পিরোজপুরে প্রেমিকের বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর স্ত্রীর মর্যদার দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অবস্থান নিয়েছে অন্তঃসত্ত্বা প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে।

প্রেমিক কাইয়ুম শেখ (৩০) ওই গ্রামের আলী শেখের ছেলে। প্রেমিকা (২২) একই গ্রামের বাসিন্দা।

রোববার সকালে কাইয়ুম শেখের বাড়িতে গিয়ে কথা হয় ওই যুবতীর সাথে। তিনি বলেন, এক বছর আগে আমি কাইয়ুমের সাথে প্রেমের টানে পালিয়ে বরিশাল চলে যাই। সেখানে এক হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। পরে আমি তার সাথে প্রায় ১ বছর ধরে স্ত্রী হিসাবে অবস্থান করছি। আর এতে আমি ৬ মাসের গর্ভবতী। সে আমাকে এখন স্ত্রী হিসাবে না মানায় আমি স্ত্রীর মর্যদা পেতে এ বাড়িতে অবস্থান করছি। ওই যুবতী ওই বাড়িতে অবস্থানের পর থেকে প্রেমিক যুবক পালিয়েছে।

জানা গেছে, কাইয়ুমের সাথে একই গ্রামের ছালেক শেখের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। পরে তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে দায়ের হওয়া মামলা আদালতে বিচারাধীন। এ ছাড়া ওই যুবকের এর আগে আরো ৩টি বিয়ে রয়েছে। আর ওই যুবতীরও আগে আরো ২টি বিয়ে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে।

মঠবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সালেহা বেগম (৫৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুমিরমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সালেহা বেগম উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের মৃত. খালেক হাওলাদারের মেয়ে।

থানা সূত্রে জানাগেছে, উপজেলার কুমিরমারা গ্রামের অবিবাহিত সালেহা বেগম দীর্ঘদিন ধরে তার বসত ঘরে বসে মাদক কেনাবেচা করে আসছেন।

এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই শহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেহা বেগমকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, মাদক ব্যবসায়ী সালেহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিরোজপুরে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে জন্মদিন পালন করেন নেতা কর্মীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক খালিদ আবু, সাংবাদিক মাহামুদুর রহমান মাসুদ, ইমাম হোসেন মাসুদ প্রমুখ। এছাড়া দুপুরে রক্তদান কর্মসূচি ও বিকেলে প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।

পিরোজপুরে র‌্যাবের অভিযানে ১২ মামলার আসামী আটক

নিউজ ডেস্ক:

পিরোজপুরে বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে খুন, হত্যা, গুরুতর জখম, অপহরণ, ডাকাত ও চোরাচালান মামলার এজাহারভূক্ত ১২টি মামলা ও ০৪টি ওয়ারেন্ট আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম দেলোয়ার খান (৪৫)। সে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চরগাজীপুর গ্রামের মৃত ফরজ আলী খানের ছেলে।

আজ বিকেলে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গতকাল ১৫ অক্টোবর বিকেলে সময় পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন দড়ির চরগাজীপুর গ্রামে খেয়াঘাট এলাকায় র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালা করে খুন, হত্যা, গুরুতর জখম, অপহরণ, ডাকাত ও চোরাচালান মামলার এজাহারভূক্ত ১২টি মামলা ও ০৪টি ওয়ারেন্ট আসামীর কুখ্যাত ডাকাত সদস্য দেলোয়ার খান (৪৫) কে গ্রেফতার করেন।

আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত উল্লেখিত অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এ সংক্রান্তে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রুজু ও ০৪ টি ওয়ারেন্ট ইস্যু রয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে তার হেফাজতে রাখা একনালা বন্দুক-০১টি, ওয়ান শুটার গান-০১টি, ০৪ টি কার্তুজ ও ০২টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে মামলা রুজু করেন। ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় তিনি।

পিরোজপুরে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির নেতা নিজাম উদ্দিন মোল্লাকে (৫০) কুপিয়ে আহত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট চলছে। পিরোজপুর জেলা থেকে ছেড়ে যাওয়া সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

আহত নিজাম পিরোজপুর লোকাল রুটে চলা ‘ফারহাদ পরিবহন’ বাসের মালিক ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে।

জেলা বাস মালিক সমিতির নতুন কমিটির আহ্বায়ক রতন কুমার চক্রবর্তী বলেন, রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ওই সমিতির সদস্য নিজামকে হত্যার উদ্দেশে একই সমিতির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের ছোট ভাই মশিউর রহমান মহারাজের সন্ত্রাসী বাহিনী কুপিয়ে গুরুতর আহত করে। পরে নিজামকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পিরোজপুর জেলা থেকে ছেড়ে যাওয়া সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার রাতে নিজামর ওপর হামলার পরই এ ঘোষণা দেওয়া হয়।

রতন কুমার চক্রবর্তী আরও জানান, নিজাম শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন সার্জিক্যাল ক্লিনিকের কাছে একটি বাসা ভাড়া নিয়ে শহরে থাকেন। ওই রাতে বাসার পাশের একটি দোকান থেকে কেনা-কাটা করে বাসায় ফেরার সময় তার ওপর এ হামলা চালানো হয়। সাবেক সভাপতি মশিউর রহমান মহারাজের বিরুদ্ধে সমিতির ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জেলা বাস মালিক সমিতি গত ২ অক্টোবর তার কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। ওই নতুন কমিটির একজন সদস্য আহত নিজাম।

এ বিষয়ে জানতে জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. মশিউর রহমান মাহারাজের ব্যবহৃত মোবাইল ফোনে সকালে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ওই রাতেই পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালায়।

পিরোজপুরে শিক্ষকের বাসায় ৩০৩ বোতল ফেনসিডিল, আলমারীতে ৫ লাখ টাকা

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে পুলিশ রবিবার রাতে মশিউর রহমান শুভ নামে এক শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করেছে। পুলিশ এ সময় মশিউর রহমান শুভ ও তার সহযোগি পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করেছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। মশিউর রহমান শুভ সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কেএমডি মেজবাউদ্দিন সাবু’র ছোট ভাই।
পিরোজপুর সদর থানার ওসি জানান, পুলিশের একটি দল রবিবার রাত ৮ টা থেকে শুভ’র ঝাটকাঠী এলাকায় থাকা বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশী চালায়। রাত ১১টার দিকে তার শয়নকক্ষের বঙ্খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং বাসার আলমীরা থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে।
অভিযানের নেতৃত্বে থাকার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভ’র বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল এবং পরে আলমীরা থেকে টাকা উদ্ধার করে।
সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

পিরোজপুরে ৫ লাখ টাকা ও ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক:

নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৩০৩ বোতল ফেনসিডিলসহ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান ওরফে শুভকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করা হয়।

এ সময় তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।

আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ছাত্রলীগ মনোনীত প্যানেলে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

এর আগে রোববার রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল ও বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল এবং পরে আলমারি থেকে টাকা উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

পিরোজপুরে ১০ মাস পর কবর থেকে যুবকের লাশ উওোলন

মোঃ নাঈম হাওলাদার (শুভ): পিরোজপুরের ইন্দুরকানীতে নিহতের ১০ মাস পর আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য যুবকের লাশ উত্তোলন করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়। মামলার বাদী ও নিহতের মা জানান, ২০১৮ সালের ৭ এপ্রিল পূর্বশত্রুতার জের ধরে নলবুনিয়া গ্রামের উজ্জল, রনি তালুকদার, আসাদ আকন, আবু সায়ীদ পান্নাসহ ১০ জন রড দিয়ে পিটিয়ে ও রাস্তার ওপর আছড়ে নির্মামভাবে হত্যা করে গাড়ির নিচে ফেলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। ময়নাতদন্ত ছাড়াই ওইদিন রাতেই তার নিজ গ্রাম নলবুনিয়ায় তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে গত ৩১ মে ২০১৮ সালে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ২৫ নভেম্বর ২০১৮ সালে ডিএনএ পরীক্ষার জন্য লাশটি উত্তোলন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেককে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সোমবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম ও ইন্দুরকানী থানা পুলিশের উপস্থিতিতে সোমবার বিকাল ৩টার দিকে লাশ উত্তোলন করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন—ইন্দুরকানী থানার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস এ খান, ইন্দুরকানী থানার এসআই মো. মাইনুল ইসলাম, আশুলিয়া থানার এসআই এমদাদ হোসেন সহ নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফকরুল ইসলাম জানান, ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে।

পিরোজপুর-৩ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী রুস্তম

আকিব মাহমুদ,বরিশাল: পিরেজপুর-৩ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী হয়েছেন ‍আওয়ামীলীগের প্রার্থী রুস্তম ‍আলী ফরাজী। তার ধারে কাছে নেই ধানের শীষ বা হাতপাখার প্রার্থী। পিরেজপুর-৩ আসনে মোট-৮১ টি কেন্দ্রে ১,৮৯,৭৬৩ ভোট। ‍এর মধ্যে

রুস্তম আলী ফরাজী – জাতীয় পার্টি (জাপা) বিজয়ী ১,৩৫,৩১০

রুহুল আমীন দুলাল – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭,৬৯৮

মঠবাড়িয়ায় তিন নারীকে কোপানোর ঘটনায় মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন নারীকে কুপিয়ে ও কামড়িয়ে আহত করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে ২৩ সেপোটম্বর রবিবার মামলা হয়েছে। উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত.শহিদ সরদারের স্ত্রী রুনু বেগম (৫০) তার আপন ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্টেট আদালতে এ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে মামলাটি এজাহারের নির্দেশ দেন। আসামীরা হলেন, ঘটিচোরা গ্রামের মুনসুর সরদারের ছেলে মাসুদ সরদার (২৫), হানিফ সরদার (৩০), মাসুদ সরদারের স্ত্রী সাবিনা (২০), হানিফ সরদারের স্ত্রী রবেজান (২৫), মৃত. ময়জদ্দিন সরদারের পুত্র মুনসুর সরদার (৫৫) ও পাশর্^বর্তী বামনা উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত. মোবারক সরদারের ছেলে মজিবর সরদার (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, রুনু বেগমের ভাই মুনসুর সরদারের দুই ছেলে দীর্ঘ্য দিন ধরে মালেয়শিয়া থাকেন। সেই সুবাদে রুনু বেগমের ছেলে মিরাজকে বিদেশে পাঠানোর জন্য মাসুদ সরদার, হানিফ সরদারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা দেন। মিরাজকে তারা বিদেশে না পাঠাইয়া কালক্ষেন করতে থাকে। পরে ওই টাকা ফেরৎ চাইতে গেলে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদের সৃস্টি হয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সকালে রুনু বেগম অশ্লীল ভাষায় গালমন্দা করা হয়। এসময় তিনি প্রতিবাদ করতে গেলে তাকে কুপিয়ে জখম করা হয়। এসময় তাকে (রুনু বেগম) মাহামুদা ও রেখা বেগম নামে দুই নারী বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে ও কামড়িয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।