পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুইজন দিনমজুরের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুইজন দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লোহার রড দিয়ে একটি পুকুরের কচুরিপনা পরিষ্কারের সময় সেটি বিদ্যুত লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে তারা মারা যায়।

নিহত আল আমীন (৪০) উপজেলার গ্রামের ইকড়ি গ্রামের হারুন অর রশিদ মাতুব্বরের ছেলে এবং ইব্রাহিম মাতুব্বর (৩৫) একই গ্রামের ফেরেজতালি মাতুব্বরের ছেলে।

উপজেলার ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির জানান, আজ সকালে ইকড়ি গ্রামের মোস্তফা হাওলাদারের বাড়ির একটি পুকুরের কচুরিপনা পরিষ্কার করতেছিল আল আমীন ও ইব্রাহিম।

এ সময় আল আমীনের হাতে থাকা একটি লোহার রড তাদের মাথার উপরে থাকা পল্লী বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুতায়িত হয়। এ সময় আল আমীনকে বাঁচাতে গিয়ে ইব্রাহিমও বিদ্যুতায়িত হয়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা তাদেরকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃতদেহ দুইটির ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান।

বিএম কলেজ ছাত্রী ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু আর নেই

বায়ান্নোর উত্তাল একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মেয়েদের যে মিছিল পুলিশের ব্যারিকেডে ভেঙেছিল, সেই মিছিলের মুখ রওশন আরা বাচ্চু আর নেই। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার মেয়ে তাহমিদা বাচ্চু।

তিনি বলেন, মা বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য রওশন আরা বাচ্চুর লাশ গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে। পরে তার কফিন নিয়ে যাওয়া হবে রাজধানীর পশ্চিম মণিপুরের বাসায়। আসরের পর জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি কুলাউড়ায়। সেখানে রাতেই তাকে দাফন করা হবে বলে জানান মেয়ে তাহমিদা।

মৌলভীবাজার জেলা কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে ১৯৩২ সালের ১৭ই ডিসেম্বর রওশন আরা বাচ্চুর জন্ম। পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেই রওশন আরা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্টে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে।

সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। একুশে ফেব্রুয়ারিতে যে ছাত্রনেতারা ১৪৪ ধারা ভাঙতে চেয়েছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম। সেদিন তার নেতৃত্বেই ইডেন মহিলা কলেজ এবং বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমাবেশস্থলে সমবেত হয়। সমাবেশস্থলের বাইরে তখন পুলিশ ব্যারিকেড দিয়েছে। আরও কয়েকজন ছাত্রীকে সঙ্গে নিয়ে রওশন আরা বাচ্চু সেই ব্যারিকেড ভেঙে ফেলেন এবং দলের অন্যান্যের নিয়ে বেরিয়ে যান। পুলিশ এলোপাথাড়ি লাঠিপেটা শুরু করলে আহত হন দুজন, তাদের একজন রওশন আরা।

ঢাকার আনন্দময়ী স্কুল, লিটল অ্যাঞ্জেলস, আজিমপুর গার্লস স্কুল, নজরুল একাডেমি, কাকলি হাই স্কুলে তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘ দিন। সবশেষে ২০০০ সালে বিএড কলেজের অধ্যাপক হিসেবে অবসরে যান সংগ্রামী এই নারী।

ছারছীনা দরবার শরীফের ১২৯ তম তিনদিনব্যাপী মাহফিল শুক্রবার শুরু

পিরোজপুর ॥ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১২৯ তম তিনদিনব্যাপী মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ মোতাবেক ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রোজ শুক্রবার শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে। রবিবার বাদ জোহর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

উক্ত মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা সকল পীর ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদের যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনদিনব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তালীম প্রদান করবেন। দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করবেন।

 

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী আমাদের সংবাদদাতাকে জানান- ইতোমধ্যে মাহফিলের সার্বিক সকল কার্যক্রম প্রায় সম্পন্ন করা হয়েছে।

 

এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। মাদ্রাসার পক্ষ থেকে নিরাপত্তা, সেবা, হারানো বিভাগ সহ বিভিন্ন গ্রুপ আগত মেহমানদের সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার কাজে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, ডাক্তারগণ নিয়োজিত থাকবে।

ছারছীনার উদ্দেশ্যে রিজার্ভ লঞ্চ ॥

ছারছীনা দরবার শরীফের মাহফিল উপলক্ষে আগামী ২৮ নভেম্বর বাদ মাগরীব ঢাকা সদরঘাট মসজিদ ঘাট লঞ্চ টার্মিনাল থেকে এম. ভি মর্নিংসান-৯ রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে (যোগাযোগ- ০১৭১১৫২৮৫১৯), নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে এম. ভি গাজী সালাউদ্দিন বাদ আসর ছেড়ে যাবে (যোগাযোগ- ০১৯২১৪৫৬০৬০)।

পিরোজপুরে যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার- ২

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামে এক যুবতীকে গণ ধর্ষণের অভিযোগে শুভ শেখ (২২) ও বেল্লাল খান (৩২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত শুভ এর বাড়ি উপজেলার গজালিয়া গ্রামে এবং বেল্লাল এর বাড়ি একই উপজেলার দাউদপুর গ্রামে।

পিরোজপুর সদর থানা সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী ওই যুবতী শুভ’র পূর্ব পরিচিত। শুক্রবার রাতে তাকে মোবাইল ফোনে কৌশলে কৈবর্তখালী গ্রামে ডেকে নেয় শুভ। সেখানে একটি বাগানে নিয়ে ৪ যুবককে সাথে নিয়ে ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করে শুভ। পরবর্তীতে সকালে মেয়েটিকে উপজেলার হুলারহাট বন্দরে রেখে চলে যায় সে। এরপর মেয়েটি পিরোজপুর সদর থানায় গিয়ে ধর্ষণের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে শুভ ও বেল্লালকে আটক করে।

ধর্ষণের শিকার ওই যুবতীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

ধর্ষণের ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বাদল।

মঠবাড়িয়ায় তালাকপ্রাপ্তা স্ত্রীর হয়রানীতে প্রবাসির জীবন আতিষ্ট

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া শামসুল আলম (৪৫) নামে এক ব্যক্তি তালাকপ্রাপ্তা স্ত্রী মৃদুল আক্তারের হয়রানীতে অতীষ্ট হয়ে পরেছে। ওই স্ত্রী মূল্যবান জিনিষ-পত্র, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার আত্মসাত করার পরেও বিভিন্ন হয়রানী করছেন।

এ ঘটনার প্রতিকার পাবার জন্য শামসুল আলম মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে তার (মৃদুল আক্তার) মামলা দায়ের করেন। শামসুল আলম উপজেলার মিরুখালী ইউনিয়ানের নাগ্রাভাঙ্গা গ্রামের মৃত. রাশেদ আলীর ফকিরের পুত্র।

ভুক্তভোগী শামসুল আলম জানান, গত ২২মে‘০৫ ইং তারিখ ভান্ডারীয়া সদর উপজেলার বেডিং দোকানী কাঞ্চন আহম্মেদ বাবুলের মেয়ে মৃদুল আক্তার কে পারিবারিক ভাবে বিয়ে করেন।

তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল। তার বাবা বেঁচে না থাকার কারনে স্ত্রীকে খুব বিশস্থতার সাথে সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্ত্রী সন্তানকে তার নিজ বাড়ি বৃদ্ধ মায়ের কাছে রেখে নিজ র্কমস্থল সৌদি আরব চলে যায়।

এদিকে স্ত্রী মৃদুল একই গ্রামের মোঃ জহির নামের এক যুবকের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। প্রেমিক জহির মৃদুলকে নিয়ে বিদেশ চলে যাবে এই লোভ দেখায়। মৃদুল লোভে পরে স্বামীর জমি রাখার জন্য পাঠানো টাকা প্রেমিককে হাতে তুলে দেয়।

প্রেমিক জহির ওই টাকা আত্মসাত করে বিদেশ চলে যায় । এই কথা মৃদুল জানতে পেরে জহির কে টাকার জন্য চাপ দিলে জহির মৃদুলের সাথে অন্তরঙ্গ সময়ের কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

বিদেশের মাটিতে শামসুল আলম ফেসবুকে তারস্ত্রীর নগ্ন ছবি দেখতে পেয়ে স্ত্রীকে ফোন করলে স্ত্রী কথা না বলে মুঠোফোন বন্ধ করে রাখে। পরে ঘরের মূল্যবান জিনিষ-পত্র, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার নিয়ে পিতার বাড়ি ভান্ডারিয়ায় চলে যায়।

এঘটনায় তিনি মানুষিকভাবে বিপর্যস্থ হয়ে গাড়ী চালানোবস্থায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। যে কারনে ওই দেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। ৭দিন জেল খেটে ও বাংলাদেশী মানের ৫ লাখ টাকা জরিমানা দিয়ে দেশে চলে আসেন।

তিনি দেশে এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবওে মিমাংসার জন্য লিখিত আবেদন করেন। চেয়ারম্যান আ: ছোবাহান শরীফ বারবার চেষ্টা করেও মিমাংসা করতে পারেনি।

এদিকে তার স্ত্রী মৃদুল আক্তার গত ৬ জুন‘১৬ ইং তারিখ তাকে (শামসুল আলম) ডিভোর্স কপি পাঠিয়ে দেয়। এর পরেও তিনি মিমাংসার জন্য বিভিন্ন দ্বারে-দ্বারে ঘুরেও কোন ফল পায়নি। অবশেষে বৃদ্ধা মায়ের সেবা-যত্ন করার জন্য গত ১৫ ডিসেম্বর‘১৭ তারিখ দ্বিতীয় বিয়ে করেন।

তিনি দ্বিতীয় বিয়ে করার কারনে সবকূল হাড়ানো সাবেক স্ত্রী মৃদুল আক্তার তার বিরুদ্ধে আদালতে যৌতুক, পারিবারিব, নারী নির্যাতন সহ ৪টি মামলা দায়ের করেন।

এ মামলা গুলোতে কোন সুবিধা নাপেয়ে মঠবাড়িয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বরাবরে তার (শামসুল আলম) বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান স্থানীয় মিরুখালী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং ভান্ডারিয়ার গন্যমান্যদের সমন্বয় বৈঠক করেন।

বৈঠকে শালিসদারেরা নগদ টাকাসহ স্ত্রীর বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাতের প্রমান পান। ওই বৈঠকের সিদ্ধান্ত মৃদুল আক্তার না মেনে চলে যায়। এর পরে তিনি (শামসুল আলম) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মৃদুল আক্তারের বিরুদ্ধে ৫ লাখ টাকা আত্মসাতের মামলা দায়ের করেন।

এ ব্যপারে জানার জন্য অভিযুক্ত মৃদুল আক্তার কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি হাসপাতালে ব্যাস্ত আছেন পরে নিরিবিলি কথা বলবে বলে লাইনটি কেঁটে দেন।

পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্কুলছাত্র গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার দেড় মাস পরে আজ বৃহস্পতিবার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভূক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ঘটনার দেড় মাস পর আজ বৃহস্পতিবার অভিযুক্ত স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের ওই ছাত্রীর মা তাকে বৃদ্ধ দাদুর কাছে রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। ঘটনার দিন রাতে বৃদ্ধ দাদু ও স্কুলছাত্রী বাড়িতে ছিল। রাতে ওই স্কুলছাত্রটি মেয়েটির ঘরে ঢুকে ধর্ষণ করে। পরদিন মেয়ের মা বাড়িতে আসলে এ ঘটনা তাকে জানায়। পরে লোকলজ্জার ভয়ে স্কুলছাত্রীর পরিবার বিষয়টি চেপে যান।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মঠবাড়িয়ায় গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ

মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আরিফ বেপারী (২৪) ও লিটন সর্দার (৩৮) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর ভেচকী আশিকুড়া সুইজ গেটের উত্তর পাড় রাস্তার ওপর থেকে আরিফ ও লিটনকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী আরিফ উপজেলার উত্তর ভেচকী গ্রামের আলম বেপারীর ছেলে ও লিটন সর্দার দক্ষিন ভেচকী গ্রামের সত্তার সর্দারের ছেলে।

মঠবাড়িয়া থানার এস আই সিদ্দিকুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ভেচকী আশিকুড়া সুইজ গেট এলাকায় অভিযান চালিয়ে আরিফ বেপারী ও লিটন সর্দার নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, মাদক ব্যবসায়ী আরিফ ও লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিরোজপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা বৃত্তি

পিরোজপুর জেলার ৭টি উপজেলার মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে আশা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় একটি সভাকক্ষে শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুরের ৭ টি উপজেলার সুবিধা বঞ্চিত আশার সদস্য’র ছেলে – মেয়েদের ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ – ৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন প্রত্যেককে ১১,০০০হাাজার টাকা বৃত্তি করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত জেলা শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন , আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল আশা’র ইভিপি (অপারেশন) সুমন আহমেদ,ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমান প্রমূখ। এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

বক্তারা বলেন, আশা’র এমন ভালো উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই। মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সবাই একটু সহযোগিতার হাত বাড়ালেই তাদের ধারা ভালো ফলাফল সম্ভব।

কাউখালীতে নতুন ইউএনওর যোগদান

কাউখালী প্রতনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. খালেদা খাতুন রেখা। গতকাল তিনি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম অফিস করেন। বিকালে তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে খালেদা খাতুন রেখাকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে খালেদা খাতুন রেখা গত ২১ অক্টোবর পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি এর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বদলি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রফিকুল হক।

পিরোজপুরে নিখোঁজে পর ধানক্ষেতে মিলল মাটিচাপা লাশ

পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজ হওয়ার ২ দিন পর ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় সাগর মুন্সী (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ি এলাকা থেকে সাগর মুন্সীর মাটিচাপা লাশ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ। শ্বাস রোধ করে হত্যার পর খুনিরা লাশ গুম করতে মাটিচাপা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আর এ খুনের সাথে তার নিকট আত্মীয়রা জড়িত বলে জানায় পুলিশ।

সাগর মুন্সী পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমজেদ মুন্সীর ছেলে। তবে তারা সপরিবারে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলা শহরে বসবাস করে আসছেন। ইন্দুরকানী উপজেলার কালিবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়ি। সাগর মুন্সী ঘটনার কয়েকদিন আগে নজরুল শেখের কালিবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের শ্বশুর নজরুল শেখ সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকালে পাওনা টাকা আদায়ের জন্য কালিবাড়ি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাগর। পরে সন্ধ্যা ঘনিয়ে এলেও সাগর বাড়ি না ফেরায় আমরা তখন থেকে সাগরকে খুঁজে না পেয়ে শনিবার বিকালে ইন্দুরকানী থানায় একটি জিডি করি।

ওই জিডির সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে খুনের সাথে জড়িত সন্দেহে আজাদ মোল্লা (১৫) নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অনুসন্ধান করে ধানক্ষেত থেকে সাগর মুন্সীর লাশ উদ্দার করে।

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সাগর মুন্সী নামে এক যুবক গত শুক্রবার কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পরে স্বজনরা থানায় জিডি করলে রবিবার জিজ্ঞাসাবাদের জন্য আজাদ নামে এক কিশোরকে আটক করি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তি ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় সাগরের মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।