ক তহিদুল ইসলাম উজ্জল ও সদস্য সচিব আলি হায়দার প্রমুখ।

দোয়া মোনাজাত শেষে দলীয় কার্যালয়ে কোরান তেলওয়াত করা মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরন কার্যক্রম উদ্ধোধন করে বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ যুবদল নেতৃবৃন্দ।

পরে নগরীর মুসলিম গোরস্তান মাদ্রাসা এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করেন জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড,তছলিম উদ্দিন সহ বিভিন্ন যুবদল নেতৃবৃন্দ।

২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

সচেতন নাগরিক কমিটি সনাক আয়োজিত প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালে প্যার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ত অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন,মঙ্গলবার বিকাল ৪ টায় সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্যার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ত অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদা।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অতিরিক্ত পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ, পরিচালক পরিবেশ অধিদপ্তর বরিশাল মোঃ আবদুল হালিম, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ টিআইবি এর ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় প্রকল্পের, পরে অতিথিরা প্রকল্প সহ টিআইবি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

উপ- পুলিশ কমিশনার পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন  মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায়, ১৪ জুন ২০২২ খ্রিঃ  বেলা ১০ঃ০০ টায় বিএমপি পুলিশ কমিশনার সম্মেলন কক্ষ বরিশালে  পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত)   প্রলয় চিসিম  তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান  ও  Rank Badge পড়িয়ে দেন।
এ- সময় উপ-পুলিশ কমিশনার  ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)  মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা মাননীয় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত)  জনাব প্রলয় চিসিম  ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত র‍্যাংক ব্যজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমপির শীর্ষ কর্মকর্তা  সহ অন্যান্য অফিসারবৃন্দ।

গৌরনদীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদ জানাতে ও কটুক্তিকারী ভারতীয় নাগরিক. বিজেপির মূখপাত্র নুপুর শর্মা এবং বিজেপি নেতা নবীন জিন্দালের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদীতে ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের গৌরনদী বাসস্ট্যান্ড গোল চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিক্ষোভকারীরা খন্ডখন্ড মিছিল নিয়ে সমাবেশটিতে যোগদান করে। এ সময় তারা নবীর পক্ষে গগন বিদারী শ্লোগান তুলে আকাশ বাতাশ মুখরিত করে তোলে। একই সময় তারা তাদের প্রিয় নবীকে কটুক্তিকারী ভারতীয় নাগরিক. বিজেপির মূখপাত্র নুপুর শর্মা এবং বিজেপি নেতা নবীন জিন্দালকে ভারতীয় আইনের আওতায় ফাঁসিতে ঝোলানোর জন্য ভারত সরকারের প্রতি আহব্বান জানায়।
মাওলানা আব্দুল বাতেন নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আব্দুর রহিম, সাংবাদিক হাফেজ মোঃ মেহেদী হাসান, সাংবাদিক ইয়াদুল ইসলাম প্রমুখ।

পদ্মা সেতুর জনসভায় বরিশাল থেকে লঞ্চে এক লাখ লোক আসবে

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে বরিশাল অঞ্চল থেকে এক লাখ লোক মানুষের অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ।

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে আজ সোমবার দুপুরে তিনি এই ঘোষণা দেন। এ সময় শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা, ভাইস-চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সামনে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বরিশাল অঞ্চল থেকে আমরা লঞ্চে করে লক্ষাধিক মানুষ এ জনসভায় আসব। পাথরঘাটা থেকে লঞ্চে ভূরঘাটা পর্যন্ত। জনসভা সফল করতে আগামীকাল মঙ্গলবার ১১টায় আমরা বরিশাল বিভাগীয় সভার ডাক দিয়েছি। সেখানে জনপ্রতিনিধি ও দলীয় নেতারা সিদ্ধান্ত নেব কীভাবে এই জনসভায় আসা যায়।’

আবুল হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হয়েছে, এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা যাব। রাতে রওনা হয়ে ১২টার মধ্যে বাড়িতে যেয়ে ঘুমাতে পারবো। এর চেয়ে বড় প্রাপ্য আর কী হতে পারে। ১৯৯৬ সাল থেকে আমাদের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী সবকিছু করেছেন। পায়রাবন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, লেবুখালী সেতু, আ. রব সেরনিয়াবাত সেতুসহ সবই তিনি করে দিয়েছেন। বাকি ছিল পদ্মা সেতু, সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন।’