বরিশালে আজ করোনা শনাক্ত দুই, মোট আক্রান্ত ২৪ জন

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২৪ জনে। তাদের একজন হলেন পুরুষ মেহিন্দীগঞ্জের বাসিন্দা বয়স (২৫) অন্য জন নারী বরিশাল মহানগরীর বাসিন্দা বয়স (৩৯)। আজ সোমবার ঢাকা জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) মাইক্রোবায়লোজি আরটি-পিসিআর ল্যাবে একজনের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে।

অন্যদিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে একজন এর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।

পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ৮জন, বরিশাল মহানগরী ৮জন, মুলাদী ১জন , হিজলা ১জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

বরিশালে করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে এক ব্যক্তির (৫৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার দিনে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, হৃদরোগে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। গত রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়। এসময় চিকিৎসকরা জ্বর ও শ্বাসকষ্ট দেখে বিকেলে ওই রোগীকে করোনা ইউনিটে স্থানান্তর করেন।

সোমবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়। ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

শেবাচিমে আরেক ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরেক ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর এ কথা জানানো হয়। এ নিয়ে চারজন ইন্টার্ন চিকিৎসক, একজন নার্স, একজন ছাত্রসহ এই প্রতিষ্ঠানের ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

এ ছাড়া জেলার অপর একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক দম্পতি, একজন ব্রাদার, তিনজন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্ব্য বিভাগ সূত্র জানায়, বরিশাল জেলায় ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গতকাল পর্যন্ত ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয়জন চিকিৎসক, একজন মেডিকেল ছাত্র, দুজন নার্স, তিনজন স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকের বেশি স্বাস্থ্য খাত–সংশ্লিষ্ট হওয়ায় কর্মকতারা উদ্বিগ্ন। তাঁরা এ জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বন করে চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজ সোমবার দুপুরে বলেন, ‘আমরা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে পেশাগত কাজ করার অনুরোধ করছি। যেহেতু এটি খুবই স্পর্শকাতর ভাইরাস, সে জন্য সচেতনতায় শিথিলতা হলেই যে কারও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্বাস্থ্য বিভাগের লোকজন যেহেতু সরাসরি সংক্রমিতদের নিয়ে কাজ করেন, সেহেতু তাঁদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। একজন ইন্টার্ন চিকিৎসক, অপরজন রূপাতলী এলাকার ২৮ বছর বয়সী এক যুবক। রাতেই দুজনের অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে। তাঁরা কোন কোন স্থানে যাতায়াত করেছেন এবং কাদের সংস্পর্শে এসেছেন, তা চিহ্নিত করার কাজ চলছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশালে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৯ এপ্রিল পটুয়াখালীর দুমকি উপজেলায়। তিনি নারায়ণগঞ্জফেরত একজন শ্রমিক। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগেই তিনি মারা যান। এরপর গতকাল পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা বাদে পাঁচ জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪২ জনের। এর মধ্যে বরিশালে ২২ জন, বরগুনায় ১০ জন, পটুয়াখালীতে দুজন, পিরোজপুরে চারজন, ঝালকাঠিতে চারজন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরগুনায় দুজন এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মোট চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন।

বরিশালে ১৯ দোকানিকে সাড়ে ৭১ হাজার টাকা জরিমানা

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে।

আজ ২০ এপ্রিল সোমবার সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, বাজার রোড, কাঠপট্টি, পোট রোড, ফলপট্টি, গীর্জা মহল্লা,

বান্দ রোড, চকবাজার, হাসপাতাল রোড, নতুন বাজার এবং লাকুটিয়া সড়ক এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৯ টি দোকান কে মোট ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়।

এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযান পরিচালনাকালে নগরীর পোর্ট রোড এলাকায় বেশ কয়েকটি জুতার দোকান ও মাছ ধরার বিভিন্ন উপকরন জাল বিক্রি করার দোকান খোলা রেখে জনসমাগম করে পণ্য বিক্রয় করছে পাশাপাশি সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে রোগের বিস্তারে ঝুঁকি বৃদ্ধি করার কারণে পোর্ট রোডের ৬ টি দোকানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারায় বিভিন্ন অংকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর নগরীর গির্জা মহল্লা এলাকায় গিয়ে দেখা যায়, মার্কেটের বাইরের অর্ধ শাটার খোল রেখে দোকানকে সংকেত দেয়ার জন্য বাইরে লোক দাঁড় করিয়ে রেখে ভেতরে স্বাভাবিকভাবেই দোকানের অভ্যন্তরে কাস্টমার রেখে কয়েকটি দোকানকে কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়।

বিভিন্ন মোবাইল ও ইলেকট্রনিকস এর দোকান খোলা রেখে জনসমাগম করে দোকান পরিচালনা করছে তার এমন অভিযোগ আমলে নিয়ে গির্জা মহল্লা এলাকার ৯ টি দোকানকে একই আইনে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসমসয়, বেশ কয়েকটি স্পটে টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানের পাশাপাশি সচেতনামূলক কার্যক্রম হিসেবে বেশ কয়েকটি স্থলে মাস্ক বিতরণ করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন এএসপি মুকুর চাকমার নেতৃত্বাধীন র‍্যাব-৮ এর একটি টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এসময় নগরীর চকবাজার এবং বাজার রোডে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগমের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরীর অপরাধে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক চারটি দোকানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফেন্সিডিলসহ আটক

যশোরের বেনাপোল পোর্টথানার শিকড়ী বটতলা থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুমন (৪৪) কে বিজিবি আটক করেছে। এসময় তার মোটরসাইকেলটিও জব্দ করাহয়।সে বরিশাল সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে।

বিজিবি জানায়, পুটখালী গ্রামথেকে সুমন মোটরসাইকেলে চেপে আসছিলো। শিকড়ী বটতলায় আসলে মোটরসাইকেল সহ তাকে আটক করা হয় এবং তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সুমন সাংবাদিকদের জানান, তারা ৬ বন্ধু বরিশাল থেকে মোটরসাইকেলে করে এসে ফেনসিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো।

তার ৫ বন্ধু ফেনসিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটক হন বিজিবির হাতে। সে আরো জানান, আইনজীবি আলম রশীদ লিখন (৪২), ডাক্তার মিঠু (৩৫), ব্যাংকার ডোনা (৩৫), ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) ও মনির হোসেন (৪০) সহ তারা নিয়মিত বেনাপোলের পুটখালী গ্রামে এসে ফেনসিডিল নিয়ে যেত বরিশালে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, বরিশালে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইউনুসের তত্বাবধানে অন্ধ মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মুক্তি

নিজস্ব প্রতিবেদক:
বানারীপাড়া আওয়ামী লীগের সহসভাপতি ও ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা একে এম ইউসুফ আলী টানা তিন দিন কারা বাসের পর মুক্তি পেলেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা মিরার সরাসরি তত্ত্বাবধানে অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ফাইলিং অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,অ্যাডভোকেট আতিকুর রহমান জুয়েল আহমেদের উপস্থিতিতে বরিশালের এডিএম কোর্টে জামিনের আবেদন করে।

আজ দুপুর ৩টা ৩০ মিনিটে শুনানি শেষে এডিএম রাজিব আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পাচঁ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য গত ১৭ এপ্রিল তার আড়তে কাবিখার ২৫৬ বস্তা চাল পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনা সুত্রে জানাযায় বানারীপাড়া আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী দীর্ঘ প্রায় ১২ বছর পূর্বে চোখের রেটিনায় সমস্যার কারনে তিনি অন্ধত্ব বরন করেন,সেই থেকে তিনি তার ঠিকাদারী ব্যবসা ছেড়ে পৈতিৃক ব্যবসা চালের আড়তদারী শুরু করেন। স্বাধীনতা সংগ্রাম হতে আজীবন আওয়ামী লীগ করা একে এম ইউসুফ আলীর অন্ধত্বের কারনে প্রকল্পের সিপিসিরা তার কাছে কাবিখার চাল বিক্রি করতেন।

যাহাতে একে এম ইউসুফ আলী খেয়ে পরে বেচেঁ থাকতে পারেন। প্রকল্পে বালু ভরাট, মাটি কাটা ওই সব প্রকল্পে শ্রমিক ও ড্রেজার মালিকরা চাল নিতে না চাইলে তখন প্রকল্পের সিপিসিরা কেহ ৫ টন কেহ ৩ টন এই রকম চাল বিক্রি করে তারা নগদ টাকা দিয়ে প্রকল্প বাস্তবায়ন করেন। সেই চাল কাল হয়ে দাড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সহসভাপতি একে এম ইউসুফ আলীর। ইউসুফ আলীর পরিবারের ঘনিষ্ঠজনরা কান্নাজড়িত কন্ঠে জানান মুক্তিযুদ্ধে বিরোধিতা কারী একদল ষড়যন্ত্রকারী তার অন্ধত্বের সুযোগ নিয়ে কাবিখার ওই ক্রয়কৃত চাল ত্রানের চাল বলে অপপ্রচার চালিয়ে এহ কর্ম ঘটিয়েছেন।

বানারীপাড়া উপজেলার বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওহেদুজ্জামান দুলাল জানান ইউসুফ আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা,সে একজন মুক্তিযোদ্ধা। ৭৫ পরবর্তী সময়ে তিনি বার বার কারাবন্দী হয়েছেন। এখন তার অন্ধত্বের সুযোগ নিয়ে একদল ষড়যন্ত্র কারী এহ অপকর্ম ঘটিয়েছেন। আমরা তাদের স্বমূলে উৎপাটন করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করবো। উল্লেখ্য ইউসুফ আলীকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে ঝড় ওঠে।

বানারীপাড়ার সাধারণ মানুষ থেকে আওয়ামী নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন সকল ষড়যন্ত্র কে ভেদ করে অতি দ্রুত উপযুক্ত প্রমাণ এর মাধ্যমে ইউসুফ আলীকে তারা মুক্ত করবেন ইনশাআল্লাহ ও তার সুস্থতা কামনা করে সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন। তারা আরো উল্লেখ করেন অন্য দল থেকে আসা এক প্রভাবশালী নেতা ওই চাল না কিনতে পেরে অপপ্রচার চালিয়ে এহ কার্য ঘটিয়েছে। সকলেই উর্ধতন কর্তৃপক্ষের নিকট এর সুষ্ঠ তদন্ত দাবী করেছেন ও ষড়যন্ত্র কারীদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন। তবে আজ তার মুক্তিতে বানারীপাড়ার জনমনে শান্তি বিরাজ করছে। হাজারো জনগন তাকে এক পলক দেখার জন্য বানারীপাড়ায় অপেক্ষমান রয়েছেন।

বরিশালে গভীর রাতে প্রেমিক জুটি আটক

দেশে জুড়ে মহামারী করোনা ভাইরাস। তবে এ সময়টা নিরব থাকায় যৌন চাহিদা মেটাতে শারীরিক অবৈধ সম্পর্কের গরে তোলে ওরা। আজ সোমবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর চাঁদমারী বঙ্গবন্ধু কলোনির আজিজ মাস্টারের ভাড়াটিয়া সেলিম খানের পুত্র ইব্রাহিম( ২০) ও বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের এর বাসিন্দা কদম আলী শিকদারের মেয়ে শাহিনুর বেগম (৩০) অবৈধভাবে ঘনবসতি এলাকার মধ্যে অনৈতিক কর্মকান্ডের সময় দু’জনকেই স্হানীরা গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়,রাতে এই মহামারী করোনাভাইরাসে বহিরাগত কেউ যেন এলাকায় প্রবেশ না করতে পারে সে জন্য এলাকার লোকজন প্রতিনিয়ত এলাকায় টহল দেয়। সেই সময় তাদেরকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় চোখে পড়ে।

সমন্বিত চেষ্টায় ঝুঁকিমুক্ত বরিশাল

করোনা একটি ভাইরাস বাহিত জীবন ধ্বংসকারী রোগ হলেও তা প্রতিহত করতে সমন্বয় করে কাজ করতে হচ্ছে। শুধু চিকিৎসা নয় মানুষ নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের সার্বক্ষণিত চেষ্টা, আবার অভূক্তদের ঘরে খাবার পৌছে দিতে নিরন্তর কাজ করে যাওয়াই এখন বড় চ্যালেঞ্চ।

সেই চ্যালেঞ্চকে গ্রহণ করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রশাসনিক তিনটি দফতর ও তাদের শীর্ষ কর্মকর্তারা। ফলে এখন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব শতভাগ প্রতিহত করা না গেলেও সেবায় বিচ্যুতি হয়নি বরিশালে। যদিও জনসেবা দিতে গিয়ে ইতিমধ্যে রাষ্ট্রীয় ওই তিনটি প্রতিষ্ঠানের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। যারমধ্যে সবচেয়ে বেশি ডাক্তার। তারপরও উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ করোনা মোকাবেলায় কাজ করার ঘোষণা দিয়েছেন সমন্বিত তিনটি দফতরের কর্মকর্তারা। দফতরগুলো হলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন। দক্ষিণাঞ্চলে করোনা যুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করে যাচ্ছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হােসেন ও তার চিকিৎসকরা। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। যারমধ্যে তিনজন চিকিৎসক, একজন সেবিকা ও একজন ছাত্র রয়েছেন। রোগীদের হঠকারিতায় লকডাউন করতে হয়েছে মেডিসিন ওয়ার্ডকেও। প্রয়োজনীয় সরঞ্জামাদির চেয়ে অপ্রতুল ব্যবস্থা নিয়ে করোনা প্রতিরোধে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকল চিকিৎসকরা।

বলা হচ্ছে, সৃষ্টিকর্তার পর এই অঞ্চলের মানুষের জন্য করোনা প্রতিরোধে যদি কাজ করতে পারেন তা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এর আগে এই হাসপাতাল নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলেও চিকিৎসকদের আন্তরিকতায় এখন ডেডিকেটেট হাসপাতালে পরিণতে হয়েছে বর্তমানে।

ওদিকে করোনা রোগী শনাক্ত হওয়ার আগ থেকেই কঠোর অবস্থানে মাঠে নামে জেলা প্রশাসন। করোনা শনাক্তের পর সম্পূর্ণ বরিশাল জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির শুরু থেকেই অদ্যবধি জেলা প্রশাসন কল্পনাতীত ভূমিকা পালন করে যাচ্ছেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান পুরো জেলাকে সার্বক্ষণিক মনিটরিং করছেন। যেকোন স্থানের তথ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মানুষদের সুরক্ষিত রেখেছেন। তাছাড়া অসহায়, কর্মহীন মানুষদের সহায়তায় উজার করে দিচ্ছেন নিজেকে। অভাবগ্রস্থের সংবাদ পেলেই কােন আনুষ্ঠানিকতা, প্রচারণার ফটোসেশনের বালাই না ধরে পৌছে দিচ্ছেন খাবার।

এসএম অজিয়র রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও তৎপরতায় বাস্তবায়িত হয়েছে লকডাউন। কোথাও কােন অনিয়মের অভিযোগ এখনো ওঠেনি। এমন কথাই বলছিলেন কর্নকাঠির বাসিন্দা রফিকুল ইসলাম শাওন। বিশ্বিদ্যালয় পড়ুয়া এই শিক্ষার্থী মনে করেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান দক্ষতার সাথে সবকিছু সামাল দিচ্ছেন। পুরো জেলায় তার প্রশংসা। কারন, অনেক জেলায় লকডাউন, ত্রাণ নিয়ে নানান অভিযোগ শোনা যায়। বরিশাল জেলায় ওই ধরণের কিছু এখন পর্যন্ত কারও কাছে নেই।

মানুষকে সচেতন করতে এসএম অজিয়র রহমান সরাসরি সংযুক্ত হচ্ছেন বাসিন্দাদের সাথে। ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে ত্রাণ বিতরণের ক্ষেত্রটিকেও ব্যাপকভাবে উৎসাহিত করে মানুষের সাহায্য পাওয়ার দ্বার প্রসার ঘটিয়েছেন।

জেলা প্রশাসক মনে করেন, সমন্বয় করে কাজ করলে সুফল আসবেই। তিনি সবসময় চেষ্টা করেন সবাইকে নিয়ে করোনা প্রতিরোধে কাজ করতে। আর তারই সুফল পাচ্ছে মানুষ। এটা তার নৈতিক দায়িত্ব। সুতরাং তার কাজের ক্ষেত্র নিয়ে এখনই মতামত দেওয়ার সময় আসেনি বলে মত দেন।

ওদিকে সরকারের সমস্ত নির্দেশনা বাস্তবায়নে এবং কোটি মানুষকে করোনা প্রতিরোধ যুদ্ধে সম্পৃক্ত করার চেষ্টায় ইতিমধ্যেই সফলতা দেখিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সরাসরি তত্ত্বাবধায়নে শতভাগ সচেতন হয়েছেন মানুষ। তার সাথে সাথে অবর্ননীয় পরিশ্রম এবং দেশ প্রেমের জন্য প্রশংসিত হয়েছে বিএমপি।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে জনবহুল বিধায় ঝুঁকিপূর্ণর প্রবণতায় এগিয়ে ছিল মেট্রোপলিটন এলাকার চার থানা। আর এই এলাকার মধ্য থেকেই গেছে এই বিভাগের একমাত্র আঞ্চলিক মহাসড়কটি। ফলে সারা বাংলাদেশের মানুষ এই পথ দিয়ে যাতায়াত করায় করোনার ঝুঁকি ছিল মারাত্মক। কিন্তু ৮ মার্চ দেশে করোনা রোগী সংক্রমিত হওয়ার পরপরই কঠোর নজরদারী শুরু করে পুলিশ। এতে করে মানুষের চলাচল সিমিত করা হয়; পুলিশের সকল সদস্য মানুষের ঘরে ঘরে গিয়ে সচেতনতামূলক নির্দেশনা দিয়ে আসেন। জানিয়ে আসেন কি করতে হবে আর কি করা যাবে না। মূলত করোনা কি, কেন হয়? তা এই অঞ্চলের মানুষ জেনেছে পুলিশের মাধ্যমে।

আর বর্তমানে কমিশনার শাহাবুদ্দিন খানের কড়া নির্দেশনা রয়েছে ত্রাণে অনিয়ম, প্রতারণা, মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও লকডাউন কার্যকর করার। মেট্রো এলাকার জনবহুল এলাকার বাজার ইতমিধ্যে সরিয়ে ফেলা হয়েছে। বন্ধ করা হয়েছে সাধারণ পরিবহনগুলো। শুধু বন্ধ করেই থেমে থাকেনি, কর্মহীন হয়ে পরা মানুষদের মুখে খাবার তুলে দিয়ে পুলিশ যে শুধু আইন প্রয়োগ করতে পারে তা নয়; মানবতার বন্ধু হয়েছেন। নিজেদের কাঁধে করে মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছে মেট্রো পুলিশ। এমনকি নিজেদের বেতনের টাকাও বিলিন করে দিয়েছেন মানুষের মাঝে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় ১ দিন পরেই অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটেও এই বদলি সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ দেয়া হয়েছে। যেখানে বদলিকৃত ২৬ জনকেই ২৬ এপ্রিলের মধ্যে স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ২৭ এপ্রিল থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলির বিষয়টি বলা হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডুকে বরিশাল বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া অপর এক অফিস আদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে দেশের বিভিন্ন প্রান্তে বদলি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরমধ্যে পরিদর্শক পদে ৩ জন, উপ-পরিদর্শক পদে ৪ জন, সহকারি উপ-পরিদর্শক পদে ৫ জন, সিপাহী পদে ৬ জন, হিসাবরক্ষক পদে ১ জন, গাড়িচালক পদে ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন, ওয়্যারলেস অপারেটর ১ জন, অফিস সহায়ক পদে ১ জন করে রয়েছেন।

এছাড়া বরিশাল জেলা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মেহেদী হাসনকে ঢাকাস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রশাসন অধিশাখায় সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করার জন্য ইতিপূর্বে যে আদেশ দেয়া হয়েছিল তাও বাতিল করা হয়েছে ওই আদেশে।

এছাড়াও রাজশাহী জেলা কার্যালয়ের একজন পরিদর্শক, পটুয়াখালী জেলা কার্যালয়ের দুই জন ও বরগুনা জেলা কার্যালয়ের একজন উপ-পরিদর্শক, ভোলা ও নারায়নগঞ্জ জেলা কার্যালয়ের একজন করে গাড়িচালক, পটুয়াখালী জেলা কার্যালয়ের একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ও একজন অফিস সহায়ককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

উল্লেখ্য গতকাল শনিবার লকডাউন উপেক্ষা এবং জনসমাগম করে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিস্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসন অবৈধভাবে মদ বিক্রির ছবি তুলতে যান। এ সময় সেখানকার উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাপারসনকে মারধর করেন। এক পর্যায়ে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। খবর পেয়ে চলমান ভ্রাম্যমান আদালত র‍্যাবের সহায়তায় সেখানে উপস্থিত হয়। পরে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এ বদলির আদেশ জারি করে কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বরিশালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরে মদ বিক্রি, কর্মকর্তা প্রত্যাহার

সাংবাদিক মারধরের ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিচালক অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই এই আদেশ এলো স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর সুরক্ষা সেবা বিভাগের উপপরিচালক (প্রশাসন) মোঃ মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলীর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক পদে বদলী করা হয়েছে। আর বরিশালের দায়িত্বে দেওয়া হয়েছে পরিতোষ কুমার কুন্ডুকে।

প্রসঙ্গত, বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মদ বিক্রি করে আসছিল বদলীকৃত অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানসহ তার কিছু ঘনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারী। সেই অভিযোগের প্রেক্ষিতে ১৮ এপ্রিল সংবাদ সংগ্রহে যায় গণমাধ্যমকর্মিরা।

এসময়ে বাংলাভিশনের ক্যামেরা পার্সনকে মারধর করে অধিদফতরের মদ বিক্রিতে নিয়োজিত কর্মচারীরা।