ঝালকাঠিতে শ্রেষ্ঠ ‘জয়িতা’ শারমিন মৌসুমি কেকা

আরিফুর রহমান আরিফ :: সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে ঝালকাঠি জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ঝালকাঠি জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শারমিন মৌসুমি কেকা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা ও জয়িতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা শারমিন মৌসুমি কেকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমির হোসেন আমু। এসময় জেলা পর্যায়ের আরো চার শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন।

আলোকিত ঝালকাঠি’র বিশেষ মুদ্রিত সংখ্যার মোড়ক উন্মোচন করলেন আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি : মুক্তিযদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি’র বিশেষ মুদ্রিত সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে মোড়ক উন্মোচন করেন সাবেক শিল্পমন্ত্রী , ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ আমির হোসেন আমু। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) এমএম মাহমুদ হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহাসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা সাবেক শিল্পমন্ত্রী , ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ আমির হোসেন আমুকে ফুলেল শুভেচ্ছ জানান। এসময় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আলোকিত ঝালকাঠি কর্তৃপক্ষের কাছে আহবান জানান আমির হোসেন আমু।

রাজাপুরে সড়কে কাভার্ড ভ্যান আটকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি:
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুরের বিশ^াসবাড়ি এলাকায় পর্ণবাহি কাভার্ড ভ্যান সড়কের মধ্যে খাদে আটকে ভোররাত থেকে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতকারী যাত্রীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোররাতে পিরোজপুর গামী একটি কাভার্ড ভ্যান নির্মানাধী কাজ চলমান থাকায় সড়কের পাশের খাদে চাকা দেবে রাজাপুরের বিশ^াসবাড়ি এলাকার আটক যায়। এতে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের দু’পাশে বরিশাল-খুলনাগামীসহ বিভিন্ন রুটের যাত্রীবাহি বাস ও পর্ণবাহি ট্রাকসহ বিভিন্ন ধরনের শতাধিক গাড়ি আটকা পরে। ভোরররাত থেকে চরম দুর্ভোগে পড়ে যাত্রীসহ সকলে। খবর পেয়ে পুলিশ ও সড়ক জনপদের কর্মকর্তারা আটকা পড়া কাভার্ড ভ্যানটি উদ্ধার করে প্রায় ৬ ঘণ্টা পর সোমবার বেলা ১১ টার দিকে যান চলাচল স্বাভাবিক করে দেয়। এদিকে এ সড়কের নির্মান কাজ চললাম থাকায় সড়কের এক পাশ কেটে বেড তৈরি করে বালু ফেলায় এক পাশ দিয়ে সীমিত আকার যান চলাচল করছে।

ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত:সভাপতি আঃ রশিদ সম্পাদক হাফিজ আল মাহমুদ

আরিফুর রহমান আরিফ::ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে স্থানীয় শিশু পার্ক মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল রশিদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এম পি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শেখ হাসিনা বিশ্বের দশজন সফল রাষ্ট্র নায়কের মধ্যে অন্যতম। দলে পদ কোনো বড় কথা নয় দলের জন্য কাজ করাই বড় কথা আমি তাঁর প্রমান। দলের জন্য বিগত দিনে যারা নিবেদিত প্রান তাঁরা অবশ্যই মূল্যায়িত হবেন। সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করায় সকল নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল কবির খলিফার সঞ্চালনায়
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম । সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসন্ডা ইউনিয়ন চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামসহ ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ, সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতা কর্মীবৃন্দ। জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে যাত্রীবাহী বাসে ৬০ মণ জাটকা

ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে ৬০ মণ জাটকা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা ও সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বরিশাল এক্সপ্রেসে অভিযান চালায়।

পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসে জাটকা ঢাকায় নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার অভিযান চালায়। পরে ওই বাস থেকে ৩৩টি কার্টনে প্রায় ৬০ মণ জাটকা উদ্ধার করে।

এসময় বাসসহ চালক সৈয়দ আলী ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির সুপারভাইজার ও জাটকার মালিক পালিয়ে যায়।

রাজাপুরের ইউএনও মো. সোহাগ হাওলাদার জানান, অভিযান চালিয়ে বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা ও সহযোগীকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জব্দকৃত জাটকা রাতেই ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার এতিমখানাসহ রাজাপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ঝালকাঠিতে বসতঘরে অগ্নিকাণ্ড

ঝালকাঠির রাজাপুর সদরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এ আগুনের সূত্রপাত।

জানা গেছে, বসতঘরটিতে প্রয়াত ইসরাইল হাওলাদারের তিন ছেলে অহিদ সাইফুল, শহীদ ও তৌহিদ তাদের পরিবারসহ বসবাস করেন।

অহিদ সাইফুল জানান, সন্ধ্যায় তিনি নামাজ পড়ে ঘরে একটি ডিম লাইট জ্বালিয়ে বাইপাস এলাকার যান। অন্যান্যরা বেড়াতে যাওয়ায় ঘরে কেউ ছিল না। পরে ঘরে আগুন লাগার খবর পেয়ে তিনি আসেন।

আগুনে পুড়ে মালামাল ও ঘরসহ কমপক্ষে ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন অহিদ।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল জলিল জানান, তারা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মূল ঘরটি পুড়ে যায়। তবে ঘরের পেছনের অংশ এবং আশপাশের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

ঝালকাঠি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি এইচ এম মাসুম বিল্লাহ

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠি জেলার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সদস্য, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন নাচনমহল ইউনিয়ন শাখার উপদেষ্টা ও খাগড়াখানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম মাসুম বিল্লাহ।

গত রোববার (৮নভেম্বর) বিদ্যালয়ের উন্নয়ন, কর্মদক্ষতা, শিক্ষার মান উন্নয়ন, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাসহ সার্বিক কার্যক্রমের জন্য খাগড়াখানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এইচ এম মাসুম বিল্লাহ জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন আমাকে সভাপতি নির্বাচিত করায় আমার রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমু এম.পি, জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকল কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং সেইসাথে আমাকে বিদ্যালয়ের সকল উন্নয়ন কর্মকান্ডে সকল ক্ষেত্রে সহযোগিতা করায় খাগড়া-খানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি সবার কাছে দোয়া কামনা করেন যাতে বিদ্যালয় আরো সুন্দর আগামীর প্রত্যাশার আলোয় এগিয়ে যেতেপারে।

শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসাইন, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলাসহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে ।

নলছিটিতে ইউ আর সি ইন্সট্রাকটরের বদলীর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ষ্টাফ রিপোর্টার:- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর এইচ এম তারিকুল ইসলামের বদলী প্রত্যাহারের দাবীতে নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষকরা ৮ ডিসেম্বর বিকেলে নলছিটি উপজেলা পরিষদের সম্মুখের রাস্তায় মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদারের নিকট স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ১০৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্দীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রধান শিক্ষক আ:ছত্তার, জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, শিক্ষক আরিফুর রহমান, সোহেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা সৎ ও আদর্শবান ইন্সট্রাকটর এইচ এম তারিকুল ইসলামের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, তাদের (নলছিটি উপজেলার প্রায় এক হাজার শিক্ষক) দাবী মানা না হলে শহীদ মিনারে আমরণ অনশন করবেন। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদারও উক্ত কর্মকর্তার আকস্মিক বদলীর খবরে বিস্ময় প্রকাশ করেন এবং শিক্ষকদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানোর আশ্বাস দেন। উল্লেখ্য, এইচ এম তারিকুল ইসলাম গত ১৮/০১/১৮ ইং তারিখে নলছিটি উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর হিসেবে যোগদান করে সুনিপুন প্রশিক্ষণ দিয়ে নলছিটি উপজেলার আপামর শিক্ষকদের মন জয় করেন। গত ৩ ডিসেম্বর তাকে সিলেটের গোয়াইনঘাটে বদলী করা হয়েছে মর্মে খবর প্রকাশ হলে শিক্ষকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। যার প্রেক্ষিতে শিক্ষকরা পরীক্ষা শেষে ওই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।

নলছিটি মুক্ত দিবস পালিত

নলছিটি প্রতিনিধি:
নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নলছিটি মুক্ত দিবস পালিত হয়েছে। আজ ৮ই ডিসেম্বর রবিবার নলছিটি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধারা বধ্যভূমিতে শহীদদের ফুল দিয়ে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার্স ইনচার্জ মোহম্মদ শাখাওয়াত হোসেন পিপিএম ,ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ওয়াহেদ কবির খান, খোন্দকার মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল,মোহম্মদ আবদুল মালেক তালুকদার সহ প্রমুখ ।

বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কোর্ট রোডস্থ জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি ইউসুফ আলী মোল্লা।
বক্তব্য রাখেন ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু লাল দাস, যুগ্ম-সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ও কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামি ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুনীজন সম্মানণা অনুষ্ঠানের আয়োজনসহ আগামি ২ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার ৩ যুগপূর্তি উৎসব উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সড়ক দূর্ঘটনায় আহত সংগঠনের সভাপতি আলহাজ্ব শামসুল হক মনুর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া বিজয় মাস উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের সদস্য ফরম বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। যারা সংগঠনের সদস্য পদ পেতে আগ্রহী তাদেরকে নিম্মলিখিত স্থানসমুহ থেকে নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করার জন্য আহবান করা যাচ্ছে। স্থান সমুহ যথাক্রমে ঝালকাঠি কোর্ট রোডস্থ বিএমএসএফ জেলা কার্যালয় ও তমা কম্পিউটার্স, আমতলা রোডস্থ ওয়ার্ক ফাউন্ডেশন ও বাসষ্ট্যান্ড সংলগ্ন পরশ মেডিকেল হল। Continue reading বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রস্তুতি সভা