মা তুমি বাবা’র সাথে কথা বল- শিক্ষক পিতার করুন আকুতি

ভোলা প্রতিনিধি: নিজ কন্যাকে ফিরে পেতে এক শিক্ষক কন্যার আবেগঘন ফেইসবুক স্টেটাসে তোলপাড় চলছে দ্বীপজেলা ভোলার লালমোহনে। জানা গেছে লালমোহন ওয়েষ্টান পাড়ার প্রাইমারী স্কুলের শিক্ষক রেজাউল হায়দারের কন্যা স্থানীয় হামীম একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্রী। এলাকার শামীম নামের যুবক তাকে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করলে তার কন্যা যুবকটির পরিবারের নিকট বিচার দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে  গত ২৩শে মে চার পাচজন সহযোগী সহ মটরসাইকলে করে তাকে অপহরন করে নিয়ে যায়। রেজাউল হায়দার তার কন্যাকে উদ্ধারের জন্য লালমোহন থানায় অপহরন মামলা করেন মামলা নং-৪২, থানার ওসি খায়রুল কবীর জানান তার মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে। শিঘ্রই আসামী ধরা পড়বে। শিক্ষক পিতার ফেইসবুক স্টেটাসটি হুবহু তুলে ধরা হল।
আনিকা(বয়স ১৩ বছর) মাগো তোমাকে ওরা কোথায় নিয়েছে,কেমন রেখেছে।নিশ্চয় তুমি ওদের কাছে অনেক বিপদে আছো।তোমাকে বিপদ মুক্ত করতে আমরা অনেক চেস্টা করে যাচ্ছি।তোমার জন্য তোমার মা মৃতপ্রায়।আমিতো মৃত্যুর পথযাত্রী।তোমার দাদা,দাদু বার বার ফিট পরে।তোমার ছোট্ট বোন  রাইসাটা পাগলপ্রায়। সব মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে।তোমাকে ওরা যেখানেই রাখুক  ওদেরকে বুঝিয়ে তুমি বেরিয়ে আসো।ওদেরকে অভয় দাও, ভয় পাওয়ার কিছুই নাই, আমি ওদেরকে মুক্ত করে দিব।মা তুমি বাবার সাথে কথা বলো।যোগাযোগ বাবা ০১৭১০৯২৮৮৮৯.সর্বস্তরের সহযোগিতা কামনা করছি।

অপরাধ দমনে সকলের সহযোগিতা চান বোরহানউদ্দিন থানার ওসি

শাহীন আলম, বোরহানউদ্দিন প্রতিনিধি:আজ বোরহানউদ্দিন হাসপাতাল জামে মসজিদে জুম্মার সালাত আদায় করতে আসেন বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক ,ওসি সাহেব উপস্থিত সকলের উদ্দেশ্যে অনেক কথাই বলেছেন তার মধ্যে উল্লেখ যোগ্য মাদকের বিরুদ্ধে তার লড়াই এবং সকলের সহযোগীতা কামনা করেছেন,১৮ বছরের নিছে বাচ্চাদের হাতে স্মার্টফোন না দিতে বাবা মায়ের প্রতি অনুরোধ করেছেন, আরও বলেন, আপনাদের এলাকায় যেখানেই অপরাধ কর্মকান্ড দেখবেন কারো মাধ্যম ছাড়া সরাসরি থানায় গিয়ে আমাকে জানাবেন,আপনার সন্তান আপনার ভাই যদি মাদক বা কোনো অপরাধের সাথে জড়িয়ে যায় তাকে কিভাবে এই অন্ধকার পথ থেকে ফেরানো যায় আমার সাথে পরামর্শ করবেন,যার যার জায়গা থেকে অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করা হোক ,

যুবলীগ নেতা আমিনুলের শয্যাপাশে এমপি শাওন

বিশেষ প্রতিবেদক: ভাইরাস জ্বরে আক্রান্ত লালমোহন পৌর যুবলীগের সাধারন সম্পাদক অসুস্থ আমিনুল ইসলাম কে দেখতে তার বাসায় গেলেন ভোলা-৩ আসনের সাংসদ লালমোহন উপজেলা আ’লীগের সভাপতি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন এমপি। ১২ই মে অসুস্থ এ যুবলীগ নেতাকে দেখতে তার বাসায় যান এমপি শাওন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। যুবলীগ নেতা আমিনুলের অসুস্থতার সার্বিক বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন (মেহের)।তার অসুস্থতায় দ্রুত আরোগ্য কামনা করছেন পৌর যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক -২

আওলাদ খান/শাহীন ফকির বোরহানউদ্দিন, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ২১ পিস ইয়াবাসহ জাকির হাওলাদার (৪৫) ও বাবলু তালুকদার (৪৭) নামক ২ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বোরহানউদ্দিন থানার এস আই. মোহাইমিনুল, আলমগীর, এ এসআই মোঃ আসাদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। উপজেলার কেরামতগঞ্জ বাজার থেকে ১৭ পিস ইয়াবাসহ জাকির ও পৌর বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ বাবলু তালুকদারকে আটক করেন থানা পুলিশ। আটক জাকির হোসেন বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছালাউদ্দিন হাওলাদারের ছেলে ও বাবলু তালুকদার পৌর ৫ নং ওয়ার্ডের মৃত মোঃ শাজাহান তালুকদারের ছেলে। আটক কৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা হয়েছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, মাদক সেবন কারী ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কোন আপস নয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।

ভোলা-২ আসনের সাংসদ মানবতার মুকুলের ৪৭তম জন্মদিন আজ

শাহীন ফকির, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি: আজ ২৪ই এপ্রিল’১৯ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের ৪৭ তম জন্মদিন । তিনি ১৯৭২ সালের ২৪ই এপ্রিল ধরণীর বুকে ভোলা জেলার বোরহানউদ্দিনে খায়ের হাটের গঙ্গাপুরে জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই তিনি সাবেক ছাত্রলীগের সভাপতি ও উনশত্তরের মহানায়ক মেধাবী ছাত্রনেতা জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদের সান্নিধ্যে বড় হন। তখন থেকেই তাঁর আচার আচরণে মানবতার দৃষ্টি লক্ষ্য করা যায়। তাঁর রয়েছে রাজনৈতিক এক বর্ণাঢ্য জীবন। তাছাড়া তিনি উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানব সেবা করে যাচ্ছেন সর্বত্র। তিনি ২০১৪ সালের ৫ ই জানুয়ারির নির্বাচনের পর ভোলা-২ তথা বোরহানউদ্দিন ও দৌলতখানে ব্যাপক উন্নয়ন এবং জনসেবামুলক কাজ করে ইতিমধ্যেই সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের হাত ধরেই অসংখ্য উন্নয়নের বাস্তবায়ন হয়েছে। তিনি ২২৫ মেগাওয়াট বিদ্যুৎতের শুভ উদ্ভোধন করেছেন এবং প্রতিটি ঘরে ঘরে বিদ্দ্যুৎ পৌছে দিয়েছেন। গৃহস্থালি কাজে গ্যাস ব্যাবহারের ব্যাবস্থা করেছেন। মেঘনা-তেতুলিয়াসহ তিনি নদী ভিত্তিক এলাকায় নদী ভাঙ্গন রোধের জন্য প্রায় ৫৫১ কোটি টাকার ব্লক ও বেড়ীবাঁধের কাজ করেছেন। নদীর পাড়ে গৃহহারা জেলেদের জন্য বসত-ঘর তৈরী এবং গরীব জেলেদের জন্য ভাতার ব্যাবস্থা করেছেন। বোরহানউদ্দিন পৌরসভায় প্রশস্ত-রাস্তা, আধুনিক ব্রীজ নির্মাণ ও ড্রেনের ব্যাবস্থা করেছেন। বোরহানউদ্দিনে আধুনিক লঞ্চ টার্মিনাল স্থাপন করেছেন। মা-শিশুর সু-চিকিৎসার জন্য নবাগত বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট বাজার সংলগ্ন উত্তরে ১০ শয্যা বিশিষ্ট “মা ও শিশু কল্যাণ কেন্দ্র” এবং দৌলতখানেও হাসপাতাল শুভ উদ্ভোধন করেছেন। বয়স্কভাতা,বিধবাভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীণ ভাতা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদানে অগ্রাধিকার রেখেছেন। শিক্ষাক্ষেত্রে তিনি বিভিন্ন স্কুল ও কলেজ সরকারি করনে ভুমিকা রেখেছেন। উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (বোরহানউদ্দিন), সরকারি আব্দুল জব্বার কলেজ (বোরহানউদ্দিন) এবং সরকারি আবি-আব্দুলাহ কলেজ (দৌলতখান)। শিক্ষার পাশাপাশি বিনোদনের জন্য মেঘনা-তেতুলিয়া রিভার ইকো পার্ক করেন। অতি দারিদ্র্য, গরিব-দুঃখী ও মেহনতি মানুষ গুলো দু-বেলা, দু-মুঠো আহারের সন্ধান পেয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরনে ব্যাপক ভুমিকা পালন করেন। এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির, মাদরাসা,চিকিৎসা কেন্দ্র, স্কুল-কলেজ,রাস্তা-ঘাট, ব্রীজ, সাকো-সেতু নির্মাণ করেছেন। তিনি মানুষের বিপদে আপদে মানবতার ডাল হিসেবে এগিয়ে এসেছেন। তিনি ইতিমধ্যেই মানব সেবা করে মানবতার সুখ্যাতি অর্জন করেন। এমপি মুকুল এর জন্মদিন উপলক্ষে বোরহান উদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।

চরফ্যাশন থেকে বদলী হয়ে বোরহানউদ্দিন থানায় আসছেন ওসি এনামুল হক

আওলাদ খান/শাহীন ফকির, ভোলাঃবোরহানউদ্দিনে নতুন ওসি (থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসাবে যোগদান করার জন্য চরফ্যাশন থেকে বদলী হয়েছেন এনামুল হক। একই সাথে বদলী হয়ে বোরহানউদ্দিন ছাড়বেন বর্ত মান ওসি বাবু অসিম কুমার।দীর্ঘদিন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন বাবু অসিম কুমার,এসময় তার নেতৃত্ব ভিবিন্ন অপরাধ নিয়ন্ত্রনে ব্যাপক ভুমিকা পালন করে বোরহানউদ্দিন থানা পুলিশ,বিশেষ করে মাধকের বিরুদ্ধে ছিল তার কঠোর হুশিয়ারি,এদিকে নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যোগদান করবেন চরফ্যাসন থানার বর্তমান ওসি(ভারপ্রাপ্ত কর্মকর্তা) এনামুল হক।তিনি প্রায় ৩ বছরেরো বেশী সময় চরফ্যাশন থানায় কর্মরত ছিলেন,তার নেতৃত্ব চরফ্যাশনে অপরাধ নিয়ন্ত্রনে ব্যাপক ভুমিকা পালন করেন চরফ্যাশন থানা পুলিশ,মাধকের বিরুদ্ধে তার জিরো ট্রলারেন্স ছিলো,

গণমানুষের ভালবাসার অশ্রুজলে চিরনিদ্রায় শায়িত হলেন সেন্টু স্যার

এম ইউ মাহিম, বিশেষ প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হলেন লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সেন্টু স্যার।মঙ্গলবার দুপুর ২ঃ০০ঘটিকার সময় মরহুমের দীর্ঘবছরের কর্মস্থল লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ১নং ওয়ার্ড পৌরসভার মুন্সী  বাড়ির সবুজ বৃক্ষরাজিবেষ্টিত প্রাকৃতিক ছায়াঘেরা পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত করা হয় মানুষ গড়ার কারিগরখ্যাত এই মহান শিক্ষককে। হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জানাযায় স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী তার দীর্ঘদিনের সহকর্মী দল মতের উদ্ধে সব রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষের ঢল নামে।জানাযায় উপস্থিত হওয়া মানুষের অকৃত্তিম ভালবাসা ও শ্রদ্ধায় লালমোহন হাইস্কুল প্রাঙ্গনে এক বেধনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। সবুজ গাছ গাছালি ঘেরা স্কুল প্রাঙ্গনও যেন নিরবে কেদেঁ উঠে। তার লাশবাহী খাটিয়া স্কুল প্রাঙ্গনে আসা মাত্রই সবার অশ্রুসিক্ত  কান্নায় আশে পাশের পরিবেশ শোকাবহ হয়ে উঠে।

মরহুমকে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ তার দীর্ঘদিনের সতীর্থরা স্মৃতি রোমন্থিত করে বলেন” সেন্টু স্যার  দক্ষিন ভোলায় শিক্ষকতার মত মহান পেশার  উজ্জল ভাবমূর্তি ছিলেন। তিনি  সৎ নীতিবান আদর্শ শিক্ষক ছিলেন। তার মত  আদর্শবান শিক্ষকের চলে যাওয়ার শুন্যতা কোন দিন পুরন হওয়ার নয়। সকলেই শিক্ষকতার পেশায় তার অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরন করেন।

সেন্টু স্যার অত্যান্ত ত্যাগী,সাহসী ও দক্ষ শিক্ষক ছিলেন।তিনি যথেষ্ট আন্তরিকতায় স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করাতেন। শিক্ষার্থীদের ভাল ছাত্র হিসেবে গড়ে তুলতে পাঠদানের পাশাপাশি কোন ছাত্র যাতে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের মত কার্যকলাপে সম্পৃক্ত হতে না পারে সে দিকে তিনি কঠোর দৃষ্টি রাখতেন। স্কুলে শিক্ষার্থীদের শৃঙ্খলায় ও নিয়মিত স্কুলে আসা নিশ্চিত করনে তিনি কঠোর ছিলেন। তিনি স্কুলে ছাত্রদের  পিতার অভিবাবকের মত দায়িত্ব পালন করতেন যা তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। তিনি বিজ্ঞান শাখার শিক্ষক ছিলেন।স্কুলের বিজ্ঞান শাখার ছাত্রদের নিকট তিনি মেধাবী শিক্ষক হিসেবে অতুলনীয়  ছিলেন।  স্কুলে দায়িত্ব পালনকালীন সময়ে ছাত্রদের প্রতি যতটা কঠোর ছিলেন কিন্তু স্কুলের বাহিরে তিনি ততটাই উদার ছিলেন,সকল ছাত্রদের তিনি অত্যান্ত স্নেহ করতেন,গভীর মমতায় ছাত্রদের কাছে টেনে নিয়ে আদর করতেন, ভালবাসতেন।  শিক্ষার্থীরাও তাকে খুব সমীহ ও শ্রদ্ধা করতেন। স্যারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও হয়ে উঠে শোকাবহ।দেশ বিদেশে অবস্থানরত তার হাজার হাজার প্রাক্তন ছাত্র ছবি সংবলিত স্টেটাস দিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে।

মঙ্গলবার  তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই পুরো লালমোহন জুড়ে শোকের ছায়া নেমে আসে।শোকাচ্ছন্ন হয়ে উঠে পুরো লালমোহন। চতুর্দিকে নেমে আসে একরকম সুনসান নীরবতা। মরহুমের আত্নীয় স্বজন,গুনগ্রাহী, সাবেক ছাত্র,দীর্ঘবছরের স্মৃতিবিজড়িত স্কুলের শিক্ষার্থী,সহকর্মী,এলাকার  হাজারো মানুষ সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ভিড় করে।মানুষের উপচেপড়া ভিড় ও শোকার্ত মানুষের আহাজারি সকলকেই অশ্রুসিক্ত করে।

শাহাবুদ্দীন সেন্টু স্যার লালমোহন মডেল  মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে  এস.এসসি পাশ করেন।পরবর্তিতে বি.এস.সি শেষ করে ডাওরী হাইস্কুলে শিক্ষকতা শুরু করে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৮সালের ২রা মে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। ২০০৬ সালের ১লা জানুয়ারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে ২০১১সালের ৮মে তিনি অবসর গ্রহন করেন। প্রসঙ্গত সেন্টু স্যার ১৬ই এপ্রিল ৬টা ৩০ মিনিটে সবাইকে শোকের সাগড়ে ভাসিয়ে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দু পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ষড়যন্ত্রের কারাগারে মোস্তাক শাহিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আ’লীগ নেতা কর্মীরা

বিশেষ প্রতিনিধি:

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ভোলার তুমুল জনপ্রিয় নেতা, নন্দিত লেখক,কবি ও সাহিত্যিক, মোস্তাক আহম্মেদ শাহিন ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন।ভোলার তৃণমূল রাজনীতির ইতিহাসে এ জনপ্রিয় নেতা  আ’লীগ রাস্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন ভোলার অভ্যন্তরীন রাজনীতির বলি হয়ে বারবার মিথ্যা  মামলায় গ্রেফতার করায় আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। আ’লীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

ভোলার সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার আ’লীগের নেতা কর্মীদের সূত্রে  জানা গেছে, ভোলার আওয়ামী রাজনীতির ইতিহাসে তৃণমূলের  আ’লীগের নেতাকর্মীদের নিকট মোস্তাক শাহিনের মত এত জনপ্রিয়তা কেউ কখনো অর্জন করতে পারেনি। এই জনপ্রিয়তাই ভোলার অভ্যন্তরীন রাজনীতির প্রতিপক্ষের নিকট তার জন্য কাল হয়ে দাঁড়ায়। জীবনের সোনালী অধ্যায়  বিসর্জন দিয়ে এমএ ডিগ্রীধারী শাহিন বঙ্গবন্ধুর প্রেমে হাবুডুবু খাওয়া পিতা মুজিবের আদর্শে উজ্জীবিত রাস্ট্রনায়ক শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এক সংগ্রামী প্রতিবাদী সৈনিক।ভোলার রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধুর আদর্শের সৎ নীতিবান দলীয় চেতনাধারী এমন বজ্রকন্ঠের কোন প্রতিবাদী আ’লীগ কর্মীকে কখনো দেখেনি ভোলার মানুষ।কৈশোর জীবন হতে মুজিবের আদর্শের পথ ধরে চলা রাজনীতির সংগ্রামমুখর দিনগুলো হতে যার আদর্শে আজও কিঞ্চিৎ শুন্যতা সৃষ্টি হয়নি।আ’লীগের রাজনৈতিক সংকটকালীন সময়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে রাজপথে ঘায়েল করতে জীবন বাজিঁ রেখে কৈশোর জীবনের স্কুল কলেজ হতে মোস্তাক শাহিনের রাজনৈতিক জীবনের সূচনা শুরু। ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন ও ১/১১এ রাস্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনেও যিনি ছিলেন ভোলার রাজপথে সরব। ১/১১ এ জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন।

২০০১ ইং সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আ’লীগের কঠিন দুঃসময়ে জেলা ছাত্রলীগের হাল ধরেন মোস্তাক শাহিন। টানা ৯ বছর জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথে বীরদর্পে রাজপথে তীব্র হুংকার দিয়েই দায়িত্ব পালন করে ভোলার উত্তর হতে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদের নিকট আইডল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০০১ পরবর্তী  ৩৮ টি মামলার বোঝা মাথায় নিয়ে রাতের আধাঁরে পুলিশের ভয়ে,পাতা বনে,পানের বরজে, বাগানে, নদী ও খালের পাড়ের টংয়ে ,বিলে, লুকিয়ে  দলকে তৃণমূলে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৩৮ টি মামলার হুলিয়া নিয়ে একাধিকবার কারাবরণ করেন। মোস্তাক শাহিনদের রক্ত,ঘাম ত্যাগেই আজকের ভোলার  সুসংগঠিত আ’লীগ। ২০০৮ ইং সালে আ’লীগ ক্ষমতায় আসার পর  আত্নীয় ও স্বজনপ্রীতির ভিড়ে ও স্থানীয় নেতৃত্বের আধিপত্য,অভ্যন্তরীন কোন্দলে মোস্তাক শাহিন হারিয়ে যায়। বিগত টানা তিন মেয়াদে বঙ্গবন্ধুর আদর্শের এ পরিক্ষিত সৈনিক স্বজনপ্রীতির ভিড়ে নিপীড়ক, দুর্নীতিবাজ,সুযোগসন্ধানী নেতৃত্বের নানা ষড়যন্ত্রের শিকার।আ’লীগের বিগত মেয়াদে ২০১৮ ইং সালে তাকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় ও পাশ্ববর্তী উপজেলার ডাকাতি মামলায় আটক করলে তিনি কয়েক মাস কারাবরণ করেন। সর্বশেষ ৯  এপ্রিল সকাল ১০টায় মৃত মানুষের জানাযা নামাজ পড়তে গিয়ে সাজানো মাদক মামলায় তাকে আটক করা হয়। যা শুধু ভোলার আ’লীগ নেতা কর্মী নয়, দল মতের উদ্বে কোন সাধারণ মানুষও এটা মেনে নিতে পারেনি। মুজিব অন্তঃপ্রান সৎ আদর্শিক নীতিবান রনাঙ্গনের এ খাটি আদর্শের সৈনিককে ঘায়েল করতে নিজেদের অনুসারী পুলিশ প্রশাসন দিয়ে এহেন জঘন্যতন ঘটনা  ভোলার আ’লীগ নয় সর্বস্তরের জনগনের নিকট নিন্দিত করেছে। অনলাইনে সব সময় দল ও নেত্রীর পক্ষে ভূমিকা পালনকারী এ আপোষহীন মুজিব সৈনিক সর্বশেষও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হন।

তাঁর  মত সৎ রাজপথের নিবেদিতপ্রাণ মুজিব রনাঙ্গনের আপোষহীন  সংগ্রামী যোদ্ধাকে এমন ঘৃণ্য সাজানো মাদক মামলায় গেফতার করায় সকলের বিবেক কে নাড়া দিয়েছে। এতে ইতিহাসের ঘৃণ্যতম পাতায় ষড়যন্ত্রকারীরাই স্থান নেয়নি, কলঙ্কিত করেছে আ’লীগ ও মুজিব আদর্শের এক আপোষহীন সৈনিককে।মোস্তাক শাহিন মাদক ব্যবসা করে তা কোন সুস্থ বিবেক বোধ সম্পন্ন মানুষ নয়, তাকে চিনে কোন মানসিক বিকারগ্রস্ত পাগলেও  এটা বিশ্বাস  করবেনা।

মোস্তাক শাহিনের ঘামে ঝড়ানো, কষ্ট, ত্যাগ, কারাগারের অন্ধকার কক্ষে হাজতবাস, ৩৮ টি মামলার হুলিয়া নিয়ে মাসের পর মাস পালিয়ে থেকে দলে নেতৃত্ব দেওয়াই  ভোলার আ’লীগ কে জীবন্ত রেখেছে। আজ আ’লীগ তিন মেয়াদে ক্ষমতায় আসলেও দলীয় কোন সুযোগ সুবিধা  দুরের কথা, তাকে দলীয় পদ পদবী  হতেই বঞ্চিত  করে  একের পর এক,অস্ত্র, বিস্ফোরক,ডাকাতি,মাদকের মত ঘৃৃণ্য সাজানো মামলা দিয়ে তাকে হয়রানি করছে ভোলার আ’লীগের নীতি নির্ধারকরা। ভোলার আ’লীগের নেতা কর্মীরা মোস্তাক শাহিনের নিঃশর্ত মুক্তি ও তাকে যথাযথ মুল্যায়ন করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

রোগীর স্বজনদের হামলায় আহত লালমোহন হাসপাতালের ডাঃ মামুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুনের উপর রোগীর স্বজনরা হামলা চালিয়েছেন।সোমবার দুপুর ২ঃ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। হাসপাতাল সুত্রে জানা যায় সোমবার দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় উপজেলার সাতবাড়ীয়া এলাকার হাসনাবানু(৫০) পিতা দেলোয়ার হোসেন নামের এক রোগীকে অজ্ঞান অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মামুন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে শারীরিক অবস্থা বেশি খারাপ পাওয়ায় ভোলা বা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বলেন।রোগীর স্বজনরা তাকে অন্যত্র নিতে রাজি হয়নি। ডাঃ আব্দুল্লাহ আল মামুন বন্ডরিস্ক নিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় তিনি রোগীকে ছাড়পত্র দেন। বেলা ২ঃ৩০ মিনিটের দিকে রোগীর মৃত্যু হলে তার স্বজনরা ডাঃ মামুনের উপর হামলা চালান। ডাঃ মামুন রোগীর স্বজনদের হামলায় আহত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় ডাঃ মামুন অনেক অনুরোধ করে রোগীকে দ্রুত ভোলা বা বরিশাল নেওয়ার জন্য বললেও রোগীর  স্বজনরা তার কথায় কর্নপাত করেননি। রোগীর স্বজনরা জোরপুর্বক এখানে ভর্তি করান।রোগীর মৃত্যুর হলে তার উপর অহেতুক এ হামলা খুব দুঃখজনক। তারা প্রশাসনের নিকট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।লালমোহন থানা পুলিশ সুত্রে জানা যায়,খবর পেয়ে ওসি মীর খায়রুল কবীরের নেতৃত্বে এক দল পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

লালমোহন হাসপাতালের ডাঃ মহসিন খানের আবেগঘন স্টেটাসে তোলপাড়

বিশেষ প্রতিনিধি: লালমোহন হাসপাতাল নিয়ে দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের সুত্র ধরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান এক আবেগঘন স্টেটাস দেন। যা নিয়ে রীতিমত তোলপাড় চলছে লালমোহনে। যদিও রিপোর্ট টি তাকে উদ্দেশ্য করে করা হয়নি। হাসপাতালের ডাঃ সংকটের কারনে এলএমএসস দিয়ে চিকিৎসা করানোর কারনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ডাঃ মহসিন খাঁন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম ও তার বিরামহীন পরিশ্রমের কথা আবেগঘন ভাষায় তুলে ধরেন। নিম্মে তার স্টেটাসটি তুলে ধরা হল।
ভালবাসি লালমোহনের দুই পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা এবং তেতুলিয়া নদীর পাড়ের হতদরিদ্র সহজ সরল জেলেদের।
সেবা দিয়ে যাব মঙ্গল সিকদার থেকে নাজিরপুর,লর্ড হার্ডিঞ্জ থেকে দেবীরচর, ডাউরী থেকে কর্তারহাট, পুরো লালমোহন।
ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা লালমোহন প্রেস ক্লাবের সদস্যদের বলছি, আগামী উপজেলা পরিষদ মিটিং এ থাকবেন। আমিও থাকবো।লালমোহন হাসপাতালের ৮ জন মেডিকেল অফিসারের বিপরীতে গত এক বছরেরও বেশী সময় ধরে আমি একা আছি।
আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার না। আমার পোস্টিং আউটডোর মেডিকেল অফিসার হিসেবে। তারপরও ইমার্জেন্সিতে অতিরিক্ত ডিউটি করি।সপ্তাহে ৮৪ ঘন্টা ইমারজেন্সি ডিউটি করি, অনেক সময় অন-কলে থাকি। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন স্যারও এটা জানেন।
অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাসপাতালের আরএমও  এর দায়িত্ব পালন করতেছি গত ১ বছর ধরে। প্রতিদিন সকালে ২-৩ ঘন্টা সময় নিয়ে ইনডোরে ভর্তি রোগিদের রাউন্ড দেই, সন্ধ্যার পরে ২ ঘন্টা সময় নিয়ে সারাদিনে ভর্তি হওয়া রোগিদের রাউন্ড দেই। হাসপাতালের ডায়েট সেকশনে চলমান দুর্নীতি কমিয়ে এনেছি,(শেরে বাংলা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সময় একদিন হলের ডায়েনিং বন্ধ থাকলে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বাহিরে খাওয়ার খরচটা অামার জানা অছে, হাসপাতালে ভর্তি হওয়া হতদরিদ্র মানুষগুলোর কাছে হাসপাতালের দুই বেলা খাবার এবং সকালের নাস্তা কতটা দামি, তা অামি জানি),নরমাল ডেলিভারির রুমে অসহায় দরিদ্র রোগিদের কাছ থেকে খালা-মাসিদের টাকা নেওয়া শূন্যের কোটায় নামিয়ে এনেছি, জরুরী বিভাগের স্টাফদেরকে অসহায়-দরিদ্র রোগিদের কাছ থেকে জোরপূর্বক টাকা অাদায় থেকে বিরত রাখতে চেষ্টা করছি। মারামারি করে ভর্তি হওয়া রোগিদের ইনজুরি সার্টিফিকেট দিয়ে টাকা নিলে এই ২ বছরে বরিশাল শহরে জমি এবং বাড়ি  উভয়ই হতো।আমি একা মেডিকেল অফিসার, তারপরও প্রতি সপ্তাহে সোমবার সকাল সোয়া অাটায় ২০ জন সিনিয়র স্টাফ নার্সদের নিয়ে হাসপাতালের কনফারেন্স রুমে লার্নিং সেশন পরিচালনা করি।পাবলিক পরীক্ষা (জেএসসি, এসএসসি, এইচএসসি) গুলোতে মেডিকেল টিমের টিম লিডারের দায়িত্ব পালন করি।স্টোর মেডিকেল অফিসার হিসেবে স্টোরের সব কিছু দেখতে হয়, মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) হিসেবে   যক্ষারোগি সহ অন্যান্য রোগিদের চিকিৎসা দেয়ার পাশাপাশি মাসে কমপক্ষে ৪ বার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন সাব-সেন্টার ভিজিটে যেতে হয়। সব মাসে পারি না।
উপজেলার সবচেয়ে কমবয়সী ক্যাডার এবং সহজে সাক্ষাত দেই বলে প্রতিদিন অনেক কাগজ সত্যায়িত করতে হয়। বয়স নির্ধারণ ফরম, জন্ম নিবন্ধন ফরমে সাইন, প্রতিবন্ধী সনদ দেয়া, সমাজসেবা ফর্মে রোগের ধরন লিখে সুপারিশ লেখা, মাননীয় সংসদ সদস্য স্যারের বাসা, উপজেলা চেয়ারম্যান স্যারসহ উপজেলার গন্যমাণ্য ব্যক্তি, ঐতিহ্যবাহী বাড়ি এবং অতি ব্য়স্ক, বার্ধক্যজনিত রোগে অাক্রান্ত রোগিদের বাড়িতে রাত-বিরাতে কলে যেতে হয়। খুব কম মানুষকেই ফিরিয়ে দেই। গত ১ বছরে ইউএইচএফপিও স্যারের প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদ সমন্বয় মিটিং এবং সিভিল সার্জন অফিসে প্রায়ই যেতে হয়েছে। ইউএনও স্যার প্রায়ই বলে, মহসিন আমি আপনাকে অফিসার্স ক্লাবে পাইনা। কোন প্রোগ্রামে যাওয়ার সময় হয় না
প্রাইভেট চেম্বারে কারো সাথে ফি নিয়ে জোরাজোরি করি না। যার যা খুশি দেয়। একদিন এক বৃদ্ধ চাচি ৫ টা বাচ্চা দেখিয়ে একশো টাকা দিছে। এক মা দুই বাচ্চা এবং নিজেকে দেখিয়ে কোন টাকা দেয়নি, অামি বলে দিয়েছিলাম ঔষধ কেনার টাকা না থাকলে কাল সকালে হাসপাতালে আসবেন, ব্যবস্থা করে দেব।তারা জেনেই এসেছিলো, এরকম অনেক নজির আছে, আমার হাসপাতালের প্রায় ৮০% স্টাফ ঔষধের জন্য ও পরিবার- আত্মীয়স্বজনকে দেখানোর জন্য আমার কাছে নিয়ে আসে।চাকরির প্রায় ২ বছর শেষ, ফাউন্ডেশন ট্রেনিংয়ে যেতে পারি নাই। ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে পারি নাই। পোস্ট গ্রাজুয়েশন এর জন্য পড়াশুনা করার সময় পাই না। লালমোহন হাসপাতাল নিয়েই আছি।গত বছর স্বাস্থ্য মন্ত্রী জাতীয় পুরস্কারে ন্যাশনাল পর্যায়ে বরিশালের উজিরপুর ও ভোলার মনপুরা হাসপাতাল পুরস্কার পায়। বিভাগীয় পর্যায়ে লালমোহন হাসপাতাল বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হয়।এত সার্ভিস দেওয়ার পরও জাতীয় পত্রিকায় এমন রিপোর্ট?তাও আবার লালমোহনের একটা গুরুত্বপূর্ন বিদ্যাপীঠের কর্নধার এবং গুরুত্বপূর্ন একটা জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি  এর কাছ থেকে? এর আগেও একটা মিথ্যা নিউজ হয়েছিলো আমার নামে, যদিও সেটা বরিশালের লোকাল পত্রিকায়, তাই দেখেও দেখিনি।