আমতলীতে এই প্রথম এক নারী তিন ছেলে সন্তান জন্ম দিলেন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে তাক লাগিয়ে দিলেন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া (ধর্মনারায়ণ) গ্রামের হতদরিদ্র পারভীন বেগম। অপ্রাপ্ত বয়স্ক শিশু ছেলে তিনটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্কানু বিভাগে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছে। মা পারভীন আব্দুল্লাহ ক্লিনিকে চিকিৎসাধীন। মা ও শিশু তিনটি জীবন মৃত্যুর সন্দিক্ষণে। মা ও শিশুদের বাঁচাতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো খুবই কষ্টসাধ্য। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ইটভাটার শ্রমিক বাবা জাকির হোসেন। তিন ছেলে শিশু জন্ম নেয়ার খবরে আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমতলীতে এই প্রথম কোন মা তিন পুত্র সন্তানের জন্ম দিলেন।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া (ধর্মনারায়ণ) গ্রামের জাকির হোসেন দম্পতি ইটভাটায় শ্রমিকের কাজ করে দিনাতিপাত করছেন। তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। গত বছর পারভীন বেগম সন্তান সম্ভাবা হয়ে পরেন। দ্রুত ডাঃ আনোয়ার হোসেনের পরামর্শ নেন তিনি। পরে জানতে পারেন ওই নারীর ভ্রুণে তিনটি সন্তান রয়েছে। খবর পেয়ে আনন্দের চেয়ে বেধনার শুর বেজে উঠে পরিবারে। আগের দুই শিশু সন্তানের ভরণ পোষন অত্যান্ত কষ্টের তার উপরে আরো তিন সন্তান। মানুষের সাহায্য সহযোগীতা নিয়ে অনেক কষ্টে স্ত্রী পারভীনের চিকিৎসা করেন তিনি। কিন্তু ৮ মাসের গর্ভাবস্থায় অসুস্থ্য হয়ে পরেন পারভীন। শনিবার রাতে তাকে পটুয়াখালী আব্দুল্লাহ ক্লিনিকে নিয়ে আসেন। ওই কিøনিকে সিজারের মাধ্যমে তিনটি ছেলে শিশুর জন্ম দেন তিনি। কিন্তু অপ্রাপ্ত বয়স্ক শিশু তিনটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্কানু (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে। মা পারভীন আব্দুল্লাহ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু শিশু তিনটি ও মাকে উন্নত চিকিৎসা করাতে বেশ টাকার প্রয়োজন। তবে হতদরিদ্র ইটভাটার শ্রমিক বাবার পক্ষের তিন শিশু ও মায়ের চিকিৎসা করানো সম্ভব না। দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিত্তবানদের সহযোগীর জন্য অনুরোধ জানিয়েছেন তিন শিশুর বাবা জাকির হোসেন। তাকে সাহায্যা পাঠানোর ঠিকানা বিকাশ নম্বর-০১৭১৬৬৬৮০৮২, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০৫৫৬১৩৮৬, অগ্রনী ব্যাংক, আমতলী শাখা। আমতলীতে এই প্রথম কোন মা তিন ছেলে সন্তানের জন্ম দিলেন। তিন ছেলে শিশু জন্ম নেয়ার খবরে আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাবা জাকির হোসেন কান্নাজনিত কন্ঠে বলেন, মোরতো খুশি হওয়ার কতা কিন্তু ক্যামনে মুই পাচটা গুড়াগাড়া পালমু। এ্যাহন পোতা তিনডা অসুস্থ্য, মোর বউ হেও অসুস্থ্য। মোড্ডে কোনো টাহা নাই। মুই কি দিয়া চারজনের চিকিৎসা হরমু। মুই প্রধানমমন্ত্রী শেখ হাসিনাসহ হগলেবেড্ড সাহায্য চাই। মোরো সবাই সাহায্য হরেন নইলে মুই মোর পোলা তিনটা বাঁচাইতে পারমু না।
ডাঃ মোঃ আনোয়ার হোসেন বলেন, সিজারের মাধ্যমে তিন ছেলে শিশুর জন্ম দিয়েছেন পারভীন। কিন্তু শিশু তিনটি প্রাপ্ত বয়স হয়নি। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্কানুতে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) পাঠানো হয়েছে। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু হরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা খুবই কষ্টকর।

বরগুনায় ট্রাক্টরচাপায় পথচারীর মৃত্যু

বেপরোয়া গতির একটি অবৈধ ট্রাক্টরের চাপায় বরগুনায় আইউব আলী (৬৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ। নিহত আইয়ুব আলী পৌর শহরের চরকলোনী এলাকার মৃত গয়জ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুটপাত দিয়ে হেটে যাচ্ছিলেন আইউব। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা পথচারী আইউব আলীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আইয়ুব আলীর ছেলে লিটন মিয়া বলেন, আমরা গরিব মানুষ। এখন আমাদের পরিবারের কী হবে। আমরা ঘাতক চালকের বিচার চাই। প্রশাসনের কাছে জোর দাবি এ অবৈধ যানবাহনগুলো বন্ধ করা হোক।

বরগুনা সদর হাসপাতালে চিকিৎসক জায়েদ আলম ইরাম জানান, গাড়িচাপায় তার শরীরের বিভিন্ন স্থান ও মাথায় রক্তক্ষরণ হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠান হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে সনাক্ত করে গ্রেফতার করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আমতলীতে আদালতের নির্দেশে বসতবাড়ী উচ্ছেদ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কের সঞ্জিব দাশ ও রুপাই দাশের বসতবাড়ী উচ্ছেদ করা হয়েছে। বরগুনা সিনিয়র সহকারী জেলা জজ আদালতের নির্দেশে এ বসত বাড়ী উচ্ছেদ করা হয়। বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালতের পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত ওই জমি সরকারী নিয়ন্ত্রনে থাকবে বলে আদেশে উল্লেখ আছে।
জানগেছে, ২০০৮ সালে আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কের ৫ শতাংশ জমিতে সঞ্জিব দাশ ও রুপাই দাশ বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। ওই জমি মোঃ মজিবুর রহমান তার দাবী করে আদালতে মামলা করেন। দীর্ঘ ১৪ বছর শেষে এ বছর মজিবুর রহমানের পক্ষে রায় দেয় আদালত। আদালতের আদেশের প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল বরগুনা সহকারী জেলা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতে জেলা নাজির মোঃ ফারুক আহম্মেদ শনিবার দুুপুরে সঞ্জিব দাশ ও রুপাই দাশের বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেন।
রুপাই দাশ বলেন, আদালত থেকে বসতবাড়ী উচ্ছেদের কোন নোটিশ দেয়া হয়নি। নোটিশ না দিয়েই আমার বসতবাড়ী ভেঙ্গে দিয়েছে। পরিবার পরিজন নিয়ে আমি এখন অসহায়।
মামলার বাদী মোঃ মজিবুর রহমান বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। আদালত আমাকে আমার জমি ফিরিয়ে দিয়েছেন।
বরগুনা জেলা আদালতের নাজির মোঃ ফারুক আহম্মেদ বলেন, আদালতের নির্দেশ মতে বসতবাড়ী উচ্ছেদ করে জমি সরকারী হেফাজতে নেয়া হয়েছে। আদালতের পরবর্তি আদেশ ছাড়া জমি সরকারী হেফাজতে থাকবে।

মামলা থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
অপরাধী মনির গাজীর নামের সঙ্গে মিল থাকায় পুলিশ নিরাপরাধী মোঃ মনির মীরকে (৪৬) ডাকাতি মামলার আসামী করেছেন। ওই মামলায় বিনা অপরাধে ছয় মাস হাজতবাসে ছিলেন তিনি। হতদরিদ্র মনির মীর গত ছয় বছর ধরে ডাকাতি মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। মনির মীরের অভিযোগ পুলিশ অধিকতর যাচাই বাছাই না করেই তাকে ডাকাতি মামলার আসামী করেছেন। ওই মামলা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে কয়েকশত লোক অংশগ্রহন করেছেন।
জানাগেছে, ২০১৬ সালের ২৩ জুলাই ঢাকার কলাবাগান থানার গ্রীন রোডে একটি ফাস্টফুটের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে মনিরকে (৩০) আসামী করে সাত জনের কলাবাগান থানায় ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং- জিআর-৮৭/১৬। ওই বছরের ১১ নভেম্বর আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের এচাহাক মীরের ছেলে মনির মীরকে তার বাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। ছয় মাস তিনি হাজতবাস শেষে জামিনে মুক্তি পান। অপরাধী মনির গাজীর নামের সঙ্গে মিল থাকায় ডাকাতি মামলায় গত ছয় বছর ধরে মনির মীর হাজিরা দিয়ে আসছেন। নিরাপরাধ মনির মীরের অভিযোগ এ মামলার তদন্ত কর্মকর্তা যাচাই বাছাই না করেই মনির গাজীর পরিবর্তে তাকে আসামী করেছেন। মামলার আসামী মনির গাজী এবং তার বাড়ী একই গ্রামে। মনির মীরকে মামলা থেকে মুক্তি দিতে বৃহস্পতিবার এলাকাবসাীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বেলা ১১ টায় আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েকশত লোক অংশগ্রহন করেন। হলদিয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শহীদুল ইসলাম বাকু প্যাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা আবু তাহের, হাফেজ মাহবুবুর রহমান, মোঃ জুয়েল মল্লিক, মোঃ হুমায়ূন তালুকদার, আব্দুস ছালাম মোল্লা, মজিবুর রহমান হাওলাদার, মোয়াঁেজ্জম হোসেন, আল মামুন, নয়ন হাওলাদার, আলমগীর আকন, জসিম মৃধা, মন্নান গাজী ও মহিউদ্দিন মুসুল্লী। বক্তারা নামের সঙ্গে মিল থাকায় মনির গাজীর পরিবর্তে মনির মীরকে পুলিশ মামলায় আসামী করেছেন। এ মামলা থেকে নিরীহ নিরাপরাধ মনির মীরকে মুক্তি দিয়ে প্রকৃত আসামী মনির গাজীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। আদালত তথ্য চাইলে যাচাই বাছাই করে প্রকৃত ঘটনা দেয়া হবে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিক পালিত হয়েছে। শনিবার তার লোচা গ্রামের বাড়ীতে কোরআনখানী, কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তার মৃত্যুবার্ষিকীর দোয়া মোনাজাতে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, আওয়ামীলীগসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
জানাগেছে, রাজনৈতিক ব্যাক্তিত্ব গণ মানুষের আস্থার প্রতিক আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন ২০২০ সালের ৯ এপ্রিল প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুরবণ করেন। তিনি দীর্ঘ ৩২ বছর আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আমতলীবাসী একজন অভিভাবক হারিয়েছে। দীর্ঘ ৫৭ বছরের রাজনৈতিক জীবনে যার কাছে মানুষ পেয়েছে অফুরান্ত ভালবাসা। তিনি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগের বিভিন্ন পদে অধিষ্ট হয়ে মানুষের আস্থা অর্জন করেছেন। কর্মময় জীবনে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আমতলীবাসী হারিয়ে এক সুর্য্যসন্তানকে। আজও সেই সুর্য্য সন্তানের জন্য আমতলীবাসী কাঁদে।
১৯৬২ সালে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। ছাত্র রাজনীতির শুরুতেই ছাত্র লীগের সভাপতি হন এই বর্ষিয়ান রাজনীতিবীদ। ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েই কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন এবং আর্ন্তজাতিক ক্রোক মিশন বাস্তবায়নে আন্দোলনে অংশগ্রহন করেন। ১৯৬৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ফাতেমা জিন্নাহর নির্বাচন এবং মুসলিমলীগ বিরোধী কফ্ আন্দোলনে অংশগ্রহন করেন। মুসলিম লীগ বিরোধী কফ্ আন্দোলনে অংশগ্রহনের কারনে তৎকালিন সরকারের রাজনৈতিক মামলায় তাকে জেলে যেতে হয়। ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে গুরুত্ব পদে আসিন হন। ১৯৬৬’র ছয় দফা আন্দোলনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন তিনি। ৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহারের আন্দোলন যুক্ত হন। এ আন্দোলনে অংশগ্রহনের কারনে তিনি জেল হাজতে যান। ১৯৬৯ গণঅভ্যূথান ও ১৯৭০’র নির্বাচনে দলের পক্ষে সংক্রিয়ভাবে কাজ করেন। ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। গঠন করেন সংগ্রাম কমিটি। আমতলী সংগ্রাম কমিটির সভাপতি হয়ে যুবকদের সুসংগঠিত করে যুদ্ধের প্রশিক্ষণ দেন এবং তিনি ভারতের (পিকার ক্যাম্পের ক্যাপ্টেন ছিপার অধীনে) প্রশিক্ষণ গ্রহন করেন। ১৯৭৫ সালে তৎকালিন সরকারের রাজনৈতিক মামলায় কারাভোগ করেছেন তিনি। কারাগার থেকে বের হয়েই আওয়ামীলীগের প্রচার সম্পাদক হন। এরপর আর তাকে পিছে ফিরে তাকাতে হয়নি। ১৯৮৪ সালে তার দলীয় কর্মদক্ষতার কারনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং ১৯৯১ সালে আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হন। ওই সময় থেকে মুত্যূর আগ দিন পর্যন্ত তিনি আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। তার দলীয় কর্মদক্ষতায় সাধারণ মানুষের পেয়েছেন অফুরান্ত ভালোবাসা । দীর্ঘ ৫৭ বছর রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ পদ ছাড়া কিছুই পায়নি। শুধু ২০১৪ সালে কেন্দ্রীয় আওয়ামীলীগ তাকে আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন দেয়। ওই নির্বাচিত তিনি উপজেলা চেয়ারম্যান হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে দীর্ঘ পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। কোন মানুষকে হতে হয়নি হয়রানীর স্বীকার। তার এত সফলতার জন্যই আমতলী উপজেলা তৃণমূল নেতাকর্মীরা ছিল তার আস্থার প্রতিক। গণ মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন ২০২০ সালের ৯ এপিল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তার জন্য আজও উপজেলার লক্ষ মানুষ কাঁদে। তার শুন্যতা আজও পুরণ হয়নি।
তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআনখালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মোনাজাতে আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, দপ্তর সম্পদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আনোয়ার হোসেন ফকির, মরহুমের জেষ্ঠপুত্র উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, ছোট ছেলে পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাড, একেএম বাহাদুর শাহ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সিনিয়র সাংবাদিক পরিতোষ কর্মকার, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজীসহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ মজিবুর রহমান।

প্রাচীন বাংলার ঐহিত্য লালখাতায় হালখাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
পুরোনো হিসাব নিকাশ চুকে নতুন বছরে নতুন খাতায় নাম তোলাই হলো হালখাতা। হালখাতা’ আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি। বর্তমান সময়ে প্রযুক্তির ছোঁয়ায় বাংলা সনের প্রথম দিনে দোকানের হিসাব আনুষ্ঠানিক হালনাগাদের এ প্রক্রিয়ায় ভাটা পড়েছে। নতুন বছর পয়েলা বৈশাখের আর মাত্র চার দিন বাকি। পয়েলা বৈশাখ থেকে হালখাতা শুরু হয়ে চলে পুরো মাস জুড়ে। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে একটু ভাটা পরলেও একেবারে গুটিয়ে যায়নি। করোনা ভাইরাসের মধ্যের ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের পুরোনো হিসাবের খাতা বন্ধ ও নতুন বছরে নতুন খাতা খোলার আনন্দ-আয়োজন, আনন্দ উল্যাস, মিষ্টি মুখ ও আনুষ্ঠানিকতা জোড় প্রস্তুতি নিয়েছেন। কিন্তু বিগত বছরের তুলনায় এ বছর হালখাতা অনেকাংশে কম।
জানাগেছে, ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০-১১ মার্চ সম্রাট আকবরের বাংলা সন প্রবর্তনের পর থেকেই ‘হালখাতা’র প্রচলন হয় তৎকালীন ভারতবর্ষে। পুরনো বছরের হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলা হয় যে খাতায়, তা-ই ‘হালখাতা’ নামে পরিচিত। হালখাতা বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব চুকিয়ে এ দিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য ক্রেতাদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেয়া হয় শুভ হালখাতা কার্ড’- এর মাধ্যমে। হালখাতার কার্ডের মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের মিষ্টি মুখ করান। ক্রেতা তাদের সামর্থানুসারে পুরোনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের পুরো বছরের যাবতীয় হিসাব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে “হালখাতা”-র উদ্ভব। পহেলা বৈশাখের সকালে সনাতন ধর্মাবলম্বী দোকানী ও ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ পূজার মাধ্যমে দিনের শুভ সুচনা করেন। দেবতার পায়ে ছোঁয়ানো সিন্দুরে স্বস্তিকা চিহ্ন অঙ্কিত ও চন্দন চর্চিত খাতায় নতুন বছরের হিসেব নিকেশ শুরু করা হয়।
আগে হালখাতায় অনেক আনন্দ হতো। দোকানে দোকানে প্লেটে করে মিষ্টি বিতরণ করা হতো। ক্রেতারা পুরোনো হিসাব পরিশোধ করতে আসতো। ক্রেতাদের জন্য দোকানে চা, মিষ্টি, সন্দেশসহ নানা আয়োজন থাকতো। মহাজনেরা দোকানে নতুন পন্য দিতো, সেই পন্য সিঁদুরের ফোঁটা দিত দোকানিরা। গদিতে উঠতো নতুন পাটি।’ পয়লা বৈশাখে হালখাতা বাঙালি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী অংশ হলেও বর্তমানে প্রাণঘাতী করোনার কারনে হালখাতা আর আগের মতো জমজমাট নেই। তবুও শহর-গ্রামের অনেক ব্যবসায়ী হালখাতার রেওয়াজ ধরে রেখেছেন। তবে শহরের চেয়ে গ্রামে হালখাতার প্রচলন এখনো বেশী রয়েছে।
বর্তমান আধুনিক যুগে আদিকালের হালখাতা অনেকটা উঠে গেছে। হালখাতা’ শব্দটি শুনলেই চোখে ভাসে মোটা রঙের লালখাতা। দোকানিরা লাল খাতায় লিখে রাখেন পুরো বছরের বাকির হিসেব। বৈশাখের প্রথম দিন দোকানিকে বাকি পরিশোধ করতে গেলে তাদের আপ্যায়ন করাটাই হালখাতার ঐতিহ্য। বেশ কয়েক ধরনের লাল রঙের খাতায় হালখাতা চালু আছে বাজারে। এসব খাতার দামে ও নামে রয়েছে চমক। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষ আস্তে আস্তে হালখাতা ব্যবহার থেকে সরে আসছে। দিন যত যাচ্ছে হালখাতার ভবিষ্যৎ ততই অন্ধকার বলে মনে করেন অনেক ব্যবসায়ীরা। হালখাতাকে ঘিরে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে বিশেষ হালখাতা কার্ড। যে কার্ড দিয়ে দোকানিরা ক্রেতাদের আমন্ত্রণ জানান হালখাতা উৎসবে।
আমতলী বাজারে লালসালু হাফ টালী খাতা ৫০-১৫০ টাকা, টালী ৭০-৪২০, বাউন্ড বুক খাতা ৫০-২৫০ ও রেজিষ্টার খাতা ১৫০- ৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
শনিবার আমতলী পৌর শহরের বিভিন্ন পুস্তক বিক্রেতাদের দোকানে সরেজমিনে ঘুরে দেখাগেছে, পুস্তকের দোকানে সারি সারি লালসালুর খাতা সাজিয়ে রেখেছে পুস্তক ব্যবসায়ীরা। ক্রেতারা ওই খাতা ক্রয় করে নিচ্ছেন। দোকানে বিভিন্ন বাহারী ধরনের হালখাতার কার্ড বিক্রি হচ্ছে।
আমতলী পৌর শহরের মুদি মনোহরদি ব্যবসায়ী জাকির হোসেন ও ওলি প্যাদা বলেন, খরিতদারদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ের জন্য দুই দিনের হালখাতার আয়োজন করেছি।
আমতলীর খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপন বলেন, পয়েলা বৈশাখে পুরাতন বছরের হিসাব নিকাশ শোধ করে দোকানীরা মুষ্টিমূখ করিয়ে ক্রেতাদের স্বাগত জানানোর আনন্দ অতুলনীয়। কিন্তু এখন তেমন আর আনন্দ হয় না।
সুমাইয়া বুক হাউসের মালিক সুলতান আহম্মেদ বলেন, আগের মত এখন আর হালখাতার প্রচলন নেই। তবে গত বছরের চেয়ে এ বছর বেশী খাতা বিক্রি হচ্ছে।
আমতলী উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আবদুল জব্বার হাওলাদার বলেন, আধুনিক প্রযুক্তির ছোয়া এবং করোনা ভাইরাসের কারনে হালখাতায় কিছুটা ভাটা পরেছে। প্রতিবছর বৈশাখের পূর্বে কয়েক হাজার লালখাতা বিক্রি হতো কিন্তু এখন অনেক কমে গেছে।
আমতলী জুয়েলার্স সমিতির সভাপতি পরিতোষ কর্মকার বলেন, হালখাতা শত শত বছরের পুরানো ঐহিত্য। ক্রেতা- বিক্রেতাদের সেতু বন্ধন হলো হালখাতা। তিনি আরো বলেন, এ বছর করোনার কারনে ব্যবসায়ীদের অনেক সমস্যা তাই হালখাতাও কম হচ্ছে। তারপরও পুরানো ঐতিহ্য ধরে রাখতে হালখাতার আয়োজন করেছি।

আমতলীতে তেলের চাহিদা মেটাতে সুর্য্যমুখী চাষ | সুর্য্যমুখী ফুলের সমাহার | বাম্পার ফলন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
তেলের চাহিদা মেটাতে সুর্য্যমুখী চাষ করছেন আমতলীর কৃষকরা। ভেষজ উদ্ভিদ একবর্ষী সূর্য্যমূখী ফুলের বাম্পার ফলন হয়েছে। সুর্য্যমুখী চাষে চাষীরা পরিবারের তেলের চাহিদা মিটিয়ে লাভবান হওয়ার অপার সম্ভাবনা দেখছেন।
আমতলী উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, এ বছর আমতলী উপজেলায় সূর্যমূখীর লক্ষমাত্রা ধরা হয়েছিল ৫’শ ১০ হেক্টর। ওই লক্ষমাত্রা অর্জিত হয়েছে। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় খরা প্রবন ও লবনাক্ত এলাকায় টেকসই ফসল ব্যবস্থা উদ্ভাবনে আধুনিক জাতের তৈল বীজ উৎপাদনের উপর কৃষি, জলবায়ু ট্রাস্ট ও পরিবেশে মন্ত্রনালয় বৈপ্লবিক সফলতা পেতে কাজ করেছে। সুর্য্যমুখী হাইসান-৩৩ চাষে সেই সফলতা পেয়েছেন কৃষকরা। সুর্য্যমুখী ফুল দেখতে অনেকটা সুর্য্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নামকরন করা হয়েছে সুর্য্যমূখী। এ উদ্ভিদের আয়ূকাল ৯০ থেকে ১০০ দিন। অল্প দিনের মধ্যে ফলন আসে। সূর্য্যমূখী ফুলে বীজ হয়। ওই বীজ থেকে পুষ্টিকর তৈল এবং ভুসি হাঁস মুরগী ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। নির্ভেজাল পুষ্টিগুণ সমৃদ্ধ এ তেল স্বাস্থ্যের জন্য উপকারী। সূর্য্যমুখী তেল ঘি’র বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এই তেল বনস্পতি তেল নামে পরিচিত। কৃষকরা পরিবারের তেলের চাহিদা মিটিয়ে তেল ও বীজ বিক্রি করছে। এক মণ বীজ যন্ত্রে মাড়াই করে ১৮ থেকে ২০ লিটার তৈল পাচ্ছেন কৃষকরা। তেলের উৎস হিসেবে আমতলীতে সুর্য্যমূখীর ব্যপক চাষ হয়েছে। আমতলী উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে চোখ যত দুরে যাচ্ছে ততই ক্ষেতের পর ক্ষেত ফুলের সমাহারে ভরপুর। পৌষ মাসের মাঝামাঝি সময়ে সূর্য্যমূখী চাষ হয় এবং চৈত্র মাসের শেষের দিকে ফলন কাটা শুরু করে। বর্তমানে চাষিরা ফুল কাটতে প্রস্তুতি নিচ্ছেন। অনাবৃষ্টির কারনে এ বছর সূর্য্যমুখী চাষে কৃষকদের খরচ বেশী হয়েছে। উপজেলা কৃষি অফিস সূর্য্যমূখী চাষে কৃষকদের উৎসাহী করতে সুর্য্যমুখী হাইসান-৩৩ বীজের ১’শ ২৫ টি প্রদর্শনী করেছে। ওই প্রদর্শনী করা কৃষকদের কৃষি অফিস নগদ এক হাজার টাকা ভতুর্কি, ভালো মানের বীজ ও সার সরবরাহ করেছে বলে জানান কৃষি অফিসার সিএম রেজাউল করিম।
উপজেলার হলদিয়া, চাওড়া, আঠারোগাছিয়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ব্যপক সূর্য্যমুখীর চাষ করেছে কৃষকরা।
শুক্রবার আমতলী উপজেলার আমতলী সদর, চাওড়া, হলদিয়া, আঠারোগাছিয়া, গুলিশাখালী ও আড়পাঙ্গাশিয়া ঘুরে দেখাগেছে, একটু সমতল ও উচু জমিতে সূর্য্যমুখী ফুলের বাহারী সমাহার। কৃষকরা ফল কাটতে প্রস্তুতি নিয়েছেন।
আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের নুরুল ইসলাম হাওলাদার বলেন, ২০ হাজার টাকা ব্যয়ে এক’শ ২৬ শতাংশ জমিতে সূর্যমূখী চাষ করেছি। বৃষ্টি না হওয়ায় এ বছর খরচ বেশী হয়েছে। তিনি আরো বলেন, ফলন ভালো হয়েছে আশা করি ৫০ হাজার টাকা বিক্রি করতে পারবো।
একই গ্রামের আবু কালাম বলেন, এক’শ ৫০ শতাংশ জমিতে সুর্য্যমুখী চাষ করেছি। ফলন ভালোই হযেছে। পরিবারের তেলের চাহিদা মেটাতে সুর্য্যমুখী চাষ করেছি।
আমতলী গ্রামের কৃষক দুলাল প্যাদা, শাহ আলম, ইব্রাহিম ও মোশাররফ বলেন, সুর্যমুখীর ভালোই ফলন হয়েছে। আশা করি পরিবারের তেলের চাহিদা পুরন করে তেল বিক্রি করতে পারবো।
কেওয়াবুরিয়া গ্রামের আলতাফ হাওলাদার বলেন, ৫০ শতাংশ জমিতে সুর্য্যমুখী চাষ করেছি। ফলন ভালোই হয়েছে। আশাকরি পরিবারের তেলের চাহিদা মিটিয়ে বেশ টাকা আয় করতে পারবো।
আমতলী উপজেলার কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় সুর্য্যমুখী চাষে কৃষকদের উৎসাহী করে ১’শ ২৫ টি প্রদর্শনী করা হয়েছে। ওই সকল প্রদর্শনীর কৃষকদের নগদ অর্থ, হাইসান-৩৩ বীজ ও সার বিতরন করা হয়। তিনি আরও বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় পরেও ফলন ভালো হয়েছে। কৃষকরা পরিবারের তেলে চাহিদা পুরন করে বেশ লাভবান হবে।

আমতলীতে তিন বরেন্য সাংবাদিকদের সংবর্ধনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
তিন বরেন্য সাংবাদিক এটিএন বাংলার সিও জ.ই মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মিঠুকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার আমতলী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
জানাগেছে, দক্ষিণাঞ্চলের তিন বরেন্য সাংবাদিক এটিএন বাংলার সিও জ.ই মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মিঠুকে আমতলী প্রেসক্লাব সংবর্ধনার উদ্যোগ নেয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা কমিটির আহবায়ক রেজাউল করিম বাদলের সভাপতিত্বে বরেন্য এ তিন সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়। ওই তিন সাংবাদিক ছাড়াও মিডিয়া ও নাট্য ব্যাক্তিত্ব মেহের আফরোজ শাওন ও বিশিষ্ঠ চিত্র শিল্পী কারুটির্টার্সকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুস চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান, বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জিব দাস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আবু ছালেহ জাফর, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। বরগুনা জেলা বাসস সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, আমতলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন, ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউট পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল, আমেরিকা প্রবাসী মোঃ আবু সালেহ হিরণ, মেহেদী হাসান রানা ও সৌদি প্রবাসী মনিরুজ্জামান প্রমুখ।

আমতলীতে জমি দখলে বাঁধা দেয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
জমি দখলে বাঁধা দেয়ায় আল আমিন মৃধা ও তার লোকজন দুই নারীসহ একই পরিবারের পাঁচ জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সামসুল হক এমন অভিযোগ করেন। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার আকনবাড়ী বাস স্ট্যান্ডে সোমবার সকালে।
জানাগেছে, আমতলী-কলাপাড়া আঞ্চলিক সড়কের আকন বাড়ী নামক বাস স্ট্যান্ডে সামসুল হক হাওলাদারের জমি রয়েছে। ওই জমির ৩ শতাংশ জমি সোমবার সকালে প্রভাবশালী খালেক মৃধার ছেলে আল আমিন মৃধা তার সহযোগী খোকন, রিয়াজসহ ৮-১০ জনে দখল করতে বেড়া দেয়। তাদের জমি দখলে সামসুল হক হাওলাদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন মৃধা ও তার সহযোগীরা তাকে বেধরক মারধর শুরু করে। বাবাকে রক্ষায় মেয়ে সামলা বেগম, ছেলে জুলহাস, ইমরান ও স্ত্রী সেতারা বেগম এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করেছে এমন দাবী আহত সামসুল হক হাওলাদারের। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত বৃদ্ধ সামসুল হক হাওলাদার বলেন, আমতলী-কলাপাড়া আঞ্চলিক সড়কের আকনবাড়ী স্ট্যান্ডে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি থেকে বাস স্ট্যান্ডের ৩ শতাংশ জমি খালেক মৃধার ছেলে আল আমিন মৃধা ও তার লোকজন দখল করতেছিল। আমি এতে বাধা দিলে আমাকে, আমার দুই ছেলে, মেয়ে ও স্ত্রীকে পিটিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে প্রভাবশালী আল আমিন মৃধার মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার জমিতে আমি বেড়া দিয়েছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৈহিদুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবী!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের ব্যক্তিগত ফোন নম্বর কেèান করে একটি চক্র জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউএনও এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
জানাগেছে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের ব্যাক্তিগত ফোন নম্বর ক্লোন করে একটি চক্র বৃহস্পতিবার সকালে উপজেলার জন প্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে টিআর ও কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবী করেন। ওইদিন দুপুরে এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার ব্যাক্তিগত ফোন নম্বর দিয়ে তার পরিচয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে টাকা দাবী করছে একটি চক্র। তাৎক্ষনিক ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফোন নম্বর ক্লোন করে তার পরিচয় দিয়ে একটি চক্র চাঁদা দাবী করছে বলে জানিয়ে দেয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে।
কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, একটি চক্র ইউএনও ফোন নম্বর ব্যবহার করে ইউএনওর পরিচয় দিয়ে ৬ টন চাল দেয়ার কথা বলে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দাবীর বিষয়টি আমার সন্দেহ হলে ওই চক্রকে গালাগাল দিয়ে ইউএনও স্যারকে অবহিত করেছি।
হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, কাবিখা প্রকল্পের ছয় টন চাল দেয়ার কথা বলে আমার কাছে ৩৬ হাজার টাকা চাঁদা দাবী করে এবং বরগুনা জেলা প্রশাসকের ব্যক্তিগত পার্সনাল বিকাশ নম্বর পরিচয়ে (০১৯৩৬৭৭৭৯৭৩) দ্রুত পাঠাতে বলে। কিন্তু বিষয় আমার কাছে সন্দেহ হলে আমি ইউওনও স্যারের সাথে যোগাযোগ করি। পরে জানতে পারলাম ইউএনও স্যারের ফোন নম্বন একটি চক্র ক্লোন করেছে। তিনি আরো বলেন, ওই প্রতারক চক্র প্রয়োজনীয় কথা বলতে আমাকে আরো একটি নম্বর (০১৭২১০০৬৩২৬) দিয়েছে।
আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা বলেন, আমতলী ইউএনও পরিচয় দিয়ে আমার কাছ থেকে সকল ইউপি চেয়ারম্যানদের মোবাইল নম্বর নেন এবং আমাকে কাবিখা প্রকল্পের চাল দেয়ার কথা বলে চাঁদা দাবী করে।
আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন বলেন, ইউএনর মোবাইল নম্বর ব্যবহার করে তার পরিচয় দেয়। পরে কাবিখার ১০ টন চাল দেয়ার কথা বলে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে ওই প্রতারক চক্র।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, বিষয়টি জেনেছি। ইউএনও স্যার অভিযোগ পাঠালেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে একটি চক্র জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যাক্তির কাছে চাঁদা দাবী করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি নিয়েছি।