ঢাকা থেকে বাইসাইকেল চালিয়ে বরগুনায় করোনা রোগী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা থেকে সাইকেল চালিয়ে বরগুনা এসেছেন এক যুবক। গত ৭ এপ্রিল ঢাকার সাভার থেকে যাত্রা শুরু করে ১০ এপ্রিল বরগুনা সদর উপজেলার নিজ বাড়ি পৌঁছান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এমন অসচেতনভাবে সাড়ে ৩০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বরগুনায় আসার কথা জানতে পেরে আঁতকে উঠেছেন অনেকেই।

এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ি আসায় ওই যুবককে ঘরে উঠতে দেননি স্ত্রী। বাড়ি থেকে বিতাড়িত হয়ে শ্বশুরবাড়ি আশ্রয় নেওয়ায় তার শ্বশুরবাড়িসহ দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন এই যুবক। গত ৫ এপ্রিল থেকে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। এরপর স্বজনরা বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। কিন্তু তিনি চিকিৎসকের কাছে যাননি।

এরপর দেশজুড়ে চলা অঘোষিত লকডাউনের মধ্যেই গত ৭ এপ্রিল সাভারের স্থানীয় এক পরিচিতজনের একটি সাইকেল নিয়ে ঢাকা থেকে বরগুনা রওনা করেন করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক। অসুস্থ শরীরে টানা তিনদিন সাইকেল চালিয়ে গত ১০ এপ্রিল বরগুনা সদর উপজেলার নিজ বাড়ি পৌঁছান তিনি। এসময় তার স্ত্রী তাকে ঘরে উঠতে দেননি। নিরূপায় হয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন তিনি।

ঢাকা ফেরত করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের এক প্রতিবেশী বলেন, ‘অসুস্থ অবস্থায় আমরা ওই যুবকের বাড়ি আসার খবর জানতে পারি ১১ এপ্রিল বিকেলে। মূলত ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার থেকেও আমাদের প্রতিবেশীদের মধ্যে বেশি আলোচিত ছিল লকডাউনের মধ্যে তিনদিন ধরে সাইকেল চালিয়ে তার বরগুনা আসার খবর।’

তিনি আরও বলেন, ‘বাড়িতে আসার পর দুদিন তিনি তার শ্বশুরের ঘরেই ছিলেন। বাইরে বের হননি। অন্যদিকে তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়িতে। পরে স্থানীয় কয়েকজন তার ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বরগুনা আসার খবর পুলিশে জানালে গত ১২ এপ্রিল পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।’

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ঢাকা থেকে আসা ওই যুবককে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। এরপর গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তার রিপোর্ট আসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। রিপোর্টে ওই যুবককে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।

করোনায় আক্রান্ত ওই যুবকের স্ত্রী বলেন, ‘তাকে আমি বরগুনা আসতেই নিষেধ করেছিলাম। তাকে আমি সাভারে ডাক্তার দেখাতে বলেছিলাম। কিন্তু সে শোনেনি। বরগুনা আসার পরও তাকে আমি বাড়ি আসতে নিষেধ করে হাসপাতাল যেতে বলি। কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। তাই তাকে আমি ঘরে উঠতে দেইনি।’

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত এই যুবক এখন ভালো আছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার কাছাকাছি থাকছেন। ’

বিষয়টি নিয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘ঢাকা থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাইকেল চালিয়ে ওই যুবক বরগুনা এসেছেন সে বিষয়ে আমি অবগত। ঢাকা থেকে এসে ওই যুবক স্ত্রীর জন্য নিজ বাড়ি থেকে বিতাড়িত হয়ে শ্বশুরবাড়ি আশ্রয় নেন। এজন্য তার শ্বশুরবাড়ি ও এক শ্যালকের বাড়ি লকডাউন করা হয়েছে।’

আমতলীতে বিপাকে দুগ্ধ খামারীরা: দুধের চাহিদা না থাকায় লোকসানে গরু বিক্রি!

আমতলী প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণে বিপাকে পরেছে আমতলী উপজেলার দুগ্ধ খামারীরা। দুধ বিক্রি করতে না পেরে লোকসানে গরু বিক্রি করে দিচ্ছেন তারা। দুগ্ধ খামারীদের বাঁচিয়ে রাখতে গরুর খাদ্য সহায়তাসহ খামারীদের বিশেষ সহযোগীতার দাবী জানিয়েছেন তারা। নিরুপায় হয়ে মানুষের মাঝে দুধ বিতরন করছেন খামারীরা।

আমতলী প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় ১১টি দুগ্ধ খামার রয়েছে। এ খামারগুলোতে শঙ্করায়ণ জাতের (হলেষ্টাইন ফ্রিজিয়ান) এক’শ ৫০টি গরু রয়েছে। এর মধ্যে ৮০টি গরু দুগ্ধজাতের। প্রতিটি গরুতে দিনে অন্তত ১৫-২৫ লিটার দুধ দেয়। সে হিসেবে ৮০ টি গরু দিনে অন্তত ১৬’শ লিটার দুধ দেয়। ১৬’শ লিটার দুধের দাম প্রায় এক লক্ষ ১০ হাজার টাকা। করোনা ভাইরাসের সংক্রামণ শুরু থেকে দুধের চাহিদা কমে গেছে। গত ২৬ মার্চ থেকে খামারীদের দুধ বিক্রি প্রায় বন্ধ রয়েছে। ওই হিসেবে গত ১৮ দিনে দুধ বিক্রি বাবদ খামারীদের লোকসান হয়েছে অন্তত ২০ লক্ষ টাকা।

এদিকে প্রত্যেক গরুর খাবারসহ দৈনন্দিন ব্যয় হয় ২৫০ টাকা। ওই হিসেবে দিনে খামারীদের ব্যয় ৩৭ হাজার ৫০০ টাকা। এতে গত ১৮ দিনে ব্যয় হয়েছে অন্তত ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। দুধ ও গরুর খাবার খরচসহ গত ১৮ দিনে খামারীদের লোকসান হয়েছে প্রায় ২৭ লক্ষ টাকা বলে জানান খামারীরা। দুধের চাহিদা না থাকায় দুধ বিক্রি করতে না পেরে কিছু খামারী লোকসানে গরু বিক্রি করে দিয়েছেন। এভাবে চলতে থাকলে আমতলী উপজেলার খামারীদের কোটি টাকা লোকসান হবে বলে জানান লোদা গ্রামের সুজন ডেইরি ফার্মের মালিক মোঃ নজরুল ইসলাম নান্নু আকন।

এদিকে করোনা ভাইরাস সংক্রামনের শুরু থেকে দুধের চাহিদা না থাকায় গরু নিয়ে বিপাকে পরেছেন খামারীরা। এক দিকে গরুর দুধের চাহিদা নেই অন্যদিকে দুধ সংগ্রহ বন্ধ করলে গরুর ম্যাস্টাডিস রোগ হওয়ার সম্ভবনা রয়েছে। ওই রোগের ভয়ে দুধ সংগ্রহ করে খামারীরা বিনামূল্যে সাধারণ মানুষের কাছে বিতরন করছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, খামারীরা খরচ বাঁচাতে গরুর প্রয়োজনীয় খাবার খইর, ভুসি ও ফিড দিচ্ছেন না। তারা গরুকে বাজারের ফিড খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। এতে গরুর শারীরিক কাঠামো ভঙ্গুর হতে পারে। খামারীরা জানান, উপায় না পেয়ে দুধ কমাতে নিয়মিত খাবার বন্ধ করে দিয়েছে। এতে গরুর শারীরিক কাঠামো ভেঙ্গে যাচ্ছে।

আমতলী পৌরসভার ওয়াবদা মল্লিক ডেইরি ফার্মের মালিক মোঃ চাঁন মিয়া মল্লিক বলেন, খামারে ২৫টি গরু রয়েছে। এর মধ্যে ৭টি গরু থেকে প্রত্যেকদিন ৮০ লিটার দুধ পাই। কিন্তু করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে দুধের চাহিদা কমে গেছে। তাই দুধ সংগ্রহ করে এলাকার মানুষের কাছে বিনামূল্যে বিতরন করছি। তিনি আরো বলেন, প্রতিদিন দুধ ও গরুর খাবারসহ অন্তত ৮ হাজার টাকা ব্যয় হয়। এভাবে চলতে থাকলে গরু বাঁচিয়ে রাখতে কষ্ট হবে।

দ্রুত গরু বাঁচাতে সরকারের কাছে বিশেষ সহায়তার দাবী জানাই।
কুকুয়া ইউনিয়নের পুর্ব চুনাখালী গ্রামের সীমা ডেইরি ফার্মের মালিক সাইদুর রহমান হাওলাদার বলেন,দুধ বিক্রি করতে না পেরে গত শনিবার এক লক্ষ টাকা লোকসান দিয়ে বাচ্চাসহ চারটি গরু বিক্রি করে দিয়েছি। অবশিষ্ট তিনটি গরু কিভাবে বাঁচিয়ে রাখবো সেই চিন্তায় আছি।

আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম গাজীপুর গ্রামের আরএন ডেইরি ফার্মের মালিক মোঃ রেজাউল ইসলাম বলেন, করোনা ভাইরাসে প্রভাবে দুগ্ধ খামারীরা লোকসানে আছে। প্রতিদিন গরুর খাবার দিয়ে বাঁচিয়ে রাখাই এখন কষ্টকর হয়ে দাড়িয়েছে। সরকারের কাছে দ্রুত খামারীদের বিশেষ সহায়তার দাবী জানাই।

আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আলতাফ হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রামণে উপজেলার দুগ্ধ খামীরারা খুবই সমস্যায় আছে। খাবার দিয়ে গরু বাঁচিয়ে রাখাই এখন খামারীদের জন্য কষ্টকর ব্যাপার। খামারীদের বাঁচিয়ে রাখতে দ্রুত সরকারীভাবে বিশেষ সহায়তা প্রয়োজন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকারীভাবে বিশেষ সহায়তা পেলে তাদের মাঝে বিতরন করা হবে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে ফিরছে: মানুষ আতংকিত আমতলীবাসী

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
সারাদেশের মত আমতলী উপজেলার মানুষদেরও করোনা ভাইরাস নিয়ে ভয় ও আতংকে দিন কাটছে।আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আতংক আরো বেড়ে গেছে। ইতিমধ্যে আমতলী উপজেলা প্রশাসন করোনার বিস্তৃতি রোধে উপজেলা লক ডাউন ঘোষনা করেছেন ।

লক ডাউনের কারনে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় গত কয়েকদিনে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে গোপনে রাতের আধারে বিভিন্ন ট্রলার ও বালুবাহী কার্গোতে করে আসা কিছু মানুষ আমতলী উপজেলার বিভিন্ন স্থানে প্রবেশ করে। এদের অধিকাংশই বিভিন্ন ইটভাটায় শ্রমিকের কাজ করে বলে জানাগেছে।

এদের মধ্যে কিছু গার্মেন্টস কর্মীও আছে। গত ৮ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে জনপ্রতি এক হাজার টাকা ভাড়া চুক্তিতে একটি বালুবাহী কার্গোতে ১০৯ জন ইটভাটা শ্রমিক উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর আসে। এসময় তাদের পুলিশ আটক করে উপজেলার একটি সাইক্লোন সেল্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছেন। এর পরের দিন গত শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় অপর একটি ট্রলার যোগে মুন্সিগঞ্জ থেকে তেইশ জন শ্রমিক পৌছালে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে হোম কোয়ারেন্টাইনে রাখেন।

এরপরেও প্রতিদিন গোপনে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে কমবেশী লোকজন এসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করছে । তারা হোম কোয়ারিন্টিন না মেনে অবাধে চলাফেরা করায় স্থানীয় মানুষের মধ্যে আতংক তৈরী হয়েছে । আতংকিত মানুষজন প্রতিদিন সাংবাদিক, পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে মুঠোফোনে কল দিয়ে তাদের আতংকের কথা জানাচ্ছেন।

আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া এলাকার আবুল কালাম আজাদ, চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার, ঘটখালী এলাকার সোহেল- হেলাল, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী এলাকার ইমরান, হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া এলাকার শাহিন ও গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া এলাকার ইলিয়াস মুঠোফোনে সাংবাদিকদের জানান, তাদের ইউনিয়নের অধিকাংশ এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে অনেক লোকজন আসছে।

এদের অনেকে আত্মগোপন করে বাড়ীতেই অবস্থান করেছে। অনেকে আবার বাড়ীতেই অবস্থান করে প্রকাশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। নিষেধ করলেও শুনছেন না। এ কারনে আমরা এলাকাবাসী তাদের নিয়ে খুবই আতংকের মধ্যে আছি। আবার অনেক এলাকার আতংকিত মানুষজন মুঠোফোনে তাদের আতংকের কথা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকেও জানিয়েছেন।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইন চার্জ মোঃ শাহআলম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আতংকিত মানুষের ফোন পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা চেষ্টা করছি বহিরাগতরা যাতে আমতলীতে প্রবেশ করতে না পারে। সড়কপথে আমতলী উপজেলার প্রতিটি প্রবেশপথ আমরা বন্ধ করে দিয়ে পুলিশ মোতায়েন করেছি। এখন দেখছি রাতের আধারে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে ট্রলারযোগে মানুষ আসছে। ইতিমধ্যে আমরা দুটি ট্রলার থেকে অনেককে আটক করে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারিন্টিনে ও কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছি। বাহির থেকে আসা আত্মগোপনকৃতদের চিহ্নিত করে তাদেরকে হোম কোয়ারিন্টিনে রাখার চেষ্টা অব্যাহত আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রশাদ অধিকারী জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে অনেকে আমতলীর বিভিন্ন গ্রামে এসেছেন ও তারা আত্মগোপন করে আছেন। করোনা রোগের সংক্রমণ এই এলাকাগুলোতে সবচেয়ে বেশী। তাই এসব এলাকা থেকে আগত ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস সংক্রমনের সম্ভাবনা বেশী। যা আমতলীবাসীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তিনি এসব এলাকা থেকে যারা এসেছেন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ফ্রি করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বহিরাগত যারা গোপনে আমতলী এসে আত্মগোপনে রয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা হোম কোয়ারিন্টিনে থাকেন। চৌদ্দ দিন ঘর থেকে বের হবেন না। কোথাও কোন অযাথা আড্ডা দিবেন না। আর যাদের করোনাভাইরাস উপসর্গ আছে তারা দ্রুত হাসপাতালে এসে স্বাস্থ্য পরীক্ষা করুন। অন্যথায় নৌবাহিনী, পুলিশ আপনাদের আটক করে নিয়ে আসবে ।

আমতলীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ২৩০ কর্মী পিপিই ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে।।
মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি।।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ২শ’৩০ জন মাঠ পর্যায়ের কর্মীরা করোনা প্রতিরোধে কাজ করলেও তাদের নিজেদের কোন নিরাপত্তা নেই । পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট – পিপিই ছাড়াই তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে তথ্য সংগ্রহ এবং মানুষকে সচেতন করার কাজ করছে। ফলে তাদেরসহ তাদের পরিবারের জীবন হয়ে উঠছে ঝূঁকিপূর্ণ।

আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের ৩২ জন স্বাস্থ্য সহকারী, ইউনিয়ন পরিদর্শক ৭ জন এবং কমিউনিটি হেলথ প্রোভাইডার রয়েছে ২৯ জন। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কাজ করছেন পরিবার কল্যান পরিদর্শকা ১০ জন, পরিবার কল্যান সহকারী পরিদর্শিকা ৫১ জন, পেইড ভলান্টিয়ার ৯৬ জন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৪ জনসহ দুই বিভাগে ২শ ৩০ জন কর্মী মাঠ পর্যায়ে কাজ করছে। তারা মানুষকে সচেতনতাসহ জ্বর সর্দিকাশীর তথ্য সংগ্রহ করছেন এবং সাধারন রোগীদের চিকিৎসা দিচ্ছেন। অথচ এই মুহুর্তে তাদের নিজেদের জীবনের কোন নিরাপত্তা নেই পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট –পিপিই ছাড়াই এসকল কর্মীরা প্রতিদিন মাঠ চষে বেড়াচ্ছে। আবার কাজ শেষে সন্ধ্যা হলে তারা ফিরে যাচ্ছে নিজের বাসায়।

পাশাপাশি কমিউনিটি হেলথ প্রেভাইডাররা প্রতিনিয়ত কমিউিনিটি ক্লিনিকে বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এভাবে কাজ করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তাদের নিজেদের জীবন ও পরিবার । গত ৯ এপ্রিল আমতলী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন রাজনৈতিক নেতার মৃত্যুর পর আমতলীর প্রতিটি জনপদ এখন করোনা জোন হয়ে উঠেছে। কারন তার মৃত্যুর আগে এবং তার মৃত্যুর পরে অনেকে তার সংস্পর্সে এসেছে। তারা এখন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলো করোনা রোগের বিস্তার রোধে চলছে লকডাউন। এই লক ডাউনের মধ্যেও পায়ে হেটে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা কাজ করছে উপজেলার প্রতিটি গ্রামে। স্বাস্থ্য সহকারী মোর্শেদা বেগম জানান, জীবনের ঝুঁকি এবং আতঙ্ক নিয়ে মাঠে কাজ করছি। আমাদের প্রত্যেককে নিরাপত্তা সামগ্রী দেয়া হলে আমাদের জীবন কিছুটা ঝুঁকি মুক্ত হবো ।

আমতলী উপজেলা কমিউনিটি ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ও চলাভাঙ্গা কমিউিনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার মো. আল হাসিব জানান, আমরা জীবন বাজি রেখে প্রতিটি কর্মী প্রতিদিন ক্লিনিকে কাজ করছি। আমাদের সাথে বাসার সকল সদস্যরাও ঝুঁকির মধ্যে পপড়ছ।

আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরদের আমারা কোন পিপিই দিতে পারিনি। সরকারী ভাবে তাদের পিপিই সরবরাহ করা হলে তাদের জীবনের ঝুঁকি কিছুটা হলেও কমবে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, আমতলী হাসপাতালে যে পরিমান পিপিই পাওয়া গেছে তা কেবল হাসপাতালে কর্মরত চিকিৎসদের জন্য রাখা হয়েছে। মাঠ পর্যায়ের কর্মীদের পিপিই হলে তাদের জীবনের ঝুঁকি অনেকটা কমে আসবে।

বরগুনা জেলা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান জানান, উর্ধতন কর্র্তৃপক্ষের কাছে মাঠ পর্যায়ের কর্মীদের জন্য পিপিই চাওয়া হয়েছে। সরবরাহ পাওয়া গেলে মাঠ পর্যায়ের প্রত্যেক কর্মীকে পিপিইসহ সকল সরঞ্জাম সরবরাহ করবো।

 

বরগুনা সদর হাসপাতালে দুজন করোনা শনাক্ত

বরগুনা সদর হাসপাতালবরগুনা সদর হাসপাতালে সদ্য ঢাকা ফেরত ৬০ বছর বয়সী এবং নারায়ণগঞ্জ ফেরত ৩৫ বছর বয়সী দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাদের দুজনেরই টিপোর্ট আসে। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের একজনের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামে এবং অন্যজন আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। দুই জনকেই গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে ঢাকা ফেরত ব্যক্তি তাবলিগ জামায়াতে অংশ নিয়েছিলেন। তিনি বরগুনায় আসার পর স্থানীয়রা বৃহস্পতিবার তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যজন নারায়ণগঞ্জের কাচপুর এলাকা থেকে বরগুনায় এসেছিলেন।

সোহরাব হোসেন বলেন, ‘বরগুনা সদর হাসপাতালে দুজন রোগী কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে তাদের বাড়ির সদস্যদের নমুনা নিয়ে টেস্ট করা হবে।’

করোনা আক্রান্ত ছিলেন বরগুনায় মারা যাওয়া আ.লীগ নেতা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ারের (৭২)। বিষয়টি নিশ্চিত করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। এ ঘটনায় আমতলী উপজেলা লকডাউন করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন জিএম দেলোয়ার। মৃত্যুর সঙ্গে সঙ্গে তার বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

এর আগে করোনাভাইরাসের উপসর্গ থাকায় বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান জিএম দেলোয়ার। এসময় সেখানে কর্মরত চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। কিন্তু রিপোর্ট আসার আগেই এক দিনের মাথায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর একদিন পর শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে পটুয়াখালীতে তার রিপোর্ট আসে। এতে তিনি করোনা পজেটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়।

বরগুনার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জিএম দেলোয়ারই বরগুনায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনায় প্রথম মারা যাওয়া ব্যক্তিও তিনি।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, ৮-১০ দিন ধরে তিনি জ্বর নিয়ে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এরপর চিকিৎসকের দ্বারস্থ হলেও বাড়িতেই ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, অসুস্থ থাকা অবস্থায় বুধবার জিএম দেলোয়ার পটুয়াখালী হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইইডিসিআরে পাঠানো হয়। আজ সেই রিপোর্ট পটুয়াখালীতে এসেছে এবং সে রিপোর্টে তিনি করোনা পজেটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েই জিএম দেলোয়ারের বাড়ি আমরা লকডাউন করে দিয়েছি। এছাড়াও তার জানাজা এবং দাফন স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে প্রবেশদ্বার বন্ধ, বিচ্ছিন্ন আমতলী

আমতলী প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে আমতলী সকল প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। অন্য উপজেলার সাথে আমতলীর যোগাযোগের প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।উপজেলার সাথে আমতলীর যোগাযোগের প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর গণবিজ্ঞপ্তি মোতাবেক এ পদক্ষেপ গ্রহণ করেন আমতলী থানার ওসি শাহ আলম । বহিরাগতদের আগমন ও পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে তিনি পুলিশ বাহিনী নিয়ে উপজেলার শাখারিয়া, বান্দ্রাসহ প্রতিটি প্রবেশদ্বার বন্ধ করে দেয়। প্রবেশের সব পথে বসানো হয়েছে চেকপোস্ট। ফলে অন্যান্য উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতলী।
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বৃদ্ধি পেতে থাকায় সোমবার বিকাল থেকেই রাস্তায় ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। মোড়ে মাড়ে পুলিশ আটকে দিতে থাকে সব ধরনের গাড়ি। এমনকি রিক্সা, অটো, মটরসাইকেলসহ সব পরিবাহন। উপজলা প্রশাসনের পক্ষে মাইকিং করা হয়। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়। বিকাল ৫ টার পর ওষুধ ছাড়া সকল দোকান বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।পুলিশের মটরসাইকেল বহর সারা উপজেলা টহল দিয়েছে । বন্ধ করে দেয়া হয়েছে চায়ের দোকানও। ওসি বলেন, নির্দেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমতলী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল অন্যান্য উপজেলা ।

আমতলীতে আওয়ামীলীগ সভাপতির মৃত্যু, বাড়ি লক ডাউন

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:

বৃহসপতিবার সকালে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন আমতলী ওয়ার্ডের লোছা গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে -রাজেউন। তিনি দীর্ঘীদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। বিকালে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।

এদিকে নিউমোনিয়ার কারনে শ্বাস কষ্ট থাকায় করোনা ভাইরাসে মৃত্যুর সন্দেহে আমতলী উপজেলা প্রশাসন তার বাড়ী লকডাউন করে দিয়েছে এবং চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়েছে। যতদিন পর্যন্ত তার নমুনা প্রতিবেদন না আসবে যতদিন পর্যন্ত বাড়ী লকডাউন থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন নিশ্চিত করেছেন।

আমতলীর প্রবীণ রাজনীতিবিদ জিএম দেলওয়ার হোসেনের মৃত্যুতে বরগুনা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

 

নারায়ণগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জনকে আটক

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:
বুধবাররাত ৯ টায় নারায়ণগঞ্জ থেকে আমতলীতে ট্রলারে আসা ১০৯ জনকে পুলিশ আমতলীর গাজীপুরে আটক করেছে। আমতলী থানার অফিসারে ইন চার্জ মো শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসএবং ইটের ভাটায় কাজ করত। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের কারনে লক ডাউন করে দিলে তারা পরিবার পরিজনসহ ট্রলার যোগে আমতলীতে নিজ নিজ বাড়িতে আসছিল। পুলিশ রাতেই তাদেরকে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে এবং স্বাস্থ্য বিভাগ তাদেরকে আমড়াগাছিয়া খানকায় সালেহিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে প্রেরণ করে।

এদিকে দেশের বিভিন্ন স্থান লক ডাউনের কারনে থেকে খেটে খাওয়া মানুষ আমতলীর গ্রাম বাড়িতে ফিরে আসায় স্থানীয় মানুষদের মধ্যে আতংক বিরাজ করছে ।

আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে ইটভাটার শ্রমিকরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আমতলীর ইটভাটিতে কাজ করছে শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ চুক্তি ভিত্তিক কাজ শেষ না হওয়া পর্যন্ত মালিকরা ইচ্ছা করে ছুটি দিচ্ছে না। মালিকরা বলেন, শ্রমিকদের কাজ করতে কোন বাধ্য বাধকতা নেই তারা ইচ্ছা করেই ছুটি নিচ্ছে না।

জানাগেছে, আমতলী উপজেলায় ঝিকঝ্যাক ও ড্রামচিমনি ২৩ টি ইটভাটি রয়েছে। প্রত্যেক ইটভাটিতে অন্তত ১’শ ৫০ থেকে ২’শ শ্রমিক কাজ করে। ওই হিসেবে উপজেলার সকল ইটভাটিতে অন্তত সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষনা করেছে সরকার। ওই সময় থেকে সকল মানুষ করোনা ভাইরাসের প্রভাব থেকে জীবন রক্ষায় ঘরে অবস্থান করছে।

 

 

কিন্তু আমতলীর ইটভাটির শ্রমিকরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ইটভাটিতে কাজ করছে। সকল মানুষ সরকারের নির্দেশনা মানলেও আমতলী ইটভাটির মালিকরা তা মানছে না। তারা সরকারের নির্দেশনা উপেক্ষা করে শ্রমিকদের ছুটি না দিয়ে ইটভাটিতে কাজ করাচ্ছেন। শ্রমিকরা ছুটি চাইলেও তারা ছুটি দিতে টালবাহানা করছে এমন অভিযোগ শ্রমিকদের। ছুটি না পেয়ে কিছু শ্রমিক করোনা ভাইরাসের ভয়ে ইটভাটি ছেড়ে পালিয়ে গেছে।

 

 

শ্রমিকরা জানান, ছয় মাসের চুক্তিতে ইটভাটায় কাজ নিয়েছি। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত মালিক ছুটি দিচ্ছে না। তাই বাধ্য হয়ে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তারা আরো জানান, কিছু শ্রমিক করোনা ভাইরাসের ভয়ে ছুটি না পেয়ে কাজ রেখে পালিয়ে গেছে।
সোমবার আমতলী উপজেলার জিমি , সাউথ , কেএবি,ঢাকা, মা , আরএনটি, এএটি, এনবিএম ও তৌহিদ ইটভাটি ঘুরে দেখাগেছে, ইটভাটিতে নারী ও পুরুষ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ছয় মাসের ছুক্তিতে ইটভাটিতে কাজ নিয়েছি। ছুক্তি শেষ না হওয়া পর্যন্ত কাজ করতে হবে। মালিকতো করোনা ভাইরাস চেনে না। শ্রমিকদের বাঁচা না বাঁচা নিয়ে মালিকদের মাথা ব্যথা নেই। তারা আরো বলেন, করোনা ভাইরাসের কারনে ছুটি চেয়েছিলাম কিন্তু ছুটি না দিয়ে উল্টো তারা বলেন করোনা মনোরা বলতে কিছুই নেই।
সাউথ ইটভাটির শ্রমিক মোক্তাদিন,জাকির হাওলাদার, লিটন, বশার ও দুলাল ঘারামী বলেন, কাজ না করলে মালিক বেতন দেয় না, তাই বাধ্য হয়ে কাজ করছি।

 

আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকার সাউথ ইটভাটির ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের ছুটি দিলে ইটভাটি বন্ধ হয়ে যাবে। তাই ছুটি দিচ্ছি না।
আমতলী উপজেলা ইটভাটির মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার করোনা ভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করার কথা স্বীকার করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সকল ইটভাটির মালিকদের শ্রমিক ছেড়ে দেয়া উচিত। তিনি আরো বলেন, আমার ভাটির শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়ে ছেড়ে দিয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ইটভাটির মালিকদের শ্রমিক ছুটি দেয়ার নির্দেশ দিয়েছি। তারপরও যারা শ্রমিকদের ছুটি দেয়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড বরগুনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার উপকুলীয় তালতলী উপজেলায় শনিবার বিকেলের কাল বৈশাখী ঝড়ের তান্ডবে পাঁচ শতাধিক ঘর, লন্ডভন্ড এবং ৫০ টি বৈদ্যুতিক খুটিসহ কয়েক হাজার গাছপালা উপড়ে পরেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।
জানাগেছে, শনিবার বিকেল পাঁচ টায় উপকুলীয় তালতলী উপজেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় আঘাত হানে।

প্রায় আধা ঘন্টার ঝড়েরর তান্ডবে উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রসা ও মন্দিরসহ পাঁচ শতাধিক ঘরবাড়ী ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। উপড়ে পরেছে কয়েক হাজার পাছপালা। উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের কড়াইবাড়িয়া বাজারে বাবলা মার্কেট, বেহালা গ্রামে সার্বজনিন শ্রী শ্রী দূর্গা মন্দির, কড়াইবাড়িয়া দাখিল মাদ্রাসা, ছোটবগী গাবতলী দাখিল মাদ্রাসা ভেঙ্গে গেছে। এছাড়া বেহেলা গ্রামের তরুনী হাওলাদার, তৃনাথ হাওলাদার, সুরেশ চন্দ্র মিস্ত্রি ও খোকন চন্দ্র মিস্ত্রির ঘরসহ ৫০টি এবং ছোটবগী ইউনিয়নের লেমুয়া গ্রামের ইসহাক হাওলাদার, শানু কাজী, হাবিব মীরা, গাবতলী গ্রামের সাইদুল মুন্সি, চরপাড়া গ্রামের স্বপন কাজী, ইদ্রিস কাজী, আবদুর রব বিশ্বাস ও নার্গিস বেগম ঘরসহ ১৫ টি এবং ছোটবগী বাজারের কামাল খান, তাপসসহ ১৫টি ও পূর্ব গাবতলী গ্রামের ১০টি ঘরসহ উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত পাঁচ শতাধিক ঘর ভেঙ্গে গেছে।

ছোটবগী বাজারের মোঃ কামাল খাঁন বলেন, ঝড়ে আমার ঘরটি সম্পুর্ণ ভেঙ্গে গেছে।
লেমুয়া গ্রামের ইসহাক হাওলাদার বলেন, কাল বৈশাখী ঝড়ে দুইটি বৈদ্যুতিক খুটি ও দুইটি ঘর ভেঙ্গে পরেছে।
ছোটবগী বাজারের মোঃ মোজাম্মেল ডাকুয়া বলেন, বাজারের ১৫ টি ঘর ভেঙ্গে গেছে।

কড়াইবাড়িয়া ইউনিয়নের বেহেলা গ্রামের হিরেন চন্দ্র বলেন, মন্দিরসহ গ্রামের অন্তত ৫০ টি ঘর ভেঙ্গে এবং ১৫ টি বৈদ্যুতিক খুটি উপড়ে পরেছে।
কড়াইবাড়িয়া ইউপিচেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন আকন বলেন, ইউনিয়নের মন্দির, মাদ্রাসাসহ অন্তত ২’শ ৫০ ঘর ভেঙ্গে গেছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু বলেন, ঝড়ে অনেক ঘরবাড়ী ভেঙ্গে পরেছে। খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা বলেন, কাল বৈশাখী ঝড়ে উপজেলার অনেক এলাকার ঘর ভেঙ্গে ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিকভাবে সহযোগীতা করা হবে।