বরগুনায় উপমহাদেশের সর্ববৃহৎ জোছনা উৎসব অনুষ্ঠিত

বরগুনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল উপমহাদেশের সর্ববৃহৎ জোছনা উৎসব।

বরগুনার অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে জোছনাপ্রেমী মানুষের জন্য এ উৎসবের আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বরগুনার তালতলীতে শুভ সন্ধ্যায় এ উৎসব উদযাপিত হয়। দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় জমান এ উৎসবে।

একদিকে দীর্ঘ ঝাউবন, আরেক দিকে তিনটি নদী খরস্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর বিশাল জলমোহনা। নদী যেখানে সাগরে মিশেছে ঠিক সেখানে; নবগঠিত তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্নিগ্ধ বেলাভূমি ‘শুভ সন্ধ্যার’ বিস্তির্ণ বালুচরে এ উৎসব অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার- শুভ সন্ধ্যার চর! ভরাপূর্ণিমায় এখানেই জল-জোছনায় একাকার হয় জোছনাবিলাসী হাজারো মানুষ।

বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর যেখানে সাগরে মিশেছে ঠিক সেখানেই তালতলী উপজেলার স্নিগ্ধ বেলাভূমি শুভসন্ধ্যা সমুদ্র সৈকত। একদিকে সীমাহীন সাগর, আরেকদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিড়ি। সবমিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার- শুভ সন্ধ্যা সৈকত। এখানেই দিনব্যাপী জলজোছনায় একাকার হবে জোছনাবিলাসী হাজারো মানুষ। এটি উপমহাদেশের সর্ববৃহৎ জোছনা উৎসব বলে দাবি করেছেন আয়োজকরা।

সকাল ১১টায় বরগুনা নৌবন্দরে আনুষ্ঠানিকভাবে এ জোছনা উৎসবের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তিনি বলেন, পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় বরগুনার নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।

বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলা থেকেও একযোগে যাত্রা শুরু করে একাধিক লঞ্চ। বেলা আড়াইটায় শুভসন্ধ্যা পৌঁছে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা-০১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এরপর উম্মুক্ত সৈকতে দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উৎসবকে ঘিরে আয়োজন করা হয় দেশীয় খেলাধুলা, বাউল গান, পুঁথি পাঠ, পুতুল নাচ, যাদু প্রদর্শণী, যাত্রাপালা, হয়লা গান, রাখাইন নৃত্যসহ আনন্দ বিনোদনের নানা কর্মসূচি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফানুস উড়িয়ে এবং দ্বীপালী ভাসিয়ে এ উৎসবের সমাপনী ঘোষণা করবেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

জোছনা উৎসবের উদ্যোক্তা সাংবাদিক সোহেল হাফিজের নেতৃত্বে ২০১৫ সাল থেকে জেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের একদল জোছনাপ্রেমী মানুষ বরগুনার বিষখালী নদীর মোহনায় এ জোছনা উৎসবের শুরু করেন। এরপর থেকে প্রতিবছরই জোছনা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও।

২০১৮ সালে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এ উৎসবটি আরও বড় পরিসরে পালিত হয়। গত বছর এ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার দর্শনার্থী অংশ নেয়।

এ উৎসব উপলক্ষে শুভ সন্ধ্যা সৈকতকে বর্ণাঢ্য সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। উৎসবস্থল ঘিরে নেয়া হয়েছে র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, রোভার স্কাউট, বিএনসিসিসহ আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

উপমহাদেশের বড় জোছনা উৎসব তালতলীতে

বরগুনার তালতলীতে উপমহাদেশের সবচেয়ে বড় জোছনা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।
মুজিববর্ষ উপলক্ষে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের স্নিগ্ধ বেলাভূমি ‘শুভ সন্ধ্যার’ বিস্তীর্ণ বালুচরে পঞ্চমবারের মত এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
শুভ সন্ধ্যার বেলাভূমিতে একদিকে সাগরের সীমাহীন জলরাশি আরেক দিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। একদিকে দীর্ঘ ঝাউ বন আরেকদিকে তিন তিনটি বিশাল নদীর জলমোহনা। সবমিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার। এই শুভ সন্ধ্যা এখানে ভরা পূর্ণিমায় এই জল-জোছনায় একাকার হবে জোছনাবিলাসী হাজারো মানুষ।
আর এ উৎসবকে ঘিরে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বরগুনা জেলা প্রশাসন। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় বরগুনার নয়নাভিরাম সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে এ উৎসবে যোগ করা হয়েছে নানা আয়োজন। উৎসবকে ঘিরে ইতোমধ্যেই শুভ সন্ধ্যা সৈকতে শুরু হয়েছে বাহারি পণ্যের পসরা সাজানোর প্রস্তুতি।
বরগুনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের জোছনা উৎসবে বরগুনা থেকে চারটি দোতলা লঞ্চ সংযোজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বরগুনার খাগদন নদী হয়ে বাইনচটকীর স্নিগ্ধ বনভূমির পাশ দিয়ে কুমীরমারা আর গোড়াপদ্মার নয়নাভিরাম বন-বনানীর কোল ঘেঁষে বিকেল ৫টার দিকে লঞ্চ পোঁছবে শুভ সন্ধ্যার চরে। এরপর সেই স্নিগ্ধ বালুচরে শেষ বিকেলের ঘোরাঘুরির পর রাতভর জোছনার গান, রাখাইন নৃত্য, বাউল সঙ্গীত, মোহনীয় বাঁশির সুর, যাদু প্রদর্শনী, পুঁথিপাঠ মিনি যাত্রা ও কবিতা আবৃত্তির সঙ্গে সঙ্গে জল-জোছনায় অবগাহন হবে সবার। এবারের জোছনা উৎসবে স্থানীয় এলাকাবাসীসহ রাজধানী ঢাকা ও দেশ বিদেশের প্রায় ৩০ হাজার পর্যটক ভিড় জমাবেন বলে ধারণা করা হচ্ছে।
বিকেল থেকে রাত পর্যন্ত দীর্ঘ সময়, নদ-নদীর মোহনা ও শীতের হিম হাওয়ার কথা ভবনায় রেখে এ উৎসবে ১০ বছরের কম বয়সী শিশুদের নিয়ে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। তাছাড়া যেহেতু দীর্ঘ সময় বালুচরে ঘোরাঘুরি করতে হবে। সেহেতু বেলাভূমিতে নিজেদের মত করে আড্ডা জমাতে হলে ভ্রমণের আগে প্রয়োজনীয় মাদুর, বিছানার চাদর, শীতের কাপড়, বিশুদ্ধ পানি, গামছা বা তোয়ালে, টিস্যু পেপার এবং লাইট স্ন্যাক্স সঙ্গে নিয়ে আসার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যারা ডাক্তারি পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করেন তাদের অনুরোধ করা হয়েছে দরকারি সব ওষুধ সাথে নিতে।
বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি নারী ও পুরুষের জন্য ভিন্ন ভিন্ন শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। মূল স্টেজের পেছনেই থাকছে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার। স্টেজ থেকে একটু দক্ষিণে ঝাউবন ঘেঁষে নির্মাণ করা হয়েছে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার। থাকছে র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চাঁদনী রাতে তিন নদীর জলমোহনায় ছোট ছোট ট্রলার ভাড়া করে দল বেঁধে ঘুরে বেড়ানোর জন্য থাকছে ভাড়ায় চালিত ট্রলারের সুব্যবস্থাও।
জোছনা উৎসবের উদ্যোক্তা সোহেল হাফিজ জানান, স্থানীয় সমমনা বন্ধুদের নিয়ে ২০১৫ সাল থেকে যে উৎসবটি আমরা শুরু করেছিলাম তা আজ সর্বস্তরের সাধারণ মানুষের কাছে একটি প্রিয় উৎসবে পরিণত হয়েছে। বিষখালীর মোহনায় প্রথমবারের সে জোছনা উৎসবকে ভালবেসে ফেলে স্থানীয় উৎসব প্রিয় মানুষ। সেই থেকে প্রতি বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়ে আসছে জোছনা উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে এ উৎসবটি ধীরে ধীরে দেশ বিদেশেও ব্যাপক পরিচিতি পাবে বলে আমরা আশাবাদী।
দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সকল নেতৃবৃন্দ এ উৎসবে অংশ নেয়।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনায় এবারের উৎসবে বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হচ্ছে। পাশাপাশি বরগুনার এ উৎসবকে সারাদেশের উৎসব প্রিয় মানুষের কাছে তুলে ধরতে নেয়া হয়েছে বেশ কিছু সময়োপযোগী পদক্ষেপ।

বরগুনার সেই অসহায় মা-বাবার পাশে ডিসি

বরগুনা প্রতিনিধি ॥

জন্ম থেকে কোমড়ে বিশাল আকৃতির একটি টিউমার নিয়ে জন্মগ্রহণ করে বরগুনার তালতলী উপজেলার মনশাতলী গ্রামের রিয়াজ শরীফ ও শাহানাজ আক্তার দম্পতির পুত্র সন্তান সানাউল শরীফ।

বর্তমানে অনেক কষ্টে আছে দুই মাসের শিশু সানাউল। ব্যথায় সারাক্ষণ ছটফট করছে শিশুটি। শিশুটিকে বাঁচানোর জন্য দ্রুত চিকিৎসার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে দরিদ্র বাবা রিয়াজ শরীফের পক্ষে চিকিৎসা করানো সম্ভব নয়। এ কারণে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক।

গত ২ অক্টোবর বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসাপাতালে জন্ম হয় শিশু সানাউল শরীফের। জন্মগতভাবইে শিশুটির কোমড়ে একটি টিউমার দেখা যায়।

টিউমার দেখে হাসপাতালরে চিকিসৎকরা শিশুটির চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করেন। বাধ্য হয়ে সানাউলের পরিবার গত ৮ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানের চিকিৎসকরা দ্রুত টিউমারটি অপারেশন করার পরামর্শ দেন। টিউমারটি অরারেশন করতে প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে তারা জানান। দরিদ্র বাবার পক্ষে এতো টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব নয় বলে চিকিৎসা না করিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসেন।

গত ২ মাসে টিউমারটি বড় হয়ে প্রায় ২/৩ কেজি ওজনের লালচে রংঙের আকার ধারন করেছে। বেশ কয়েক জায়গায় ফোসকার মতো পড়েছে। এর যন্ত্রণায় শিশু সানাউল শরীফ সারাক্ষণ ছটফট করছে।

সম্প্রতি রিয়াজ শরীফ ও শাহানাজ আক্তার দম্পত্তি তার শিশু পুত্র সানাউল শরীফকে নিয়ে বরগুনার জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ সাথে দেখা করেন।

এ সময় জেলা প্রশাসক শিশু সানাউল শরীফের কোমরে থাকা টিউমারটি দ্রুত অপসারণ করার জন্য চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন বলে ভূক্তভোগী দম্পত্তি জানান।

শিশু সানাউল শরীফের মা শাহনাজ বেগম কান্নাজরিত কণ্ঠে বলনে, ‘আল্লাহ মোরে একটা মাত্র পোলা দেছে, হে পেলাডাও টিউমার লইয়া জন্মাইছে’। জেলার বড় স্যারে (জেলা প্রশাসক) মোর পোলার টিউমার অপারেশন করে দেবেন।

শিশু সানাউল শরীফের বাবা রিয়াজ শরীফ বলনে, আমি গরিব মানুষ। সহায় সম্ভল বলতে বসত ঘর ছাড়া আর কিছুই নাই। চিকিৎসকরা বলেছেন, মোর পোলার চিকিৎসা করতে প্রায় ৩ লক্ষ টাকা লাগবে।

এতো টাকা যোগার করার সামর্থ মোর নাই। বরগুনার জেলা প্রশাসক স্যারের সাথে দেখা করেছি তিনি মোর পোলার চিকিৎসার সকল ব্যবস্থা করবেন বলে মোগো আশ্বস্থ করেছেন।

বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ মুঠোফোনে বলেন, হতদরিদ্র পিতা-মাতার সন্তান সানাউল শরীফের চিকিৎসার সমস্ত ব্যয় জেলা প্রশাসন থেকে দেওয়া হবে।

বেতাগীতে কোন মাদক জঙ্গীবাজ ও সন্ত্রাসীদের আস্তানা হবে না- ডিআইজি

‘বেতাগীতে কোন মাদক জঙ্গীবাজ ও সন্ত্রাসীদের আস্তানা হবে না। মাদকসেবীরা সিগারেটের নেশা থেকে শুরু করে ধীরে ধীরে মাদকের মরণ নেশায় আকৃষ্ট হয়। এ নেশাগ্রস্থ মানুষগুলো আর সহজে আলোর পথে বেরিয়ে আসতে পারে না।

 

শেষ পর্যন্ত তাঁরা অকালে মৃত্যুবরণ করে , আর এ কারণে পুরো পরিবারটা ক্ষতিগ্রস্থ হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে সহযোগিতা করতে হবে।

 

এ প্রজন্মের তরণরা যাতে মাদকাসক্ত না হয় না সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আমরা গত ২ বছরে এ ৩৫০জন মাদকসেবীকে নিরাময়ের জন্য চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে , ১০৫০ জন মাদক ব্যবসায়ীকে এ পেশা থেকে ফিরিয়ে এনে অন্য কর্মসংস্থানে নিয়োজিত করেছি এবং ১ হাজার ৪০০ জন মাদকাসক্ত থেকে বিরত করতে সক্ষম হয়েছি।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে থানা মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ফোরামের এক সুধী সমাবেশে এ কথাগুলো বলেছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

 

বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান, পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির,

 

বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান ও বেতাগী থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিঞা।

 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক তনিমা রায়।

রিফাত হত্যা মামলা, প্রাপ্তবয়স্ক ৯ আসামীই আদালতে নির্দোষ দাবি

বরগুনা:
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে চার্জ গঠনের শুনানিতে এ মামলার প্রাপ্তবয়স্ক ৯ জন আসামি তাদের মনোনীত আইনজীবীর মাধ্যমে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। পরে অধিকতর শুনানি ও চার্জ গঠনের আদেশের জন্য আগামী ১ জানুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

নিহত রিফাত শরীফের স্ত্রী ও এই মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে চার্জ গঠনের শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ জেড এম শহীদুজ্জামান খান। এছাড়াও আদালতে উপস্থিত হন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ। তবে চার্জ গঠনের শুনানির সময়ও এ মামলার প্রাপ্তবয়স্ক ও একমাত্র পলাতক আসামি মো. মুসা আদালতে উপস্থিত হননি।

এ বিষয়ে আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, চার্জ গঠনের শুনানিতে আদালতে হাজির থাকা প্রাপ্তবয়স্ক প্রত্যেক আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। আর আসামিদের মনোনীত আইনজীবীরা আদালতে এর স্বপক্ষে যুক্তি তুলে ধরেছেন। আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে চার্জ গঠন থেকে অব্যাহতির আবেদন করে মামলা থেকে মুক্তির দাবি করেছেন।

এ বিষয়ে বাদী পক্ষের মনোনীত আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, আসামিদের আটজনই রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা আত্মস্বীকৃত খুনি। তারপরও আত্মপক্ষ সমর্থণ করার সুযোগ তাদের আছে এবং এ সুযোগ তারা নিতে পারে। তবে এ বিষয়ে আদালত কি সিদ্ধান্ত দেয়, তা মামলার পরবর্তী তারিখের দিন জানা যাবে।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১)।

উপকূলবর্তী জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরগুনায় কর্মশালা

“সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্প উদ্ধোধন “উপকূলবর্তী জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা”বরগুনা, ২৬ নভেম্বর, ২০১৯ আজ মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০১৯ তারিখে যুক্তরাজ্যের দাতা সংস্থাইউকে এইড এর সহযোগিতায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” শীর্ষক প্রকল্পটির জেলা পর্যায়ে উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তারা উপকূলবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনাতুলে ধরেন যাতে এই অঞ্চলের জনগোষ্ঠী নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে পারে।উক্ত প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বরগুনা জেলারমাননীয় সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ হুমায়ূন শাহীন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুব আলম (উপ-পরিচালক-স্থানীয় সরকার), মোঃ শাহাদাতহোসেন (মাননীয় মেয়র-বরগুনা পৌরসভা) ও তাপস কুমার শীল (উপ-পরিচালক-পরিবার পরিকল্পনা)।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলার উচ্চপদস্থ গুরুত্বপূর্ন সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ইএইচডি প্রকল্পের কনসোর্টিয়ামের সদস্য সংস্থা সমুহের প্রতিনিধিগণ এবং বিভিন্ন সাংবাদমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব মোস্তাইন বিল্লাহ বলেন, “উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা।

এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি তিনি এইপ্রকল্পের জন্য সার্বিক সফলতা কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তাপ্রদানের আশ্বাস দেন।”অনুষ্ঠানে মাননীয় সভাপতি জনাব ডাঃ মোঃ হুমায়ূন শাহীন খান বলেন, “দেশের প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তির হার এবং জরুরী স্বাস্থ্যসেবা সমূহের মান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এই প্রকল্পের ফলে উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা করেন। এতে স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যজনিত ঝুঁকি হ্রাস পাবে। তিনি এই প্রকল্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।”কনসোর্টিযামের পক্ষ থেকে জনাব এহসানুল হক-টিম লিডার, পিএইচডি এই প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।

এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল ও উদ্ভাবনী কৌশলের মাধ্যমে পটুয়াখালী, ভোলাএবং বরগুনা জেলার নির্দিষ্ট এলাকার বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবার আওতায় এনে স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি সেবার উন্নয়নেরএকটি টেকসই মডেল নির্ধারণ ও বাস্তবায়ন করা।উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ততাবধানে ইউকে এইড এরসহযোগিতায় সাড়ে তিন বছর মেয়াদী (২০১৯-২০২২) এই প্রকল্প, সিবিএম.,আইসি ডি ডি আরবি,আইপাস,ডি আর আর এ,আর এইচ এসটিইপি,টেলিনর হেলথ। বরিশাল বিভাগের ৩টি জেলার মোট ৮টি উপজেলায় বাস্তবায়ন করবে। এছাড়াও খুলনা বিভাগের ৩টিজেলার ৭টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করবে কে.এম. এস.এস নামক একটি স্থানীয় বেসরকারিসংস্থা।

আমতলীতে পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত র‌্যালী

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:
পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত র‌্যালী ও আলোচনা সভা বুধবার আমতলী উপজেলা প্রশাসন ও নগর উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বনাঢ্য র‌্যালী আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন নগর উন্নয়ন অধিদপ্তরের প্রজেক্ট পরিচালক সিনিয়র প্লানার শরীফ মোঃ তারিকুজ্জামান, প্রজেক্ট ব্যাবস্থাপক সিনিয়র প্লানার মোঃ মাকসুদ হাসেম, প্রজেক্ট প্লানার মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান বাদল খান ও একেএম নুরুল হক তালুকদার। উপস্থিত ছিলেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।
সভায় প্রজেক্ট পরিচালক শরীফ মোঃ তারিকুজ্জামান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা শহর হবে গ্রাম উল্লেখ করে বলেন, এ গ্রামকে শহরে রুপ দেয়ার জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে। আমতলীকে কেন্দ্র করেই পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের উন্নয়ন হচ্ছে। এ আমতলী উপজেলাই হবে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের মুল কেন্দ্র বিন্দু।

বরগুনায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনায় এক স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করায় তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে একলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একবছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।আজ মঙ্গলবার সকালে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্ন ইউনিয়নের খাজুরতলা গ্রামের মোঃ দুলাল ফরাজির চেলে মিলন ফরাজী,একই উপজেলার বদরখালী গ্রামের মনিন্দ্র গোমস্তার ছেলে মনোজ গোমস্তা এবং বদরখালী গ্রামের আঃ কাদের সিকদারের চেলে কালাম সিকদার। মামলা সূত্রে জানা যায়।

একই উপজেলার বদরখালী গ্রামের ওই স্কুলছাত্রীর ভাই দুলাল চন্দ্র মিত্র বরগুনা থানায় ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর অভিযোগ করেন।তার বোন গৌরিচন্না এন এস হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পরে,ঘটনার দিন ২২ আগস্ট ২০১৩ দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে আহ রব মেম্বার বাড়ীর সামনে পৌঁছলে আসামী মিলন ফরাজী ও মনোজ গোমস্তা বাদীর বোনকে ছুরির ভয় দেখিয়ে রব মেম্বরের পানের বরজের উত্তর পাশে নিয়ে জোর করে স্কুল ড্রেস খুলে প্রথমে মিলন ফরাজী ধর্ষণ করে।

ওই সময় মনোজ গোমস্তা ধর্ষনের দৃশ্য মোবাইলে ধারণ করে।অপর আসামী কালাম রাস্তাশ দাঁড়িয়ে পাহারা দিয়ে ধর্ষণে সহায়তা করে এবং শেষে নিজেও ধর্ষণ করে।কিছুদিন পর স্কুল ছাত্রীকে আসামীরা আবারও কুপ্রস্তাবব দিলে তাতে সে রাজি না হলে আসামীরা ধর্ষনের ধারণকৃত দৃশ্য ইন্টারনেটে ও বন্ধুদের মোবাইলে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং তাই করে।

আর তাই বাদী থানায় মামলা করে।এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শ পুলকক চন্দ্র রায় তদন্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (৯)৩ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই বছরের ২৪ অক্টোবর আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বাদী পক্ষের মামলা পরিচালনা করছেন পিপি মোঃ মোস্তাফিজুর রহমান ও আসামী পক্ষে আইনজীবী কমল কান্তি দাস।আসামী মিলন বলে এসব মিথ্যা, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র,আমরা উচ্চ আদালতে আপিল করবো।

বিষখালীর নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে বেতাগীর মানচিত্র

বরগুনার বেতাগীর বেতাগীতে বিষখালীর অব্যাহত ভাঙনে গুরুত্বপূর্ণ স্থাপনা নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। এতে প্রায় ১৫ হাজার পরিবার হুমকির মুখে পড়েছে। ফলে এসব মানুষ চরম অনিশ্চয়তায় দিন কাটছে।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের সময় একটানা প্রবল বর্ষণ ও প্রায়শই নদীর পানি বৃদ্ধি এবং পৌর শহরের পশ্চিম দিকে শৌলজালিয়া এলাকায় ছৈলার চর নামক একটি নতুন চর জেগে ওঠায় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে পূর্ব পাড়ে বেতাগীর পৌর শহর এলাকায় ভাঙণের তীব্রতা বাড়ছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, দিন দিন অব্যাহত ভাঙনে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষখালী নদীর পূর্ববর্তী এলাকায় বেতাগী বন্দর ব্যবসা প্রতিষ্ঠান , দক্ষিণবাংলার ঐতিহ্যবাহী কাঠবাজার , ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল , সনাতন ধর্মালম্বীদের শত বছর পুরোনো কালি মন্দির ও শ্মাশ্বানঘাট , অতিথিদের থাকার ডাক বাংলো , ঝোপখালী গ্রাম , পুরোনো থানাপাড়া , কেওড়াবুনিয়াসহ বিষখালী নদীর অব্যাহত ভাঙনে হুমকীর মুখে ২০ হাজার পরিবার । ৩ কিলোমিটার ব্যাপী ভাঙগনের কবলে পাল্টে যাচ্ছে বেতাগী’র মানচিত্র ।

 

ভাংগন কবলিত এলাকা ঘুরে দেখা গেছে , বিষখালী নদীর পশ্চিম দিকে ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা , পূর্ব দিকে বরগুনা জেলার বেতাগী উপজেলা অবস্থিত । উত্তরে ঝালকাঠীর সুগন্ধ্যা নদী ও বরিশালের কির্ত্তনখোলা নদীর সাথে প্রবাহমান । দক্ষিনে বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের সাথে প্রবাহিত । নদীর স্রোত দিন দিন বৃদ্ধি পাচ্ছে । পুরোনো থানা পাড়ার বিপরীত দিকে চর জেগে উঠায় নদীর স্রোত পরিবর্তিত হয়ে পূর্বদিক বেতাগী দিয়ে প্রবাহিত হচ্ছে । এ কারণে ভেংগে যাচ্ছে বেতাগী’র এ জনপদ ।

 

বর্ষা মৌসুমে ভাংগনের তীব্রতা বৃদ্ধি পায় । গত বছর বর্ষা মৌসুমে ঝোপখালী গ্রামের শতাধিক পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে । দক্ষিণ বাংলার একমাত্র কাঠবাজার অর্ধেকের বেশি দোকান বিষখালী নদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে । কাঠবাজারে ৫ টি স্ব-মিল রয়েছে । এখান থেকে কাঠ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে । নৌ পথে যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে দক্ষিণের জনপদের স্বরূপকাঠী , রাজাপুর , কাঠাঁলিয়া , বামনা , বদনীখালী , নিয়ামতি . চামটা , বরগুনা , ঝালকাঠী ও বরিশাল এর বিভিন্ন স্থানে কাঠ বিক্রি হচ্ছে ।

 

 

কাঠবাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও দোকান মালিক অধ্যক্ষ মোঃ রফিকুল আমিন বলেন,‘ সরকারের অতিশীঘ্রই বন্দর রক্ষা তথা কাঠবাজার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার , তা হলে নদীতে যেভাবে ভেংগে যাচ্ছে ২/১ বছরের মধ্যে কাঠবাজারের অস্থিত্ব কিছুই থাকবে না ।

 

 

শত বছরের পুরোনো বেতাগী’র সনাতন ধর্মালম্বীদের একমাত্র ঐতিহ্যবাহী কালিমন্দির আর কিছু দিনের মধ্যে বিষখালী নদীর গর্ভে হারিয়ে যাবে । এ ব্যাপারে বন্দন ব্যবসায়ী সমিতি সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘বেতাগী বন্দর অতি পুরাতন , এ বন্দর, কালিমন্দির ও শ্মশ্বাণঘাটকে রক্ষার জন্য সরকারের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার । ’ ভাংগন কবলিত এলাকার বাসিন্দা সমাজসেবক আব্দুস সোবাহান বলেন , ‘ আমরা অরক্ষিত অবস্থায় আছি , এ ব্যাপারে সরকার যদি বর্ষা মৌসুমের মধ্যে দ্রুত ব্যাবস্থা না নেয়া হলে তবে এর অস্থিত্ব হারিয়ে যাবে ।

 

বরগুনা পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন,‘ নদী ভংগনরোধে আমরা সংশ্লিষ্ট মন্ত্রনালয় অর্থ বরাদ্দের চাহিদা পত্র পাঠিয়েছি। প্রয়োজীয় অর্থ বরাদ্দ পেলে ভাংগনরোধ কাজ হবে।’ বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গত ১৪/০৬/২০১৯ খ্রিঃ তারিখ বেতাগীর বিষখালী নদীতে ভংগন কবলিত এলাকা পরিদর্শন করে সুধী সমাবেশে বলেন,‘ বেতাগী পৌর শহরসহ বিষখালীর অব্যাহত ভাংগন কবলিত এলাকা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।’

তালতলীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  সকাল ১০ টার দিকে বি.এন মাধ্যমিক বিদ্যালয়ের  আয়োজনে এবং এফ.এইচ এসোসিয়েশন বড়বগী  সিএফসিটি এরিয়া এর সহযোগীতায় বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এই ক্যাম্পেইন উপলক্ষে গণ স্বাক্ষর কর্মসূচী  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বি.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মো.শাজাহান খান,অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিয়া মো.মোস্তাফিজুর রহমান (মোস্তাক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লুৎফর কবির,অংসিক বাবু প্রমুখ।
উল্লেখ্য  বিতর্ক প্রতিযোগিতা ও গণনাটক অনুষ্ঠিত হবে।