সৎ ছেলের কোপে এক হাত হারানো সেই মাকে ঘর তুলে দিলেন পুলিশ কর্মকর্তা

ঝালকাঠি প্রতিনিধি:: পরম মমতায় যাকে হাত দিয়ে মুখে ভাত তুলে দিয়েছিলেন মা, সেই মায়েরই একটি হাত কুপিয়ে কেটে ফেলেন সৎ ছেলে। সামান্য একটি ঘটনার জেরে ছেলের এমন আচরণে হতবাক পুরো গ্রামের মানুষ। ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের এক হাত হারানো সেই মিনারা
বেগমের (৪০) পাশে দাঁড়িয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। চিকিৎসার দায়িত্বও নেন তিনি।
এমনকি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাকে বসবাসের জন্য নিজের টাকায় একটি বসতঘর তুলে দেন এই পুলিশ কর্মকর্তা।মিনারা বেগম বলেন, আমি যে বেঁচে আছি, তা মাহমুদ
স্যারের জন্যই। তিনি আমাকে বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন।আমাকে নিরাপদে বাড়ি ফিরতে সহযোগিতা করেছেন। একটি খুপড়ি ঘরে থাকতাম, আমার বসতঘর তুলে দিয়েছেন তিনি।
মাঝে মাঝে সে আমাদের বাড়িতে এসে টাকা দিয়ে যায়।আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিলো সৎ ছেলে মাসুদ সরদার। তাকেও পুলিশ সাবধান করে দিয়েছে। স্যারের মতো লোক হয় না।জানা যায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি বাড়ির পেছনে একটি বাগানে ক্রিকেট খেলার বল নিয়ে মিনারা বেগমের ছেলে রিমন সরদারের সঙ্গে সৎ ছেলে মাসুদ সরদারের ছেলে সাইফুলের ঝগড়া হয়। ঝগড়া থামাতে ছুঁটে যান মিনারা বেগম।
এসময় সৎ ছেলে মাসুদ একটি দা নিয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে মিনারা বেগমের ডান হাত বিচ্ছিন্ন করে দেয়।
মায়ের আর্তনাদ শুনে মেয়ে রাবেয়া বেগম ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন করে দেয় সৎ ভাই। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয় ঝালকাঠি সদর
হাসপাতালে। এ ঘটনায় মিনারা বেগমের ছেলে রিপন সরদার বাদী একটি মামলা করেন। মিনারা বেগমের স্বামী আবদুল আজিজ সরদারও খোঁজখবর নিচ্ছেন না তাঁর। এ অবস্থায় মিনারা বেগম ছেলে মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়েন। কুপিয়ে তাঁর হাত বিচ্ছিন্ন করার পরেও থেমে ছিলেন না সৎ ছেলে মাসুদ। তাকে বাড়িতে ফিরলে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার ঘোষণা দেয় সে। এতে
নিরাপত্তাহীনতায় ভুগছিলেন মিনারা। ঠিক এ সময় তাঁর পাশে গিয়ে দাঁড়িয়েছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম
এম মাহমুদ হাসান। তাকে নিজের টাকায় চিৎিসা করিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব নেন পুলিশ কর্মকর্তা। তিনি নিরাপদে মিনারাকে বাড়িতে ফিরিয়ে দেন। ব্যক্তিগত অর্থায়নে তাকে একটি
বসতঘর তুলে দেন। এতে বেজায় খুশি মিনারা বেগম। নিজের বেঁচে থাকার স্বপ্ন ফিকে হয়ে যায়নি তাঁর। পুলিশের সহযোগিতায় তিনি ফিরে পেলেন মাথা গোজার স্থান। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, মিনারা বেগমকে তাঁর সৎ ছেলে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে দেয়। তাকে বাড়িতে ফিরলে টুকরো টুকরো করার ঘোষণা দেয় সেই ছেলে। আমি কয়েক
দফায় ওই বাড়িতে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। মিনারা বেগমের চিকিৎসা করিয়েছি, তাকে থাকার জন্য একটি বসতঘর
তুলে দিয়েছি। তাদের নিরাপত্তার জন্য সবসময় পুলিশ নজর রাখছে। সৎ ছেলে মাসুদকে সাবধান করে দেওয়া হয়েছে।

নতুন আইনের ভয়ে ঝালকাঠিতে বাস বন্ধ

আরিফুর রহমান আরিফ :: নতুন সড়ক পরিবহন আইনের ভয়ে ঝালকাঠিতে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠির সঙ্গে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হয়। তবে এই আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োগের সময় শিথিল করা হয়। রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এই আইন কার্যকর শুরু হয়েছে। এর পর থেকেই বাস বন্ধ করে দেয় ঝালকাঠির শ্রমিকরা।

পোনাবালিয়ার ঠাকুরবাড়ীতে শেষ হলো কার্তিকী পর্বোৎসব

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের ঠাকুরবাড়ীতে অবধূত শক্তি সাগরে মহা¯œান, অঞ্জলী প্রদান, বিশেষ পূজা, ভোগ নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণ, মধ্য দিয়ে গতকাল সোববার শেষ হলো ৬ দিন ব্যাপী শুভ কার্তিকী পর্বোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও হৈমন্তিক ঊষালগ্নে হাজার হাজার ভক্তদের পদচারনায় মহা ধুুমধামে উদযাপিত হয়েছে এ উৎসব। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিলো আহরাত্র মধুমাখা গুরুনাম সংকীর্তন, প্রভাতী বন্দনা, বাল্যভোগ, শক্তি সাগরে সংক্রান্তিকৃত্যং ¯œানদানাদি, শ্রীশ্রী গুরুদেবের পাদুকা¯œান, গুরুদেবের জন্মদিবসীয় বিশেষ পুজা। সোমবার ভোর ৬ টায় মন্দির প্রদক্ষিণান্তে নাম যজ্ঞের সমাপ্তি এবং সকাল ৯ ঘটিকায় রামায়ণ গানের মধ্যদিয়ে মুল অনুষ্ঠানের সমািপ্ত হয়।

৩২ প্রহর ব্যাপী এবারের অনুষ্ঠানে বাগেরহাটের ভক্ত নরোত্তম সম্প্রদায়, সিলেটের গোপাল জিউ সম্প্রদায়, সাতক্ষীরার অদ্বৈত সম্প্রদায়, ঢাকার শ্রীমান মহাপ্রভু সম্প্রদায়, বরগুনার চৈতন্য সুন্দর সম্প্রদায় এবং ঝালকাঠির স্বামী বিবেকানন্দ সম্প্রদায় নামামৃত পরিবেশন করেছেন।

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় সভা !

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু।

জেলা প্রশাসক (ডিসি) জোহর আলীর সভাপতিত্বে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন , জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আমির হোসেন আমু বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কাজসমূহ সঠিক সময়ে শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে এসব কাজের গুণগত মান বজায় রাখতেও গুরুত্বারোপ করেন।

ঝালকাঠিতে সামাজিক সংগঠন ৭১’র চেতনার আলোচনা সভা

আরিফুর রহমান আরিফ :: মানবের কল্যানে সময়ের প্রয়োজনে সদা জাগ্রত ঝালকাঠিতে মুক্তির চিন্তার সামাজিক সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ৭১’র চেতনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ (নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭১’র চেতনার সভাপতি গোপাল চন্দ্র দে , সহ-সভাপতি গোলাম সাঈদ খান, মোঃ সিরাজুল ইসলাম, আনজুম হোসেন রিমন, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মারুফ, মেহেদী হাসান রিয়াজ, আরিফুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব নির্ঝর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সজিবুল ইসলাম রাসেল, হৃদয় দেবনাথ , অর্থ সম্পাদক অমিত বনিক, দপ্তর সম্পাদক অরিন তালুকদার, সাধারণ সদস্য তাসিন মৃধা অনিক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন ৭১’র চেতনার অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ সংগঠন সহ পরিবেশ সচেতনতা সামাজিক কুসংস্কার দূর করন ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

লেখক আহমেদ আল আমীনের নানীর ইন্তেকাল

বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার, প্রতিশ্রুতিশীল লেখক আহমেদ আল আমীনের নানী আম্বিয়া বেগম ইন্তেকাল করেছেন । আজ শনিবার বিকাল সোয়া তিনটায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুরের মরহুম মোনাছেব আলী ডাকুয়ার স্ত্রী ও স্থানীয় কুলকাঠী ইউনিয়নের বারইকরণের বিখ্যাত তালুকদার বাড়ির কন্যা। আগামীকাল সকাল দশটায় জানাজা শেষে ভবানীপুরের ডাকুয়াবাড়ির পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে।

ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ এর আয়োজনে আমির হোসেন আমুর ৭৮ তম জন্মদিন পালিত!

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠি শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ এর আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর ৭৮ তম জন্মদিন পালিত হয়েছে ।শুক্রবার (১৫ নভেম্বর) আব্দুল ওয়াজেদ আলী ইসলামী কমপ্লেক্স তার জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মোঃরাহাদুল ইসলাম রাহাত,

উল্লেখ্য ১৯৪১ সালের ১৫ নভেম্বর ঝালকাঠির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন আমির হোসেন আমু।

৩২ প্রহর ব্যাপী চলবে শ্রীশ্রী গুরুনাম সংকীর্তন মহাযজ্ঞ ঝালকাঠির পোনাবালিয়ায় কার্তিকী পর্বোৎসব শুরু

ঝালকাঠি প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারও হৈমন্তিক ঊষালগ্নে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে ঠাকুরবাড়ীতে মহা ধুুমধামে শুরু হলো ৬ দিন ব্যাপী শুভ কার্তিকী পর্বোৎসব। গতকাল ১৩ নভেম্বর (২৬ কার্তিক) দিবাগত রাতে শুভ অধিবাস এবং অরুণোদয়ে মঙ্গলারতি ও মন্দির প্রদক্ষীণের মধ্যদিয়ে গুরুনাম যজ্ঞের সুচনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছে স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজের জন্মস্থান ও অবধূত সিদ্ধমাতা শ্রীশ্রী লক্ষীদেবীর সমাধী অঙ্গন পোনাবালীয়ার ঠাকুরবাড়িতে।

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এখানে হাজারো ভক্তদের সমাগম থাকবে। পর্যায়ক্রমে চলবে আহরাত্র গুরুনাম সংকীর্তন, গুরুপূজা, স্তবস্তোত্র পাঠ, জীব জগতের কল্যাণ কামনায় বিশেষ হোম, আরতী, প্রসাদ এবং মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠান চলাকালে এই মন্দিরে কীর্তনের পাশাপাশি দ্বাদশ শিব, অন্নপূর্ণা, মহাবীর, স্বামী দয়ানন্দ অবধূত, স্বামী অমলানন্দ অবধূত এবং স্বামী রামেশ্বরানন্দ গুরুমহারাজের মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। ৩২ প্রহর ব্যাপী এই অনুষ্ঠানে বাগেরহাটের ভক্ত নরোত্তম সম্প্রদায়, সিলেটের গোপাল জিউ সম্প্রদায়, সাতক্ষীরার অদ্বৈত সম্প্রদায়, ঢাকার শ্রীমান মহাপ্রভু সম্প্রদায়, বরগুনার চৈতন্য সুন্দর সম্প্রদায় এবং ঝালকাঠির স্বামী বিবেকানন্দ সম্প্রদায় নামামৃত পরিবেশন করবেন।

ঝালকাঠিতে ঘূর্নিঝড় মোকাবেলায় জনগনের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

ঝালকাঠি প্রতিনিধি: ঘূর্নিঝড় বুলবুল এর প্রকোপ থেকে স্থানীয় জনগনকে আশ্রয়স্থলে পাঠাতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে মাঠ পর্যায় কাজ করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। মঙ্গলবার সকাল থেকে কখনও গুড়ি গুড়ি বৃষ্টি আবার কখনো ভারী বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের ভাটারাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, সাচিলাপুর কিস্তাকাঠী স্কুল এন্ড কলেজ,এবং দক্ষিন কিস্তাকাঠী নদীর তীরবর্তী এলাকার জনগনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, ইউনিয়ন পরিসষ চেয়ারম্যান জনাব জাকির হোসেন সহ উপজেলা কর্মকর্তা বৃন্দ।।

বাউকাঠি বিন্দুবাসিনী বিদ্যালয় কমিটি ভেঙ্গে দিলো শিক্ষাবোর্ড

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:
ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেনের দায়েরকৃত রীট পিটিশন (নং৭০৩২/২০১৯ইং) মামলায় মহামান্য হাইকোর্টের দেয়া নির্দেশে বরিশাল শিক্ষাবোর্ড অবৈধ ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়েছেন। শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আব্বাস উদ্দীন খান স্বাক্ষরিত এক পত্রে ম্যানেজিং কমিটির সভাপতিকে দেয়া শোকজের জবাব সন্তোষ জনক না হওয়া এবং প্রজ্ঞাপন অমান্য করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে শতবছরের ঐতিহ্যবাহী ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সৈয়দ দেলোয়ার ইন করলেন ও কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেনের আউট হয়ে গেলেন বলে জানাগেছে।
প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেনের অভিযোগ সূত্রে জানাগেছে, ২০০৩ সাল থেকে বাউকাঠী বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে ৫কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মানের পর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন সেখানে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার উদ্দোগ নেয়।
প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসাবে সৈয়দ দেলোয়ার হোসেনের এ বিষয় দ্বিমত প্রকাশ করলে সভাপতি মোঃ সোহরাব হোসেন তার উপর ক্ষীপ্ত হয়। পরবর্তীতে ২০০৪ সালের ১৯ফেব্রুয়ারী প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যাবহার করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হলেও বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের আইনগত অবস্থানের কারনেসে ব্যর্থ হয়। পরবর্তীতে সভাপতি সোহরাব তার ব্যক্তিগত প্রতিষ্ঠিত একটি কারিগরি বিদ্যালয়ের নামে ২০০৫সালে বিদ্যালয়ের নিজেস্ব সম্পত্তি থেকে এক একর সম্পত্তি অবৈধ ভাবে রেজিষ্ট্রি করে নিয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটি সভাপতি সোহরাব ৪১(২) এর ঘ(২) ধারা লংঘন করে বোর্ডের পূর্বানুমোদন ব্যতিরেকে ও মহামান্য হাইকোর্টের ক্ষমতার অপব্যবহার করে প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার হোসেন কে বিগত ১৮/১০/১৮ তারিখ সাময়িক ও ১৩/১১/২০১৯তারিখ চূড়ান্ত বরখাস্ত করে বলে জানা যায়।
প্রধান শিক্ষক জানান, “এ বিষয়টি আদালতে গেলে বিচারিক আদালত ও মহামান্য সুপ্রিম কোর্ট ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত স্থগিত করেন। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ প্রাপ্ত হয়ে প্রধান শিক্ষক কাজে যোগদান ও সরকারী বেতনভাতা উত্তোলনের জান্য মাউশি মহাপরিচালক বরাবর আবেদন করেন।
শিক্ষাবোর্ড মহাপরিচালক মহোদয় বিদ্যালয়ের সভাপতিকে এক পত্রের মাধ্যমে সরকারী বকেয়া বেতন ভাতাসহ প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু সভাপতি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ ও সরকারী নির্দেশনা লংঘন করে প্রধান শিক্ষকের যোগদানে বাধা সৃষ্টি করেন। এঅবস্থায় প্রধান শিক্ষক সৈয়দ দেলোয়ার দেয়াদোত্তীর্ন ম্যানেজিং কমিটি বাতিল চেয়ে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করলে বোর্ড কর্তৃপক্ষ সময়ক্ষেপন করলে তিনি হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন।
মহামান্য হাইকোর্টে উক্ত রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বর্তমান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কেনো ভেঙ্গে দেয়া হবেনা ৩০ দিনের মধ্যে তার কারন দর্শানোর জন্য সভাপতিকে শোকজ করেন। সর্বশেষ সভাপতি সোহরাব হোসেনের জবাব সন্তোষ জনক না হওয়ায় গত ২৩ অক্টোবর প্রবিধানমালা ২০০৯এর ৩৮(১) ধারায় এ ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেন।”