বরিশাল শেবা‌চিমের মে‌ডি‌সিন ওয়ার্ড লকডাউন

একজন ক‌রোনা আক্রান্ত রো‌গী তথ্য গোপন ক‌রে ভ‌র্তি হওয়ায় ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন-৩ ওয়ার্ড লকডাউন করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লের প‌রিচালক ডাঃ মোঃ বা‌কির হো‌সেন গভীর রা‌তে তার ফেসবুক পেই‌জে পো‌স্টে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি জানান, একই সা‌থে এ ওয়া‌র্ডের সকল চি‌কিৎসক, নার্সদের কোয়ারান্টি‌নে যাবার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। তি‌নি লে‌খেন, এই সিদ্ধান্ত মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ, মে‌ডি‌সিন বিভা‌গের প্রধা‌নের সাথে আ‌লোচনার পর নেয়া হল। আই ই সি ডি আর‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। কেন লকডাউন করা হ‌য়ে‌ছে তার ব্যাখ্যাও তি‌নি দি‌য়ে‌ছেন। তি‌নি জানান, ১৩ এ‌প্রিল এ ওয়া‌র্ডে এক অজ্ঞান রো‌গীকে স্বাসকষ্টের তথ্য গোপন ক‌রে ভ‌র্তি করা হয়। ১৫ এপ্রিল তার এক্স‌রে রি‌পোর্ট এ‌লে চি‌কিৎসক‌দের স‌ন্দেহ হয়।

তারা তার ক‌রোনা পরীক্ষা করা‌লে প‌জে‌টিভ রি‌পোর্ট আ‌সে। একার‌ণে ঐ ওয়া‌র্ডের সকল চি‌কিৎসক ও নার্স‌দের কোয়ারেন্টিনে পা‌ঠি‌য়ে ওয়ার্ড লকডাউন করা হল। তি‌নি প্রশ্ন রা‌খেন, একজন রো‌গী তথ্য গোপন কর‌লে কি করার থা‌কে। এ‌দিকে হাসপাতা‌লের গুরুত্বপুর্ন এ বিভাগ‌টি লকডাউন করায় সাধারণ রো‌গীরা যে চরম বিপা‌কে পড়‌বে তা বলার অ‌পেক্ষা রাখে না।

বরিশালে আরো ৫ জন করোনা রোগী শনাক্ত : মোট আক্রান্ত ১৪ জন

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৯জনে।

তাদের প্রত্যেকের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান।

আজ বৃহস্পতিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫ ব্যাক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি আশপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। এছাড়া তাদের দুজনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বাবুগঞ্জ ৫ জনসহ এর আগে বাবুগঞ্জে ৩ জন, মুলাদী ১ জন , হিজলা ১ জন, আগৈলঝাড়া ১ জন, গৌরনদীতে ১ জন, মেহেন্দিগঞ্জ ১ জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

বরগুনায় এবার সাংবাদিক করোনায় আক্রান্ত

বরগুনায় এবার এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই সাংবাদিক বরগুনার একটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওই সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে নিজ বাসায় রয়েছেন।

এ নিয়ে বরগুনায় এখন পর্যন্ত মোট পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে একজন মারা গেছেন। আর বাকি তিনজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই সাংবাদিক এখন তার বাসায় আছেন। এখন পর্যন্ত তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হবে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পরও অনেক মানুষের সংস্পর্শে এসেছেন ওই সাংবাদিক। তাই সাধ্য অনুযায়ী তাদের সবার তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে। এছাড়াও তার সংস্পর্শে আসা তালিকার বাহিরে থাকা ব্যক্তিদের মাইকিং করে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দেয়া হবে। ইতোমধ্যে ওই সাংবাদিকের বাড়িসহ আশেপাশের একাধিক বাড়ি লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযানে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল থেকে বরিশাল মহানগরীর সিএনবি রোড, আমতলার মোড়, সাগরদী, বিশ্ববিদ্যালয় এলাকা, চরকাউয়া, খেয়া ঘাট, সদর রোড, গীর্জা মহল্লা, পোর্ট রোড, বান্দ রোড, কালুশাহ সড়ক, হাতেম আলী কলেজ চৌমাথা এবং রুপাতলি এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ টি দোকান কে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম এবং চায়ের দোকানসহ অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিরুপম মজুমদার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক গাজী দেলোয়ার হোসেন কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই স্থানে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে পণ্য বিক্রয় করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (খ) ধারা মোতাবেক মোঃ আবুল হোসেন কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চার কাউয়া খেয়া ঘাট এলাকায় একটি মুদি দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং দোকানে মূল্য তালিকা, ক্রয় রশিদ না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক মোঃ শাহীন গাজী কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

অপরদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা তৈরি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসমাগম প্রতিরোধের লক্ষ্যে অভিযানকালে
নগরীর পোর্ট রোড বাজারে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগমের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরীর অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ধারা ২৬৯ ধারা মোতাবেক রানা সু স্টোর কে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‍্যাব ৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সদস্যগণ।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা

দেশের বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটায় সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত এক আদেশ জারি করে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিশ্বব্যাপী করােনাভাইরাস (কোভিড-১৯) মহামারি আকারে বিস্তার লাভ করায় লাখ লাখ লোক আক্রান্ত হয়েছে ও লক্ষাধিক লােক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। হাঁচি, কাশি ও পরস্পর মেলামেশার কারণে এ রােগের বিস্তার ঘটে। এখন পর্যন্ত বিশ্বে এ রােগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ রােগের একমাত্র প্রতিষেধক হলাে পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা। যেহেতু জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরােধ করা সম্ভব নয় এবং যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রােগের সংক্রমণ ঘটেছে সেহেতু সংক্রামক রােগ (প্রতিরােধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘােষণা করা হলাে।

সংক্রমিত এলাকার জনসাধারণকে নিম্নবর্ণিত নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরােধ করা হলাে :

১. করােনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়ােজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না।

২. এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলাে।

৩. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে উপরে বর্ণিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারি প্রশাসন ও কর্তৃপক্ষের সহায়তা নিয়ে আইনের সংশ্লিষ্ট অন্য ধারাগুলাে প্রয়ােগ করার ক্ষমতা সংরক্ষণ করবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমােদন নিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বরিশালে করোনায় আরো একজনের মৃত্যু শেবাচিমের নার্স আক্রান্ত

এবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত ২৩ বছর বয়সি এক সিনিয়র স্টাফ নার্স নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ আসে।

এ নিয়ে বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। যার মধ্যে মৃত্যু হয়েছে এক জনের। বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানাগেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তি মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দরিরচর গ্রামের বাসিন্দা রতন সরদার (৫৫)। তিনি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট আসে।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রতন সরদার স্থানীয় একটি ঘেরে কাজ করতো। সেখানে থাকতেই তার সর্দি, কাশি সহ করোনা উপসর্গ দেখা দেয়। এ জন্য তাকে ঘেরের চাকরি থেকে বিদায় দেয়া হয়।

ওই অবস্থানেই বাড়িতে বসে মৃত্যু হয় রতন সরদারের। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে মৃত রতন সরদার ও তার স্ত্রী’র নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের দু’জনের রিপোর্ট আসে। এর মধ্যে মৃত ব্যক্তির করোনা পজেটিভ এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া বুধবার তার পরিবারের অন্যান্য সদস্য এবং সে যাদের সংস্পর্শে গেছে তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, বরিশালে প্রথম বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, হিজলা ও মুলাদীতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদের মধ্যে একজন একজন চিকিৎসক ও দু’জন স্টাফ নার্স ও দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানাগেছে। সর্বশেষ শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে দায়িত্বরত নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান: ২ জনকে জেল, ৮ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল মহানগরীর বাজার রোড,কাঠপট্টি, সদর রোড, পোর্ট রোড, চকবাজার রোড, বগুড়া রোড, আমতলার মোড়, চকবাজার, ব্রাউন কম্পাউন্ড রোড, পুলিশ লাইন রোড, আমতলার মোড়, সদর রোড, বাংলাবাজার এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫ টি দোকান কে ১০ হাজার টাকা জরিমানা এবং দুই জনকে ১ মাসের জেলা প্রদান করা হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম এবং চায়ের দোকানসহ অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দীন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। এসময় নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে ১ টি স্টিলের দোকান এবং আমতলা মোড় এলাকায় ১ টি চায়ের দোকান ও ১ টি জুতার দোকান খোলা রেখে ভেতরে ক্ষেত্রবিশেষে প্রায় ৬-৮ জন করে আড্ডারত অবস্থার পাওয়া যায়। এভাবে অপ্রয়োজনীয় দোকান খোলা লোকসমাগম করে সরকারী আদেশ অমান্য করায় এবং করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বৃদ্ধি করার অপরাধে বর্ণিত ৩টি দোকানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(১) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বিভিন্ন অংকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় পুলিশ লাইন রোডে মেসার্স জে আহমেদ এন্ড কোং নামের একটি প্রতিষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড সিগারেট কোম্পানি জনসমাগম করে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে প্রায় ২০০ জন ছোট-বড়ো সিগারেট ব্যবসাহিকে জড়ো করে সিগারেট বিক্রির কার্যক্রম পরিচালনা করছিলো।

ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লোকজনের সাথে কথা বলে জানতে পারেন এসআর এর মাধ্যমে আগে থেকে তারিখ ঘোষণা করে তাদেরকে ফোন করে আনা হয়েছে সিগারেট দেবাট জন্য। এভাবে অপ্রয়োজনীয় কারখানা খোলা রেখে জনসমাগম ঘটিয়ে মহামারী করোনা ভাইরাস এর ঝুঁকি বৃদ্ধি করায় কোম্পানির দুই জন সুপারভাইজার এম নয়ন (৩৬) এবং মোঃ মারুফ হোসেন (২৯) কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউসন অফিসার হিসাবে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন।

আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অপরদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা তৈরি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসমাগম প্রতিরোধের লক্ষ্যে অন্যান্য দিনের মত আজও অভিযানকালে কাঠপট্টি রোড এলাকায় ইলেকট্রিক সামগ্রীর দোকান খোলা রেখে জনসমাগমের মাধ্যমে অবহেলাজনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা আছে এরূপ কার্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ধারা ২৬৯ মোতাবেক ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে হামলা: ইডেন কলেজের ছাত্রীসহ আহত-১১

করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে বরিশালের উজিরপুর উপজেলায় বরাকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে হামলা চালিয়ে ইডেন কলেজের ছাত্রীসহ ১১জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নয়জনকে আসামি করে বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, তার চাচা নুরুল হক বেপারীর পালিত একটি কবুতর সোমবার সন্ধ্যায় প্রতিবেশী মোসলেম আলী খানের বাড়িতে উড়ে যায়। ওই কবুতর আনতে যায় তার চাচাতো বোন গত এক মাস পূর্বে বাড়িতে আসা ইডেন কলেজের ছাত্রী রিপা খানম। এসময় ওই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে করোনায় আক্রান্তের গুজব ছড়িয়ে মোসলেম আলী গংরা রিপার ওপর হামলা চালায়।

একপর্যায়ে রিপার চিৎকারে তাদের বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারী মোসলেম আলী খান, মোশারেফ হোসেন, লতিফ খান, বেল্লাল হোসেনসহ তাদের অন্যান্য সহযোগিরা লাঠিসোটা নিয়ে পিটিয়ে ১১ জনকে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে গুরুত্বর আহত ইডেন কলেজের ছাত্রী রিপা খানম, নুরুল হক বেপারী, মৌসুমী আক্তার, শাহিন বেপারী, নুরুল হক বেপারী, মাসুদা বেগম, সেলিনা বেগম, সেলিম বেপারী, নুর আলম বেপারী, শারমিন বেগম ও সাথী খানমকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

 

বরিশালের হাট বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত

শামীম আহমেদ:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার(১৫এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরীর পোর্টরোড,চকবাজার,নতুন বাজার সাগরদী বাজার ও চৌমাথা বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন ট্রাফিক ডিসি মোঃ জাকির হোসেন মজুমদার।

এ সময় তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।নগরীর পোর্টরোর্ডে দিনের বেলায় শুধু মাছ ব্যাতীত তরমুজের ট্রাক প্রবেশ বন্ধ করেদেয়া হয়েছে। এ ছাড়াও চক বাজার এলাকায় অনওয়ে চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরীতে অতিরিক্ত জনসমাগম কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান,টি আই আঃ রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

 

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ৪০২ জন প্রেসের কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ৪০২ জন মিডিয়া কর্মীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নিন্ম-মধ্যবিত্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে জেলা প্রশাসন। তারি ধারাবাহিকতায় আজ ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় বরিশাল জেলার ৪ টি সংগঠন শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের ১৯২ জন। বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ১৫৬ জন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির ৩৭ জন এবং বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন এর ১৭ জন।

মোট ৪০২ জন মিডিয়া কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদের মধ্য রয়েছে চিত্র সাংবাদিক, বার্তা সম্পাদক, রিপোর্টার, কম্পিউটার অপারেটর, প্রুফ রিডার, সার্কুলেশন ম্যানেজার, লাইনম্যান, পেস্টার, বিটপিয়ন, অফিস পিয়ন, ছাপাখানার কর্মচারীসহ অন্যান্য। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী সকল প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়। এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, সাবান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই খাদ্য সামগ্রী পেয়ে জেলা প্রশাসন বরিশালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ।