ক্লাস রুমে বসেই প্রাথমিক শিক্ষকের গাঁজা সেবন

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মাদক সেবন করার অভিযোগে এক শিক্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজাও উদ্ধার করে পুলিশ। রবিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে দপদপিয়া ইউনিয়নের পূর্ব কয়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এই বিষয় নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে পুলিশ ইচ্ছা করলে মাদক আইনে মামলা করতে পারে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকে ওই শিক্ষক ক্লাসে বসে মাদক সেবন করতেন। কোমলমতী শিশুরা বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। এলাকাবসী কয়েকবার ওই শিক্ষককে সতর্কও করে। কিন্তু ওই শিক্ষক শুনেননি। রবিবার দুপুরে এলাকাবাসী ও অভিভাবকেরা বিদ্যালয়ে আবার মাদক সেবনের খবর পেয়ে ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন। তাকে পুলিশে দেয়। পুলিশ তার কাছে থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে। নলছিটি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিতা রানী বলেন, তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। পুলিশ তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করতে পারে। তবে তার বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবনের দায়ে বিভাগীয় মামলা হচ্ছে।

ঝালকাঠিতে উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজ্জাক সেলিম

আরিফুর রহমান, আরিফ: আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক সেলিম। আজ ১৬ই ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে ঝালকাঠি সদর উপজেলার ১০ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করে তিনি প্রার্থী হবার বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দ রাজ্জাক সেলিম জেলা আ’লীগের সহসভাপতি ও সমাজসেবামূলক সংগঠন ফাতেমা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান। ২০০৯ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপরে ২০১৪ সালের উপজেলা নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তে নির্বাচন করা থেকে বিরত থাকেন।

সৈয়দ রাজ্জাক সেলিম বলেন, এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতেই এবারে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে দল থেকে মনোনয়ন পেলেও নির্বাচন করবো আর না পেলেও নির্বাচন করবো। তিনি বলেন, বার বার এলাকার মানুষের দাবী আমি উপেক্ষা করতে পারিনা।

উল্লেখ্য সৈয়দ রাজ্জাক সেলিম বিগত ১৫ বছর যাবৎ ঝালকাঠি সদর উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের তার ফাউন্ডেশনের মাধ্যমে সহয়তা করে আসছেন। তিনি এলাকার অসুস্থ দরিদ্র রোগীদের তার খরচে ঢাকা এনে চিকিৎসা করাচ্ছেন, ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি দিচ্ছেন এবং এলাকার৭-৮শ তালিকাভূক্ত দরিদ্র লোককে প্রতিমাসে ভাতা দিচ্ছেন।

বিগত ১৪ বছর আগে আ’লীগের সদস্য পদ গ্রহন করার পর হতে তিনি দলীয় কার্যক্রমেও সক্রিয় রয়েছেন। ব্যক্তি জীবনে রাজ্জাক সেলিম গালফ ইন্টারন্যাশনালের এমডি এবং ইয়েস কনেস্ট্রাকশনের চেয়ারম্যান। এ সভায় তৃনমুল থেকেআসা উপস্থিত নেতা কর্মী এবংসাধারন মানুষ তাকে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচনের অনুরোধ জানালে তিনি সকলের প্রস্তাবে রাজি হয়ে আবারো নির্বাচন করার ঘোষনা করেন। দলীয় মনোনয়ন না পেলেও তিনিপ্রার্থী হবেন বলে সাংবাদিকদের নিশ্চিত  করেছেন।

ঝালকাঠিতে ভিন্ন আঙ্গিকে ভালোবাসা দিবস পালন

ঝালকাঠি প্রতিনিধি: ‘শিশুর জন্য ভালোবাসা’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে কিছু শিক্ষার্থীরা ভিন্ন ধারায় পালন করলো ভালোবাসা দিবসটি। ‘গরীবের বন্ধু’ ব্যানারে তারা গরীব শিশুদের নিয়ে গাবখান নদীর তীরে (ইকোপার্ক) আয়োজন করেছিলো নানা ধরনের খেলাধুলা। সেইসাথে পুরস্কার বিতরণ এবং সবাইকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন। শহরের বিভিন্ন এলাকা থেকে গরীব পরিবারের ৪০ জন শিশু সন্তানরা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে। বেশ’কদিন পূর্বে কয়েক বন্ধুমিলে ‘গরীবের বন্ধু’ নামে একটি মেসেঞ্জার গ্র“প খোলেন। এতে স্কুল ও কলেজের প্রায় ৫০ শিক্ষার্থী যোগদেয়। এরা নিজেদের অর্থায়নে ভালোবাসা দিবসে গরীব শিশুদের সাথে দিনটি কাটানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত মোতাবেক গতকাল দিনভর শিশুদের নিয়ে একসাথে খেলাধুলা, বিনোদন ও মধ্যাহ্ন ভোজ করেন শিক্ষার্থীরা। আয়োজকরা বলেন, ভালোবাসা দিবসটি সবার জন্য তাই আমরা গরীব শিশুদের ভালোবাসা দেয়ার জন্য ১৪ ফেব্র“য়ারী দিনটি বেছে নিয়েছি। আমরা আজকে বন্ধুদের নিয়ে রেষ্টুরেন্টে না খেয়ে ৪০ জন শিশুকে নিয়ে এক ময়দায়ে দুপুরের খাবার খেয়েছি এটাই আমাদের আত্মতৃপ্তি।

 

রাজাপুরে শ্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের উত্তেজনা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএইচ হারুনকে সংবর্ধণা অনুষ্ঠানে শ্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলা পরিষদ চত্ত্বরের এ ঘটনায় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চেয়ার ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জে ও দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে অন্তত ৫ জন আহত হয়েছে। পরে এমপি, আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশ পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি-১ আসনে বিএইচ হারুন টানা ৩ বার সংসদ সদস্য হওয়ায় উপজেলা আ’লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধণার আয়োজন করা হয়। বিকেলে বিএইচ হারুন সভামঞ্চে উপস্থিত হলে দু’পক্ষের মধ্য পাল্টাপাল্টি শ্লোগান দেয়া নিয়ে মঞ্চের দক্ষিণ পাশে হাতাহাতির ঘটনায় সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় চেয়ার ছোড়াছুড়িতে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। পরে এমপি, আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশ পরিস্থিতি শান্ত করে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুন। উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ’লীগের সেক্রেটারি অ্যাড, এইচএম খায়রুল আলম সরফরাজ, অ্যাড. সঞ্জীব কুমার বিশ^াস, আফরোজা আক্তার লাইজু ও সিদ্দিকুর রহমান প্রমুখ। রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, মঞ্চে শ্লোগান দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি শান্ত করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

 

ঝালকাঠির ঐতিহাসিক পেয়ারা গ্রামে গেস্ট হাউজ নির্মান

আরিফ সরদার: ঝালকাঠির ঐতিহাসিক পেয়ারা গ্রাম ভীমরুলীতে গত ১৬ ই জানুয়ারি  বুধবার দুপুরে একটি গেস্ট হাউজ নির্মাণের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা বাজার সংলগ্ন ৭ শতাংশ জমিতে ৬৩ লাখ ৩৮ হাজার ২৬৭ টাকা ব্যয়ে গেস্ট হাউজটি নির্মান করা হবে।আমির হোসেন আমু বলেন ঝালকাঠির পেয়ারা বাগান আর ভাসমানহাট আজ বিদেশিদের দৃষ্টিতেও পড়েছে। তাই এখানে একটি বড় আকারের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে গেস্ট হাউজটি নির্মাণ করা হয়েছে।

রাজবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ

আরিফ সরদার: মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসএসসি ফরম ফিলাপের নামে নলছিটির রাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ হাজার টাকা হাতিয়ে নেয়া ও অত্মসাতের অভিযোগ করেছে শিক্ষার্থীর অভিভাবকেরা। অভিযোগ করে বলে যে আমাদের সন্তানেরা নলছিটি সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য টেষ্ট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ন না হওয়ায় চুরান্ত পরীক্ষা সুযোগ দানে অপারগতা প্রকাশ করে অপেক্ষমান রাখে। বিষয়টি জানতেপেরে আমরা সন্তানদেরকে বকাঝকা করলেও তাদের চুরান্ত পরিক্ষায় অংশ গ্রহন না করাতে পারলে শিক্ষা জীবন ব্যহত হবার আশংকা চিন্তিত হয়ে পরি। এ বিষয়টি রাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু অজ্ঞাত মাধ্যমে জানতে পেরে আমাদের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও জনপ্রতি ১০ হাজার টাকা করে দিতে হবে বলে জানায়। এদিকে নলছিটি সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অপেক্ষমান রাখলে এক পর্যায়ে আমরা রাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলি। আমরা জানাই যদি আমাদের সন্তানের মূল বিদ্যালয় ওদের ফরম ফিলাপের সুযোগ দেয় তাহলে আমাদের সম্পূর্ন টাকা ফেরৎ দিতে হবে এবং আমাদের সন্তানেরা সেই স্কুল থেকেই ফরম ফিলাপ করবে বলে শর্ত দিলে উক্ত প্রধান শিক্ষক মন্টু তাতেও রাজী হন। শর্তানুযায়ী আমরা ৩জন অভিভাবক তাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ও একই ভাবে এই প্রধান শিক্ষখ উপজেলা বিভিন্ন এলাকার আরো অনেক শিক্ষার্থীদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা করে নিয়েছে বলে জানতে পারি।। প্রায় ১০/১২ দিন পর নলছিটি সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অপেক্ষমান তালিকা অনুযায়ী আমাদের সন্তানদের ফরম ফিলাপের জন্য ডাকলে আমরা উক্ত প্রধান শিক্ষক মন্টু এর কাছে গিয়ে আমাদের প্রদানকৃত টাকা ফেরৎ চাইলে সে নানা তালবাহানা শুরু করে। এমন কি যাদের একটু প্রভাব-প্রতিপত্তি আছে তাদের দুএক জনকে ২/৩হাজার টাকা ফেরৎ দিলেও আমাদের পুরো টাকাই সে দিতে অস্বীকার করছে। আমরা সাধারন মধ্যবিত্ত-নিন্মমধ্যবিত্ত পরিবারের মানুষ হিসাবে উক্ত ১০ হাজার টাকা, তার উপর এখোন নতুন করে পুরানো স্কুল থেকেই ফরম ফিলাপের টাকা সংগ্রহে দিশেহারা হয়ে পরেছি। তথাপিও ধারদেনা করে বর্তমানে সন্তানদের ফরম ফিলাপ করালেও উক্ত প্রধান শিক্ষক আমাদের টাকাগুলো ফেরৎ দিতে রাজি হয়নি।অভিযোগকারীরা হলেন সরই গ্রামের জয়নাল খান।বারইকরন গ্রামের কামাল হাওলাদার, আকলিমা বেগম।

 

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারেন তারা

আরিফ সরদার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নলছিটি থেকে একাদিক প্রার্থী হবার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আওয়ামী লীগেরবর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, এ্যাডবোকেট ইউনুছ লস্কর,
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাড, জি কে
মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠী
ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম
আখতারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি
ও ইউপি চেয়ারম্যান  সিদ্দিকুর
রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম
উদ্দিন মৃধা, নলছিটি পৌর আওয়ামী
লীগ সভাপতি, ডাক্তার এসকেন্দার আলী খান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ ওয়াহেদ কবির খান, সালাহ্ উদ্দিন সেলিম খান,এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নলছিটি পৌরসভার কাউন্সিলর শিউলি
আক্তার,ঝালকাঠী জেলা মহিলা
যুবলীগের সভাপতি ও শিক্ষানবীস
আইনজীবী শিরিন লস্কর রুনা ও নারী
নেত্রী দপদপিয়ার আঃ কুদ্দুস হাওলাদারের স্ত্রী আয়েশা আক্তার
রিনা।।

ঝালকাঠির লবণ শিল্প: সরকারি পৃষ্ঠপোষকতা চান দেশীয় লবন মিল মালিকরা

ঝালকাঠি প্রতিনিধি: নদী পথে যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ায় ঝালকাঠিতে লবণ শিল্পের প্রসার ঘটেছিল। বর্তমানে লবণমিলগুলো বাজারের সেরা কোম্পানীগুলোর সাথে প্রতিযোগতিায় টিকে থাকতে পারছেনা। ব্যাংক ঋন সুবিধা না পওয়ায় মিলগুলো আধূনীকিকরন করতে পারছেনা মালিকরা। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত ১৭টি লবণ মিলের মধ্যে টিকে আছে ১১টি। এ জেলার লবণ মিলগুলোতে এখনো সনাতন পদ্ধতিতে কক্সবাজার ও বাগেরহাট থেকে আনা কর্দমাক্ত লবণ শ্রমিকরা পানিতে হাত দিয়ে সোধন করে। সয়ংক্রিয় পদ্ধতিতে লবণ সোধন না করতে পারায় পিছিয়ে পরছে লবন ব্যবসায়িরা। এজন্য তাঁরা ব্যাংক ঋনের বিরম্বনাকে দায়ি করছেন। মিলমালিকদের অভিযোগ বাজারের সেরা লবণ কোম্পনী গুলো লবণ সোধনে সোডিয়াম সলফেট ব্যবহার করে। যা লবণকে ধবধবে সাদা করে। ফলে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। কিন্তু এ ধরনের লবণ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে দেশীয় লবণ সোধনে ক্লোরাইড ব্যবহার করা হয়। যা মনব দেহের জন্য উপকার। বর্তমানে টিকে থাকা মিল গুলো হচ্ছে শরীফ সল্ট , নিউ ঝালকাঠি সল্ট , আজাদ সল্ট , লাকি সল্ট , কোয়ালিটি সল্ট , দি ঝালকাঠি সল্ট , ক্রিসেন্ট সল্ট , ধানসিড়ি সল্ট , বরকত সল্ট ও তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের কার্যক্রম চলমান আছে। বন্ধ হয়ে গেছে মিতালী, নূর, কুমিল্লা, মদিনা, মিনি ও সুরভী সল্ট ইন্ডাস্ট্রিজ। লবণ মিল মালিকদের সাথে কথা বলে জানাযায়, ব্রিটিশ আমল থেকে ঝালকাঠিতে লবণের মোকাম ছিল। ঝালকাঠি থেকে বৃহত্তর ফরিদপুর, খুলনা, বরগুনা, পাথরঘাটা, ভোলা, যশোর. সাতক্ষিরা, কুষ্টিয়া, নওপাড়া, আশুগঞ্জ ও নারায়নগঞ্জে লবণ সরবরাহ হতো। এ কারণেই ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা হিসেবে অধ্যুষিত করা হয়। ১৯৮২ সালের দিকে লবণ তৈরীর আধুনিকায়ন শুরু হলে ঝিমিয়ে পড়তে শুরু করে দেশীয় পদ্ধতিতে লবণ উৎপাদন । বঙ্গোপসাগরের অপরিশোধিত লবণ এ জেলায় এনে পরিশোধিত করা হয়। এছাড়া কক্সবাজার এবং বাগেরহাটের কর্দমাক্ত লবণ এনে ঝালকাঠিতে শোধন করে প্রয়োজনীয় আয়োডিন মিশিয়ে তা বাজারজাত করা হয়। কিন্তু দেশের কয়েকটি আধুনিক লবণ তৈরীর কারখানা হওয়ায় দেশীয় লবণের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা লবণ উৎপাদন করে প্রতিষ্ঠানে বসেই বিক্রি করে। প্রত্যন্ত এলাকার দোকানীরা এসে ঝালকাঠি থেকে কিনে নেয়। কিন্তু বড় কোম্পানী গুলো তাদের জনবল ও গাড়ি দিয়ে বাজারের দোকানে লবণ পৌছে দেয়। সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি হলেও দেখতে দৃষ্টি নন্দন হওয়ায় ক্রেতাদের চাহিদা ও আগ্রহ সেই লবণের দিকেই বেশি।সম্প্রতি সরেজমিনে শরীফ সল্ট , নূর সল্টসহ কয়েকটি লবণ মিলে গিয়ে দেখা যায় , মিলের ঘাটে কক্সবাজার থেকে আসা কয়েকটি সাম্পান ট্রলার অবস্থান করছে। ট্রলার থেকে শ্রমিকরা তরল লবণ মিলে গুধাম জাত করছে। আরেক দল শ্রমিক মিলের মধ্যে কয়েক ভাগে থাকা হাউজে কর্দমাক্ত লবন হাত দিয়ে পরিস্কার করছে। পরে মেশিনে সোধন করে আয়োডিন মিশ্রন করা হচ্ছে। সেখান থেকে অন্য শ্রমিকরা হাতে প্যাকেটজাত করছে। শরীফ সল্টের মালিক আবু সালেক শরীফ জানান, চীন থেকে ওষুধ তৈরীর সরঞ্জাম হিসেবে সোডিয়াম সলফেট আনা হয়। যা উন্নত কোম্পানী গুলো লবণ শোধনে ব্যবহার করে। যার ফলে লবণ সাদা ধবধবে হয়। মানবদেহের জন্য তা অত্যন্ত অস্বাস্থ্যকর। দেশীয় লবণ উৎপাদনে মূলত সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের জন্য উপকারী।প্রবীণ লবণ ব্যবসায়ী বরকত সল্ট ইন্ডাস্ট্রিজের সাবেক মালিক ও সাবেক পৌর কমিশনার মোঃ হাবিবুর রহমান তালুকদার জানান, লবণের আদি সৃষ্টি ঝালকাঠি ও চাঁদপুরে। তখন কক্সবাজার ও বাগেরহাট থেকে কর্দমাক্ত চাকা লবণ এনে যাতাকলে ভেঙে লবণকে খাদ্যোপযোগী করা হতো। মানুষের খাদ্যে, পশু-প্রাণির খাবারে, বরফের মিল, লোহা তৈরীর কারখানা, কাগজের মিল, চামড়ার পচন থেকে রক্ষা করার জন্য লবণের ব্যবহার করা হয়। এজন্য স্বাস্থ্য সম্মত দেশীয় উৎপাদিত মোটা লবণ অপরিহার্য।মেসার্স রূপালী ভান্ডারের ব্যবস্থাপক সুভাষ মাঝি জানান, দেশীয় লবণ প্রতি কেজি ১৫ টাকা দরে বিক্রি করা হয়। উন্নত কোম্পানীর লবণ অস্বাস্থ্যকর হলেও তা প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উন্নত কোম্পানী গুলো চাচ্ছে তাদের চাপে এই কারখানা গুলো বন্ধ হয়ে গেলে তারা ক্রেতাদের জিম্মি করে আরো চড়া দামে বিক্রি করতে পারবে। দেশীয় পদ্ধতিতে উৎপাদিত লবণ ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে রয়েছে।ঝালকাঠি জেলা লবণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক হাওলাদার জানান, আমাদের দেশীয় পদ্ধতিতে উৎপাদিত লবণে পরিমাণ মতো আয়োডিন এবং সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। যা স্বাস্থ্য সম্মত এবং মানবদেহের আয়োডিন পূরণে ও রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। কিন্তু আমরা ব্যাংক ঋন সুবিধা না পাওয়ায় বড় মিল মালিকদের সাথে পাল্লা দিয়ে লবন উৎপাদনে টিকে থাকতে পারছিনা। এ অবস্থায় সরকারের সহযোগীতা কামনা করছি।

রাজাপুরে আগুনে পুড়ে দুটি দোকান ছাই

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আগুনে পুড়ে দুটি মুদি দোকানে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বলাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে দরিদ্র দুই ব্যবসায়ীর কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ী কালু হাওলাদার ও রহিম হাওলাদার বাড়িতে যায়। রাত ১টার দিকে আগুনের খবর পেয়ে এসে দেখে সবকিছু পুড়ে ছাই গেছে। পরে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে দোকানের টেলিভিশন, চেয়ার টেবিল, আসবাপত্র ও দোকানঘরসহ সব মালামাল পুড়ে ২ ব্যবসায়ীর ৪ লক্ষাধিক টাকার হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কাল ও রহিম। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথকিমভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ঝালকাঠিতে আমনের বাম্পার ফলন, চরম শ্রমিক সংকট

রহিম রেজা, ঝালকাঠি: ঝালকাঠিতে এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফসল কাটা ও মারাই করতে কৃষকরা একন ব্যস্তসময় পার করছেন। তবে এলাকার বেকার যুবকরা আটো, অটো রিক্সা ও মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করায় ধান কাটা শ্রমিক সংকট দেয়া দিয়েছে চরম ভাবে। আবাহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে বলছে কৃষক। তাইতো তাদের মুখে হাসি ফুটেছে। আমন ধান চাষ করে এবার লাভবান হবে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে,‘ ঝালকাঠি জেলা এবছর ৪৯ হাজার ৯৪১ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। বীজ রোপন থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত কোন রকম বৈরি আবাহাওয়া না থাকায় ফলন ভাল হয়েছে। বিগত বছরে অসময়ের বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক বিপর্যয় থাকায় আমনের ব্যপক ক্ষতি হয়। এতে কয়েক হাজার হেক্টর জমির আধাপাকা ধান পঁেচ গিয়ে ফলনের বিপর্জয় হয়। কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পরেছিল। এবছর চিত্র ভিন্ন। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্ত জানিয়েছে, এবছর আমন ধানের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ১৬৯ মে.টন। এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ ভাগ ফসল কাটা হয়েছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় এক লক্ষ মে.টন চাল। ফলনও হয়েছে বিগত ১০ বছরের মধ্যে রেকর্ড পরিমান। এই অভুতপূর্ব ফলন দেখে কৃষকরা আশায় বুক বেধেছে। তবে কৃষকদের দাবি ভাল ফলনের পাশাপাশি তাদের উৎপাদিত ফসলের যেন ন্যায্য মূলে নিশ্চিত করে সরকার। তাহলে কৃষককূল আগ্রহ নিয়ে চাষাবাদ করবে, অর্থনৈতিক ভাবে মুক্ত হবে তারা। আমন ধানের মন ( ৪০) কেজি ৮০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন,‘ এবছর আমন ধানের ফলন ভাল হয়েছে। তবে ধানের ন্যায্য মূল্য যেন আমরা পাই সে ব্যাপারে সরকারের দৃষ্টি আর্কশন করছি। একই এলাকার কৃষক আব্দুল বারেক খান বলেন,‘ বর্তমানে শ্রমিকের পারিশ্রমিক অনেক বেশি। ফলস রোপন থেকে শুরু কর্তন পর্যন্ত অনেক টাকা খরচ হয়। ধানের দাম বেশি হলে আমরা বাঁচতে পারি আর কম হলে আমাদের বাঁচার কোন পথ থাকে না। বর্তমানে ধান কাটা শ্রমিক সংকট চরম আকার ধারন করেছে। ঝালকাঠি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন,‘ কৃষি বিভাগের পক্ষ থেকে এখানকার কৃষকদের বিভিন্ন রকমের পরামর্শ আমরা দিয়েছে। পাশাপাশি আবাহাওয়া ভাল থাকায় এবছর ফলন ভাল হয়েছে।