রাতে মহাসড়ক টহলে গাফিলতি, বরিশালে ১৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:

মহাসড়কে নৈশকালীন টহল ডিউটি পালনে গাফিলতির অভিযোগে বরিশাল জেলার উজিরপুর এবং গৌরনদী থানার ৩ উপ-পরিদর্শকসহ ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। গত ৩ জুলাই রেঞ্জ ডিআইজি সাক্ষরিত এক অফিস আদেশে ওই ১৪ জনকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে ডিআইজি কার্যালয়কে অবহিত করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুই থানার ৩ উপ-পরিদর্শক ও ১ জন সহকারী উপ-পরিদর্শক এবং ১০ জন কনস্টেবলকে স্ব-স্ব থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর ও গৌরনদী থানার ওসি।

যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে তারা হলো গৌরনদী থানার উপ-পরিদর্শক আব্দুল গফফার হোসেন ও সগীর মিয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, কনস্টেবল মো. ইকবাল, মো. কামাল, আব্দুল হক রানা, মো. মুরসালিন, মো. নয়ন, শ্রী অমৃত, মো. মেহেদী, উজিরপুর থানার উপ-পরিদর্শক জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা এবং ইমরান হোসেন।

ডিআইজি কার্যালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২ জুন বৃহস্পতিবার রাত ৩ টা ২০ মিনিটে বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ডের মধ্যে গ্যারেজ থেকে ইয়ামাহা এফজেড ভি-২ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়। বিভাগীয় সদর দপ্তর কম্পাউন্ড সহ ঢাকা-বরিশাল মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অজ্ঞাতনামা এক চোর খালী পায়ে চাবি বিহীন অবস্থায় মোটরসাইকেলটি নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় প্রবেশকালীন চেকপোস্ট এবং পরে গৌরনদী থানা এলাকার প্রবেশকালীন চেকপোস্ট হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার দিকে চলে যায়। ওই দুই থানার ওই ১৪ সদস্য ওই রাতে মহাসড়কে রাত্রীকালীন টহলের দায়িত্ব থাকলেও তারা দায়িত্ব পালন করেন নাই বলে প্রতীয়মান হয়। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে অজ্ঞাতনামা চোরসহ ইয়ামাহা এফজেড ভি-২ মডেলের একটি মোটর সাইকেলটি উদ্ধার করা সম্ভব হতো। এ অবস্থায় মহাসড়কে রাত্রীকালীন টহল ডিউটি পালনে গাফিলতি করায় ওই ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে ডিআইজি কার্যালয়কে অবহিত করতে পুলিশ সুপারকে চিঠিতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান মুঠোফোনে বলেন, মহাসড়কে রাত্রীকালীন টহল ডিউটি পালনে গাফিলতি পরিলক্ষিত হয়েছে। ২ জুলাই রাতে জেলার দুই থানা এলাকায় মহাসড়কে দায়িত্বপালনকারী ১৪ জনকে সাময়িক বরখাস্ত করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ব্যবস্থা নেবেন।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বর্তমানে বরিশালে অনুপস্থিত রয়েছেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন মুঠোফোনে বলেন, বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভালো বলতে পারবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুদীপ্ত সরকার মুঠোফোনে বলেন, ডিআইজি কার্যালয়ের চিঠির প্রেক্ষিতে ওই ১৪ জনকে আজ মঙ্গলবার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি কর্মস্থলে ফিরে ডিআইজি কার্যালয়ের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সিলেট সহ বণ্যার্তদের জন্য ব্যবসায়ী ও পথচারিদের কাছে বরিশাল মহানগর বিএনপি

শামীম আহমেদ, ॥

“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের বণ্যা দূগত বানবাধিদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বরিশাল মহানগর বিএনপি নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান সহ পথচারিদের কাছ সাহয্যের হাত বাড়িয়ে তাদের কাছে গিয়ে দাড়িয়েছেন। এসময় সাধারন ব্যবসায়ী ও পথচারিরা স্বতঃফূর্তভাবে যার যা তৌফিক মত সেভাবে বাণ্যার্তদের পাশে থাকার সহনোভূতি দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (৫) জুলাই বেলা সাড়ে ১১টায় নগরীর ফলপট্রি এলাকা থেকে সাহায্য উত্তোলন কার্যক্রম শুরু করেন। পরে চকবাজার, পদ্ধাবতী, সহ বেশ কয়েকটি এলাকায় ঘুড়ে ঘুড়ে বণ্যার্তদের জন্য সাহায্য উত্তোলন করেন।

এসময় উপস্থি ছিলেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, দলের রসিকম্যান সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, সাধারন সম্পাদক পাপিয়া পারভিন,মহানগর শ্রমিক দল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,বদিউজ্জামান টোলন,জহিরুল ইসলাম লিটু, জাহিদুর রহমান রিপন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন,নগরের নয় নং ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান মিলন, সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আলমগীর হোসেন,মহানগর যুবদল নেতা মাকসুদ সহ বিভিন্ন দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

ববি ছাত্রকে মারধর, মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

এক ছাত্রকে মারধর করার জের ধরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরীর বৈদ্যপাড়া মোড় এলাকায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সিএন্ডবি রোডের সোমালয় ভবন সংলগ্ন তেমাথা মোড়ে বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করে। এতে ঢাকা কুয়াকাটা-পটুয়াখালী-বরগুনা-পিরোজপুর ও ভোলা রুটে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো। এ সময় ওই এলাকায় মহাসড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

ওই ৪ জেলার সাথে রাজধানীতে যানবাহনে যাতায়াতে নগরের সিএন্ডবি রোড (মহাসড়ক) অতিক্রম করতে হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, সিএন্ডবি রোডের সোমালয় ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষার্থী মেস করে থাকেন। তাদেরই একজন রসায়ন বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র নিরব মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই যুবক রুমি ও রবিউলের সঙ্গে মোটরসাইকেলের থাক্কা লাগে। দুই যুবকের সঙ্গে মোটরসাইকেল আরোহী ছাত্র নিরবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা নিরবকে মারধর করে।

এ ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে স্থানীয় রুমি ও রবিউলের সঙ্গে আরও কয়েক যুবক সোমালয় ভবনে গিয়ে ছাত্রদের মেসে হামলা-ভাংচুর করেছে। এর প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে ৩-৪টি বাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমালয় ভবনের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তাদের সঙ্গে আশপাশের বিভিন্ন মেসে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যোগ দেন।

সন্ধ্যার দিকে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমও ঘঁনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। ঘণ্টাকালব্যাপী আলোচনার পর সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে শুরু হয় যান চলাচল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নেয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, হামলা-নির্যাতনের শিকার শিক্ষার্থীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

বরিশালে গোপন বৈঠকের অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ও রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলামের বাসা থেকে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

নেতাকর্মীরা হলেন- বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম (৪৭), সাংগঠনিক সম্পাদক রুহুল গাজী (৫০), ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্টু খান (৪৫),  বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক কাইয়ুম খান (৩৮), ইউনিয়ন যুবদলকর্মী এনায়েত হোসেন (৩২), জাফর খান (৩৩), সাইফুল ইসলাম (৩০),  রেজাউল মোল্লা (৩৪), সামিউল বেপারী (৩০),  ইউনিয়ন ছাত্রদলকর্মী আকাশ খন্দকার (২৬), মুন্না আহম্মেদ (২৪) ও ইখতিয়ার তালুকদার (৩৬)।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে তাদের আজ মঙ্গলবার আদালতে তোলার পর আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। গৌরনদী থানার প‌রিদর্শক মো. হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে আত্মীয়-স্বজন ও স্থানীয় কতিপয় কর্মীদের নিয়ে পরামর্শ করছিলাম। রাত সাড়ে ৮টার দিকে বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মামুন প্যাদার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন বাড়িতে হামলা চালায়। তারা আমাকে কুপিয়ে ও পিটিয়ে সাত জনকে আহত করেছে। পরে ১২ জনকে পুলিশের কাছে ধ‌রি‌য়ে দি‌য়ে‌ছে।’

বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

নারীদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ব্লক ও বাটিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার উদ্যোগে ব্লক ও বাটিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪ জুলাই) বিকেল পাঁচটায় হোটেল সেডেনার কনফারেন্স হলে এ কোর্স সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারী ঐক্য পরিষদের সভাপতি বেগম ফয়জুন নাহার’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জেসমিন নাহার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রজেক্ট কোওর্ডিনেটর তানিমা রহমান খান, প্রশিক্ষক কামরুন নাহার মোহনা,নাজমুন নাহার মৌসুমী, নারী ঐক্য পরিষদ সদস্য নাসরিন জাহান,দেলয়োরা বেগম,দিনারা বেগম, সাথী প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯ জন প্রশিক্ষনর্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।##

বরিশালে বাবুল মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিসিসি সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যাকারী এস.এম রফিক সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪) জুলাই আছরবাদ সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামানে মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ,যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়েজ আহমেদ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য ও মহানগর বিএনপি আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ,আ.ন.ম সাইফুল আহসান আজিম,এ্যাড, হুমাউন কবীর মাসুদ, এ্যাড, ইমন চাকলাদার, সাইফুল আহসান বিপু,এ্যাড সরোয়ার হোসেন,বদিউজ্জামান টোলন,আরিফুর রহমান বাবু,জাহিদুর রহমান রিপন,সেলিনা বেগমমহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,এইচ এম তছলিম উদ্দিন, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, জাতীয়তবাদি মৎস্য দলের সাগর উদ্দিন মন্টি সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন গিয়াস উদ্দিন বাবুল মোল্লার হত্যার তদন্তের কাজে প্রশাসনের কোন ধরনের গাফলতির আশ্রয় নিলে মহানগর বিএনপি বরিশালে ডাকা কঠোর আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

এছাড়া তিনি দলীয় নেতা কর্মীদের কঠোর নির্দেশ দিয়ে বলেন বাবুল মোল্লার হত্যাকারী তথাকথিত ইয়াবা সহ ডায়েগণস্টিকের আড়ালে দেহ ব্যবসায়ী রফিক সহ সকল আসামীদের খুজে বেড় করে পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান।

বিএমপি’র বন্দর থানায় ‘ওপেন হাউজ ডে ‘ অনুষ্ঠিত

বিএমপি’র বন্দর থানায় “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ  মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার।

প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।  পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন।

অনুষ্ঠানের শুরুতেই শতভাগ  জবাবদিহিতা নিশ্চিতকল্পে যথারীতি  বিগত ওপেন হাউজ ডে’  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন  কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের  সামনে পাঠ করে শোনানো হয়।

পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট  নানান বিষয়ে তাদের সমস্যা  তুলে ধরলে, প্রধান অতিথি মহোদয়  উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।  যাহার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

ওপেন হাউজ ডে’তে হারানো মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া হয়।

অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি  মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে’তে এ সময় আরো উপস্থিত ছিলেন,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি  মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের  সেবা প্রত্যাশী, সুশীল সমাজের নেতৃবৃন্দ,  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বরিশালে অচল রাস্তা সচল করলেন স্থানীয়রা

শামীম আহমেদ ॥

বর্ষায় কাদা-পানিতে একাকার হয়ে দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার প্রায় ছয়’শ ফুট মাটির রাস্তা। অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুপ্রেরণায় চলাচলের অনুপযোগী রাস্তায় বালু দিয়ে মেরামত করে সচল করা হয়েছে।

উপজেলার মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ জানান, মাহিলাড়া ধান হাট থেকে নলচিড়া ইউনিয়নের হাজিপাড়া সড়কের মাহিলাড়া অংশে ছয়শ’ ফুট রাস্তায় পানি-কাদা জমে তিনটি গ্রামের বাসিন্দাদের পায়ে হেটে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছিলো। অবশেষে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর অনুপ্রেরণায় অচল হয়ে পড়া রাস্তায় বালু দিয়ে মেরামত করে সচল করেছেন স্থানীয়রা।

বালু দিয়ে অচল রাস্তায় সচল করে দেওয়ার কারনে এখন উক্ত এলাকার শিক্ষার্থী সহ গ্রামের বিভিন্ন শ্রেনীর মানুষ নিবিঘ্নে চলাচল করতে পারছেন বলে এলাকাবাশিরা জানান।

বরিশালে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার-৪

শামীম আহমেদ, ॥

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত (০৪ জুলাই) ১ টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বেলা দেড়টায় নগরীর পলিটেকনিক্যাল সড়ক রোডস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বিভিন্ন পুলিশ অভিযানের তথ্য তুলে ধরে বলেন।

তারা জানায় চার ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এসময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

 

আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠি এলাকার সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম (৩৮),মোঃ রফিকুল ইসলাম রানা (৩৫),পশ্চিম চরমাদ্দি এলাকার মোঃ মিজান ওরফে নিজাম হাওলাদার (৪২) ও বরগুনা জেলা সদরের বড়ইতলা এলাকার মোঃ বারেক সিকদার (৩৭)।

 

এসময় তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান,৫ রাউন্ড কার্তুজ,১ টি ছোরা, ১ টি বগি দা,১টি চাইনিজ কুড়াল, ১ টি স্ক্রু ড্রাইভার, ১ টি সেলাই রেঞ্জ,১ টি টর্স লাইট, ৫ টুকরা রশি উদ্ধার করা হয়।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর ও ইল্লা নামক এলাকার মাঝে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

 

ঘটনাস্থলে গিয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ডাকাতদলকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়ে পালানের চেষ্টা চালায়। পুলিশও পাল্টা গুলি চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তবে ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের পূর্বে অভিযানের বিষয়টি টের পেয়ে যায় তারা। সাথে সাথে পুলিশকে লক্ষ করে ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। এসময় কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষমও হয়। গ্রেফতারের সময় পুলিশ সদস্যদের কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি।

 

তিনি জানান, গ্রেফতারকৃতরা সকলে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বরিশাল,বরগুনা ও পিরোজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

যারমধ্যে সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিমের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, কাউনিয়া থানা, এয়ারপোর্ট থানা এবং জেলার উজিরপুর ও বাকেরগঞ্জ থানায় ৯ টি মামলা রয়েছে।

গৌরনদীতে ডাকাতদলের সাথে পুলিশের বন্ধুকযুদ্ধ আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
রোবরার রাতে বরিশালের গৌরনদীতে সশস্ত্র ডাকাতদলের সাথে থানা পুলিশের সম্মুখ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাতাতদল উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার একটি পান বরজের ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সূত্রে এ খবর জানতে পেরে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালানোর জন্য চার দিক থেকে পান বরজটিকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল এ সময় গুলি ছুড়ে পুলিশের সাথে সম্মূখ বন্ধুকযুদ্ধে লিপ্ত হয় ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তখন পাল্টা গুলি ছুড়ে ডাকাত দলের সাথে বন্ধুক যুদ্ধে লিপ্ত হয়। গোলাগুলির মধ্যে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাতদের কাছ থেকে পুলিশ এ সময় ৫রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল সদৃশ পাইপগান, রামদা, চাইনিজ কুড়াল, ঘরভাঙ্গা ও জানালার গ্রীল কাটার সরঞ্জামাদি রেঞ্জ, হাত-পা বাঁধার গামছা উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বন্দুক যুদ্ধকালে পুলিশ ১০ রাইন্ড গুলি ছোড়ে। গ্রেফতার হওয়া ডাকাতরা হল, বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউপি’র ৯নং ওয়ার্ডের বলইকাঠী গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম (৩৮), একই গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম রানা (৪৫), একই ওয়ার্ডের তাদের পার্শ্ববর্তি পশ্চিম চরামদ্দি গ্রামের শাহজাহান হাওলাদার ওরফে শাহজাহান মহুরির ছেলে মোঃ মিজান ওরফে নিজাম হাওলাদার (৪২), বরগুনা সদর থানার বড়ইতলা গ্রামের মোঃ জব্বার সিকদারের ছেলে মোঃ বারেক সিকদার (৩৭)। এ ঘটনায় থানার এসআই মোঃ শাহজাহান বাদী হয়ে গ্রেফতারকৃত চার ডাকাতসহ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বরিশাল ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। ডাকাত সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিমের একার নামেই মোট ১৪টি ডাকাতির মামলা রয়েছে।