বরগুনা জেলার পাঁচ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

কেএম রিয়াজুল ইসলাম: বরগুনা সদর উপজেলায় স্বতন্ত্র মনিরুল ইসলাম মনির, আমতলী উপজেলায় স্বতন্ত্র গোলাম সরোয়ার ফোরকান, পাথরঘাটা উপজেলায় স্বতন্ত্র মোস্তফা গোলাম কবির, বামনা উপজেলায় সাইতুল ইসলাম লিটু মৃধা আওয়ামী লীগ বেতাগী উপজেলায় মাকসুদুর রহমান ফোরকার আওয়ামীলীগ। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা। #বরগুনা সদর রাসেল ফরাজী শারমিন সুলতানা আসমা, #আমতলী উপজেলায় মজিবর রহমান, তামান্না আফরোজ মনি, #পাথরঘাটা হাফিজুর রহমান সোহাগ ফাতিমা পারভীন, #বেতাগী আমিরুল ইসলাম পিন্টু, মাহমুদা আক্তার, #বামনা আলতাপ হোসেন হাওলাদার, রুমি খানম।

বরগুনায় গ্রাম আদালতের সুবিধাভোগী খালেদা বেগমের গল্প

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা প্রতিনিধি: বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গপসাগরের নিকটবর্তী বরগুনা জেলাধীন আমতলী উপজেলার সদর ইউনিয়নে খুবই সক্রিয়ভাবে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্র ইউপিতে জুলাই, ২০১৭ থেকে ফেব্রæয়ারি, ২০১৯ পর্যন্ত মোট মামলা দায়ের হয়েছে ১৭৭ টি, নিষ্পত্তি হয়েছে ১৬৫ টি এবং উক্ত মামলাগুলো থেকে মোট ১৬,২০,৭০০/-  (ষোল লক্ষ বিশ হাজার সাত শত) টাকা ক্ষতিপুরণ আদায় করা হয়েছে। মিমাংসিত মামলার ৮২/১৮ নং মামলার আবেদনকারী মোসা: খালেদা বেগম একজন খুবই দরিদ্র শ্রেণীর মানুষ, বয়স ৩৫ বছর, পেশা: গ্রহিনী, সংসারের আয়ের একমাত্র অবলম্বন হচ্ছে তার স্বামী। প্রতিদিনের দিন মজুরীর মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তার সংসার চলে এছাড়াও হাস-মুরগী পালন করে যা উপর্জন হয় তা দিয়ে এক ছেলে ও এক মেয়ের স্কুল খরচ মেটায়। তার ছেলেটি ৫ম শ্রেণীতে ও মেয়েটি ৩য় শ্রেণীতে পড়াশুনা করে। দরিদ্রতার মাঝেও তাদের সংসার খুবই সুখে চলছিল। মোসা: খালেদা বেগম এর স্বামী মো: মনোয়ার হাওলাদার সংসারে আয়ের উৎস বাড়ানোর জন্য তার চাচাতো ভাই মো: শহিদুল হাওলাদার টিউবওয়েল স্থাপণের মিস্ত্রি এক সঙ্গে কাজ করার জন্য ২ জনে চুক্তিবদ্ধ হয় যে, টিউবওয়েল স্থাপণের জন্য কিছু জিনিস ক্রয় করে একই সঙ্গে কাজ করবে এবং কাজের মাধ্যমে যে লাভ হবে তা ভাগা-ভাগি করে নিবে। মনোয়ার হাওলাদারকে প্রতিদিনের মজুরীও আলাদাভাবে দিবে এ চুক্তি অনুযায়ী মোসা: খালেদা বেগম এর দীর্ঘ দিনের অল্প অল্প করে সঞ্চয় করা কিছু টাকা ছিল। সেখান থেকে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা শহিদুল হাওলাদারকে দেন। ভালই চলছিল তাদের কাজ ও সংসার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস কাজ করতে যেয়ে হঠাৎ একদিন দড়ি ছিড়ে পরে গিয়ে হাত ও পা ভেঙ্গে যায়। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ অবলম্বন সামান্য একটু সম্পদ ছিল তা বিক্রি করে মনোয়ার হাওলাদার এর চিকিৎসা করানোর পরেও সুস্থ্য হয়নি তাই খালেদার দেওয়া ১,২০,০০০/- টাকা শহিদুল হাওলাদার এর নিকট ফেরৎ চান। দু:খের বিষয় হল সে টাকা দিবেনা বলে জানিয়ে দেন তখন প্রথম অবস্থায় খালেদা স্থানীয় গণ্যমান্য লোকদের নিকট বিষয়টি জানান। স্থানীয় সালিশের সিদ্ধান্তের ভিত্তিতে উক্ত ব্যবসার মূলধন ও লাভসহ ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা প্রদান করার জন্য শহিদুলকে বলেন। উক্ত সিদ্ধান্ত সহিদুল মেনে নেন। শর্ত মোতাবেক কিছু দিন পর ৭০,০০০/- টাকা খালেদাকে দেন বাকি ৬০,০০০/- টাকা দেওয়ার জন্য সময় নেন। কিন্তু সময় অতিক্রম হওয়ার ৪-৫ মাস পর্যন্ত খালেদা বেগমকে কোন টাকা দেয় নাই। শুধু দিনের পর দিন ঘুরাইতে থাকে। গত ২৭.০৮.২০১৮ ইং তারিখ শেষ বারের মত খালেদা বেগম টাকার জন্য সহিদুলের বাড়ীতে যান কিন্তু সহিদুল কোন টাকা দিতে পারবেনা বলে জানিয়ে দেন এবং তাকে ভীষণ ভাবে গালমন্দ করে। খঅলেদা বেগম খুব নিরাশ হয়ে পড়ে। তার স্বামী মো: মনোয়ার হাওলাদার চিকিৎসা চালানো ও ছেলে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেতে লাগলো সংসার চালানো কোন উপায় ছিলনা। ঘটনাটি যখন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো: বশির হাওলাদার জানতে পারলেন তখন তিনি ঘটনার সমাধানের জন্য অত্র ইউনিয়নের গ্রাম আদালতে যাওয়ার জন্য পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী ০৪.০৯.২০১৮ ইং তারিখ আমতলী ইউনিয়নের গ্রাম আদালতে এসে সহিদুল ও তার পিতা সোবাহান হাওলাদারকে প্রতিবাদী করে ২০ টাকা দিয়ে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। নিয়মতান্ত্রিকভাবে গ্রাম পুলিশ দ্বারা সমন দেওয়া হয়। ০৭ দিনের মধ্যে উভয় পক্ষ উপস্থিত হয়। কিন্তু প্রতিবাদী ঘটনা অস্বীকার করে। ফলে গ্রাম আদালত আইন অনুযায়ী উভয় পক্ষকে বিচারিক প্যানেলে সদস্য মনোনয়নের নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবক ০৭ দিনের মধ্যে সদস্য মনোয়ন করে প্যানেলে এক জন নারী বিচারিক সদস্য রাখা হয়। উভয়ের বক্তব্য শোনার পর আপোষ মিমাংসার জন্য ০৯ দিন সময় দেওয়া হয় নিজেরা আপোষে মিমাংশা হতে পারেনাই। তাই পরবর্তীতে গ্রাম আদালতে শুনানীর মাধ্যমে উভয়ের বক্তব্য ও স্বাক্ষীর বক্তব্য শুনে উভয় পক্ষের বিচারিক প্যানেলের মতামতের ভিত্তিতে ৫ঃ০ জনের দোতরফা সূত্রে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা রায় প্রদান  করেন যে, প্রতিবাদী আবেদনকারীকে এক মাসের মধ্যে টাকা প্রদান করিবে। সিদ্ধান্ত মোতাবেক এক মাসের মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে আবেদনকারী মোসা: খালেদা বেগম ৬০,০০০/- টাকা ফেরৎ পান। উক্ত টাকা পেয়ে খালেদা বেগম তার স্বামীর চিকিৎসা শুরু করেন এবং সংসার পরিচালনার জন্য কিছু হাস-মুরগী ক্রয় করেন এবং তার ছেলে মেয়েরা পুণ:রায় স্কুলে যাওয়া শুরু করে। গ্রাম আদালতের বিচার ব্যবস্থার প্রতি খালেদা বেগম খুবই খুশি। তার অভিব্যাক্তি গ্রাম আদালত না থাকলে আমার এই টাকা কখনও আদায় করতে পারতাম না। খালেদা বেগম তার মনের কষ্টের কথাগুলো বলতে পারছে। চেয়ারম্যান তার প্রতি সদয় হয়ে তার স্বামীর নামে একটি প্রতিবদ্ধি ভাতার ব্যবস্থা করে দেন। খালেদা বেগম এখন সুন্দরভাবে দিনাতিপাত করছে। উক্ত উপজেলার ০৭ টি ইউনিয়নে এভাবে গ্রাম আদালত খুবই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ফেব্রæয়ারি, ২০১৭ থেকে ফেব্রæয়ারি, ২০১৯ পর্যন্ত অত্র উপজেলায় গ্রাম আদালতে মোট মামলা দায়ের হয়েছে ৬৪৪টি, নিষ্পত্তি হয়েছে ৫৯৬ টি এবং এই মামলাগুলো থেকে মোট ৪২,৩৫,৪৬১/- (বিয়াল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশত একষট্টি) টাকা ক্ষতিপূরন আদায় করা হয়েছে।
ফিল্ড পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়েভ ভাউন্ডেশন, উপজেলা প্রশাসন ও ইউএনডিপি এর প্রতিনিধিগণ নিয়মিত কার্যক্রমগুলি পরিদর্শন করছে।

বরগুনায় যুবতীকে গনধর্ষন

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনায় গভীর রাএে এক যুবতী মেয়েকে পালাক্রমে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে জুয়েল হাজারী (৩৫) , ইসমাইল (২৬) , ইউসুফ (২০) , জাহাঙ্গীর (২২) , রাজ্জাক (৪৮) আ: লতিফ (৫৫) নামের ৬ জনের বিরুদ্বে বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছে। ঘটনাটি বরগুনার সদর উপজেলার ১নং বদর খালী ইউনিয়নের ডেমা গুলিশাখালী গ্রামে স্থানীয় সুএে জানা যায় , ঐ গ্রামের মোঃ নুরুল ইসলামের যুবতী কন্যা (১৮) কে পার্শবর্তী একই গ্রামের আ: লতিফ হাজারীর প্রেমিক পুএ ও মাদক ব্যবসায়ী জুয়েল হাজারী , ও তার সহযোগী মৃত: কাঞ্চন আলীর পুএ ইসমাইল , ইউসুফ , এরা যুবতীকে মুখে গামছা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে রাত অনুমান ১২.৩০ মিনিটের সময় বাড়ী থেকে অপহরন করে নিয়া যায়। এব্যাপারে হাসপাতাল বেডে যুবতী সাংবাদিকদের বলেন , অভিযুক্তরা প্রায়ই যৌন পীড়ন ও উত্যক্ত করে আসছিল। তারা আমাকে কু-প্রস্তাব দিতো। তাদের প্রস্তাবে রাজি না হলে ঘটনার দিন রাতে আমাদের বাড়ীতে ওৎ পাতিয়া থাকে। রাতে আমি কুপি বাতি জ্বালাইয়া ঘরের সামনের দরজা খুলিয়া প্রসাব করার জন্য যাই , হঠাৎ করে অভিযুক্তরা এসে আমাকে গামছা দিয়ে মুখ বাধিয়া ফেলে আমার বাড়ীর পুর্ব পার্শে মাঠের মধ্যে নিয়া যায় আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা করে ,আমি আত্মরক্ষার চেষ্টা করলে জুয়েল টর্চ লাইট দিয়ে আমার মুখের উপর পিটান দেয় , এতে গুরুত্ব রক্তাক্ত ফাটা জখম হয় ও একটি দাঁত পরে যায়। আমি মাটিতে লুটিয়া পরলে প্রথমে জুয়েল , পরে ইসমাইল , ইউসুফ , জোর পুর্বক ধর্ষন করে। আমি জ্ঞান হারাইয়া ফেলি। তাড়া অনুমান করেছে আমি মরিয়া গিয়াছি। ধারনা করিয়া মাঠের মাঝে ফালাইয়া রাখিয়া যায়। প্রায় আধাঘন্টা পর জ্ঞান ফিরলে আমি ডাক চিৎকার করিলে স্থানীয় লোকজন আসিয়া গুরুত্বর অসুস্থ্য অবস্থায় আমাকে উদ্ধার করে , বরগুনা জেনারেল হাসপাতাল জরুরী বিভাগে নিয়া আসে , সাথে ধর্ষন কারীর বাবা লতিফ হাজারী কতিপয় সন্ত্রাসী বাহিনী নিয়া হাসপাতালে আসে। তাড়া বিভিন্ন রকম ভয়ভীতি হুমকী প্রদর্শন করে , হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষনের কথা শোনার পরেও কোন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না করিয়া শারীরিক জখমের কথা উল্লেখে চিকিৎসা করেন। এব্যাপারে যুবতীকে অপহরন করিয়া জোর পুর্বক পালাক্রমে ধর্ষন করে ও অন্যান্যরা ধর্ষনের আলামত নষ্ট ও চিকিৎসার ক্ষেএে প্রভাব খাটিয়ে ধর্ষন কারীদের সহায়তা করার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩)৩০ ধারায় ৬ জনের বিরুদ্ধে মামলা করে ঐ যুবতী।

তালতলীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে আওয়ামী লীগ কর্মী মাসুম আটক

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার অটো ড্রাইভার ফারুককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল আওয়ামীলীগ কর্মী মাছুম মোল্লা। পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীণ গবিন্দপুর গ্রামের ফারুক (২৪) দীর্ঘদির ধরে তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায় নির্মানাধীণ তাপবিদ্যুৎ কেন্দ্রে লেবার শ্রমিক পদে (অটো ড্রাইভার) এর কাজ করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে ওই লেবার শ্রমিক ফারুকের সাথে শহরস্থ মালিপাড়া এলাকার কাওসার মোল্লার পুত্র আওয়ামীলীগ কর্মী মাছুম বিল্লাহ সাথে কথার কাটাকাটি হয়। ঘটনার দিন ফারুক নিত্যদিনের মত নির্মানাধীণ তাপবিদ্যুৎ কেন্দ্রের লোকজন নিয়ে সেখানে যায়। পরে ফারুক তার অটোবাইকটি রেখে ওই লোকজনের সাথে কাজে ব্যস্ত থাকে। দুপুরে তাদের নিয়ে আবার ওই গাড়ীতে ফেরার সময় আওয়ামীলীগ কর্মী মাছুম বিল্লাহ ওই অটোবাইকের সীটের নীচে ইয়াবা আছে বলে পুলিশকে অবহিত করে। পুলিশ অটোবাইকটি তল্লাশি চালিয়ে সীটের নীচ থেকে ২পিচ ইয়াবা উদ্ধার করে। পরবর্তিতে পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে অটোবাইক চালক ফারুক নির্দোশ প্রমানিত হলে পুলিশ আওয়ামীলীগ কর্মী মাছুম বিল্লাহকে আটক করে জেলহাজতে প্রেরন করেন। তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অটোবাইক থেকে ইয়াবা উদ্ধারের পর তদন্তে চালক ফারুক নির্দোশ প্রমানিত হয় এবং উদ্ধারকৃত ইয়াবার সাথে সংশ্লিষ্টতা থাকার প্রমান পাওয়ায় মাছুম বিল্লাহকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তালতলীতে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কে.এম. রিয়াজুল ইসলাম, বরগুনা: বরগুনার তালতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার জনগনের টাকা আত্মসাৎ ও ভ‚মি দস্যুতা ধামাচাপা দেয়ার জন্য আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভুল সংবাদ পরিবেশন করেছে। শনিবার উপজেলা চেয়ারম্যান (মন্ত্রনালয় থেকে অব্যাহতি প্রাপ্ত) মনিরুজ্জামান মিন্টু তার শহরস্থ বৈঠকখানায় এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তিনি বলেন, তালতলীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের আমন্ত্রনে ১৩মার্চ সেখানে গিয়েছিলাম। ওখানে ক্ষতিগ্রস্থ জেলেদের পক্ষে কথা বলায় আমার প্রতিপক্ষ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার তার বাহিনীসহ গিয়ে অযথা তর্ক বাঁধায়। সেখানে পিস্তলটি উচিয়ে কোন ধাওয়া করা হয়নি এবং কেউ পিস্তল উচিয়ে ধাওয়ার করার কোন ছবি দেখাতে পারবেনা। পরে সাংবাদিকদের কাছে পিস্তল নিয়ে ধাওয়া করার মিথ্যা সংবাদ দেয়। ঐ সংবাদটি কয়েকটি প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। নিজেকে সমাজের কাছে বড় হওয়ার মানষে ও রাজনৈতিক যোগ্যতার অভাবে কারোরই এভাবে প্রতিহিংসার রাজনীতি করা উচিত নয়। সংবাদ সম্মেলনে তালতলী প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ,সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরগুনায় যুবলীগ নেতা খুন

ডেস্ক রিপোর্ট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরগুনা জেলার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়ন যুবলিগ নেতা শামীম ইমতিয়াজ বাদশাহ আজ রাত ৯টার সময় নিজ দলের ক্যাডারদের হাতে নির্মুমভাবে খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির এর অনুসারী যুবলীগ নেতা শামীম ইমতিয়াজ বাদশাহ রাত ৯টার সময় স্থানীয় বুড়িরচর বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে আড্ডা দিয়ে অফিস থেকে বের হওয়ার সময় স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ বরগুনা ১ আসনের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ভায়রা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বুড়িরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর অনুসারী ক্যাডার মহাসীন মৃধা, রাজু, সুমন, রাব্বী সহ ১০-১২ জন ক্যাডার দেশীয় ধারয়াল অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে চলে যায়। স্থানীয় লোকজন বাদশাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এব্যাপারে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের আদনান অনিক জানান শামীম ইমতিয়াজ বাদশাহ আমাদের গ্রুপের নেতা হওয়ার কারনে ভায়রা সিদ্দিকের নির্দেশে তার ক্যাডাররা তাকে নির্মমভাবে খুন করেছেন। এব্যাপারে জানতে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যাবহৃত সেলফোন বন্ধ পাওয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির বরগুনার আওয়ামী লীগের দুটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।

আমতলীর ৩ বিদ্যালয়ে মানবিক কর্নারের উদ্বোধন

মো: মহসীন মাতুব্বর, আমতলী: শনিবার সকালে আমতলী একে সরকারী হাইস্কুল, মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মফিজ উদ্দিন বালক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরন ও মেয়েদের স্যানিটারী ন্যাপকিন বিতরনের জন্য ৩টি মানবিক কর্নার উদ্বোধন করা হয়। মানবিক কর্নারের উদ্বোধন করেন আমতলীর কৃতি সন্তান ঝালকাঠি জেলা সদরের নির্বাহী কর্মকর্তা মো: আতাহার ও আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) আবুল হোসেন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন, মো: নুরুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: জাকির হোসেন ও প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির প্রমুখ।

বরগুনা-২ ‍আসনে বিপুল ভোটে বিজয়ী রিমন

আকিব মাহমুদ,বরিশাল: বরগুনা-২ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী হয়েছেন ‍আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন । তার ধারে কাছে নেই ধানের শীষ বা হাতপাখার প্রার্থী। বরগুনা-২ আসনে মোট-১১২ টি কেন্দ্রে ২,৬৮,৩১৬ ভোট। ‍এর মধ্যে

শওকত হাচানুর রহমান রিমন – বাংলাদেশ আওয়ামী লীগ ২,০০,৩২৫

খন্দকার মাহবুব হোসেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯,৫১৮

গোলাম সরোয়ার হিরু – ইসলামি আন্দোলন বাংলাদেশ ৮,০৩০

আমতলীতে মহান বিজয় দিবস পালিত

মো: মহসীন মাতুব্বর, আমতলীঃ আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় স্মৃতি স্তম্বে পুস্পস্তবক অর্পন। সকাল ৮টায় আমতলী সরকারী হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা ও বিকেলে প্রিতি ফুটবল খেলা ও সন্ধ্যা ৭টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে মুল অনুষ্ঠানের উদ্বোধনী সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন। প্যারেড ও জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো: মতিয়ার রহমান, আমতলী উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাকিব হোসেন ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারমান মাকসুদা আকতার জোসনা, আমতলী উপজেলা মহিলা আওয়ামীলীগরে সভাপতি নুসরাত জাহান লিমু, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, মো: সহিদুল ইসলাম মৃধা, অ্যাড: আলহাজ্ব মো: নুরুল ইসলাম, হারুন অর রশিদ, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, মনিরুল ইসলাম দুলাল খান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম, সমাজসেবা কর্মকতা মো: হেমায়েত উদ্দিন, সমবায় কর্মকর্তা আজাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মর্তা আকমল হোসেন খান, শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান, আমতলী একে সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান, আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী আব্দুল মান্নানসহ বিভিণœ স্কুলের শিক্ষাথী, অ্যাডভোকেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে সুর্যদয়ের সাখে সাথে আমতলী প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় কেন্দ্রীয় স্মৃতি স্তম্বে পুস্প স্তবক অর্পন ও সকাল ১০ টায় প্রেসকাল কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহাবুদ্দিন পান্না, জসিম উদ্দিন হাওলাদার, দেওয়ান মস্তফা কবির, সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, জিএম মুছা, খায়রুল বাশার বুলবুল, রেজাউল করিম, এমসাঈদ খোকন, কেএম শোহেল, নাসির মাহমুদ, মনিরুজ্জামান সুমন, আশশাকুর ফিরোজ, গাজী মতিয়ার রহমান, মো: হাবিবুর রহমান, শফিকুল হক শোহেল, মহসীন , কামরুল হাসান মিলন ও আবদুল্লা প্রমুখ।

তালতলীতে বিজয় দিবস উদযাপন

তালতলী প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতীর সর্ব শ্রেষ্ঠ দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে তাদের প্রিয় স্বাধীনতা।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তালতলী উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য পালিত হয় ৪৭ তম মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়  প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।সকাল ৮ টায় তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়  প্রাঙ্গণে থেকে বিজয় র্য্যালি
শুরু হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় ।উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু
 মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন নাটিকা প্রদর্শিত হয়  সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পবিবারবর্গের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপায়ন দাস শুভ , উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব খলিলুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান,মাকসুদা আক্তার।
তালতলী থানা অফিসার ইনচার্জ জনাব পুলুক চন্দ্র।
তালতলী উপজেলা প্রশাসন বিজয়  অনুষ্ঠানের আয়োজন করে। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।