মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ ইটভাটার শ্রমিক কোয়ারেন্টাইনে

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ ফেরত আমতলীর ১২ জন ইটভাটার শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে ইউএনও মনিরা পারভীন তাদের আমড়াগাছিয়া কোয়ারেন্টাইনে রেখে দেন। কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হচ্ছে।
জানাগেছে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি ইটভাটার ১২ জন শ্রমিককে মালিক পক্ষ গত ১০ এপ্রিল ছুটি দেয়। ওই সময় থেকে তারা সিরাজদিখান এলাকায় অবস্থান করছিল। গত মঙ্গলবার তারা একটি ট্রাকে করে বরগুনা আসেন। ট্রাকটি তাদের বরগুনা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এ সময় তারা প্রশাসনের হাতে পড়ে। বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ওই শ্রমিকদের আসার বিষয়টি আমতলীর ইউএনও মনিরা পারভীনকে অবহিত করে। পরে বরগুনা প্রশাসনের সহযোগীতায় শ্রমিকদের আমতলী ফেরিঘাটে নিয়ে আসেন। ওইখান থেকে ইউএনও মনিরা পারভীন ও ওসি শাহ আলম হাওলাদার শ্রমিকদের গ্রহন করে উপজেলা আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া সাইক্লোণ সেল্টারে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রেখে দেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ১২ জন শ্রমিককে উদ্ধার করে কোয়ারেন্টাইনে রেখে এসেছি। কোয়ারেন্টাইনে থাকা কালিন সময়ে তাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ওই শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওই সময়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হবে।

লালমোহনে বাম্পার ফলনেও হাসি নেই তরমুজ চাষীদের মুখে

লালমোহন (ভোলা) থেকে:
ভোলার লালমোহনে এবছর তরমুজের বাম্পার ফলন হলেও হাসি নেই তরমুজ চাষীদের মুখে। আবহাওয়া ভালো থাকায় তরমুজের ফলনও হয়েছে বাম্পার। তবে বাজারে ক্রেতা কম ও পরিবহন খরচ বেশি হওয়ায় চাষিদের গুনতে হচ্ছে লোকসানের হিসাব। উপজেলা কৃষি অফিসের সূত্রে লালমোহনের বদরপুর, ফরাজগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চরের প্রায় ৩৯ হেক্টর জমিতে এবছর তরমুজ চাষ হয়।
চাষী সাইফুল ইসলাম জানান, উপজেলার নবীরচরে ১৬ হেক্টর জমিতে তরমুজের চাষ করেন তিনি। এতে তার খরচ হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকার মত। তবে তরমুজ বিক্রি করে এসেছে মাত্র ২৫ লক্ষ টাকা। সারাদেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ গৃহবন্ধি থাকার কারণে ক্রেতার হার কমে গিয়েছে। যার জন্য অধিক ফলনেও আমাদের অর্ধেকেরও বেশি অংশ লোকসান গুনতে হচ্ছে। এদিকে গত বছরেও আবহাওয়া খারাপ হওয়ার কারণে তরমুজের ফসল নষ্ট হয়ে মোটা অংকের লোকসান গুনতে হয়েছে আমাদের।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন বলেন, কৃষি অফিস থেকে তরমুজ চাষীদের চাষাবাদ পদ্ধতি ও রোগ বালাই সর্ম্পকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবছর দেশে চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে অঘোষিত লকডাউনের ফলে চাষীদের তরমুজ নিয়ে বিপাকে পড়তে হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তরমুজ চাষীদের লোকসান কাটিয়ে ওঠার জন্য ভোলার তরমুজ সরকারী খাদ্য সহায়তার অর্ন্তভূক্ত করা হয়েছে।

 

লালমোহনে সরকারি চাল আত্মসাৎ: ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক:
ভোলার লালমোহনে আ’লীগ নেতার গোডাউনে ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ৪০ মে.টন চাল জব্দ করা হয়েছে। খাদ্য বিভাগের খালি ২০টি বস্তা উদ্ধার। লোকাল বস্তার চাল জাতীয় ব্রান্ডে ঢুকানোর অভিযোগ। সকল অভিযোগ থেকে ২০ হাজার ৫০০ শ টাকায় বেকসুর খালাস দেওয়া হয়েছে লালমোহন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনকে।

জানা গেছে, ভোলার লালমোহন উপজেলায় ৪০ মে.টন চাল বস্তা বদল করার অপরাধে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের গোডাউনে অভিযান চালানো হয়েছে। এ সময় প্যাকেট পাল্টানোর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির ভোক্তা অধিকার আইনে ওই অর্থদণ্ড প্রদান করেন।

মেম্বারের ঘরের মাটি খুঁড়ে চাল উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি মেম্বারের বসত ঘরে মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ট্রিপল নাইনে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে। এছাড়াও ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির। ইউপি মেম্বার জুয়েল আত্মগোপন করলে তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, রোববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইনে ফোন পাই বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি। জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সাথে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে।

লালমোহনে যুবকের আত্মহত্যা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো. মফিজুল ইসলাম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের নুরুল্লাবাজার এলাকার করিম বক্সের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মফিজুল ইসলাম ওই বাড়ির মো. সিরাজ মিয়ার ছেলে।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

রাতের আঁধারে ট্রলারে নদী পাড়ি দিলেন ৫০০ যাত্রী

সরকা‌রি নি‌র্দেশ অমান্য ক‌রে নদীপ‌থে যাত্রী নি‌য়ে ভোলায় প্র‌বেশ করায় ৩টি ট্রলার জব্দ করা হ‌য়ে‌ছে। এসময় দুই জন‌কে আটক করা হয়। এছাড়াও ওই তিন‌টি ট্রলা‌রের ৫ শতা‌ধিক যাত্রীকে হোম কোয়া‌রেন্টই‌নে থাকার নি‌র্দেশ দেয়া হয়েছে।

বৃহস্প‌তিবার ভোরে ভোলা সদ‌রের ইলিশা জংশন ফে‌রিঘাটের মেঘনা নদী থে‌কে ওই ট্রলার ও জ‌ড়িত‌দের আটক করা হয়।

bhola

ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল তথ্য নি‌শ্চিত ক‌রে জানান, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সারা‌দে‌শের মতো ভোলাতেও সরকা‌রি নি‌র্দে‌শে যানবাহন ও নৌ প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু এ নি‌র্দে‌শ অমান্য ক‌রে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থে‌কে ৫ শতা‌ধিক যাত্রী নি‌য়ে ভোলার ইলিশা জংশন ঘা‌টে ওই তিন‌টি ট্রলার এলে আমরা জব্দ ক‌রি। এসময় জ‌ড়িত দুই জন‌কে আটক করা হয় ও বাকিরা পা‌লি‌য়ে যায়।

তি‌নি আরও জানান, আটক দুই জন ও তিন ট্রলা‌রের বিষ‌য়ে ম্যা‌জি‌স্ট্রেট সিদ্ধান্ত নেবেন।

ভোলায় তাবলীগ জামাতের ২৫ মুসুল্লিসহ ৩৫ জন নৌবাহিনীর হাতে

আটক আওলাদ খান ভোলা প্রতিনিধি:
ভোলা বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে নৌ-বাহিনীর হাতে ২৫ জন তাবলীগ জমাতের মুসল্লিসহ ৩৫ জন কে আটক করা হয়। এসময় ট্রাক চালক মোহাম্মদ আলী কে মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, লক ডাউন অমান্য করে নারায়নগঞ্জ ও কেরানীগঞ্জ হতে আসা তাবলীগ জামাতের ২৫ জন সহ ৩৫ জন ট্রাকে করে ভোলায় চরফ্যাশনে যাচ্ছিলো। খবর পেয়ে নৌ-বাহিনীর কমান্ডার মো: ইমাম ও নুর মোহাম্মদ নৌ-বাহিনীর একটি টিম নিয়ে বোরহানগঞ্জ বাজারে বুধবার সকালে ট্রাক সহ ৩৫ জনকে আটক করেন। পরে মোবাইল কোর্টে ট্রাক চালক মোহাম্মদ আলী কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আর আটককৃততরা চরফ্যাশন উপজেলার হওয়ায় তাদেরকে চরফ্যাশনে যে কোন একটি স্কুলে ১৪ হোমকোরেন্টে রাখা হবে জানান। তিনি আরোও জানান, করোনা ভাইরাস বিষয়ে তাদেরকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়।

লালমোহনের জনগনকে বাসায় থাকতে এমপি শাওনের মাইকিং

আওলাদ খান,ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ভিবিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরন শেষে ভিবিন্ন বাজারে মাইকিং করেন ভোলা-৩ আসনের সাংসদ নুরন্নবী চৌধুরী শাওন এমপি, এসময় তিনি জনগঙ্কে বাসায় থাকার জন্য আহবান জানান ,তিনি বলেন,আপনারা সবাই নিজ নিজ বাসায় অবস্থান করুন আপনাদের কারো যদি কোনো খাবার সংকট হয় তাহলে আমাদের হট লাইনে ফোন করুন, আপনাদের বাসায় খাবার পৌছে যাবে, নিজে এবং নিজের এলাকাকে সুস্থ রাখতে বাসায় থাকার কোনো বিকল্প নেই, এর আগে এমপি মহোদয় উপজেলার ভিবিন্ন স্থানে দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন,

ত্রাণ শেষ হয়ে গেলে নতুন করে আবার বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দেওয়া হবে- এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন নিম্ন আয়ের অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে ঘরে থাকার শপথ পড়িয়েছেন। এসময় তাদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, ত্রাণ শেষ হয়ে গেলে নতুন করে আবার বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দেওয়া হবে। কিন্তু কেউ যেন ঘরের বাইরে বের না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস এতটাই ভয়াবহ যে একজন আক্রান্ত হলে পুরো বাড়ি বা এলাকা আক্রান্ত হতে পারে। আমাদের বাঁচতে হলে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে।
সোমবার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দূরুত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মো. মনির হাওলাদার প্রমুখ।

 

ভোলায় সাংবাঁদিক পেটানো চেয়ারম্যান পুত্র ছাত্রলীগ নেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি:
ভোলার  বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যানের ত্রানের চাউল চুরির প্রতিবান করায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় চেয়ারম্যান জসিম হায়দারের পুত্র ঢাবি ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বোরহানউদ্দিন  থানার ওসি মো. এনামুল হক জানান, সাংবাদিক সাগর চৌধুরী মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় নাবিলকে প্রধান আসামি ও আরও ৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

আহত সাগর চৌধুরী জানান, ‘বড় মানিকা ইউনিয়নের সরকারি নিবন্ধিত জেলেদের নামে বরাদ্দকৃত চাল ৪০ কেজি করে বিতরণের কথা থাকলেও ওই ইউনিয়নে দেয়া হয় সবোর্চ্চ ২০ কেজি করে। এ ঘটনা আমি বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো. বশির গাজীকে জানাই। এছাড়া রাতের আঁধারে ইউনিয়ন পরিষদ থেকে চাল অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় আমি ছবি তুলি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের ছোট ছেলে মঙ্গলবার সকালে আমাকে ফোন করে জরুরি কথা বলার জন্য রাজমনি সিনেমা হলের সামনে আসতে বলে। আমি গেলেই সে আমার জামার কলার ধরে মারধর শুরু করে। আমি নাকি তার মোবাইল ফোন চুরি করার চেষ্টা করছি এটা বলে আরও মারধর করে। আমাকে মারধর করা অবস্থায় চোর বলে ফেসবুকে সে লাইভ করে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোলা সদর হাসপাতলে আমাকে ভর্তি করা হয়।