নাজিরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম হাওলাদার (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ এপ্রিল) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে এ ঘটনা ঘটে। রিয়াজুল ইসলাম শ্রীরামকাঠী ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত মোজাফফার আলী হাওলাদারের ছেলে। গৃহবধূর মা বলেন, রিয়াজুল আমার মেয়েকে আগে থেকেই উত্ত্যক্ত করতেন। এজন্য এক বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছি।

কয়েক দিন আগে আমার মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। রোরবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আমি পাশের বাড়িতে যাই। এ সময় আমার মেয়ে ঘরে একা থাকার সুযোগে রিয়াজুল ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করেন। এ সময় মেয়ের চিৎকার স্থানীয়রা এগিয়ে এলে রিয়াজুল পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় রিয়াজুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতিকে অব্যাহতি

পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মিজানুল হক লিটনকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক)  কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন এ আদেশটি অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি পদ থেকে মো. মিজানুল হক লিটনকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

লিটন জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক ফকির খোকার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।

অব্যাহতি দেওয়া বিষয়ে মিজানুল হক লিটন বাংলানিউজকে জানান, তিনি এমন কোনো চিঠি পাননি বা কোনো তথ্য তার জানা নেই।

পিরোজপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

পিরোজপুর সদর উপজেলার  রায়ের কাঠি গ্রামের দরিদ্র কৃষক রতন ঢালীর ১ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। রবিবার সকালে পিরোজপুর রায়ের কাঠি গ্রামে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু ও যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেন।

কৃষক রতন ঢালী জানান, ধানে পাক ধরলেও শ্রমিক সংকটের কারণে ধানকাটা নিয়ে চিন্তিত ছিলাম। এর সাথে শ্রমিকের দাম বেশি। লকডাউনে থাকায় নগদ টাকাও নেই। শ্রমিক খাটালেও ধান বিক্রি করে টাকা দিতে হতো। সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা খবর পেয়ে এসে অনুমতি নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে।

ইন্দুরকানী থেকে বোরো ধান কাটার জন্য গোপালগঞ্জে শ্রমিক প্রেরণ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোরো ধান কাটার শ্রমিক প্রেরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর নেতৃত্বে বোরো ধান কাটার জন্য বাস সার্ভিসের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৩০ জন শ্রমিক প্রেরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এবং মন্ত্রনালয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন এলাকায় বোরো ধান কাটার জন্য শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে ।

পিরোজপুরে খালে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

পিরোজপুরে খালে গোসল করতে নেমে মো. রিপন খান (২৮) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাদুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রিপন খান ওই গ্রামের সেলিম খানের ছেলে। পুলিশ জানায়, রিপন দুপুর পৌনে ১টার দিকে বাড়ির কাছের পাড়েরহাট খালে গোসল করতে নেমে ডুবে যান। খবর পেয়ে ফায়ার
সার্ভিসের ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

পিরোজপুরে পৌঁছেছে করোনা চিকিৎসা সামগ্রী

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য নতুন করে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে পিরোজপুরে। আজ বুধবার সিভিল সার্জনের কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে তুলে দেন।

এর মধ্যে রয়েছে ৪ হাজার পিস পিপিই, ৪ হাজার পিস এন৯৫ মাক্স, ২ হাজার পিস সার্জিক্যাল মাক্স, ৬০টি রেমডিসিভি, ২ হাজার পিস গ্লাভস, ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, ২০টি পালস অক্সিমিটার, ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, ‘প্রধানমন্ত্রী কার্যলয়ের সহযোগিতায় একদিনের মধ্যে করোনা চিকিৎসার অতি প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছেছে। এর ফলে পিরোজপুর জেলায় করোনা রোগীদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং করোনা প্রতিরোধে হাসপাতালগুলো আরও ভালো ভাবে কাজ করতে পারবে।’

উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ থেকে এ পর্যন্ত পিরোজপুরের ৭টি উপজেলায় ১ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২২৫ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

সন্ধ্যা নদী থেকে চিংড়ির রেণুপোনা পাচারকালে আটক ৭

পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর মোহনা থেকে অবৈধভাবে স্পিডবোটযোগে পাচারকালে গলদা চিংড়ির সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ৩ লাখ রেণুপোনাসহ ৭ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. খালেদা খাতুন রেখা প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

আটককৃতরা হলো- মেহেন্দীগঞ্জ উপজেলার রমিজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৫), একই উপজেলার আয়নাল শিকদারের ছেলে ইউসুব আলী (৩৮), একই উপজেলার বাছেদ সরদারের ছেলে মো. আলী (৩০), একই উপজেলার মানিক হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৫), ভোলার রামগঞ্জ গ্রামের সুলতান বেপারির ছেলে আলামীন বেপারি (৩০), ভোলার রামদাসপুরের কাশেম আলীর ছেলে রাজিব হোসেন (২৫), একই গ্রামের আ. আজিজের ছেলে কামরুল হোসেন (২৮) ।

জানা যায়, মঙ্গলবার ভোরে পাচারকারী চক্রটি মেহেন্দীগঞ্জের মনির ঘরামির আড়ৎ থেকে ওই রেণুপোনার চালান নিয়ে খুলনা জেলার ফকিরহাটের মনির মিয়া আড়তদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি ট্রলারে করে মেহেন্দীগঞ্জ থেকে নদী পথে খুলনা যাওয়ার সময় সন্ধ্যা নদীর মোহনায় কোস্টগার্ড স্পিডবোট আটক করে ড্রামভর্তি গলদা চিংড়ির অবৈধ রেণুপোনা জব্দ করে।

পরে জব্দকৃত ৩ লাখ পোনা কাউখালীর সন্ধা নদীতে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফণীভূষণ পাল ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরে তারেক শামসুর রেহমানের দাফন সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের দাফন নিজ জেলা পিরোজপুরে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামায শেষে পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে ড. তারেক শামসুর রেহমানের দাফন সম্পন্ন হয়েছে।

ড. তারেক শামসুর রেহমানের ভাই খালিদ শহিদুর রহমান মিঠু জানান, আমার ভাইয়ের ইচ্ছা ছিল তাকে মা-বাবার পাশে দাফন করা হবে। তার শেষ ইচ্ছে অনুযায়ী মরদেহ ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে এসে পৌর কবরস্থানে বাব-মার কবরের পাশেই তাকে দাফন করা হয়।

পিরোজপুর শহরের উকিলপাড়া এলাকার ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন ড. তারেক শামসুর রেহমান। মরহুম এ্যাডভোকেট আতাউর রহমান ও শিরিন রহমানের বড় ছেলে ড. তারেক শামসুর রেহমান ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তার পিতা মরহুম এ্যাডভোকেট আতাউর রহমান পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে অনেক গ্রন্থ রয়েছে প্রখ্যাত এই বিশ্লেষকের। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন। রাজধানীর উত্তরার নিজ ফ্লাটে একাই বসবাস করতেন তিনি। শনিবার দুপুরে উত্তরার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঠবাড়িয়ায় সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু

 পিরাজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বন্দর এলাকায় সৎ মায়ের নির্যাতনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হামজালা (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হামজালা স্থানীয় জুয়েল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ছেলে সন্তান হামজালার মা ফাতেমা বেগম সুবর্ণা ও বাবা জুয়েল মোল্লার ডিভোর্স হয়। পরে শাহানা বেগম নামে এক নারীকে বিয়ে করেন জুয়েল।

হামজালার মা ফাতেমা বেগম অভিযোগ করে জানান, ডিভোর্সের পর থেকে হামজালা গত প্রায় এক বছর ধরে তার মায়ের (নানির) কাছে থাকতো। গত ১৭-১৮ দিন আগে হামজালাকে তার বাবা জুয়েল নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে নেওয়ার পর বুধবার (১৪ এপ্রিল) রাতে শিশুটিকে বেধমভাবে নির্যাতন করে আহত করে সৎ মা শাহানা বেগম। পরে ওই রাতে হামজালাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামজালার মৃত্যু হয়।

এদিকে শেবাচিম হাসপাতাল থেকে মরদেহটি এনে গাড়িতে ফেলে রেখেই বাবা জুয়েল ও সৎ মা শাহানা পালিয়ে যাওয়ায় অভিযোগের বিষয়ে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

করোনা আক্রান্ত হয়ে পিরোজপুর পৌর আ.লীগ সভাপতির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পিরোজপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন পোদ্দার নান্না (৫৮) মারা গেছেন।  তিনি ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে মারা যান। পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সংদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাছিম, পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) সভাপতি এসএম পারভেজ প্রমুখ।

জাহাঙ্গীর হোসেন পোদ্দার নান্না পিরোজপুর প্রেসক্লাবে সদস্য ছিলেন। তার এক ঘনিষ্ট বন্ধু পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ জানান, জাহাঙ্গীর হোসেন গত দুই মাস আগে তার কন্যার অসুস্থতার জন্য চিকিৎসা করাতে দিল্লিতে যান। সেখানে বসে গত ৮-১০ দিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন সমাজ সেবক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।