আমতলীতে পরিত্যক্ত অবস্থায় বাড়ির সামনে মিলল নবজাতক

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করেছে করেছে স্থানীয়রা। নবজাতকটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মো. নেছার উদ্দিন (২৮) শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। পথে প্রতিবেশী নাসির উদ্দিনের বাসার সামনে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে সেখানে যায়। গিয়ে দেখেন, দরজার সামনের বসার বেঞ্চের নিচে একটি নবজাতক শিশু কাথা দিয়ে মোড়ানো অবস্থায় কান্না করতেছে। তখন নেছার উদ্দিন বাসার আশপাশের লোকজনেদের ডেকে আনে। স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু শারিরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার এসআই মো. আবুল বাশার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। নবজাতকটি গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আবুল বাশার ও হনুফা বেগম পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটায় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

বরগুনা পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র থেকে রিয়াজ ও রাজু নামে দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে রিপন বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বন্দুক ছয় রাউন্ড গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

আটক রিয়াজ পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মহসিনের ছেলে ও রাজু একই গ্রামের মন্নানের ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, গোপন সংবাদে জানতে পারি হরিণঘাটা পর্যটন কেন্দ্রে রিপন বাহিনীর লোকজন সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্তুতির বৈঠক করছে।

এমন সংবাদে কোস্টগার্ডের একটি দল পর্যটন কেন্দ্রে অবস্থান নেয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে পরে কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে বনের মধ্য দৌড়ে পালানো সময় দুইজনকে দুটি অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। বাকিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

রিপন বাহিনীর রিপনের বাড়ি তালতলী উপজেলার বগা এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে।

আমতলীতে ক্রেতা শুন্য পশুর হাট, গবাদী পশুতে বাজার সয়লাব

পবিত্র ঈদুল আজহার বাকী আর মাত্র ৮ দিন। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যে ঈদকে সামনে রেখে ভালো লাভের আশায় খামারি ও ব্যবসায়ীরা গবাদী পশু নিয়ে আমতলী বাজারে এসেছে। বাজারে গবাদী পশুতে সয়লাব। কিন্তু ক্রেতা শুন্য আমতলী পশুর হাট। বুধবার দুপুর তিনটা পর্যন্ত কোন কোরবানীর পশু বিক্রি হয়নি। ক্রেতা শুন্য থাকায় হতাশ খামার মালিক ও ব্যবসায়ীরা। এতে চরম লোকসানের মুখে খামারী, ব্যবসায়ী ও হাট ইজারাদার।

আমতলী প্রাণী সম্পদ অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় কোরবানীর জন্য ৩ হাজার ২’শ ৭৯ টি গবাদি পশুর চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে এ উপজেলার ৪ হাজার ২’শ ৭৬ টি পশু আছে। এর মধ্যে ২ হাজার ৮’শ ২৫ টি গরু, ৮৪ টি মহিষ, ১ হাজার ৩ ’শ ১৮ টি ছাগল ও ২৮ টি ভেড়া। চাহিদার তুলনায় ৯’শ৯৭ টি পশু বেশী রয়েছে। এর মধ্যে গরু ৫’শ ৮২ টি। শেষ সময়ে ভালো লাভের আশায় খামারিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। খুব যতœ সহকারে গবাদি পশুর দেখভাল করছেন তারা। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কোরবানী কম দেওয়া ও চাহিদার তুলনায় উৎপাদন বেশী থাকায় বাজারে পশুর দাম অনেক কমে গেছে। অনেক খামারী বাজারের অবস্থা দেখে মহা দুচিন্তায় পরেছেন। বাজারে গবাদী পশুতে সয়লাব হয়ে গেছে। কিন্তু ক্রেতা শুন্য আমতলী পশুর হাট। বুধবার দুপুর তিনটা পর্যন্ত কোন কোরবানীর পশু বিক্রি হয়নি। আমতলী গরুর বাজার খাজনা আদায়কারীরা অলস সময় কাটাচ্ছেন। দাম কম থাকায় হতাশ হয়ে পরেছেন খামার মালিক ও ব্যবসায়ীরা। এতে চরম লোকসানের মুখে খামারী, ব্যবসায়ী ও হাট ইজারাদার।

বালিয়াতলী গ্রামের গরু ব্যবসায়ী আবুল কাশেম বলেন, গরুর বাজারে ক্রেতা শুন্য। আটটি গরু নিয়ে বাজারে এসেছি একটিও বিক্রি করতে পারিনি। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর বাজারে গরুর দাম অনেক কম।

ক্রেতা একে এম জিল্লুর রহমান বলেন, বাজারে গরুর দাম গত বছরের তুলনায় অনেক কম। মাঝারি সাইজের একটি গরু ৪০ হাজার টাকা বলেছি।

ব্যবসায়ী মানিক চৌকিদার বলেন, এক’শ কেজি ওজনের একটি গরু ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। যা গত বছর ছিল অন্তত ৬০-৬৫ হাজার টাকা। এ বছর ব্যবসায়ীদের অনেক লোকসান গুনতে হবে।

আমতলী গাজীপুর বন্দরের গরু ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান হাওলাদার বলেন, কোরবানী উপলক্ষে এখন পর্যন্ত দুইটি গরু বিক্রি করেছি। তাতে কোন লাভ হয়নি। খামারের ৩ টি গরু নিয়ে দুচিন্তায় আছি।
তিনি আরো বলেন, করোনার কারনে বাজারে প্রায় ক্রেতা শুন্য। গত বছরের তুলনায় এ বছর গরু প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে।
আমতলী গবাদী পশুর হাট পরিচালনাকারী মোঃ আলাউদ্দিন মৃধা বলেন, বুধবার বিকেল ৩ টা পর্যন্ত কোরবানীর একটি গরুও বিক্রি হয়নি। কিন্তু গরুতে বাজার সয়লাব। এতে আমাদের অনেক লোকসান হবে।

আমতলী গরু হাটের ইজারাদার ও ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, এলাকার পশুতে কোরবানীর চাহিদা পূরন হয়ে অনেক পশু অবিক্রিত থেকে যাবে। করোনার কারনে এ বছর পশুর দাম গত বছরের তুলনায় অনেক কম। আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, সামাজিক ও স্বাস্থ্যবিধি মেনেই কোরবানী উপলক্ষে পশুর বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাতে মানুষ নির্বিঘেœ পশু ক্রয়-বিক্রয় করে গন্তব্যে পৌছতে কোন সমস্যা না হয়। তিনি আরো বলেন, জাল টাকা সনাক্তকরন মেশিনসহ সাদা পোশাকে পুলিশ বাজারে কাজ করছে।

তালতলীতে খেজুর পাতার ঘরে বসবাস করছে হাসিনা

তালতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পাঁজরা ভাঙা গ্রামে চার সন্তান নিয়ে নারিকেল পাতা ও পলিথিন দিয়ে মাথা গোজার চেষ্টা করছেন অভাগী হাসিনা ।
কিশোরী বয়সে সংসারে অভাবের কারনে অল্প বয়সে বিয়ে হয় হাসিনা বেগমের, সাত বছর আগে রিকশা চালক স্বামী মোকছেদ মোল্লা ঋণগ্রস্ত হয়ে নিরুদ্দেশ হন। আর কোন খোঁজ খবর পাননি, । এখন এক কথায় বলা যায় স্বামী পরিত্যক্তা না খেয়ে বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে হাসিনা ।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ৮ বছর আগে স্বামীর রেখে যাওয়া জরাজীর্ণ ঘড়ের দেহাবশেষ পরে রয়েছে । সেই ঘড়ে নারিকেল পাতা ও পলিথিন দিয়ে কোন রকম, মাথা গোজার চেষ্টা হাসিনার। ঘড় না থাকায় ছোট ছেলে-মেয়েদের নিয়ে কখনো পাশের বাড়ি ননদের বাড়ির বারান্দায়, কখনো কুয়াকাটা শুটকি পল্লীতে থাকেন। অন্যের বাড়ি ও শুটকি পল্লীতে কাজ করে, কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটে অভাগী হাসিনা পরিবারের ।

পুষ্টিকর খাদ্যের অভাবে বাচ্চা গুলো কংকালসার ও খর্বকায়, অর্থাভাবের কারনে সন্তান গুলো স্কুলগামী হচ্ছে না।
অনেকটা ক্ষোভ নিয়ে হাসিনা বেগম বলেন, গরীব হয়ে জন্ম নেওয়া মানুষের জন্য এক হিসেবে অন্যায়, সন্তানদের লেখা পড়া শেখানো যায়না। দিতে পারিনা দু মুঠো ভাত অসুস্থ হলে পরে থাকতে হয় বিনা চিকিৎসা বিছানায় পড়ে। রাত হলে ঠাই অন্যের বাড়ীর বারান্দায় এটা কি জীবন? স্বামী নিখোঁজ মানুষের কাছে শুনছি,আমার স্বামী হিলট্টাকসের (পার্বত্য চট্টগ্রাম) কোন এক গ্রামে দ্বিতীয় বিয়ে করে সংসার পেতেছেন। আমিতো মা সন্তানদের কোন ভাবে ফেলে রেখে যেতে পারিনা। ঝড় বৃষ্টি যাই হোক আমি আমার সন্তান দের বুকে নিয়ে বাঁচতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু মাথা গোজার ঠাই চাই। সন্তানদের গৃহহীনের যন্ত্রনা থেকে মুক্তি দিতে চাই।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৩ জেলে উদ্ধার

বরগুনার তালতলীর উপজেলার আশার চর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এফবি মালেকা নামের ১টি মাছ ধরা ট্রলার ১৩ জন জেলেসহ সাগরে আকস্মিক ঝড়েরর কবলে পরে ডুবে যায়। অন্য একটি ট্রলারের সহায়তায় জেলেদের ডুবে যাওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার করা হলেও জাল ট্রলার উদ্ধার করা যায়নি।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শাহীন খলিফা জানান, তালতলীর নিন্দ্রা সক্ষিনার গ্রামের আলমগীর খলিফার ট্রলাার নিয়ে আমরা ১৩ জন জেলে গত বৃহস্পতিবার সাগরের মাছ ধরতে যাই। মাছ ধরা শেষে মাছ বোঝাই ট্রলারটি নিয়ে রবিবার গভীর রাতে আমরা তালতলীর দিকে কিনারে ফিরছিলাম। এসময় বাইসদার বয়া নামক স্থানে আসা মাত্র আকস্মিক ঝড়েরর কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটি তখন তালতলীর আশার চর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বের দূরত্বে অবস্থান করছিল। ট্রলারটি ডুবে যাওয়ার ৬ ঘন্টা পর সোমবার সকাল ৬টার দিকে অন্য আরেকটি মাছ ধরা ট্রলালের সহায়তায় বাইসদার বয়া নামক স্থান থেকে জেলেদের উদ্ধার করা হয়। তবে জাল ও ট্রলার পাওয়া যায়নি।

জেলেরা জানান, আমরা সাগরের পানিতে যে সামন্য বয়া এবং অন্যান্য ভাসমান সামগ্রী ছিল থা ধরে ৮ ঘন্টা পানির সাথে লড়াই করি। পরে অন্য একটি ট্রলারের জেলেরা আমাদের দেখতে পেয়ে তারা আমাদের উদ্ধার করে কিনারে নিয়ে আসে। ডুবে যওয়া ট্রলারের জেলেরা সবাই তালতলী উপজেলার নিন্দ্রা ও সখিনা গ্রামের বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলারের জেলেদের সোমবার সকালে তালতলী নিয়ে আসা হয়। জেলেরা সবাই এখন সুস্থ আছে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আলমগীর খলিফা জেলেদের ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের জীবিত উদ্ধার করা হলেও জাল ও ট্রলার উদ্ধার করা যায়নি। ট্রলার ও জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ট্রলার ডুবির ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার মাছ ও সাগরে ভেসে গেছে।

অবশেষে ইউএনও’র প্রচেষ্টায় বিআর-২৩ বীজ ধান পেল আমতলীর কৃষকরা

অবশেষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও কৃষি অফিসার সিএম রেজাউল করিমের প্রচেষ্টায় বিআর-২৩ বীজ ধান পেল আমতলীর কৃষকরা। এনিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের।

উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের প্রচেষ্টায় সোমবার বিআর-২৩ বীজ ধান আমতলীতে আসে। ওই বীজ ধান ডিলারদের কাছ থেকে সরকারী নির্ধারিত মুল্যে কৃষকরা কিনে নিচ্ছেন। ধান পেয়ে উচ্ছাসিত তারা।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলীতে এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। ওই জমির আবাদের জন্য বীজ ধান প্রয়োজন ৫’শ ৮০ মেট্রিক টন। এর মধ্যে ৯৫% কৃষক ফলন ভালো হওয়ায় বিআর-২৩ জাতের বীজ ধানের চাষাবাদ করেন। উপজেলার মোট জমির অর্ধেক বীজ মজুদ রেখে থাকেন কৃষকরা। অবশিষ্ট অর্ধেক জমির জন্য দুই’শ ৯০ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে।

আমতলী কৃষি অফিস দুই’শ ৯০ মেট্রিক টন আমন ধানের বীজ বরাদ্দ চেয়ে পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষকে চাহিদা পাঠিয়েছে। কিন্তু বিএডিসি কর্তৃপক্ষ ৫৮ মেট্রিক টন বীজ ধান সরবরাহ করেছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য। এতে বীজ সংকটে পরে উপজেলার কৃষকরা। উপজেলার ডিলার ও বীজের দোকানে বিআর-২৩ ধানের বীজ পাওয়া যাচ্ছে না। বীজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা।

এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নজরে আসে। পরে ইউএনও মনিরা পারভীন ও উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের প্রচেষ্টায় সোমবার বিএডিসি কর্তৃপক্ষ আমতলীতে ৪৩ মেট্রিক টন বিআর-২৩ জাতের বীজ ধার সরবরাহ করেছে। ওইদিন থেকেই ডিলাররা সরকারী নির্ধারিত মুল্যে কৃষকদের কাছে ধান বিক্রি করছে। শেষ মুহুর্তে বিআর-২৩ ধানের বীজ পেয়ে খুশি কৃষকরা।

আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, আমতলীর কৃষকরে জন্য পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষ ৪৩ মেট্রিক টন বীজ সরবরাহ করছে। সরকারী নির্ধারিত মুল্যে কৃষকরা ডিলারদের কাছ থেকে বীজ ধান কিনে নিচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলায় বীজ ধানে কোন সঙ্কট নেই। পর্যাপ্ত বীজ এসেছে। তিনি আরো বলেন, বীজ ধান বিক্রিতে কেউ অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনায় আরও চিকিৎসকসহ ২০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২০ জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এবং আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৪৬৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ভেতর ১০ জন মারা গেছেন।

মৃত ব্যক্তিদের ভিতর আমতলী উপজেলার আব্দুল মান্নান (৬৭)। শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ২২৭।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ২০ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮ জন, বেতাগী উপজেলায় ৫ জন, পাথরঘাটায় ৪ জন, আমতলীতে ২ জন ও তালতলীতে ১ জন রয়েছেন।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

আমতলীতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার

বরগুনার আমতলীতে পালিয়ে থাকা ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল।
সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্ব অদ্য শনিবার দুপুরে বরগুনা জেলার আমতলীর ঘটখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় (জিআর নং- ২৪/১৫) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ বেল্লাল হাওলাদার (৩৫), পিতা- মৃত ইসমাইল হাওলাদার, সাং-উত্তর রাওঘা, থানা-আমতলী, জেলা-বরগুনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বরগুনার আমতলী থানায় হস্তান্তর করা হয়।

তালতলীতে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বরগুনার তালতলীত উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন মারা গেছেন।

বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৬ জুলাই)বেলা ১১টার দিকে তিনি মারা যান।

জানা যায়, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলতাফ হোসেন আকন করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জুন বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

প্রায় ১ মাসেরও বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তার স্ত্রী, কন্যা ও ছেলে করোনা আক্রান্ত হয়ে ছিল পরে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হন।

তালতলী উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০১৭ সালের এপ্রিল মাসে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত ছিলেন। সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হবে।

আমতলীতে কেনা-বেচার ধুম পড়েছে মাছ ধরার ফাঁদ “চাই”র

বর্ষাকাল মানেই খাল বিলে থৈ-থৈ পানি। টানা ভারি বৃষ্টিপাতে নদী নালাসহ খাল বিলগুলো ফিরে পায় নতুন এক যৌবন। ঠিক তেমনি বরগুনার আমতলীতে ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদী, খাল, বিল ও ডোবাতে বাড়ছে পানি। পানির গতির সাথে নিম্নাঞ্চল এলাকার ফসলি জমিগুলো পানিতে তলিয়ে থাকায় বাছড়ে মাছ শিকারীদের আনাগোনা। এ কারনে মাছ ধরার ফাঁদ বাঁশের তৈরী “চাই” এর কেনা- বেচার ধুম পড়েছে বরগুনার আমতলী বাজার গুলোতে।

সরেজমিনে বুধবার উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট আমতলী বাজার ঘুরে দেখাগেছে, দুর-দুরান্ত থেকে মানুষ এসে বাঁশ দিয়ে হাতে তৈরী মাছ ধরার ফাঁদ “চাই” কিনছেন। মহামারী করোনায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা দেশীয় মাছের স্বাদ গ্রহন করতে আর বাড়িতে বসে অবসর সময় কাটাতে গ্রামের খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছ স্বীকারে ব্যস্ত হয়ে পড়ছেন।

একই সাথে বাজারে মাছ ধরার সরঞ্জাম “চাই” বিক্রিও বেড়েছে। আর এ মাছ ধরার ফাঁদ “চাই” তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারীগর ও তাদের পরিবার। উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা ও হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামেই এই “চাই” বেশী তৈরী হয়। চাই তৈরীতে বাঁশ কেনা থেকে শুরু করে বাঁশ কাঁটা ও তা দিয়ে শলাকা তৈরী করতে দিনের শুরু থেকে সন্ধ্যা অব্দি কেঁটে যাচ্ছেন তাদের সময়। একটি ভালো জাতের বাঁশ থেকে কমপক্ষে ৭/৮ টি “চাই” তৈরী করা যায়। আর ছোট বড় প্রতিটি “চাই” বিক্রেতারা ১০০ থেকে ২০০ টাকা মূল্যে বিক্রয় করছেন।

বিক্রেতা দীনেশ সাজ্জাল বলেন, বর্ষাকালে চারিদিক পানিতে থৈ-থৈ করায় এই সময়ে তাকে “চাই” তৈরীতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এ মাছ ধরার ফাঁদ “চাই” তৈরীতে পরিবারের সদস্যরা তাকে যথেষ্ট সহযোগীতা করেন। বর্তমানে “চাই” তৈরীর টাকায় আমার সংসার ভালোভাবে চলতেছে।

ক্রেতা ছয়জুদ্দিন মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমি দুটি চাই ৪০০ টাকায় কিনেছি। বর্ষাকালে “চাই” সহ অন্যান্য মাছ ধরার ফাঁদের দাম একটু বেশি থাকে। “চাই” ফাঁদ দিয়ে মাছ ধরা অনেক সহজ। সেজন্য বাজারে এর চাহিদাও অনেক বেশী। তিনি আরো বলেন, যেভাবে বৃষ্টিপাত বাড়ছে তাতে করে বাজারে “চাই” এর চাহিদা আরো বাড়তে পারে।