ঝালকাঠিতে খাদ্য অধিকার আইনের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে বুধবার (১৬ অক্টোবর’১৯) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিম্চিতের লক্ষে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে জন-যুব জমায়েত, আলোচনা সভা, র‌্যালি, প্রচার-প্রচারণার আয়োজন মধ্য দিয়ে সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ এর জেলা কমিটি।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন মঈন তালুকদার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা খাদ্য অধিকার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস, মহিলা সংস্থার প্রশিক্ষক সোনিয়া আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, সংবিধান খাদ্য অধিকারকে স্বীকৃতি প্রদান করেছে কিন্তু সময়ের প্রক্ষোপটে এখন প্রয়োজন আইন তৈরি করা। বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্যের হার কমে আসার ক্ষেত্রেও ঈর্ষাণীয় সাফল্য অর্জন করেছে। কিন্তু এরপরেও এখনও বাংলাদেশের ২ কোটি ৫০ লক্ষ মানুষ অপুষ্টির শিকার। যার মধ্যে প্রায় ৪৪ শতাংশ নারী রক্ত স্বল্পতায় ভুগছে। উত্তরবঙ্গসহ দারিদ্র্যপ্রবণ ৯ জেলায় ও এর বাইরে নদীভাঙ্গন এলাকা, চরাঞ্চল ও হাওড় এলাকা, রাজধানী ঢাকাসহ বিভিন্ন মহানগরের বস্তিবাসী, চা বাগানের শ্রমিক, হরিজন ও বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্যান্য অংশ মানবেতর জীবনযাপন করে। এদের খাদ্য ও পুষ্টির দিকে বিশেষ মনযোগ দিতে এবং তা নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন জরুরী বলে মত প্রদান করেন বক্তারা।

ঝালকাঠিতে আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সনাকের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : ‘আবরার হত্যাকান্ড বাক্স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত’ উল্লেখ করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ।
সোমবার (১৪ অক্টোবর’১৯) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সনাক সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে সনাক সহসভাপতি ও ইয়েস উপকমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, প্রেস ক্লাব সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার, সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ডালিয়া নাসরীন, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান ও এসিস্ট্যান্ট ম্যানেজার কমলেন্দু গুহ; ইয়েস দলনেতা পার্থ হাওলাদার, প্রথমআলো বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রণি, ফয়েজ ফাউন্ডেশনের সমন্বয়কারী রুহুল আমীন, সাউথবেঙ্গল ওপেন স্কাউটসের অমিত হাওলাদার এবং ইয়েস সদস্য উম্মে আয়মান জ্যোতি ও সাথী শর্মা বক্তব্য রাখেন।

বক্তারা আববার ফাহাদ হত্যা মামলার আসামিদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অতিদ্রুত বিচারকার্যও সম্পন্নের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া তারা অপরাজনীতির শিকার সকল হত্যাকান্ডেরও বিচার এবং ছাত্রসংগঠনগুলোকে দলীয় রাজনীতিমুক্ত করে শিক্ষাঙ্গণের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনারও দাবি করেন।

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করা হয়।

ঝালকাঠির ভাসমান হাট পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং চারটি খালের মোহনায় সৌন্দর্যমন্ডিত ভাসমান হাট পরির্দশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।

রবিবার সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন।

এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বণী আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশ করেন। তিনি বলেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত।

ঝালকাঠিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহরের শেখ রাসেল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী । ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলাকে প্রাধান্য দিয়েছেন। মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকাসহ দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে জাতি গঠনের লক্ষ্যে তিনি তাঁর পিতা-মাতার নামে সারাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধন, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি করতে ফুটবল খেলা অত্যন্ত জরুরি। এটি একটি ঐতিহ্যবাহী খেলা। উদ্বোধনী দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেন কাঁঠালিয়া উপজেলা ও নলছিটি উপজেলা।

সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি সরকারি কলেজ ছাত্র নিহতের ঘটনায় অধ্যক্ষের শোক প্রকাশ

ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সানাউল্লাহ (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত।গত শুক্রবার দিবাগত রাত্রে কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দুরর্ঘটনায় নিহত হয়।নিহত সানাউল্লাহ ঝালকাঠি বাসন্ডা এলাকার আব্দুর রাজ্জাক মীরের ছেলে। এছাড়া গুরুতর আহত অবস্থায় শেরে এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশিকুর রহমান শাওন।নিহত সানাউল্লাহর পরিবারের প্রতি গবিরভাবে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ।

৩১শে মে গরীব ও দুস্থদের নিয়ে L.H.S-২০১৬ ব্যাচের ইফতার আয়োজন

৩১শে মে গরীব ও দুস্থদের নিয়ে L.H.S-২০১৬ ব্যাচের ইফতার আয়োজন।

এম ইউ মাহিম বিশেষ প্রতিনিধি: লালমোহন মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ইফতারের আয়োজন করতে যাচ্ছেন। এল এইচ এস ২০১৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা জানান তারা ব্যাচের সকল বন্ধুরা গত বছরের মত এবারও একত্রে ইফতারের আয়োজন করবেন। তবে এবার ব্যাচের বন্ধুরা সহ আড়াই শতাধিক গরীব অসহায় দুস্থদের মুখে হাসি ফোটাতে তাদের ইফতার করাবে। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৩১শে মে শুক্রবার এ ইফতার অনুষ্ঠান হবে। ব্যাচের শিক্ষার্থীরা ইফতার আয়োজনে অংশগ্রহন করতে সকল বন্ধুদের নিম্মোক্ত কনটাক নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। নাফিজ আল রাফাত-01729104908 মোঃ সোহেল- 01740832706

ঝালকাঠিতে আইন শৃঙ্খলা রক্ষা ও আঞ্চলিক পরিবহন কমিটির সভা

ইয়াছিন আলম অভি: আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের জান মালের নিরাপত্তা, আনন্দমুখর পরিবেশ বজায় রাখা এবং যাত্রী সাধারণের নৌ ও সড়ক পথের যাত্রীদের যাতায়াত নির্বিগ্ন ও নিরাপদ করতে ঝালকাঠিতে মঙ্গলবার জেলা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটি এবং জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে সভাপতিত্ব করেন। পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন, এনএসআই উপপরিচালক মোঃ আবদুল কাদের, আরটিসি’র সদস্যসচিব ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান, এনডিসি আবুজর মোঃ ইজাজুল হক, আরটিসি’র সদস্য হেমায়েত উদ্দিন হিমু, বাস মালিক সমিতির প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও রেজাউলি করিম জাকির; সুন্দরবন লঞ্চ মালিকের প্রতিনিধি মো. আবু হানিফ, ফারহান লঞ্চ মালিকের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন। জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাফল্যের গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি সরকারি কলেজ

ইয়াছিন আলম অভি: শিক্ষা প্রসারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ১৯৬৪ সালে তৎকালীন সরকার ঝালকাঠি সরকরি কলেজ স্থাপন করে। জাতি গঠনে এ প্রতিষ্ঠান ১৯৬৪ থেকে অবদান রেখে যাচ্ছে। সে কারণে এটি ঝালকাঠি জেলার সাড়া জাগানো শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৫ম স্থান অধিকার লাভ করেছে। শুধু শিক্ষা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, আদর্শ শিক্ষার্থী গঠন করে জাতীয় জীবনেও অবদান রেখে চলছে প্রতিষ্ঠানটি।

আর এসব কৃতিত্বের মূলে রয়েছে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ। সঙ্গে রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টা এবং সহযোগিতা। বর্তমানে এখানে একাদশ থেকে মাস্টার্স কোর্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৫৪ জন শিক্ষক রয়েছন ও তিন হাজার পাঁচশত শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ প্রতিষ্ঠানে ১টি অত্যাধুনিক ভবন রয়েছে। শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ডিজিটাল কম্পিউটার ল্যাব, ইন্টারনেট কানেকশন, সর্বাধুনিক বিজ্ঞানাগার ও সিসি ক্যামেরা সবই স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত ও মনোরম সবুজ ক্যাম্পাসে একটি খেলার মাঠ । প্রতি বছর পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দিন আনিছ দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তিনি সব সময় শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বার্ষিক খেলাধুলা, বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, জাতীয় শোক দিবস এখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় এ প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অধ্যক্ষের দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির ভৌত কাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে ও ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটি শীর্ষে যাচ্ছে। এ প্রতিষ্ঠান অভিভাবক সমাজ ও সুধীজনের প্রশংসা লাভ এবং সবার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এ কারণে এখানে লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিদ্যমান রয়েছে। ডায়েরী,একাডেমিক ক্যালেন্ডার সহ শিক্ষার্থীদের পরিকল্পিত শিক্ষা দেওয়া হয়। সুরক্ষিত এবং প্রশস্ত অডিটোরিয়াম রয়েছে। একটি সুগঠিত এবং কম্পিউটার ল্যাবরেটরি রয়েছে।ধূমপানের পাশাপাশি রাজনীতি মুক্ত এ শিক্ষা প্রতিষ্ঠানটি। যথেষ্ট বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং রাসায়নিক সঙ্গে আধুনিক এবং সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস নেয়া হয়।২০.৪৫ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিতে একটি ৫ তলা বিশিষ্ঠ ভবন হয়েছে। রয়েছে অধ্যক্ষের বাসভবন, ৮টি অনার্স ডিপার্টমেন্ট ২টি মাস্টার্স ডিপার্টমেন্ট ৪টি একাডেমীক ভবন ,১টি প্রশাসনিক ভবন১টি ছাত্রাবাস ১টি ছাত্রী নিবাস ১টি শ্রমিক আস্তনা ,ছেলেদের ও মেয়েদের দুটি কমন রুম রয়েছে।শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ,শিক্ষায় দুর্বল শিক্ষার্থীদের নিয়ে গবেষনা সহ ব্যাপক পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের নেতিবাচক আচরন দুরিকরনে প্রতিষ্ঠান থেকে ১৬ দফা নির্দেশনাবলী দেয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ দক্ষতা,ন্যয় ও সততার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তিনি যোগদানের পর ক্লাশ রুমের টেবিল, চেয়ার,হল রুম,ভবনসহ ব্যাপক সংস্কার ,ক্লাশকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন,বিশুদ্ধ পানী শোধনাগারের ব্যবস্থা করেছেন।ল্যাবকে করেছেন সু সজ্জিত।এছাড়া কলেজ মসজিদে ব্যাপক উন্নতি করেছেন। শিক্ষকদের আন্তরিক পাঠদান ওঅভিভাবকদের মনিটরিং এর কারণে দিন দিন এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ছে।অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ বলেন প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর হতে নানা প্রতিকুলতাকে ডিঙ্গিয়ে আজ সুনামের সাথে লেখাপড়া চলছে। এটা সম্ভব হয়েছে শিক্ষক, অভিভাবক ও স্কুলের সাথে জড়িত সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বয়নের কারনে। আমরা চেষ্টা করছি উন্নত ও আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে।তিনি আরো বলেন,শিক্ষার পাশাপাশি প্রতিটি কার্য দিবসসহ সাংস্কৃতিক আঙ্গীনায়ও পিছিয়ে নেই ছাত্রছাত্রীরা। লেখাপাড়ার বাহিরেও শিক্ষাসফর, মা সমাবেশ, ক্লাস পার্টি, বার্ষিক মিলাদ, পুজা, বার্ষিক ক্রীড়া অনুষ্টান ও জাতীয় দিবসগুলো পালন করা হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা ঝালকাঠি সরকারি কলেজ আধুনিক শিক্ষা কেন্দ্র হিসেবে সর্বোচ্চ সুুযোগ-সুবিধা পেয়ে বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। তবে শিক্ষার্থীরা যাতায়াত নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের জন্য পরিবহন ও আবাসিক ছাত্রাবাস করার দাবি জানিয়েছেন। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটে। একজন অধ্যক্ষের সদিচ্ছা,সততা,সক্রিয় সহকর্মী ও অকুণ্ঠ সমর্থন-সহযোগিতা,কীভাবে একটি প্রতিষ্ঠানের শিক্ষণ পরিবেশের উন্নয়ন ঘটাতে পারে,তার আর্দশ উদাহরণ হতে পারে ঝালকাঠি সরকারি কলেজ।

সাফল্যের গৌরবোজ্জ্বল শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি সরকরি কলেজ

ইয়াছিন আলম অভি: শিক্ষা প্রসারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ১৯৬৪ সালে তৎকালীন সরকার ঝালকাঠি সরকরি কলেজ স্থাপন করে। জাতি গঠনে এ প্রতিষ্ঠান ১৯৬৪ থেকে অবদান রেখে যাচ্ছে। সে কারণে এটি ঝালকাঠি জেলার সাড়া জাগানো শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৫ম স্থান অধিকার লাভ করেছে। শুধু শিক্ষা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, আদর্শ শিক্ষার্থী গঠন করে জাতীয় জীবনেও অবদান রেখে চলছে প্রতিষ্ঠানটি।

আর এসব কৃতিত্বের মূলে রয়েছে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ। সঙ্গে রয়েছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টা এবং সহযোগিতা। বর্তমানে এখানে একাদশ থেকে মাস্টার্স কোর্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৫৪ জন শিক্ষক রয়েছন ও তিন হাজার পাঁচশত শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ প্রতিষ্ঠানে ১টি অত্যাধুনিক ভবন রয়েছে। শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ, ডিজিটাল কম্পিউটার ল্যাব, ইন্টারনেট কানেকশন, সর্বাধুনিক বিজ্ঞানাগার ও সিসি ক্যামেরা সবই স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানে রয়েছে প্রশস্ত ও মনোরম সবুজ ক্যাম্পাসে একটি খেলার মাঠ । প্রতি বছর পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দিন আনিছ দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। তিনি সব সময় শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়তে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বার্ষিক খেলাধুলা, বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, জাতীয় শোক দিবস এখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। প্রতিষ্ঠানটির শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় এ প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অধ্যক্ষের দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির ভৌত কাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে ও ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটি শীর্ষে যাচ্ছে। এ প্রতিষ্ঠান অভিভাবক সমাজ ও সুধীজনের প্রশংসা লাভ এবং সবার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এ কারণে এখানে লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিদ্যমান রয়েছে। ডায়েরী,একাডেমিক ক্যালেন্ডার সহ শিক্ষার্থীদের পরিকল্পিত শিক্ষা দেওয়া হয়। সুরক্ষিত এবং প্রশস্ত অডিটোরিয়াম রয়েছে। একটি সুগঠিত এবং কম্পিউটার ল্যাবরেটরি রয়েছে।ধূমপানের পাশাপাশি রাজনীতি মুক্ত এ শিক্ষা প্রতিষ্ঠানটি। যথেষ্ট বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং রাসায়নিক সঙ্গে আধুনিক এবং সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস নেয়া হয়।২০.৪৫ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিতে একটি ৫ তলা বিশিষ্ঠ ভবন হয়েছে। রয়েছে অধ্যক্ষের বাসভবন, ৮টি অনার্স ডিপার্টমেন্ট ২টি মাস্টার্স ডিপার্টমেন্ট ৪টি একাডেমীক ভবন ,১টি প্রশাসনিক ভবন১টি ছাত্রাবাস ১টি ছাত্রী নিবাস ১টি শ্রমিক আস্তনা ,ছেলেদের ও মেয়েদের দুটি কমন রুম রয়েছে।শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ,শিক্ষায় দুর্বল শিক্ষার্থীদের নিয়ে গবেষনা সহ ব্যাপক পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের নেতিবাচক আচরন দুরিকরনে প্রতিষ্ঠান থেকে ১৬ দফা নির্দেশনাবলী দেয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ দক্ষতা,ন্যয় ও সততার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তিনি যোগদানের পর ক্লাশ রুমের টেবিল, চেয়ার,হল রুম,ভবনসহ ব্যাপক সংস্কার ,ক্লাশকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন,বিশুদ্ধ পানী শোধনাগারের ব্যবস্থা করেছেন।ল্যাবকে করেছেন সু সজ্জিত।এছাড়া কলেজ মসজিদে ব্যাপক উন্নতি করেছেন। শিক্ষকদের আন্তরিক পাঠদান ওঅভিভাবকদের মনিটরিং এর কারণে দিন দিন এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ছে।অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ বলেন প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর হতে নানা প্রতিকুলতাকে ডিঙ্গিয়ে আজ সুনামের সাথে লেখাপড়া চলছে। এটা সম্ভব হয়েছে শিক্ষক, অভিভাবক ও স্কুলের সাথে জড়িত সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সমন্বয়নের কারনে। আমরা চেষ্টা করছি উন্নত ও আধুনিক শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তুলতে।তিনি আরো বলেন,শিক্ষার পাশাপাশি প্রতিটি কার্য দিবসসহ সাংস্কৃতিক আঙ্গীনায়ও পিছিয়ে নেই ছাত্রছাত্রীরা। লেখাপাড়ার বাহিরেও শিক্ষাসফর, মা সমাবেশ, ক্লাস পার্টি, বার্ষিক মিলাদ, পুজা, বার্ষিক ক্রীড়া অনুষ্টান ও জাতীয় দিবসগুলো পালন করা হয়। শিক্ষার্থীদের প্রত্যাশা ঝালকাঠি সরকারি কলেজ আধুনিক শিক্ষা কেন্দ্র হিসেবে সর্বোচ্চ সুুযোগ-সুবিধা পেয়ে বাংলাদেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। তবে শিক্ষার্থীরা যাতায়াত নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের জন্য পরিবহন ও আবাসিক ছাত্রাবাস করার দাবি জানিয়েছেন। বর্তমান অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন আনিছ যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটে। একজন অধ্যক্ষের সদিচ্ছা,সততা,সক্রিয় সহকর্মী ও অকুণ্ঠ সমর্থন-সহযোগিতা,কীভাবে একটি প্রতিষ্ঠানের শিক্ষণ পরিবেশের উন্নয়ন ঘটাতে পারে,তার আর্দশ উদাহরণ হতে পারে ঝালকাঠি সরকারি কলেজ।

ঝালকাঠিতে ঈদ উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা

ইয়াছিন আলম অভি: পবিত্র ঈদ-উল-ফিতর সুষ্ঠু, সুশৃঙ্খল ধর্মীয় ভাবগম্ভির্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সভায় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখা এবং দুর্ঘটনা রোধে অদক্ষ চালকদের হাতে যানবাহন তুলে না দেওয়ার জন্য বাস মালিক সমিতিকে সতর্ক করে দেওয়া হয়। ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় প্রধান ঈদের জামাত এবং দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতের ইমামতি করবেন মাওলানা রফিকুল ইসলাম।