পিরোজপুরে ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা । মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যাতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৯০০ মাকে সাড়িবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়।

এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন। ব্যাতিক্রমী অনুষ্ঠানস্থলে এসময় এক আবেগঘনময় পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসি যুব নেতা মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ, শামীমা সুলতানা রোজি,

সুরাইয়া আক্তার সেলিনা, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষিকা কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, শিক্ষার্থী সুরাইয়া মিম ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে অতিথি ও সমবেত মায়েদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিরোজপুরে এক রাতে ৬ বাড়িতে চুরি

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডে রোববার রাতে ছয়টি ঘরে চুরির অভিযোগ পাওয়াগেছে। স্থানীয়সূত্র জানাগেছে,শহরের টিএন্ডটি সড়কের বাসিন্দা এবং বরিশাল থেকে প্রকাশিক দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি মো. বেলায়েত হোসেন মুন্সির ঘর থেকে একটি ডিএসএলআর ক্যামেরা, ২টি মোবাইল ফোন, শাহজাহান চাপরাশির ঘর থেকে দুটি ব্যাগ, মহসীন জোমাদ্দারের ঘর থেকে নগদ ১৭০০শ টাকা, কামাল মৃধার ঘর থেকে ৩টি মোবাইল ফোন,

কবির খলিফার ঘর থেকে তার মেয়ের ১ভরি ওজনের একটি স্বর্নের চেইন, ফারুক মুন্সির ঘর থেকে তার মেয়ের ২টি মোবাইল ফোন এবং আলমগীর কবিরাজের ঘরেও চোরের হানা টের পাওয়ায় সটকে পড়ে চোর।

চুরির বিষয়ে বেলায়েত মুন্সি জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাতেও রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক সাড়ে চারটারদিকে প্রকৃতির ডাকে সারাদিতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা, জানালা খোলা।

ঘরের স্টীলের আলমারিতে রাখা মালামাল তছনছ অবস্থায় দেখে কাছে গিয়ে দেখি আমার ব্যাবহৃত মোবাইল সেট এবং ক্যামেরাটি নেই। পরে বাহিরে নেমে মোবাইলের সিম পাওয়া গেলেও মোবাইল পাওয়া যায়নি। এ ব্যাপারে আমি (বেলায়েত) গতকাল সোমবার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারনা করছে যে এসব চুরি মাদকসেবি ছিচকেচোর করে থাকতে পারে।

এবিষয়ে ভান্ডারিয়া থানার ডিউটি অফিসার এস আই শফিকুল ইসলাম জানান, বেলায়েত মুন্সি নামের এক ব্যাক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। স্যার (ওসি) আসলে তার সাথে পরামর্শ করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

পিরোজপুরে ইয়াবাসহ মা-মেয়ে ও ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মা, ছেলে এবং মেয়েকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে উপজেলার মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর স্লুইস গেইট এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত নূর জাহান বেগম (৫৮), তার মেয়ে আসমা আক্তার (২২) এবং ছেলে হাসানের (১৯) বাড়ি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দক্ষিণ বন্দর স্লুইস গেইট এলাকা থেকে তিন জনকে আটক করে।

এ ঘটনায় এএসআই শাহানাজ পারভীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়ায় স্কুলের নাম ফলক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার রাতের আধারে দুস্কৃতি কর্তৃক আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক লোক অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে চারতলা বিশিষ্ট একটি নতুন একাডেমি ভবনের বরাদ্দ হলে স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সরকারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্থ করার জন্য সম্প্রতি একদল দুর্বৃত্ত রাতের আধারে উক্ত নাম ফলকটি ভেঙ্গে ফেলে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আঃ ছালাম ছোবেদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল হেলাল, শিক্ষক এমাদুল হক আকন, ইউ,পি সদস্য শহীদুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নাম ফলক ভেঙ্গে ফেলায় প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি সাধারণ ডায়েরী করেন।

 

পিরোজপুরে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৪

পিরোজপুরের কঁচা নদীতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে। এতে জানানো হয়, গত মঙ্গলবার রাত ৪টার দিকে কঁচা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ভারতীয় কাপড়সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়গুনা জেলার পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকরা নাজেম গোলদারের পুত্র জামাল গোলদার (৫০), বরিশাল জেলার চরমোনাই এলাকার মৃত ইন্তেজ আলী হাওলদারের পুত্র সেলিম হাওলাদার (৫৬), একই এলাকার কালাম খলিফার পুত্র সুরুজ খলিফা (২৫) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার পরাজগঞ্জ এলাকার খোকন মিন্ত্রীর পুত্র জুয়েল মিস্ত্রী। পুলিশ এ সময় ৭০ ফুট লম্বা একটি ট্রলার জব্দ করে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, নদীপথে চোরাচালন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কঁচা নদীতে অভিযান চালানো হয়। রাত ৪টার দিকে হুলারহাট সংলগ্ন কঁচা নদীর দক্ষিণ দিক থেকে একটি ট্রলার দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুত গতিতে হুলারহাট খালের ভেতরে ঢুকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ট্রলারে থাকা ৪ জনকে আটক করে।

এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে ট্রলারের মধ্যে বিভিন্ন সাইজের ৬০ বান্ডেল ভারতীয় তৈরি বিভিন্ন রকমের শাড়ি, থ্রি-পিস ও চাদর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ মালামালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অবৈধভাবে ভারতীয় তৈরী পোষাক চোরাই পথে এনে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এ মালামাল বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক:

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তা তদন্ত করে এর সত্যতা পেয়েছে দুদক।

ইতিমধ্যে আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলার করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের ডেপুটি ডাইরেক্টর মো. আলী আকবর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন জানান, যেহেতু তার স্ত্রী ও তার বিরুদ্ধে ৩টি মামলার প্রক্রিয়া চলছে তাই গত মঙ্গলবার বিকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আউয়ালের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ভুয়া মালিক সাজিয়ে সরকারি জমি দখল করে ভবন তৈরিসহ এরকম একাধিক অভিযোগে পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর ও নেছরাবাদ) আসনের সরকার দলীয় সাবেক এই এমপির বিরুদ্ধে তিনটি মামলার অনুমোদন দেয় দুদক। একটি মামলায় আউয়ালের সঙ্গে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া আউয়াল ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির বিষয়টিও কমিশন অনুমোদন দিয়েছে। তাদের বিরুদ্ধ দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেয়া হয়।

মামলার অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাবেক এমপি আউয়াল কাল্পনিকভাবে ও ভুয়া ছয় ব্যক্তিকে ভূমিহীন দেখিয়ে নাজিরপুর থানার সামনে উপজেলা সদরের ভূমি অফিসের পিছনের ১৩ শতাংশ সরকারি খাস জমি নিজের দখলে নেন। পরে সেখানে তিনি দ্বিতল পাকা ভবন তৈরি করে পল্লী বিদ্যুৎকে ভাড়া দেন।

জালিয়াতির এ ঘটনার অনুসন্ধানের পর স্থানীয় এসিল্যান্ড দুদক কর্মকর্তাকে বলেছেন, তিনি ওই ছয় ব্যক্তির কোন অস্তিত্ব খুঁজে পাননি। অনুসন্ধানে বেরিয়ে আসে ছয় ব্যক্তির অস্তিত্ব না থাকলেও সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের নামে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ পাওয়ার পর দুদক অনুসন্ধান শেষ করে মামলার সুপারিশ করেছে।

দুদকের নথি অনুযায়ী দেখা যায়, সরকারি খাস জায়গা লিজ নিয়ে ওই জায়গায় স্ত্রী লায়লা পারভীনের নামে তিন তলা ভবন নির্মাণপূর্বক তা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাড়া দিয়ে অবৈধভাবে দখলে রাখার অপরাধেই মামলার সুপারিশ করেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা আলী আকবর। দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।

প্রায় একই প্রক্রিয়ায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্বরূপকাঠি উপজেলায় ডাকবাংলোর কাছে তিনতলার একটি আধুনিক ডাক বাংলো নির্মাণ করেন আউয়াল। এমপির ক্ষমতা প্রয়োগ করে তিনি এ জালিয়াতির আশ্রয় নেন। এই অপরাধে একেএমএ আউয়ালের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপর মামলার অনুমোদন দিয়েছে দুদক।

এছাড়া পিরোজপুর শহরের খুমুরিয়া মৌজার জেএল-৪৬, খতিয়ান নং-২৯৩, রাজার পুকুর নামে পরিচিত ৪৪ শতক সরকারি খাস জমি চতুর্দিকে দেয়াল নির্মাণ করে দখলে নিয়ে নেন আউয়াল। পরে সেখানে বসান পাহারাদারও। এই অপরাধে আউয়ালের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তৃতীয় মামলার অনুমোদন দিয়েছে দুদক।

পিরোজপুর-১ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন আউয়াল। এ দুবারে তিনি এমপি থাকাকালে এসব অনিয়ম করেন।

পিরোজপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে বখাটে মেহেদী হাসানকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মেহেদীকে আদালতে সোপর্দ করে পুলিশ।

অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসান উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে।

এদিকে বৃহস্পতিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মানিক লাল মামলার বরাত দিয়ে জানান, মোবাইল পরিচয়ের সূত্রধরে উপজেলা পাতাকাটা গ্রামের ওই স্কুলছাত্রীর সাথে বখাটে মেহেদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিজয় দিবসের দিন বিকেলে কথা বলার জন্য ওই স্কুলছাত্রীকে মঠবাড়িয়া পৌর শহরের একটি চাইনিজ হোটেলে ডেকে আনে। পরে কৌশলে ওই হোটেলের একটি কক্ষে তাকে ধর্ষণ করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন- ধর্ষক মেহেদীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিরোজপুরে বাসার ছাদে কলেজছাত্রের লাশ উদ্ধার

পিরোজপুর শহরে অবস্থিত নিজ বাসার ছাদ থেকে ফারদিন মাহমুদ রাফিন (১৭) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পিরোজপুর শহরের পশ্চিম মাছিমপুর এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাফিন মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের প্রবাসী সেলিম মাহমুদ হাওলাদারের ছেলে এবং ইন্দুকানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মায়ের সঙ্গে শহরের পশ্চিম মাছিমপুর একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

রাফিনের মামা ইমরান হাওলাদার বলেন, মাগরিবের নামাজের পরপরই রাফিনের মা তাকে ফোন দিয়ে জানান, তাদের বাসার ছাদে অসুস্থ হয়ে পড়ে আছে রাফিন। খবর পেয়ে তিনি রাফিনদের বাসায় গিয়ে দেখতে পায় রাফিনের মা ও বোনসহ কয়েকজন রাফিনকে হাসপাতালে নেওয়ার জন্য নিচে গেটের কাছে নিয়ে এসেছে। তারা রাফিনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, সন্ধ্যা ৬টার দিকে রাফিন নামের এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ও শরীরর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, কলেজছাত্র রাফিনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পিরোজপুরে র‌্যাবের অভিযানে ৪ ভুয়া ডাক্তার আটক

পিরোজপুরে অভিযান চালিয়ে ৪ ভূয়া ডাক্তার আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব সূত্র জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর থানধীন গাওখালী বাজারে কয়েকজন ভূয়া ডাক্তার লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮, বরিশালের একটি আভিযান পরিচালনা করেন।

এসময় আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পিরোজপুর ও ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর অফিস পিরোজপুর এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতেনাতে সুব্রত মজুমদার, মোঃ আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ ও মোঃ নিয়াজ মাহবুব’কে আটক করে।

তারা সহজ সরল মানুষকে ডাক্তার পরিচয় দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে যা খুবই বিপজ্জনক। তারা তাদের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয় এবং মোবাইল কোর্টের সামনে তাদের দোষ স্বীকার করে।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী আটককৃত সুব্রত মজুমদার, মোঃ আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এই তিনজনকে প্রত্যেকে ০৬ মাসের জেল এবং মোঃ নিয়াজ মাহবুব অল্প কিছুদিন এই ব্যবসায় শুরু করায় প্রাথমিক ভাবে ১০,০০০ টাকা জরিমানা করেন ও সতর্ক করেন।

তাছাড়া একটি ফার্মেসীকে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০,০০০ টাকা জরিমান করা হয়। এ সময় ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর অফিস পিরোজপুর প্রসিকিউশন দাখিল করেন।

র‌্যাব সূত্র জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর থানধীন গাওখালী বাজারে কয়েকজন ভূয়া ডাক্তার লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮, বরিশালের একটি আভিযান পরিচালনা করেন।

এসময় আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পিরোজপুর ও ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর অফিস পিরোজপুর এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতেনাতে সুব্রত মজুমদার, মোঃ আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ ও মোঃ নিয়াজ মাহবুব’কে আটক করে।

তারা সহজ সরল মানুষকে ডাক্তার পরিচয় দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে যা খুবই বিপজ্জনক। তারা তাদের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয় এবং মোবাইল কোর্টের সামনে তাদের দোষ স্বীকার করে।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী আটককৃত সুব্রত মজুমদার, মোঃ আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ এই তিনজনকে প্রত্যেকে ০৬ মাসের জেল এবং মোঃ নিয়াজ মাহবুব অল্প কিছুদিন এই ব্যবসায় শুরু করায় প্রাথমিক ভাবে ১০,০০০ টাকা জরিমানা করেন ও সতর্ক করেন।

তাছাড়া একটি ফার্মেসীকে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০,০০০ টাকা জরিমান করা হয়। এ সময় ডাঃ মোঃ আরিফ হোসেন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন এর অফিস পিরোজপুর প্রসিকিউশন দাখিল করেন।

পিরোজপুরে বাস চাপায় নিহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈগল পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের না-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।