মুক্তিযুদ্ধকে জানতে ভোলায় তোফায়েল আহমেদের অনন্য সৃষ্টি স্বাধীনতা জাদুঘর

মুক্তিযুদ্ধের জাদুঘর, দেয়ালের পর দেয়াল ভরে আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবিসহ অসংখ্য জীবন্ত ছবি। ওই সব ছবির দিকে তাকাতেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় চোখে পানি এসে যায়। যা প্রকৃত দেশপ্রেমী মানুষের মনকে নাড়া দেয়। বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের ইতিহাসে বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ আর ২৫ মার্চ ১৯৭১’র কাল রাত্রির নৃশ্বংস হত্যার ছবি সত্যি বিরল। বিশ্বের বিভিন্ন দেশ আজো বাংলার মুক্তিযুদ্ধকে সম্মান প্রদর্শণ করছে উচ্চ আসনে রেখে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধেল নানা চিত্র সহকারে ভোলার গর্ব, অভিভাবক তোফায়েল আহমেদ এর এক অন্যন্য সৃষ্টি স্বাধীনতা জাদুঘর। ভোলার বাংলাবাজারে অবস্থিত স্বাধীনতা জাদুঘরকে ঘিরে জননেতা তোফায়েল আহমেদ বাংলাবাজারকে দৃস্টি নন্দন উপ-শহর হিসেবে সাজানোর পাশাপাশি তার মায়ের নামে একটি বিশাল কমপ্লেক্স করেছেন। এখানে ফাতেমা খানম কলেজ, বৃদ্ধাশ্রম, অসাধারণ নৈপুন্যময় মসজিদ ও ক্যাম্পাস, নির্মানাধীন আজাহার-ফাতেমা খানম মেডিকেল কলেজ। ভোলাবাসীর প্রাণের দাবী ছিল কবে হবে ভোলার মানুষের স্বপ্নে মেডিকেল কলেজ। সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন তোফায়েল আহমেদ। তাছাড়া এখানে সুপরিকল্পিতভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের গবাদি পশু, ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, ফাতেমা খানম গার্লস স্কুল, সরকারী শিশু পরিবার (বালক) এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ নানান প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ অঞ্চলের মানুষের সেবায় আধুনিক শপিং সেন্টারও নির্মাণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ স্থাপন করেছেন।
৬৯’র মহানায়ক, সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ তোফায়েল আহমেদ ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প-কারখানা স্থাপন, ২২৫ মেঘাওয়াট করে ২টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, দেশের বৃহত্তম ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এসব স্বপ্ন বাস্তবায়নে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। যত দ্রুত সম্ভব ভোলাবাসীর স্বপ্ন পূরণ করা, তার জন্য চীন, জাপান, সাইকা, সৌদিআরবসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছেন তিনি। শুধু তাই নয় মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার লাল-সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রম হারানোসহ অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পূর্ণ ইতিহাস সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন তোফায়েল আহমেদ।
বিশ্বয়কর এক সংগ্রহ বঙ্গবন্ধুকে দু’হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল তরুণ তোফায়েল আহমেদ। ৬৯ সালের সেই ছবি এখনও জীবন্ত ইতিহাসের স্বাক্ষী। বহু দিনের পরিশ্রম আর যতেœ সংগ্রহ করা হয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি, নথি আর স্বাধীনতার অনেক অজানা তথ্য আর দলিল। নানান রকম বহু আনন্দ-বেদনার ছবিতে ভরে আছে জননেতা তোফায়েল আহমেদ এর অপূর্ব সৃষ্টি সেই স্বাধীনতা জাদুঘর।
জাদুঘরটি ঘুরে দেখে বিষ্মিত হয়েছি। ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত অনেক নথি, কত দলিল আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল পদ্ধতিতে জীবন্ত ছবি সমূহ। এখানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঁসি মুখের ছবিসহ স্থান পেয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বজন হারানো কষ্ট নিয়ে বাংলার মাটিতে পা রেখে শোকে মুর্হ্যমান। আকাশের দিকে দু’হাত তুলে তার সেই বেদনার্ত মুখের ছবি, ২১ আগষ্টের গ্রেনেড হামলার ছবি, বঙ্গবন্ধু কন্যর স্থম্ভিত মুখ প্রভৃতি।
ভোলার বাংলাবাজার আলোকিত করে আছে স্বাধীনতা জাদুঘর। এ জাদুঘরকে ঘিরে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ দর্শন করছে। ধন্যবাদ জ্ঞাপন করছেন দ্বীপ সিংহ তোফায়েল আহমেদকে। পর্যটন ও বিনোদন সেন্টার হিসেবে মুক্তিযুদ্ধের জাদুঘরটি প্রতিবছর স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে আসতে পারেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। আর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এমন চমৎকার জাদুঘর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভভিষ্যত প্রজন্ম স্ব-চক্ষে ঘুরে দেখে অন্যরকম এক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এ প্রত্যাশা। ইতিমধ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাংস্কৃতিক বিষয়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলন, আমাদের সময়ের সম্পাদক নঈম নিজাম, সাংসদ ও ফোক শিল্পী মমতাজসহ অসংখ্য গুনি ব্যক্তিরা মুক্তিযুদ্ধের এ জাদুঘর ঘুরে দেখে তোফায়েল আহমেদের এ অনন্য সৃষ্টির প্রশংসা করেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আপনার সন্তান, পরিবার তথা দেশের গুনিজনদেরকে এখানে নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি।

লালমোহনে ইয়াবাসহ দুই যুবক আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ৭৮ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কালামুউল্লাহ বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতরা হলেন লালমোহন পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত ছানাউল্লাহর ছেলে ইব্রাহিম (২৫) ও ধলিগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মৃত হাফেজের ছেলে সুমন (৩২)।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় এ দুই যুবককে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছে।

মাত্র ৪ ঘণ্টায় ভোলা থেকে ঢাকা

ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো আজ। অবশেষে ঢাকার সদরঘাট থেকে আজ মঙ্গলবার দুপুরে ভোলার ইলিশা বিশ্বরোড ঘাটে যাত্রী নিয়ে এলো গ্রীন লাইন-২ নামের দ্রুতগামী ওয়াটার ওয়েজ। মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে ভোলায় আসায় যাত্রীদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।

এদিকে দ্রুতগামী এই ওয়াটার ওয়েজটি দেখার জন্য ইলিশা বিশ্বরোড ঘাটে ভিড় জমায় শত শত মানুষ। পরে দুপুর ১টা ২০ মিনিটে ওই ঘাট থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা দেয় ওয়াটার ওয়েজটি।

গ্রীন লাইন-২ এর মালিক মো. আলাউদ্দিন জানান, ভোলার মানুষের কথা চিন্ত করে রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য গ্রীন লাইন সার্ভিস চালু করা হয়েছে। এটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় ও ভোলার ইলিশা ঘাট থেকে দুপুর দেড়টার দিকে ছেড়ে যাবে। এটি ঢাকা থেকে ভোলায় আসতে সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘণ্টা। আবার ভোলা থেকে ঢাকায় যেতেও একই সময় লাগবে।

bhola-(2)

তিনি আরও জানান, মঙ্গলবার প্রথম দিন গ্রীন লাইন-২ ঢাকা থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ভোলায় আসে এবং ভোলা থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

উল্লেখ্য, রাজধানীর সঙ্গে ভোলার নৌপথে যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম নৌযান। প্রতিদিন জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকায় যাতায়াত করে। উভয় স্থান থেকে রাতেই এসব লঞ্চ চলাচল করছে এবং ভোরে গন্তব্যে গিয়ে পৌঁছে। ভোলার খেয়াঘাট থেকে নৌপথে ঢাকার দূরত্ব ১৫৫ কিলোমিটার। লঞ্চযোগে যেতে সময় লাগে ১১ ঘণ্টা। তবে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ চলাচল করবে ইলিশা ঘাট থেকে। এতে ৩০ কিলোমিটার পথ কমে দাঁড়াবে ১২৫ কিলোমিটারে। সাধারণ লঞ্চের চেয়ে কমপক্ষে ৪০৫ ঘণ্টা সময় কম লাগবে।

গ্রীন লাইন-২ ওয়াটার ওয়েজের বিজনেস ক্লাসে ২০০ সিট ও ইকোনমিক ক্লাসে ৬০০ সিট রয়েছে। বিজনেস ক্লাসের ভাড়া ১ হাজার ও ইকোনমিক ক্লাসের ভাড়া ৭০০ টাকা। দ্রুতগামী লঞ্চটি পুরোটাই ওয়াইফাই সিস্টেমের আওতায়। ক্যাটামেরান সার্ভিসের লঞ্চটি দুই হালের আটটি বক্স রয়েছে। আটটি বক্সের যেকোনো একটিতে পানি ঢুকে গেলে বাকিগুলো দিয়ে সচল থাকবে এটি।

জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছে-এমপি শাওন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যখনই দেশ পরিচালনার দায়িত্বে আসীন হচ্ছেন তখনই কৃষকের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছে। একসময়ের হতদরিদ্র দেশ জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মর্যাদা লাভ করেছে।

শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের মাঝে বীজ সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা আ’লীগের সম্মেলনে পুনরায় সভাপতি এমপি শাওন

লালমোহন ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে সম্মেলনে ডেলিকেট ভোটে এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন পুনরায় সভাপতি ও ফখরুল আলম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সম্পাদক ও জেলা প্রশাসক আবদুল মমিন টুলু,সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল,সহসভাপতি মেজবাহ উদ্দিন আরজু,সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব আবুল কাসেম মিয়া, পৌর কাউন্সিলর আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, ফরহাদ হোসেন মেহের, রায়হান মাসুম, এহসানুল হক ফরিদ, সাইফুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে এমপি শাওন বলেন, বাংলার উন্নয়নের সবটুকু অর্জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। আমরা প্রাণের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু কাজ করে যাচ্ছি।

চরফ্যাশনের দুই ইউনিয়নে ৮ চেয়ারম্যানসহ ৯৯জনের মানোনয়পত্র দাখিল

চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নে ৮ চেয়ারম্যান, সাধারন সদস্য ৫৩ ও সংরক্ষিত ২২জনসহ মোট জন প্রার্থী মনোয়ন দাখিল করেছেন। মঙ্গলবার বিকালে দাখিলের শেষ দিন উপজেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, নুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন(স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান(নৌকা) কামরুল ইসলাম কাজল(স্বতন্ত্র) ফিরোজ কিবরিয়া(বিএনপি)।

আহম্মদপুর ইউনিয়নে ফখরুল ইসলাম (নৌকা), আবুল বাশার চাপরাশি(স্বতন্ত্র), হুমায়ুন কবির মোল্লা(বিএনপি), আওলাদ হোসেন(বিএনপির বিদ্রোহী)। নুরাবাদে সাধারণ সদস্য রয়েছেন ৩০জন, সংরক্ষিত মহিলা আসন ১২জন। আহম্মদপুর ইউনিয়নে সাধারন সদস্য ২৩ সংরক্ষিত মহিলা ১০জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বেলা ১২টায় নুরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও আহম্মদপুর ইউনিয়নের নৌকার প্রার্থী ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

স্থানীয় একাধিক ভোটার জানান, নুরাবাদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের মধ্যে এবং আহম্মদপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর চাপরাশির সাথে ভোটের লড়াই হবে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

চরফ্যাসনে কোষ্টগার্ডের অভিযানে ১ লক্ষ ২০হাজার মিটার কারেন্ট জাল আটক

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার বুড়াগৌরাঙ্গা নদীর বিভিন্ন এলাকা( ২৮ নভেম্বর) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকল ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১ লক্ষ মিটার চর ঘেরা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার ।

এসময় জালে আটকে থাকা ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চর কচ্ছপিয়া ৫টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ১ লক্ষ মিটার ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।

সকালে উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।

ভোলার ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা

ভোলা ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদ্রের হাট বাজারে দলীয় পার্টি অফিসে আ’লীগ ও যুবলীগের সাথে সংঘর্ষের মূল কারণ কি? কার ইন্ধনে হয়েছিলো রক্তক্ষয়ী এই সংঘর্ষ? স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিতিতে দুই পক্ষ কিভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে? রক্তক্ষয়ী সংঘর্ষের অদৃশ্য ব্যক্তি কে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ছড়িয়ে পড়লে এই নিয়ে নানান গুঞ্জন শুরু হয় দলীয় নেতাকর্মী সহ সবার মাঝে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হলেও বর্তমানে মামুন গ্রুপের ২ জন সদর হাসপাতালে ভর্তি রয়েছে। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

শনিবার (২৩ নভেম্বর) সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রৌদ্রের হাট বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত ১৭ নভেম্বর রাজাপুর ইউনিয়নে জুয়া (তাস) খেলা নিয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের ০১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মামুন ও রাজাপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক হোসেনের ভাই মোঃ হারুনের সাথে তর্কবিতর্ক হয়। এই সূত্র ধরে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ স্থানীয় বাজার রৌদ্রের হাটের পার্টি অফিসে উভয় পক্ষকে নিয়ে সালিশি বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক থেকে সংঘর্ষ বাঁধে। আর এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থুলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মামুন বেপারী সংঘর্ষের ঘটনা দাবি করে বলেন, ১৭ নভেম্বরের ঘটনা নিয়ে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ আমাকে রৌদ্রের হাট বাজারের পার্টি অফিসে আসতে বলে। তখন আমি পার্টি অফিসে এসে চেয়ারম্যানের সাথে কথা বলার এক পর্যায়ে বাচ্চু মাঝি ও ফারুক পিছন থেকে আমাকে লাথি মারে। আমি মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল খালেক, হারুন, রবিউদ্দিন সহ আরো ৭-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। প্রাণ বাঁচতে আমি আমার বাবা ও ভাই বাড়ির দিকে দৌঁড়ে পালালে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আমাদের বেপারী বাড়ির লোকজনের উপর তারা হামলা চালায়। হামলায় আমির হোসেন (৫০), সিরাজ (৫০), বাচ্চু (৩৫), জহির (৩৫) সহ ৭-১০ জন আহত হয়।

মামুন আরো জানান, মিজানুর রহমান চেয়ারম্যানের ইন্ধনে খালেক গ্যাং গ্রুপ এমন অনাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। খালেক গ্যাং গ্রুপ চেয়ারম্যানের ই আশ্রয়দাতা।

চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ বলেন, দুই পক্ষের কোন পক্ষই আমার কথা শোনেননি। কেউই আমার আশ্রয়দাতা নয়। হঠাৎ সংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইদিনের সংঘর্ষের ছবি ভাইরাল হলে বেড়িয়ে আসে নানান গুঞ্জন। প্রশ্ন জাগে কার আশ্রয়ে জনপ্রতিনিধির সামনে সংঘর্ষ বাঁধে? কে বা দিয়েছিলো ইন্ধন?

নাম প্রকাশে অনিচ্ছুক রৌদ্রের হাট বাজারের এক ব্যবসায়ী জানান, শুধু জুয়া খেলাকে কেন্দ্র করে নয়, বরং পূর্ব শত্রুতার জের ধরেই খালেক গ্রুপ হামলা চালায় মামুন বেপারী গ্রুপের উপর। যা পূর্ব পরিকল্পিত।

তিনি জানান, জুয়া খেলা নিয়ে যেদিন তর্কবিতর্ক হয়৷ সেইদিন থেকেই খালেক গ্রুপ সুযোগ চেয়েছিলো কিভাবে মারপিট করা যায়। খালেক গ্রুপ মারপিট করতে চেয়েছিলো শুক্রবার রাতেই। কিন্তু বেপারী গ্রুপের তেমন কাউকে না পেয়ে মারপিট করতে পারেনি। রাত ১২টা পর্যন্তু খালেক গ্রুপ মামুন বেপারী গ্রুপকে মারতে রৌদ্রের হাট বাজারে তান্ডব চালিয়েছিলো। শুক্রবার রাতে মারপিট করতে না পেরে শনিবার সকালে চেয়ারম্যানের সামনেই সামান্য তর্কবিতর্ক নিয়ে খালেক গ্রুপ সংঘর্ষ বাঁধে মামুন গ্রুপের উপর।

ব্যবসায়ী আরো জানান, আগের থেকেই খালেক গ্রুপের লোকজন খালেকের নেতৃত্বে বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র ঠিক করে রাখেন। যা আমার দোকানে বসেই আলোচনা করেন খালেক গ্রুপের লোকজন।

এই ঘটনায় ভোলা জজ কোর্টে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন মামুন গ্রুপের আহত এক সদস্য।

তবে ভাইরাল হওয়া ছবির প্রসঙ্গে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ জানান, উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন মামলা হয়েছে কিনা জানিনা। বর্তমানে রৌদ্রের হাট শান্ত রয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, এক পক্ষ ভোলা জজ কোর্টে মামলা করছে। এবং উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। কেউ মামলা করতে আসলে আমরা মামলা নিব।

লালমোহন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে লিটন সভাপতি, জসিম সম্পাদক

আওলাদ খান, ভোলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে লালমোহন রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় রিপোটার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল “দ্বীপকন্ঠ নিউজ ২৪.কম” সম্পাদক মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর লালমোহন প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “লালমোহন নিউজ ২৪.কম” এর সম্পাদক জসিম জনি এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ লালমোহন প্রতিনিধি ইউসুফ আহমেদ। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: ফরিদ উদ্দিন। নির্বাচন পরিচালনা করেন, রিপোটার্স ইউনিটি সদস্য তপতি সরকার, সাব্বির আলম বাবু, মাকসুদ মেহেদি। রিপোটার্স ইউনিটির নব-নির্বাচিত সাংবাদিক নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অনলাইন বাংলার বানী২৪.কমের ভোলা জেলা প্রতিনিধি আওলাদ খান,

ভোলায় ঘূর্ণিঝড়ে ৩০ বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০

নিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৩০টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা ও গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঘূর্ণিঝড় ‘বুলবুলি’র প্রভাবে এসব বাড়ি-ঘর বিধ্বস্ত হয়। আজ (রোববার) সকাল ১০টা পর্যন্ত ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া, চর উম্মেদ, লর্ডহার্ডিঞ্জ ও চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকায় ৩০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর ও গাছ পরে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান ও গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

jagonews24

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঝড়ে যাদের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল টিন ও ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। আর যারা মারাত্মক আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ লাখ ২৮ হাজার মানুষ আশ্রয় নেন। এছাড়া মুজিব কিল্লায় লক্ষাধিক গবাদি পশু নিরাপদে রয়েছে।