বরিশালে বিজিএমইএ এর পক্ষ থেকে প্রাপ্য পিপিই শেবাচিম ও সিভিল সার্জনের কার্যালয় বিতরন

মোঃ শাহাজাদা হীরা:
বিশ্ব আজ থেমে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে। করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্ঠরা। আজ ১৫ এপ্রিল বুধবার দুপুর ১২ টার দিনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিজিএমইএ এর পক্ষ থেকে প্রেরিত পিপিই।

বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে বরিশাল সিভিল সার্জনের কার্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য ১২০ পিস করে মোট ২৪০ পিস পিপিই বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেলসহ বিজিএমইএ, শেবাচিম এবং সিভিল সার্জন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বরিশালে জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৫ এপ্রিল বুধবার সকাল থেকে বরিশাল মহানগরীর বাজার রোড,ভাটিখানা বাজার ,কাঠপট্টি, সদর রোড, পোর্ট রোড, চকবাজার রোড, বগুড়া রোড, নতুন বাজার ও আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, শের-ই-বাংলা মেডিকেলে, চাঁদমারী রোড, চকবাজার, লাইন রোড, চৌমাথা ,বটতলা বাজার, নথুল্লাবাদ এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫ টি দোকান এবং দুই জন ব্যক্তি কে ১০ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম এবং চায়ের দোকানসহ অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়।

এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।

এসময় নগরীর বাজার রোড এলাকায় জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক গোপাল সাহা কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভাটিখানা এলাকায় একটি স্বর্ণাকারের দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একই আইনে ২ হাজার টাকা এবং একটি বিউটি পার্লার খোলা রেখে জনসমাগম করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। অপ্রয়োজনে মোটরসাইকেল দিয়ে ঘোরাঘুরি করায় দুই ব্যক্তিকে একই আইনে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

কাঠপট্টি এলাকায় একটি ইলেকট্রনিক দোকান খোলা রেখে অধিক জনসমাগম করায় রশিদ নামের এক ব্যক্তি কে একই আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন স্যানিটারি অফিসার মোঃ জাকির হোসেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এস আই জয়ন্ত সহ মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। অপরদিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী।

অভিযান পরিচালনা কালে এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা হয় করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে। এসময় একটি অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক দোকান মালিককে ৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়।

এ সময় অাইন শৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করেন র‌্যাব-৮ এর একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল জেলায় আরও দুই করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৯

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৯জনে। তাদের একজনের বয়স (৫৫), অপরজনের বয়স (২৩) বছর। এদের একজনের বাড়ি মুলাদী উপজেলায় এবং অপরজনের বাড়ি হিজলা উপজেলাতে।

আজ মঙ্গলবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুই ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

পাশাপাশি আশপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। এছাড়া তাদের দুজনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এর আগে বাবুগঞ্জে তিনজন, আগৈলঝাড়া, গৌরনদীতে, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

বরিশালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাসের মহাপ্রয়ান, বিভিন্ন মহলের শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণশিল্পি সংস্থার অন্যতম নেতা শান্তি দাস আজ সন্ধ্যায় বরিশাল নিজ বাসভবনে মৃত্যবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি স্ত্রী, ১ ছেলে সন্তান রেখে যান। কাল বুধবার সকালে বরিশালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শন্তি দাসের প্রয়ানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন দৈনিক শাহানামা সম্পাদক মন্ডলির সভাপতি ও সনাক সভাপতি নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বানারীপাড়ায় করোনা সন্দেহে তিন জনের নমুনা সংগ্রহ

বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাস সন্দেহে তিন জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে অথবা প্রয়োজনে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউটে ( আইইডিসিআর) পাঠানো হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম কবির হাসান জানান। মঙ্গলবার সকালে উপজেলার সলিয়াবাকপুর ও চৌয়ারীপাড়া গ্রামের দু’জন ও পৌর শহরের ৯নং ওয়ার্ডের কুন্দিহারে একজনের জ্বর, সর্দি ও কাশি সহ করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়। এদের মধ্যে একজন নারায়নগঞ্জ থেকে এসেছে বলে জানা গেছে। নমুনা সংগ্রহের পরে ওই তিনজনকে তাদের নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনজনই পুরুষ। এর আগে এক রোগীর নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানোর পরে পরীক্ষা-নিরীক্ষায় করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে।

 

বরিশাল নগরীতে জীবানুনাশক স্প্রের মাধ্যমে পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীতে প্রাণঘাতী কোভিড-(১৯) করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের কার্যক্রম ও শহরকে রক্ষা করার লক্ষে প্রধান প্রধান সড়ক ও নগরীর বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক  স্প্রের মাধ্যমে পানি ছিটানো কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আজ মঙ্গলবার (১৪ই) এপ্রিল সকাল সাড়ে ১১ টায় নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়ক পুরাতন কালেক্টরেট ভবন ও সিটি কর্পোরেশনের মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ী দ্বারা জীবণুনাশক স্প্রের মাধ্যমে পানি ছিটানোর কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে একাজে উদ্বোধন করা হয়।

আরো উপস্থিত ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগীয় উপ-পরিচালক এবিএম মোন্তাজ উদ্দিন,এডি আখতারুজ্জামান,ডিএডি ফারুক হোসেন সিকদার সহ এলজিইডি কর্তৃপক্ষ।

এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন আমাদের সরকারী উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরন কাজ অব্যাহত আছে।

এখানে কেহ বাদ পড়বে না সবাইকে একটু কষ্ট করে ধয্য ধরতে হবে। করোনা আজ দেশবাশী সকলের এজন্য সকলকে কোন সমাগম করে কথা-বার্তা নয় সবাই ভাল ও সুস্থ থাকার জন্য ঘড়ে নিরাপদে যেন আমরা সকলেই থাকি। আপনি ভাল থাকুন ঘড়ের সকলকে সুস্থ ও ভাল রাখার আহবান জানান।

পরে নগরীর বিভিন্নস্থানে ঘুড়ে ঘুড়ে জীবনুনাশক স্প্রের মাধ্যমে পানি ছিটানো হয়।

 

বরিশালে ৫৪ বস্তা চালসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির অভিযোগে জেলার গৌরনদীতে প্রদীপ দত্ত (৪৫) নামের এক ডিলারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালবাহী ভ্যান চালক শঙ্কর পালকেও আটক করা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ তাদেরকে আটক করা হয়েছে। প্রদীপ দত্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের পুত্র।

উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে। ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য কর্মসূচির শুরুতেই ওই ইউনিয়নের ৯৫৩ জন সুবিধাভোগীর জন্য বাকাই বাজারের প্রদীপ দত্তকে ও ৯৫২ জন সুবিধাভোগীর জন্য ভূরঘাটা বাজারে ফরিদ বেপারীকে ডিলার নিয়োগ দেয়া হয়।

গৌরনদী থানার এসআই কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকাই বাজারে অভিযান চালায়। এসময় পঙ্কজ সাহার মুদি দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৪০ বস্তা ও ৪০ কেজি ওজনের ১৪ বস্তাসহ সর্বমোট ৫৪ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালের ডিলার প্রদীপ দত্ত, ভ্যান চালক শঙ্কর পালকেও আটক করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আটককৃত ডিলার প্রদীপ দত্তকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী বলেন, বিষয়টি আমরা শুনেছি। চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কারের প্রস্তুতি চলছে।

বরিশালে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ১২ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস প্রতিরোধে বরিশালজুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা। পথে পথে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এসময় সামাজিক দূরত্ব না রাখা ও জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ১২ টি দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (১৪ই) এপ্রিল মঙ্গলবার সকাল থেকে নগরীর চকবাজার রোড, কাঠপট্টি রোড, বগুড়া রোড, নতুন বাজার ও হাটখোলা রোড পেয়াজপট্টি, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, শের-ই-বাংলা মেডিকেলে, চাঁদমারী রোড, দিনারের পুল, দুর্গাপুর হাট, বিশ্বাসের হাট, চরমোনাই মাদ্রাসা গেইট এবং বুখাইনগর বাজার এলাকায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাস্ক পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন। এসময় নগরীর হাটখোলা রোড পেয়াজ ও আদা পট্টিতে পেঁয়াজের মূল্য তালিকার সাথে বেচাকেনা রসিদে গরমিল থাকায় এবং স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় মেসার্স সোনিয়া স্টোর্সকে ৫ হাজর টাকা, মেসার্স কৃষি বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা এবং আনোয়ার হোসেন ভুঁইয়া আড়ৎকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এছাড়া, কাঠপট্টি রোডে ইলেকট্রিক সামগ্রীর দোকান খোলা রেখে জনসমাগম করায় খাজা ইলেকট্রিক নামক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং এলাহী ক্লথ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‍্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

অভিযান চলাকালে নগরীর চাঁদমারি এলাকার ১ টি চায়ের দোকান, দুর্গাপুর হাট এলাকায় ১টি সিমেন্টের দোকান, চরমোনাই মাদ্রাসা গেইট এলাকায় ২ টি জুতার ও ১টি কাপড়ের দোকান, বুখাইনগর বাজার এলাকায় ২ টি রেফ্রিজারেটরের দোকান খোলা রেখে জনসমাগম ও সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্ষেত্রবিশেষে প্রায় ৬-৮ জন করে আড্ডারত অবস্থার পাওয়া যায়।

এভাবে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে লোকসমাগম করে সরকারী আদেশ অমান্য করায় এবং করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে মাইকিং করা হয়।

যারা আইন অমান্য করে বাইরে ঘুরাঘুরি ও আড্ডায় মগ্ন থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানে প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ জাকির হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে নববর্ষে ইলিশ, মুড়ি ও জিলাপী ত্রাণ

নিজস্ব প্রতিবেদক:
করোনার প্রভাবে যখন বন্ধ হয়ে গেছে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান, ঠিক তেমনি সময়ে বরিশাল নগরীর গরীর মানুষের জন্য ইলিশ, মুড়ি, জিলাপীর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে বাসদ।

সংগঠনের মানবতার বাজার থেকে গতকাল মঙ্গলবার ১লা বৈশাখে এমন কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল মানবতার বাজার থেকে চাল, ডাল, শাক, সবজী, ওষুধসহ ১৭টি আইটেম দিচ্ছে নিয়মিত শতাধিক পরিবারের মধ্যে।

বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, এবারের পহেলা বৈশাখে কারো মনে আনন্দ নেই। তারপরও এই দিনটিতে দুঃস্থ মানুষদের জন্য ইলিশ, মুড়ি আর জিলাপী এই তিন আইটেম যুক্ত করেছেন নব বর্ষের বার্তা পেঁছে দেয়ার জন্য।

বরিশালে চিকিৎসক-নার্সসহ ৫ জন করোনাআক্রান্ত, হাসপাতাল লকডাউন

বরিশালের ৩ উপজেলায় একদিনে চিকিৎসক ও সেবিকাসহ আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে রোববার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত বরিশাল জেলায় মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো।

সোমবার শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, বাবুগঞ্জে একজন রোগী, একজন সেবিকা ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং গৌরনদীতে একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রয়েছেন।

বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন এক নারী রোগীর সংস্পর্শে ওই হাসপাতালের সেবিকা ও চতুর্থ শ্রেণির কর্মচারী আক্রান্ত হয়েছেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ সরকার বলেন, ওই তিন জনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ থাকায় সোমবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। রাতে সেখান থেকে তাদের করোনা পজেটিভের বিষয়টি অবহিত করা হয়।

সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অনেকে করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। এ কারণে নার্স ও কর্মচারী আক্রান্ত হয়েছে। পুরো স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগ সিমীত পরিসরে চলবে।

সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন আরও জানান, আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক (২৬) কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধ্যার পর জানানো হয় ওই নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ওই রিপোর্ট নিয়ে চিকিৎসকদের মনে কিছুটা সন্দেহ তৈরী হওয়ায় পুনরায় পরীক্ষার জন্য নারী চিকিৎসকের নমুনা ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হচ্ছে।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, নারী চিকিৎসক গত দু’মাসে বরিশাল জেলার বাইরে যাননি। তার স্বামীও একজন চিকিৎসক। এ দম্পতি পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায় একটি বাসায় ভাড়া থাকেন। কিভাবে সংক্রমিত হলো তা ওই নারী চিকিৎসক বুঝে উঠতে পারছেন না। তবে কোন রোগীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, ওই চিকিৎসক দম্পতি এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের আগামী ১৪ দিন হোম কোয়রেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন মেহেন্দিগঞ্জের একজন রোগী এবং বাকেরগঞ্জের একজন রোগীর করোনা পজেটিভ পাওয়া গেছে।