শেবাচিমের চিকিৎসক ও নার্সদের সুবিধার্থে বাস সার্ভিস করল জেলা প্রশাসন

মোঃ শাহাজাদা হীরা:
করোনা ভাইরাস মোকাবিলায় এরিমধ্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি তারি ধারাবাহিকতায় আজ ২৮ মার্চ শনিবার থেকে বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন এক অন্যান্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করলো জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শের-ই-বাংলা মেডিকেল কলেজের চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করার লক্ষ্যে সেবাচিমের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করলেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর শাহাদাৎ হোসেনের তৎপরতায় তাৎক্ষণিকভাবে বাস সার্ভিস চালু করার ব্যবস্থা করেন।

 

তিনি জানান জেলা প্রশাসক এস এম রহমান এর নির্দেশক্রমে শেবাচিমের চিকিৎসক- নার্স যাতে সার্বক্ষণিক সেবা প্রদান করতে পারে সেই জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার করার জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় যা যা করণীয় তার সব কিছুই করবে জেলা প্রশাসন জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
বিশ্বজুড়েই চলছে লকডাউন। বাংলাদেশের পুরোটা লকডাউন না হলেও দেশের মানুষের কথা বিবেচনা করে আগে থেকেই সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে। দেশের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণকে রক্ষা করতে এরিমধ্য কার্যকরী ভূমিকা পালন করছে প্রশাসন।

 

গত ২৬ মার্চ থেকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বরিশাল জেলার ১০ টি উপজেলা প্রশাসনের মাধ্যমে একযোগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের আহার্য প্রদান কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। তারি ধারাবাহিকতায় আজ ২৮ মার্চ শনিবার বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক বরিশালের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারগণ হতদরিদ্র, দিনমজুর, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

 

আজ বরিশাল সদর উপজেলাসহ ৯ ‌টি উপজেলায় ৩২১ টি পরিবারের মাঝে ৩১২০ কেজি চাল, ১৬০৫ কেজি আলু, ৬৪২ কেজি ডাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। আজ বরিশাল সদর উপজেলায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে করোনা প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্থ দু:স্থ, নিম্ন ও স্বল্প আয়ের ১২ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা মোঃ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মাহবুবুর রহমান মধুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আগৈলঝড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌধুরী রওশন ইসলাম আজ উপজেলার বাগধা ও গৈলা ইউনিয়নে ২৫ টি পরিবারে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মাধবী রায় উপজেলা পরিষদ চত্বর, ভরপাশা ও রঙ্গশ্রী ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এক বস্তা করে ত্রাণ বিতরণ করেন।

 

 

এছাড়াও তিনি সাবান ও মাস্ক বিতরণ করেন। উজিরপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রণতি বিশ্বাস উপজেলা সদর, উজিরপুর পৌরসভা ও শিকারপুর ইউনিয়নে ২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। গৌরনদী উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান। তিনি গৌরনদী পৌরসভায় ৩০ জনের মাঝে এক বস্তা করে ত্রাণ বিতরণ করেন।

 

 

বাবুগঞ্জ উপজেলায় ২৫ জনের মাঝে ত্রাণ বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান। হিজলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নস্থ খুন্না আশ্রয়ন নিবাসী পরিবার, কর্মহীন দিনমজুর ও ভূমিহীন ৫২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে উপজেলার ৪০ টি পরিবারের কর্মহীন দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

 

মুলাদি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস উপজেলার ৩৫ টি পরিবারের কর্মহীন দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বানারীপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ উপজেলার ৪২ টি পরিবারের কর্মহীন দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বরিশাল।

গণসচেতনতা হতে পারে নভেল করোনাভাইরাস বিস্তার রোধে প্রধান অস্ত্র : ডিসি খাইরুল আলম

॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম বলেন, প্রানঘাতি নভেল করোনা (COVID-19) ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে হবে। সামাজিক নিরাপত্তা বজায় রাখুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। অযথা বাহিরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন। জরুরী প্রয়োজনে মুদি দোকান থেকে কেনাকাটার সময় কমপক্ষে তিনফুট দুরত্ব বজায় রাখুন।

শনিবার সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশ দ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএমপি পুলিশের উদ্যোগে সড়কে ওয়াটার ক্যানন দিয়ে জীবানুনাশক পানি স্প্রে করার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,যারা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে বরিশাল এসেছেন তারা অবশ্যই ১৪ দিন
হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আতংকিত না হয়ে সচেতন হয়ে নিজ নিজ ঘরে থেকে এ ভাইরাসের হাত থেকে নিজে বাচুন, আপনার পরিবারকে বাচান,তার সাথে সাথে আমাদের সকলকে বাচতে সহায়তা করুন।

তিনি আরো বলেন, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। যেহেতু এ ভাইরাসটি মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়, সেহেতু এ ভাইরাস থেকে বাচতে নির্দিস্ট দুরত্ব বজায় রেখে চলাফেরা করুন। অতিপ্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। পুলিশকে সহযোগিতা করুন। আসুন আমরা নিজে বাচি। জাতিকে বাচাই, বিশ্ব মানবতাকে বাচাই।

এসময়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে সড়কের পাশে দোকানের সামনে গোলাকার বৃত্ত অংকন করা হয়। যার মধ্যমে জনসাধারণ দূরত্ব নিশ্চিত হয়ে প্রয়োজনী সামগ্রী ক্রয় করতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) এএফএম ফায়েজুর রহমান, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাহিদ বিন আলম, ইন্সপেক্টর (তদন্ত) শাহ মোঃ ফয়সাল সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

বরিশালে কোয়ারেন্টিন ১২০৪ জনকে ছাড়পত্র

করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) এড়াতে বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ২ হাজার ৭৫৫ জন। এরমধ্যে ১২০৪ জনকে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নির্ধারিত ১৪ দিন বাড়িতে অবস্থানের পর কোনো উপসর্গ দেখা না যাওয়ায় এ ১২০৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে শনিবার (২৮ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ৭৫৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। এরমধ্য থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ২০৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি, বাকি চার জেলায় ৩৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ১৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনা সন্দেহে হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগী ভর্তি করা হলেও এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত কোনো রোগীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে কোভিড-১৯ প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে বরিশালের বিভিন্ন উপজেলায় নির্দিষ্ট কিছু বিদ্যালয়ে বিশেষ কোয়ারেন্টিন ওয়ার্ড খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে এখানে সন্দেহভাজন রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হবে।

ভোলায় ১৫ জনকে জরিমানা

ভোলায় মাস্ক ব্যবহার না করায় ১০ পথচারী ও ৫ কাঁচা তরকারি বিক্রেতাকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিযান চালানোর সময় এসব জরিমানা করা হয়।

শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তা ও বাজারগুলোতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদয়ানুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম মিয়া।

এ সময় পথচারী নুরুল ইসলাম, মো. শাসসুদ্দিন, মো. দুলাল মিয়া মো. মুসা কালীমুল্লাহসহ ১০ পথচারীকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ব্যবসায়ীদের ২০০ ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বরিশালে সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি আওতামুক্ত থাকবে যে সকল প্রতিষ্ঠান

মোঃ শাহাজাদা হীরা: 
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো পৃথিবী। করোনা আক্রান্ত বন্ধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। তারি ধারাবাহিকতায় জেলা প্রশাসন বরিশাল থেকে নেয়া হয়েছে নানা মুখি কর্মসূচি।

আজ জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে এসেছে গণবিজ্ঞপ্তি এতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে সংক্রামক ব্যধি করোনা ভাইরাস (Covid-19) এর প্রাদুর্ভাব দেখায় সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি প্রদত্ত নিম্নবর্ণিত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

#সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, দোকান খোলা থাকবে।

#সকল গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানা নিজস্ব উদ্যোগে কার্যক্রম চালু রাখতে পারবে। চালু রাখার জন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

#নিত্যপ্রয়োজনীয় ও রপ্তানি পণ্যবাহী যানবাহন চলাচল করবে এবং বন্দরের কার্যক্রম চালু থাকবে।

#ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক প্রভৃতির কার্যক্রম চলমান থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক পানি স্প্রে

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২৭ মার্চ শুক্রবার দিনভর জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, এলাকায়, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট, বাস স্টান সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হচ্ছে।

পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় জেলা প্রশাসননের উদ্যোগেও জীবানুনাশক পানি স্প্রে করা হচ্ছে। চলমান এ কার্যক্রম ২৫ মার্চ থেকে শুরু হয়ে আজ নগরীর শাহ পরান সড়ক, নথুল্লাবাদ বাজার, নতুন বাজার, বাজার রোড, চৌমাথা মসজিদ, বটতলা বাজার, মেডিকেল মোড় এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করছে।

পর্যায়ক্রমে বরিশাল নগরীর বিভিন্ন পাড়া-মহল্লাসহ সকল উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হবে।

বরিশালে মূল্য তালিকা না থাকার অপরাধে এবং জনসমাগম করায় জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অন্যান্য দিনের ন্যায় আজ ২৭ মার্চ শুক্রবার জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে বরিশাল নগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। আজ সকাল থেকে নগরীর বাংলাবাজার, সাগরদী, মেডিক্যাল কলেজ এলাকা, রূপাতলী, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার/দোকান, মেডিসিনের দোকান ইত্যাদির বাইরে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা পালনের লক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিরুপম মজুমদার।

 

এসময় নগরীর বাংলা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে মোহাম্মদ সানু নামে এক ব্যক্তি কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা লংঘন করায় ১ হাজাট টাকা জরিমানা করা হয়। এদিকে নগরীর নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘন করে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হালিম স্টোর্স এর মালিক ফয়সাল হাসান কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পাশাপাশি নগরীর নথুল্লাবাদের শাহ পরাণ সড়ক এলাকায় জেলা প্রশাসন, বরিশালের উদ্যোগে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম পরিদর্শন পূর্বক তাদের নগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক পানি স্প্রে করার নির্দেশনা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নগরীর ভাটিখানা এলাকায় একটি পরিবার কোয়ারেন্টাইন আইন মানছে না এমন অভিযোগ ভিত্তিতে সেখানে গিয়ে তাদেরকে কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ প্রদান করা হয়।

 

সতর্ক করা হয় যে পরবর্তীতে রুম থেকে বের হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন। প্রসিকিউশন প্রদানে সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার এসআই জয়ন্ত দত্ত ও স্যানিটারী ইন্সেপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, বরিশাল সদর মোহাম্মদ জাকির হোসেন। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

 

এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল-ঝালকাঠিতে সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশাল নগরসহ বিভিন্ন পৌরসভা ও বিভিন্ন উপজেলা সদরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পৌরসভাগুলো তাদের পানিবাহী গাড়ি দিয়ে ও ট্রাকে করে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) করার কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বরিশালের বিভিন্ন উপজেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে থেকে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। পরে তা বরিশালে নগরের বিভিন্ন এলাকায় ছিটানো হয়। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ওয়াটার ক্যানন দিয়ে গত তিনদিন ধরে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।

এছাড়া জেলা বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকর্মীদের পক্ষ থেকে নগরে শ্রমজীবী মানুষদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেলসহ যানবাহনেও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, গোটা বিভাগের সবকয়টি জেলায় জীবাণুনাশক স্প্রে করার জন্য তাদের কর্মী ও গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে এ স্প্রে করা হবে।

অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার (ডিসি) মো. জুলফিকার আলি হায়দার জানান, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষ ও স্পর্শকাতর স্থান এবং এলাকাগুলোর সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ওয়াটার ক্যানন দিয়ে। যা পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশে মঙ্গলবার থেকে করা শুরু হয়েছে এবং চলবে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গা এবং সড়কে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ফায়ার সার্ভিসের উদ্যোগে এ কার্যক্রম গোটা বরিশালে চলবে।

এদিকে বুধবার বিকেলে ঝালকাঠি ও নলছিটি পৌরশহরে পানিবাহী গাড়ি ও ট্রাকে করে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে পৌরসভার উদ্যোগে। এ সময় উভয় পৌরসভাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ কার্যক্রম করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন চালানো হবে বলেও জানিয়েছেন ঝালকাঠির পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার।

বরিশালের সব খেয়াঘাট বন্ধ

জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশালের সব খেয়াঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, একটি খেয়ায় বহু লোক একসাথে পারাপার হচ্ছে। তাই খেয়া পারাপার বন্ধ করা না হলে গণজমায়েত বন্ধ হবেনা। ফলে সার্বিক দিক বিবেচনা করে জেলার সব খেয়াঘাট বন্ধ করে পুলিশী পাহারা বসানো হয়েছে। জেলাবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও প্রশাসন বিভাগে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাড়া কেউ অযথা ঘর থেকে বের হবেন না। আর নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া কিছুই খোলা রাখা যাবেনা।

অপরদিকে, সরকারি

জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশালের সব খেয়াঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, একটি খেয়ায় বহু লোক একসাথে পারাপার হচ্ছে। তাই খেয়া পারাপার বন্ধ করা না হলে গণজমায়েত বন্ধ হবেনা। ফলে সার্বিক দিক বিবেচনা করে জেলার সব খেয়াঘাট বন্ধ করে পুলিশী পাহারা বসানো হয়েছে। জেলাবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও প্রশাসন বিভাগে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাড়া কেউ অযথা ঘর থেকে বের হবেন না। আর নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া কিছুই খোলা রাখা যাবেনা।

অপরদিকে, সরকারি ছুটি ও করোনা আতঙ্কে নগরীর রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরীর চেহারা অন্য রকম। নগর ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে। নগরীর সড়ক ও জেলার মহাসড়কে গণপরিবহন না থাকায় যানবাহনের সংখ্যা কমে গেছে। নগরীতে কমেছে মোটরসাইকেল ও রিকশা চলাচলও। ফলে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পরেছে।

এদিকে প্রধান সড়কগুলোতে কোথাও অপ্রয়োজনীয় দোকানপাট খোলা নেই। জেলাজুড়ে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক ও স্থাপনা ঘিরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

ছুটি ও করোনা আতঙ্কে নগরীর রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরীর চেহারা অন্য রকম। নগর ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে। নগরীর সড়ক ও জেলার মহাসড়কে গণপরিবহন না থাকায় যানবাহনের সংখ্যা কমে গেছে। নগরীতে কমেছে মোটরসাইকেল ও রিকশা চলাচলও। ফলে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পরেছে।

এদিকে প্রধান সড়কগুলোতে কোথাও অপ্রয়োজনীয় দোকানপাট খোলা নেই। জেলাজুড়ে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক ও স্থাপনা ঘিরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।