বরিশালে কীর্তনখোলায় ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত সুরভী-৮

বরিশাল:
করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) রোগীদের চিকিৎসায় বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় ও বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার রাতে বরিশাল নদী বন্দরের টার্মিনালে ‘ভাসমান আইসোলেশন ইউনিট’ হিসেবে লঞ্চটিকে ঘোষণা করেন প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) প্রশান্ত কুমার দাস, বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আজমল হুদা মিঠু সরকার এবং জেলা প্রশাসনের সহকারি কমিশনার এসএম রবিন শীস।
শনিবার সকালে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুইটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন আছে। সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে।

বরিশালে তিনজন করোনায় আক্রান্ত: একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন রোগির করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে। এরমধ্যে একজন পুরুষ চিকিৎসক, একজন মেডিকেল ছাত্র, অপরজন বরগুনা জেলার বাসিন্দা। চিকিৎসক আক্রান্ত হওয়ায় সাধারণ চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।
শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ বাকির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মধ্যে আক্রান্ত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের এক ছাত্র (২৪) রয়েছে। তার বাড়ি গৌরনদী উপজেলায়। সে গত বুধবার কুমিল­া থেকে তার বাড়ি গৌরনদীতে আসে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত চিকিৎসক গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকার ভাড়াটিয়া ও আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে দায়িত্বরত ছিলেন এবং তার স্ত্রী একই উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসকও এর আগে করোনায় আক্রান্ত হন। ডাক্তার দম্পত্তি শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তৃতীয় ব্যক্তি ৭২ বছরের বৃদ্ধ বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি পরীক্ষার আগেই শুক্রবার সন্ধ্যায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে তার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত।
গত ১৬ এপ্রিল দুপুরে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ৪০ বছর বয়সের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ১০ দিনে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ইউনিটে ২৩ জন রোগি ভর্তি রয়েছে যার মধ্যে পাঁচজনের রিপোর্ট পজেটিভ। সবমিলিয়ে বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারমধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্সও রয়েছেন।

বরিশালে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে লকডাউন উপেক্ষা করে লোক জড়ো করে অবৈধ ভাবে মদ বিক্রি

প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের লকডাউন ঘোষনা উপেক্ষা করে মদ বিক্রি করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আর জনসমাগম করে মদ বিক্রি করার ছবি তুলতে গিয়ে ওই দপ্তরের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন বাংলা ভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা ও মোবাইল। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের রুম আটকে দিয়ে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত হয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১টি কন্টিনার ভর্তি মদ ফেলে দেয়া হয়। যাতে ৮/১০ লিটার মদ ছিলো। পাশাপাশি ১৮০ লিটার মদ অধিদপ্তরের একটি কক্ষে আটকে তা সীলগালা করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের মধ্যে প্রায় দেড়শ লোক জড় করে মদ বিক্রি করছিলো দপ্তরটি। ৮৬ টাকা মূল্যের ১ লিটার মদ তারা ৪শ থেকে ৫শ টাকা দরে বিক্রি করছিলো। সেখানে উপস্থিত ৪/৫ জনের কাছে লাইসেন্স থাকলেও বাকি দেড়শ লোকের কোনো লাইসেন্স ছিলো না। লাইসেন্স বিহীন এসব লোকদের কাছে অতিরিক্ত দামে লকডাউন উপেক্ষা করে এবং জনসমাগত তৈরী করে কেরু কোম্পানীর মদ বিক্রি করছিলো। তবে তাদের কাছ থেকে নগদ নয় পূর্বে প্রায় ৭ লাখ টাকা জমা নেয় দপ্তরের কর্মকর্তারা। তারপর মদ বিক্রি শুরু করে। এসময় ঘটনার চিত্র বাংলাভিশন চ্যানেলের বরিশাল ক্যামেরাপার্সন কামাল হাওলাদার তার ক্যামেরায় ধারণ করলে তাকে প্রথমে মারধর করে ওই দপ্তরের কর্মচারীরা পরে ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়।

বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসান জানান, এই ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরারর একটি অভিযোগ দেয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জনসমাগম তৈরী করে মদ বিক্রি করা হচ্ছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মধ্যে। পিরোজপুর জেলার মদের ডিলার দিলীপ মদ ক্রয় করা সহ বরিশাল ও বিভিন্ন জেলার লাইসেন্স বিহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রির খবর পেয়ে মিডিয়াকর্মীরা সেখানে ছুটে যায়। এসময় কম্পাউন্ডের ভিতরে থাকা শতাধিক মাদক ক্রেতার মাদকসহ ছবি তোলার চেষ্টা করা হলে ওই কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর হাসিব, ড্রাইভার রাজন ও আউটসোর্স রাকিবসহ ৫/৬ জন বাংলাভিশনের ক্যামেরাপার্সন কামাল হাওলাদারের উপর হামলা চালায় এবং মারধর করে। পরে তার ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে তারা।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত মদ ক্রেতাদের প্রথমে সরে যেতে বললে তারা জানায় যে, তারা এখানে টাকা জমা দিয়েছে প্রায় ৭ লাখ টাকা। এখানে টাকা জমা দেয়া তাই মদ নিতে তো সমস্যা নেই। এখানকার কর্মকতারা আগেই টাকা নিয়েছে এবং অতিরিক্ত পরিচালকের কক্ষে টাকা রয়েছে।

এই বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানেননা। তবে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হচ্ছে। তারা তাদের দাপ্তরিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী বলেন, বিষয়টি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বরিশালে চিকিৎসক ও মেডিকেল ছাত্র করোনায় আক্রান্ত

প্রাণঘাতি করোনা ভাইরাসে বরিশালে আরো এক চিকিৎসক ও একজন মেডিকেল কলেজ ছাত্র আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়। দু’জনেই শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত দুইদিন পূর্বে কুমিল্লা থেকে বরিশালে এসেছেন। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া বৃদ্ধ’র রিপোর্টেও করোনা সনাক্ত হয়েছে। এই রোগী বৃহস্পতিবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা থেকে এ হাসপাতালে ভর্তি হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন শনিবার রাতে জানান, শুক্রবার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীদের মধ্যে ১৬ জনের নমুনা পরীক্ষার করার পর ৩ জনের করোনা পজিটিভ এসেছে এবং এ ইউনিটে ভর্তি থাকা ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। সব মিলিয়ে জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন।

বরিশালের বিলাসবহুল লঞ্চে চালু হলো ভাসমান আইসোলেশন ইউনিট

বরিশাল-ঢাকা নৌরুটের বিলাসবহুল তিনতলা এমভি সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে চালু করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এ ভাসমান আইসোলেশন ইউনিটের উদ্বোধন করেন।

এ সময় বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এসএম রবিন উপস্থিত ছিলেন।

Barishal-3

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস বলেন, জেলায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশনায় যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এই কার্যক্রমে সহায়তা করেছেন বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা।

Lanch

প্রশান্ত কুমার দাস আরও বলেন, বিলাসবহুল তিনতলা লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন রয়েছে। সে হিসাবে একবারে মোট ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা দেয়া যাবে।

বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান বলেন, জেলা প্রশাসনের ব্যবস্থাপনা ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় এমভি সুরভী-৮ লঞ্চকে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে চালু করা হয়েছে। প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা নিশ্চিতে বরিশাল-ঢাকা নৌরুটের আরও লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হবে। সুরভী-৮ লঞ্চকে আইসোলেশন ইউনিট করার অনুমতি দেয়ায় মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

লকডাউন হচ্ছে বরগুনা জেলা

সৈকত কর্মকার,বরগুনা:
বরগুনা জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। আজ শুক্রবার বরগুনায় ৪ করোনা রোগী শনাক্তের পর নড়েচড়ে বসে প্রশাসন।  আগামীকাল শনিবার দুপুর ১২ টা থেকে আনুষ্ঠানিকভাবে লকডাউন কার্যক্রম চালু হবে বলে নিশ্চিত করেছে বরগুনা জেলা প্রশাসন।

বরিশালে করোনা আক্রান্ত সন্দেহে এক নারীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গত ১৫ এপ্রিল দুপুরে ৪০ বছর বয়সী এক রোগী হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। পরে তার মধ্যে করোনা উপসর্গ থাকায় ১৬ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বাকির হোসেন জানান, বেলা ১১টার দিকে নিরাপত্তা সহকারে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন রোগী আছেন। যার মধ্যে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, নুরিয়া স্কুল, পুলিশ লাইন, আলেকান্দা এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযান চালিয়ে।

জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ টি দোকান এবং একজন ব্যক্তি কে মোট ১৬ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা এবং

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। নগরীর সাগরদী বাজার সংলগ্ন এলাকায় সরকারি

 

নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোঃ শওকত হোসেন কে ৫ হাজার, সুজন হাওলাদার কে ২ হাজার, আবু সুফিয়ান কে ১ হাজার এবং আবদুল হক কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই স্থানে এটিএন বাংলা নিউজের স্টিকার সম্বলিত একটি মোটরসাইকেল তিনজন গাদাগাদি করে যাবার সময় তাদেরকে আটক করা হলে, সারওয়ার নামের ব্যক্তি নিজেকে এটিএন বাংলার ক্যামেরাম্যান পরিচয় প্রদান করেন। পরিচয়পত্র চাইলে তিনি দেখাতে পারেননি।

 

মোবাইল কোর্ট টিমের সংগে থাকা গণমাধ্যম কর্মী এবং বরিশাল জেলার এটিএন টিভির প্রতিনিধির সাথে কথা বলে জানা যায় সারওয়ার আসলে ভূয়া পরিচয় দিচ্ছিলো। বিনা প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় না রেখে ঘোরাঘুরির করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (খ) ধারা মোতাবেক তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রুপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে পণ্য বিক্রয় করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক মোঃ আনোয়ার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলেকান্দা এলাকায় হেমায়েত মানে এক ব্যক্তি কে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করে চা বিক্রয় করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র‍্যাব ৮ এসআই ইসমাইলসহ তার টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অপর একটি টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

 

মোঃ অাতাউর রাব্বীর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একটি দোকানকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বানারীপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউসুফ আলীকে ২৫৬ বস্তা চাল সহ আটক

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে ২৫৬ বস্তা সরকারি কাজের বিনিময় খাদ্য কর্মসূচি (কাবিখার) ২৫৬ বস্তা চালসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলে পাঠিয়েছে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল্লাহ ছাদিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীর গোডাউনে খাদ্য মন্ত্রনালয়ের সরকারি কাজের বিনিময় খাদ্য কর্মসূচি (কাবিখার) চাল অবৈধভাবে ক্রয় করে রেখেছেন। এছাড়া ক্রয়কৃত চালগুলো তিনি বস্তা পরিবর্তন করে বিক্রি করতেন।

এমন সংবাদের ভিতিতে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাজারের উত্তর পার্শ্বের ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গোডাউন থেকে ২৫৬ বস্তা কাবিখার সরকারি চাল উদ্ধার করা হয়। পরে ভ্্রাম্যমান আদালতের মাধ্যম অভিযুক্ত বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এরপর তাকে জেল হাজতে প্রেরন করা হয় বলে জানান বানারীপাড়ার ইউএনও। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, সরকারি চাল উদ্ধারের ঘটনায় ওই ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বরিশালে সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

গত কয়েক দিন ধরে দেশের বেশকিছু জায়গায় ঝড়, বৃষ্টি হচ্ছে। শুক্রবারও (১৭ এপ্রিল) দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়ম, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২৪ ঘণ্টা পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।