বসন্ত-ভালোবাসায় মেতেছে রাজধানী

শীতের জীর্ণতা সরিয়ে, গাছে গাছে কচি পাতা আর তাতে মৃদু হাওয়ার ঝিরিঝিরি কাঁপন জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রতি বছর এই দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় দেশবাসী। গত বছর থেকে পহেলা ফাল্গুনে যোগ হয়েছে নতুন আমেজ। বাংলা বর্ষপঞ্জি সংস্কার করায় পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হচ্ছে ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বের সাথে এই দিনটি পালন করে থাকে বাঙালি। দুটি উৎসব এক সাথে পেয়ে যেনো বাড়তি আনন্দ এসেছে নাগরিক জীবনে।

করোনাভাইরাসের কারণে কিছুটা ভাটা পড়লেও থেমে নেই উৎসবের উচ্ছ্বাস। দিনের শুরুতে রাজধানীর জনসমাগম স্থানগুলোতে উৎসব প্রিয় মানুষের উপস্থিত কম থাকলে বেলা বাড়ার সাথে সাথে মানুষের বাড়তে থাকে। তরুণ-তরুণীর উপস্থিত বেশি থাকলেও সকল বয়সের মানুষের ভিড় ছিল। প্রিয় মানুষের সাথে ঘুরতে বের হয়েছে উৎসব প্রিয় মানুষ। তাছাড়াও পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, সহপাঠী, সহকর্মীদের সাথে ঘুরতে এসেছেন। ধানমন্ডি লেক, হাতিরঝিল, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ জনসমাগম স্থানগুলোতে ছিল চোখে পড়ার মত ভিড়।


বেসরকারি চাকরি করেন বেলাল আহমেদ, পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বলেন, আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে অনেক দিন পর কোন উৎসব পালন করতে পরিবার নিয়ে বের হয়েছি। করোনার কারণে প্রয়োজন ছাড়া বের হওয়া হয় না। করোনা যেহেতু এখনো আছে তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

উৎসবের সাথে মিলিয়ে ছেলেরা পাঞ্জাবি আর মেয়েদের দেখা যায় লাল, হলুদ ও বাসন্তী রঙের শাড়ি পড়েছেন। চোখে কাজল, হাতে বাহারি রঙের রেশমি চুড়ি, কপালে টিপ আর খোঁপায় গোঁজা নানা ফুলের মালা। হাতে বিভিন্ন ফুল দেখা গেলেও গোলাপ ফুল প্রায় সবার হাতে হাতে জায়গা করে নিয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিন ফারহানা বলেন, বসন্তের প্রথম দিন। প্রতিবছরই এই দিনটি পালন করে থাকি। তাছাড়া আজ বিশ্ব ভালোবাসা দিবসও। ভার্সিটি বন্ধ থাকায় আমার অনেক বন্ধু ঢাকার বাইরে রয়েছে। যারা ঢাকায আছে তাদের সাথে দেখা হবে। সারাদিন বন্ধবীদের সাথে কাটাবো, রাতে পরিবারের সাথে কাটবো।

দেশের সবচেয়ে বড় বসন্ত উৎসবের আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাঙ্গণে। প্রতি বছর বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পহেলা ফাল্গুন “বসন্ত বরণ” উৎসব পালন করে থাকে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর “বসন্ত বরণ” উৎসবটি না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এবার জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলার পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘বসন্ত উৎসব’। আজ বিকেল ৪টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা সভা দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি।

বসন্তের বাতাসে ভালোবাসার ছোঁয়া

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত যেমন ঠিক,তেমনি বিশ্ব ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সাথে পহেলা ফাল্গুন যোগ হওয়ায় দ্বিগুণ আনন্দ ছুঁয়ে যাবে প্রাণে। বসন্তের এই দিনে হৃদয় উদার, উন্মুক্ত হবে।

তাই কবিগুরু বলেছেন, ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/ কোরো না বিড়ম্বিত তারে/ আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/ আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।’ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাসন্তি রঙের শাড়ি পরবে নারীরা। রঙে রঙিন হবে নারী পুরুষ সবাই। বসন্তের রঙিন পরশে অনেকেই গুণগুণিয়ে গেয়ে উঠবে ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো– তোমার মনের মন্দিরে।

ভালোবাসার বর্ণ,গন্ধ ও কোন রঙ নেই… নেই কোন আকার। তবুও পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি ‘ভালোবাসা’। ফাল্গুনের প্রথম দিন আর ‘ভ্যালেনটাইনস ডে’র একই দিনে আপন করে নেবে তরুণ প্রজন্ম। ফাল্গুন আর ভালোবাসার উচ্ছ্বাসে আজ মুখর হবে নানা বয়সের মানুষ। যেন হৃদয় রাঙানোর মহাদিনে একে অপরকে বলবে সখি ভালোবাসি তোমায়। এই দিনে মন খোলা যায়। কেমন সে দিন,কেমন দিনে তাকে বলা যায়।

রবীন্দ্রনাথ তার গানেই বলেছেন, তাহাতে এ জগতে ক্ষতি করে/নামাতে পারি যদি মনোভাবে দু’কথা বলি যদি কাছে তার/ তাহাতে আসে যাবে কি বা কার’। মনোভাবে নামানো নিয়েই যখন কথা তখন হোক না সে দিন শীত, গ্রীষ্ম কিংবা বসন্তের। ভোর হতেই মানুষ আপন আপন ভাষায় গেয়ে উঠবে ‘এই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি-ভালোবাসি ভালোবাসি। আর বসন্তের রঙে মন হবে রঙিন। এই রং ছড়িয়ে বসন্ত বিরাজ করে সবার মনে। এই দিনে প্রকৃতিকে রাঙাতে ব্যস্ত থাকে পলাশ ,শিমুল আর কৃষ্ণ। কচি সবুজ পাতা, লাল-হলদে ফুল বসন্তের রঙে রাঙিয়ে দেবে প্রকৃতি। আর প্রকৃতির সেই রঙ দেখেই কোকিল গাইতে শুরু করবে কুহু কুহু……।

বিনোদন কেন্দ্রগুলো সরব হবে তরুণ-তরুণীসহ সব মানুষের পদচারণায়। প্রেমশার বাগিয়ে হৃদয়ে বন্দরে ঘুরে বেড়াবে। ভালোবাসা দিবসে ভালোবাসার শুভেচ্ছা শুধু প্রমিক প্রেমিকা নয়, প্রযোজ্য বাবা-মা নই – ভাইবোন, বন্ধু সকলের ক্ষেত্রেই। প্রযুক্তি কল্যাণে হাইটেক, ডিজিটালের যুগে মুঠোফোনের ক্ষুদে বার্তা, ই-মেইল, অথবা ফেসবুকে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার কিশলয় পল্লবিত হয়ে রাত ১২টার পর থেকেই গোলাপের ইশারা বিনিময়, আর মনের গহীনের কথকতার কলি ফোটাবে তারা।

ভালোবাসা নিয়ে কবিতা আর গান সুরে-বেসুরে শোনানো হবে প্রিয়জনকে। ভালোবাসার এই দিনে চকোলেট, পারফিউম, বই ইত্যাদি শৌখিন উপঢৌকন প্রিয়জনরা এক অপরকে উপহার দেবে। কেউ কেউ খোঁপায় গুজে দেবে গোলাপ। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস  ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

করোনায় বাচার সম্ভাবনা কম গাঁজাসেবীদের

লাইফস্টাইল ডেস্ক:
করোনাভাইাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী চলছে লকডাউন। একরকম বন্দি দশায় কাটছে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের জীবন। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকে হয়তো গাঁজার শরণাপন্ন হতে পারেন। বিশেষ করে পশ্চিমের অনেক দেশে গাঁজা সেবনে কোনো বিধিনিষেধ নেই। তবে চিকিৎসকরা বলছেন, ‘করোনাভাইরাসের মহামারির এই সময়ে গাঁজা সেবনের আগে দুইবার ভাবুন।’ খবর সিএনএনের।

গাঁজা সেবনকারী কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে তার ঝুঁকি অন্য অনেকের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের শ্বাসতন্ত্র ও ফুসফুসের রোগের চিকিৎসক ডা. আলবার্ট রিজ্জো বলেন, সিগারেট ও গাঁজা সেবনের ফলে শ্বাসযন্ত্রে একই রকম প্রদাহের সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি করোনাভাইরাসে কেউ আক্রান্ত হন, তাহলে বিপজ্জনক পরিস্থিতির তৈরি হতে পারে।

নভেল করোনাভাইরাস মূলত ফুসফুসের অসুখ। এ ভাইরাস সাধারণত ফুসফুসে সংক্রমণ তৈরি করে। এক পর্যায়ে রোগী শ্বাসকষ্টে ভুগতে থাকেন। এই কারণেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, যারা দীর্ঘদিন ধরে নিয়মিত গাঁজা সেবন করছেন তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। কারণ এতে শ্বাসতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যা সরাসরি ফুসফুসের ওপর প্রভাব ফেলে।

গাঁজা সেবনের ফলে একজন ব্যক্তি শারীরিকভাবে অতিরিক্ত দুর্বল হয়ে পড়তে পারেন। তিনি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং তাকে যদি হাসপাতালে নিবিড় চিকিৎসাও দেওয়া হয় তাতেও তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তার বয়স যাই হোক না কেন।

সারাদিন কাজের শেষে কোমর ব্যথা? সমাধান জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক:

বাড়িতে বসেই অফিসের কাজ করতে হচ্ছে বেশিরভাগ কর্মজীবীকে। বাড়িতে বসে টানা কাজ করার অভ্যাস নেই অনেকেরই। আবার বাড়িতেই বন্দি থাকার কারণে হাঁটাচলা হয় না খুব একটা। তাই দিনশেষে যোগ হয় কোমর ব্যথা। এটি পাত্তা না দিলে আপনি আরও বেশি সমস্যায় ভুগতে পারেন।

কোমরে ব্যথা অনেক সময়ে নানা অসুখের কারণেও হতে পারে, তাই সেটাকে গুরুত্ব দিয়েই দেখা উচিত। কিন্তু বেশ কিছুদিন চেয়ারে বসে কাজ করার পর যারা কোমরে ব্যথায় ভুগছেন, তাদের বসার ভঙ্গী ঠিক করা জরুরি।

komor

যেকোনো চেয়ারে বসে কাজ করার সময়েই পিঠ একেবারে সোজা রাখতে হবে। বাড়িতে বসে যখন কাজ করছেন, তখন সেটি ঠিক রাখা সম্ভব হচ্ছে না সব সময়। আপনি হয়তো কুঁজো হয়ে যাচ্ছেন বা বিছানায় উপুড় হয়ে শুয়ে কাজ করছেন- এসবই আপনার পিঠ ও কোমরের ব্যথার কারণ।

টানা ঘণ্টাখানেক কাজ করার পর অন্তত মিনিট দশেক বিরতি নিয়ে একটু হাঁটাচলা করে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কারণ টানা বসে থাকাটা এমনিই আমাদের পিঠ, কোমর, শরীরের নিচের দিকের জন্য খারাপ। পিঠ বেঁকিয়ে বা কোলে বালিশ নিয়ে বসে কাজ করা চলবে না একেবারেই।

komor

কোমরে ব্যথা হলে কিন্তু চটজলদি কোনো ব্যায়াম করে সেটা কমানোর চেষ্টা করে লাভ হবে না। এটি সারানোর জন্য আপনাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।

কোমার ব্যথা দূর করতে ঠান্ডা সেঁক দিন প্রথমে, একটু কমলে ঠান্ডা-গরম সেঁক দিতে পারেন। ব্যথা একেবারে কমে গেলে তারপর না হয় আপনার ব্যায়ামের রুটিনে ফিরবেন। তবে সবকিছুর আগে পিঠ সোজা করে বসার অভ্যাস তৈরি করতে হবে।

komor

বাড়িতে সারাদিন থাকার কারণে সবারই একটু বেশি খাওয়াদাওয়া হচ্ছে, সেই তুলনায় হাঁটাচলা হচ্ছে না। ওজন বাড়তে আরম্ভ করলে কিন্তু কোমরই শুধু না, শরীরের অন্যত্রও ব্যথা আরম্ভ হবে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ও সুস্থ থাকতে পরিমিত খাবার খাওয়াও সমান জরুরি।

কখন করাবেন করোনা পরিক্ষা?

লাইফস্টাইল ডেস্ক: 
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এর অন্যতম কারণ হলো অনেকে এর উপসর্গগুলো বুঝতে পারেন না। আর হাসপাতালে যেতে ও পরীক্ষা করতে সময়ক্ষেপণ করছেন।

তাই করোনা প্রতিরোধের জন্য এই রোগের উসর্গগুলো জানতে হবে ও সর্তক থাকতে হবে। কারণ এই রোগ অনেকের শরীরে প্রবেশের পর উপসর্গ দেখা দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে তেমন কোনো উপসর্গ থাকছে না।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামী। তিনি জানান, এই ভাইরাসের প্রধান ও অন্যতম উপসর্গ হলো জ্বর। তবে সব ক্ষেত্রে জ্বর আসবে এমনও বলা যাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় দেখা গেছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে জ্বর এলেও জ্বর আসছে না ১২ শতাংশের। সে ক্ষেত্রে কেবল শ্বাসকষ্ট বা কাশির উপসর্গ থাকবে।

আসুন জেনে নিই করোনাভাইরাসের উপসর্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

১.সর্দির সমস্যা হলে বুঝতে হবে কেমন সর্দি। নাক দিয়ে যদি পানি পড়ে ভয়ের কারণ নেই। তবে কফ নেই, কিন্তু সর্দির জন্য অস্বস্তি, গলা জ্বালা ও গলা ব্যথা হলে সর্তক হোন। আর হাঁচি থাকলেও ভয়ের কারণ নেই।

২. খুশখুশে ঘন ঘন শুকনো কাশি থাকলেও ভয়ের কারণ রয়েছে। দিনে দু’এক বার কাশলে তাকে স্বাভাবিক ধরে নেয়া যাবে। তবে এমন যদি হয় আপনি কাশি দিতে আছেন তবে সমস্যা। তখন দেখতে হবে শ্বাসকষ্ট বা জ্বর আসছে কি না। আর সর্দির জন্য গলা ব্যথা বা কাশি হলেও নিজের জিনিসপত্র আলাদা করে আলাদা থাকুন।

৩. বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গলা ব্যথা-কাশির উপসর্গ দিয়ে শুরু হলেও এই ধরনের ভাইরাসের কারণে তা দ্রুত বাড়ে ও প্রবল জ্বর ডেকে আনে,সঙ্গে শ্বাসকষ্টও থাকে। অনেক সময় নিউমোনিয়ায় আক্রান্ত করে। আবার হঠাৎই শুরু হয়ে যাচ্ছে ডায়রিয়া। তবে সাধারণ ডায়রিয়া কি না তা বুঝতে পরের দু’দিন খেয়াল রাখুন।

৪. করোনার আরেকটি উপসর্গ হলো সাত-আট দিনের মাথায় প্রবল শ্বাসকষ্ট শুরু হয়।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সেরা নিউজ/আকিব

জেনে নিন ঘরে মাস্ক বানানোর পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক:

বাজারে মাস্ক সহজলভ্য নয়। তাই নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না। বরং বাড়িতেই বানিয়ে নিতে পারেন মাস্ক। শুধু করোনাভাইরাস প্রতিরোধেই নয়, বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণু থেকে বাঁচতেও ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।

জেনে নিন ঘরে মাস্ক বানানোর পদ্ধতি:

* চার ইঞ্চি করে দুই টুকরো সুতির কাপড় নিন

* একটির সঙ্গে আরেকটি সেলাই করুন

jagonews24

* সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন

* এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত

* তৈরি হয়ে গেল আপনার মাস্ক।

চিকিৎসকরা জানাচ্ছেন, সর্দি, কাশিতে যারা খুব ভোগেন, তাদেরই সব সময় এই মাস্ক পরে ঘোরাঘুরি করা উচিত। কারণ, হাঁচি, কাশির সময় নাক ও মুখ থেকে বেরনো ড্রপলেটসেই যক্ষা, করোনা-সহ নানা ধরনের ভাইরাস ও জীবাণু থাকতে পারে। আর যক্ষা ও করোনা মূলত এই ড্রপলেটসের মাধ্যমেই ছড়ায়।

jagonews24

যারা প্রায়ই সর্দি, কাশিতে ভোগেন, তারা সব সময় মাস্ক পরে থাকলে তাদের থেকে সংক্রমণের আশঙ্কা কমে যাবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, করোনা আক্রান্ত ও সন্দেহভাজন ও তাদের যারা দেখভাল করেন, তাদেরই সব সময় মাস্ক পরে থাকা উচিত। সেটি সাধারণ সার্জিক্যাল মাস্ক হলেও চলবে।

কেমন যাবে আজকের দিনটি?

লাইফস্টাইল ডেস্ক:

আজ ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মীন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

অংশীদারের আচরণ সম্পর্কে সতর্ক থাকুন। বৈদেশিক যোগাযোগে অংশীদারের প্রলোভনে আকৃষ্ট হয়ে নতুন কোনো চুক্তিপত্রে স্বাক্ষর না করাই উত্তম হবে। কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেবেন ন। যাত্রাপথে সাবধান থাকুন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

কারও কথায় মন খারাপ করবেন না। আজ বন্ধুদের সঙ্গে খেলাধুলা ও বিনোদন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পার করে দিতে পারবেন। বিপরীত লিঙ্গের সঙ্গে আজ কোনো ধরনের দাফতরিক গোপনীয়তা নিয়ে আলোচনা করবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

ব্যবসায়ীরা সব দিক থেকে আজ প্রভাবশালীদের মন রক্ষা করে চললে তাদের সহযোগিতা পাবেন। বিনোদন ও ধর্মীয় কাজে মনোযোগ দিলে মানসিক শান্তি পাবেন। কর্মস্থলে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

অনেকদিন থেকে যে ঋণপ্রাপ্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন সেই ঋণপ্রাপ্তির ব্যাপারে আজ ঘনিষ্ঠ কোনো বিপরীত লিঙ্গের সহযোগিতা পাওয়া সহজ হবে। পুরনো কোনো সমস্যার সমাধানে নিজেই উদ্যোগ নিলে উপকার পাবেন।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

গবেষক ও চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিতদের সাবধানে পদক্ষেপ নিতে হবে। আজ অপ্রত্যাশিতভাবে বিদেশ সফরের সুযোগ সৃষ্টি হতে পারে। আবেগপ্রবণতা পরিহার করে চলার চেষ্টা করুন। যাত্রাপথে সাবধান থাকুন।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

কর্মস্থলে অধস্তনদের ব্যাপারে সাবধান থাকুন। পারিবারিক ক্ষেত্রে ছোটখাটো বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মস্থলে সৃজনশীল কাজে প্রভাবশালীদের সহযোগিতা পাবেন। দূরের যাত্রায় সঙ্গীদের সম্পর্কে সাবধান থাকুন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

কর্মস্থলে আজ দুপুরে বিশ্রামের পরিবর্তে পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। একটু দেরিত ঘুম থেকে উঠলেও দিনটি আজ আপনার স্বাভাবিকভাবেই কেটে যাবে। বিকালের দিকে কোনো সুখবর আপনাকে আবেগাপ্লুত করতে পারে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

পাওনাদারদের পাওনা পরিশোধের আলোচনায় সুফল পাবেন। সম্পত্তি বণ্টন সংক্রান্ত পারিবারিক বৈঠকে মাথা ঠাণ্ডা রাখুন। বৈষম্যের কারণে নিজেদের মধ্যে শত্রুতার সৃষ্টি হতে পারে। যাত্রাপথে সচেতন থাকুন।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

আজ আর্থিক যোগাযোগে পুরনো কোনো পাওনা আদায়ে সুফল পেতে পারেন। প্রিয়জন কেউ আজ আপনার মানসিক কষ্ট নিরসনে সহায়তা করতে পারে। নতুন কোনো কাজ শুরু করা থেকে আজ বিরত থাকুন। দূরের যাত্রা শুভ।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

আজ কর্মসংস্থান সংক্রান্ত আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের শুরু থেকেই আজ ধর্মীয় কাজে সময় দিন এবং পারলে কিছুটা দান-খয়রাত করুন। আজ দূরের কোনো কাজে অস্থির হয়ে যাত্রা করা ঠিক হবে না।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

যোগাযোগ রক্ষা করে চললে আজ বেকারদের কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। সামান্য কোনো বিষয় নিয়ে আজ মাথা গরম করবেন না। এতে করে দাম্পত্য ক্ষেত্রের বিরোধটা আরও বেড়ে যেতে পারে। বিয়ের যোগ শুভ।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

আর্থিক যোগাযোগ শুভ। তবে আজ নিজের পূর্ব পরিচিত বা বিপরীত লিঙ্গের কোনো অধস্তনের সঙ্গে আচরণে সতর্ক না থেকে সঙ্গ দিতে গিয়ে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।

 

 

আমিষ নাকি নিরামিষ ডিম

লাইফস্টাইল ডেস্ক:

ডিম স্বাস্থ্যের জন্য কতটা উপকারি তা আমরা সবাই জানি। কিন্তু ডিম আমিষ না নিরামিষ-এই বিতর্কের কারণে আমিষ ভেবে অনেকে ডিম খাওয়া থেকে বিরত থাকেন। কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পাল্টা যুক্তিও রয়েছে।

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিমের ৩টি অংশ থাকে। ডিমের খোসা, কুসুম ও সাদা অংশ। ডিমের সাদা অংশ শুধু প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন, কোলেস্টেরল ও ফ্যাট। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাৎ এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।
এছাড়া পুষ্টিবিদদের মতে, আমিষ বা নিরামিষ না ভেবে নিয়মিত একটি করে ডিম খাওয়া জরুরি। কারণ এতে শরীর সুস্থ ও রোগমুক্ত থাকতে সহায়তা করে।

রাশিফলে কেমন যাবে আজকের দিনটি?

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ  দেবগুরু বৃহস্পতি, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও পরমযোগী গ্রহ শনি মহারাজের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের মন অলসতায় পূর্ণ হয়ে থাকবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে।

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

ডাকযোগে মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা তথা বিদেশগমনের পথ খুলবে।

মিথুন [২১ মে-২০ জুন]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। মন সুর সংগীত ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। বেগবান যান বর্জনীয়।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারসামগ্রীও সমানে প্রাপ্ত হবেন।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরনো ক্রনিক ব্যাধিপীড়াগুলো চাঙ্গা হয়ে উঠায় আপনাকে হাসপাতালে চক্কর কাটতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। অবশ্য জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলায় থেকে ভরপুর সাহায্য পাবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকতে পারে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ শুভ তথা সুদূরপ্রসারী হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধুব আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

 

 

জেনে নিন প্রেমে পড়ার লক্ষন

লাইফস্টাইল ডেস্ক:

সামনে আসছে ফাল্গুন মাস। মন যেন বলতে শুরু করেছে, ‘বসন্ত এসে গেছে…’!  অনেক দিন ধরেই ভাবছেন এবার বলেই ফেলবেন, কিন্তু বলে আর উঠতে পারছেন না। হয়তো নিজেও বুঝে উঠতে পারছেন না এটা নিছক ভাললাগা না ভালবাসা? বিশেষজ্ঞদের মতে কিছু লক্ষণই জানিয়ে দিচ্ছে আপনি প্রেমে পড়েছেন। জেনে নিন প্রেমে পড়ার সেসব লক্ষণগুলো-

পরীক্ষা কিংবা অফিসের কাজের চাপেও কোনও বিশেষ মানুষকে দেখার জন্য ছটফট করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

সবার চোখ ফাঁকি মেরে কারো চোখের দিকে তাকিয়ে থাকলেই মন ভালো হয়ে যাচ্ছে, তার মানে এখন আর ভালোলাগার মধ্যে নেই। এটি ভালোবাসায় রূপ নিয়েছে।

বিশেষ কোন মানুষের ফোনের অপেক্ষায় থাকেন কিংবা ফোন আসা মাত্রই মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি দূর হয়ে যাচ্ছে? তাহলে সম্পর্ক আর ভালোলাগায় আটকে নেই।

অপর পক্ষের সবটাই যদি আপনার চোখে ‘পারফেক্ট’ মনে হয়, তাহলে তো বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেনই।

যদি কারও সঙ্গে দেখা হওয়ার আনন্দে আপনি আপনার সবচেয়ে প্রিয় জামা-জুতা পরে ফেলেন, তাহলে আর সেটা প্রেম না হয়ে যায় কোথায়!

ক্লাস কিংবা অফিস থেকে ফেরার সময় বিশেষ মানুষের কথা মনে পড়া মাত্রই মুখে হাসি চলে আসে তাহলে  বুঝতে হবে আপনি প্রেমে পড়েছেন।

প্রেমে যেহেতু পড়েই গেছেন তাহলে বসন্তের সুযোগকে কাজে লাগিয়ে পছন্দের মানুষকে জানিয়েই দিন আপনার মনের কথা। কে বলতে পারে, হয়তো সেও এই অপেক্ষায় রয়েছে। সূত্র: জিনিউজ